News Social Barta 24X7

News Social Barta 24X7 Latest Bengali News Portal Social Work, Entertainment,Travel and lots of more from West Bengal

কৃষ্ণনগরের অঞ্জনা নদীতে পালিত হল ছট উৎসব।।
27/10/2025

কৃষ্ণনগরের অঞ্জনা নদীতে পালিত হল ছট উৎসব।।

27/10/2025

কৃষ্ণনগর থেকে সরাসরি।।।।

26/10/2025

গেদে চেকপোস্ট দিয়ে ৩১ বাংলাদেশী নারী-পুরুষ, শিশুকে হস্তান্তর করল বিএসএফ

ভারতের অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন সময় আটক বাংলাদেশী নাগরিকদের ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে গেদে সীমান্ত দিয়ে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট ৩১ জন নারী-পুরুষ শিশুকে ফেরত দিল বিএসএফ।

বিজিবি ও বিএসএফ যৌথ ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে , চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ দর্শনা আইসিপি কমান্ডারকে প্রতিপক্ষ ৩২/বিএসএফ ব্যাটালিয়ন এর অধীনস্থ গেদে ক্যাম্প কমান্ডার মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেন যে ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে বিভিন্ন সময় পুলিশ কর্তৃক আটককৃত ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, ২ জন হিজরা এবং ৩ জন শিশু মোট ৩১ জন বাংলাদেশী নাগরিককে ফেরত দিলেন।
বিএসএফ তাদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর বিজিবির কাছে হস্তান্তর করে।

এরপর বিজিবি এইসব বাংলাদেশীদের পরিচয় সনাক্ত করে দুপুর ১ টায় গেদে ই বিএসএফের আধিকারিকদের উপস্থিতিতে ও দর্শনা আইসিপির সীমান্তে ফ্লাগ মিটিং এর বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছ থেকে গ্রহণ করে। হস্তান্তর
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ আবুল হাসান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিব শংকর সিং।

৩১ নারী-পুরুষ, শিশুদের দর্শনা থানায় হস্তান্তর করেছে বিজিবি।
এদের বাড়ি বাংলাদেশের ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ তিতুমীর জানান,
এসব ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগ করে এদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হবে।
ফেরত আসা ব্যক্তিরা জানায়, তারা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিল। ভারতে মুম্বাই শহরে কাজ করে জীবন-জীবিকা চালাতো। সম্প্রতি চলমান অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। এরপর কারাগার থেকে আজ পশ্চিমবঙ্গের গেদে চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ।

26/10/2025

নদীয়ার শান্তিপুরে এসেছে সার্কাস। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সার্কাস।। #সার্কাস

শিল্পগুরু সম্মান পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির শ্রীযুক্ত তড়িৎ পাল মহাশয়। খুব...
25/10/2025

শিল্পগুরু সম্মান পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির শ্রীযুক্ত তড়িৎ পাল মহাশয়। খুব শান্ত মানুষ । অহংকার নেই। নিজের কাজকে খুব ভালোবাসেন। প্রকৃত একজন শিল্পী। কৃষ্ণনগরের নাম পৃথিবীর মানচিত্রে নিয়ে গেছেন তিনি। 🙏

25/10/2025

নদীয়ার শান্তিপুরে এসেছে সার্কাস। ভিডিও:মলয় দে
#সার্কাস

খেলার খবর,,,,, 🏀🏈🏉🎾🏐
24/10/2025

খেলার খবর,,,,, 🏀🏈🏉🎾🏐

কথিত আছে বৃন্দাবনে এই খেলার সূচনা করেছিলেন শ্রীকৃষ্ণ।  #শ্রীকৃষ্ণ
24/10/2025

কথিত আছে বৃন্দাবনে এই খেলার সূচনা করেছিলেন শ্রীকৃষ্ণ। #শ্রীকৃষ্ণ

কথিত আছে বৃন্দাবনে এই খেলার সূচনা করেছিলেন শ্রীকৃষ্ণ Social October 24, 2025Dip RoyLeave a Comment on কথিত আছে বৃন্দাবনে এই খেলার সূচনা করেছিল...

SIR শুরু হলে তিনটি ধাপে হবে বলে জানা যাচ্ছেSIR শুরু হলে তিনটি ধাপে হবে। প্রথম ধাপে  BLO ( বুথ লেভেল অফিসাররা) রা বিভিন্ন...
24/10/2025

SIR শুরু হলে তিনটি ধাপে হবে বলে জানা যাচ্ছে

SIR শুরু হলে তিনটি ধাপে হবে। প্রথম ধাপে BLO ( বুথ লেভেল অফিসাররা) রা বিভিন্ন বাড়ি বাড়ি যাবেন। বাড়িতে যাওয়ার সময় এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন। তথ্য জোগাড় করবেন। সমস্ত কিছু গণনা করা হবে। প্রথম ধাপে প্রায় ৩০-৩৫ দিন লাগতে পারে। তারপর একটি খসড়া তালিকা প্রকাশ পাবে। এবং খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর, যদি কোনও ভোটার মনে করেন যে, তার নাম ভিতরে সংযোজন করা হয়নি, বা কোনও ভুল রয়েছে, বা রাজনৈতিক দলের তরফ থেকে আপত্তি তোলা হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা দেখা হবে। তারপর সমস্ত আপত্তি নিয়ে, তৃতীয় ধাপে ERO সমস্ত বিষয় দেখবেন। সমস্ত যাচাই করার পর, পরবর্তীতে একসপ্তাহ পর, চূড়ান্ত ভোটার লিস্ট বের হবে। এই তিনটি ধাপে কিন্তু SIR হবে।

তথ্য: ABP

মাত্র ১৪ বছর বয়সে, রক্সৌল (পূর্ব চম্পারণ) এর অক্ষরা গুপ্তাকে বিহার অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিযুক্ত করা ...
24/10/2025

মাত্র ১৪ বছর বয়সে, রক্সৌল (পূর্ব চম্পারণ) এর অক্ষরা গুপ্তাকে বিহার অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।

বিসিসিআই মহিলা ক্রিকেটের ইতিহাসে ইতিমধ্যেই নিজের নাম লেখানো অক্ষরা এখন জাতীয় পর্যায়ে বিহারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেবেন।

এই বছরের শুরুতে, তিনি বিহার জোনাল দলের অধিনায়কত্ব করেছিলেন এবং তার দুর্দান্ত নেতৃত্বের দক্ষতার সাথে দলকে জোনাল চ্যাম্পিয়নে নিয়ে গিয়েছিলেন।

তার দ্রুত সাফল্যের উত্থানকে এখন বৈভব সূর্যবংশীর সাথে তুলনা করা হচ্ছে, যিনি সম্প্রতি বিহার রঞ্জি দলের সহ-অধিনায়ক নিযুক্ত হয়েছেন।

অক্ষরা এখন আসন্ন বিসিসিআই অনূর্ধ্ব-১৯ ম্যাচগুলিতে বিহার দলের নেতৃত্ব দেবেন, যা ২৬ অক্টোবর থেকে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অনুষ্ঠিত হবে। #বিহার

24/10/2025

সন্তোষী মাতার পুজোর মধ্য দিয়ে সূচনা হলো সপ্তাহভোর জগদ্ধাত্রী উৎসবের

নদীয়ার শান্তিপুরের হরিপুরে ব্রহ্মশাসনের জগদ্ধাত্রী পূজার সূচনা লগ্নের অনেক ইতিহাস রয়েছে। সমগ্র অঞ্চল সহ শান্তিপুরের বেশ কিছু সাবেকি পরিবারসহ বারোয়ারি আজও সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। আগামী বৃহস্পতিবার থেকে জগদ্ধাত্রী পুজো হলেও নানান দেব দেবীর পুজোপাট বিশেষ দিন উপলক্ষে পুজো পড়েছে নানান দিনে। শনি মঙ্গলবারে কালীপুজো, আজ শুক্রবার সন্তোষী মাতা পুজো। তাই চৌরঙ্গী মোড়, অসমাপ্ত মণ্ডপ শয্যার মধ্যেই চুনরি পাড়া সন্তোষী মা পূজার মধ্যে দিয়ে আজকেই জগদ্ধাত্রীর সূচনা হয়।

জয় সন্তোষী মাতা ক্লাবের জগদ্ধাত্রী এবার ৫৪ বছরে। শুভ সূচনা উপলক্ষে প্রতিবছরের মতন এ বছরেও আনুমানিক ২০০০ লোকের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয় প্রত্যেকের জন্য। উদ্যোক্তারা জানান তারা প্রশাসনিক নিয়ম নীতি মেনেই এবারও শোভাযাত্রায় অংশগ্রহণ করবে তাদের চমকপ্রদক শোভাযাত্রা নিয়ে। তবে মধ্যাহ্ন ভোজের এই ব্যবস্থা বহুদিনের। সূত্রাগড় অঞ্চলের এই এলাকায় আজ ধনী দরিদ্র সকলেই একসাথে বসে আহার করে থাকেন। বৃহৎ এই পরিবারে যুক্ত হতে এসে পুজো মণ্ডপ উৎসবের চেহারা নেয়। গতকাল সন্ধ্যা থেকে ৯ জন রাধুনী এবং সহযোগী তরকারির আনাজ কাটা শুরু করে আজ সকালে এলাকার আরো বেশকিছু পুজো উদ্যোক্তা পরিবেশন এবং অন্যান্য কাজে হাত লাগায়। দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত একভাবে এই প্রসাদ বিতরণের ব্যবস্থা চালু থাকে। তবে ন'দিন ধরে পুজো দেওয়ার সুযোগ পেয়ে খুশি এলাকাবাসী।

Address

Krishnanagar
Krishnagar City
741101

Alerts

Be the first to know and let us send you an email when News Social Barta 24X7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Social Barta 24X7:

Share