Priya Ghosh

Priya Ghosh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Priya Ghosh, Digital creator, Krishnagar.

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onb...
05/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onboard! Tapan Jana, Avijit Ghosh, Ray Bahadur Singh, Soma Malakar, Ohidul Islam, Surojit Shill, Rita Chintapatra, Riya Ghosh, Susen Sardar, Moinoddin Sk, Faruk Faruk Anamul, Tapan Debnath, Prasanta Mandal, Sulekha Sharma, Sushanta Sarkar, Jakir Ali, Abhay Mondal, Srabani Pal, Amit Biswas, Abdul Rajjak, আশার আলো, Š K Šhamím Ahmed, Micle JAk, Bappa Halder, টুম্পা ফুলটুশী, পথীক দাস, Raju Raj, Mili Biswajit, মায়ার শহর শহর, Tumi Sesh Bhalo Basa, Md Sarrower, Govind Yadav Govind Yadav, Anjali Roy, GK Sagor, Ashok Kumar, Newtan Biswas Biswas, Tukai Mo, Pinki Dey, Gaya Das, Balraj Dahiya, Rajesh Bauri, Mohin Uddin, AB Lotif Hawlader, Pratik Dhara, আবদুস শুকুর, Dipa Debnath, Susanto Sardar, Ñt Tárēk, Pallash Mondal, Jiten Mandal

06/07/2024

আজকাল কিছু পোষ্ট দেখছি ফৌজি দের স্ত্রীদের নিয়ে ফৌজির বউরা নাকি ঢং করে,নাটক করে,নেকামি করে
আরো অনেক মন্তব্য কেউ কেউ আবার বলেন আমারা নাকি আমাদের husband কে ভালোবাসি না সবটা নাটক
অনেকর আবার এটাও প্রশ্ন যে ফৌজির বউরা কি করে?

আজ কিছু কথা আমি বলবো এই মন্তব্য গুলো দেখে, একজন ফৌজির বউ দিনের পর দিন তার husband কে ছেড়ে থাকে কারণ তার husband দেশকে সুরক্ষা দেয়
একজন সৈনিকের স্ত্রী সৈনিকের পরিবার ও সন্তানকে একা হাতে দেখে রাখে, হাজারো অনুষ্ঠান একা কাটায়
ভিডিওর মাধ্যমে অনেকেই ‌তাদের জীবনটা তুলে ধরে ভদ্র ভাবে আজ পর্যন্ত কোনো ফৌজির বউ কে দেখেনি যারা সোস্যাল মিডিয়াতে এসে নোংরামি করে তবুও কিছু মানুষ ফৌজির বউ ফৌজির করে famous হতে চাইছে 🤣

এটাও সত্যি কিছু আছে যারা ফৌজি ট্যাগটাকে use করে video করছে যাদের নিজস্ব কোনো content নেই তোমরা তাদের personally বলতেই পারো ঠিক তেমনি অনেকেই আছে যারা সমস্ত rules মেনে নিজের life style শেয়ার করে ভালোবেসে, ভিডিও করাটা তাদের ভালোলাগা,

ভিডিও করছে সবাই দোষ হচ্ছে ফৌজির বউ দের 🤣
আবার কিছু ফৌজির বউ দেখছি ওই সব ভিডিওর নিচে গিয়ে কমেন্ট ও‌ করছে আমিও তো ফৌজির বউ এতো ঢং করি না 🤣 এটা কোনো কথা হলো ? যারা নিজেরা দাঁড়াতে
পারছে না তারাই গিয়ে এসব বলছে অথচ তারাও কিন্তু ভিডিও করে 😅😅 অবার অনেক ফৌজিও আছে যারা ভিডিও করে তাঁরাও এই ফৌজির বউ দের পিছনে পরছে
নিজে ফৌজি হয়ে rules ভেঙে ভিডিও করলে কোনো problem নেই শুধু ফৌজির বউ দের দোষ 😇
একজন সৈনিক তার পুরো জীবনটাই দেশের কাজে কাটাই
যখন সে বাড়ি ফেরে তার নিজের একটা জীবন আছে
তখন সে তার ইচ্ছে মতো বাঁচতে পারে , তাই তখন সে ভিডিও করবে কি বউকে নিয়ে আদিখ্যেতা করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার।

অনেককে দেখি এমন বলতে আমাদের বর ও বাইরে থাকে অনেক দিন পর বাড়ি আসে আমাদের কি কষ্ট হয়না আমারা এতো ঢং করি না
আমি মনে করি প্রত্যেকটা কাজের সমান গুরুত্ব আছে
কোনো কাজ ছোটো নয় কিন্তু কারোর সাথে কারোর তুলনা করা উচিত নয়
একজন সৈনিক কি কাজ আমরা সবাই জানি তাদের জীবনে কতটা ঝুঁকি সেটাও আমরা সবাই জানি বর্ডারে কতো সেনার প্রান চলে যায় দেশকে রক্ষা করতে গিয়ে কেউ জানেনা একজন সৈনিক বাড়ি ফিরতে পারবে কি এটাই সব থেকে বড় প্রশ্ন থাকে সবার মনে যারা কাজের সূত্রে বাইরে থাকে তাদের নিশ্চয় প্রতি মুহূর্ত এই চিন্তায় কাটে না এই বুঝি প্রানটা গেলো?
এটাই একজন সৈনিকের সঙ্গে সবথেকে বড়ো পার্থক্য
বাড়িতে যদি কোনো সেনা থাকে দয়াকরে তার থেকে একবার হলেও তাদের ডিউটির অভিজ্ঞতা শুনে নেবেন
আর কোনো দিন ফৌজিদের নিয়ে কিছু বলার সাহস জন্মাবে না
একজন সৈনিক যে মাইনাস ডিগ্রি তে ঝোড়ে জঙ্গলে বা বরফের মাঝে ডিউটি দেয় কোনো বাইরে কাজ করা ব্যাক্তি বা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার সেটা দেয়না
আমি আমার husband এর থেকে শুনেছি এমন ও অনেক সময় হয় খাবারের জায়গা থাকে না জঙ্গলে ওপর ই খাবার খেতে হয়
এমন ও দিন আছে যেদিন ৫/৬ দিন পর
একটু কথা হয় দেখা তো দূরে থাক
মনে হয় না কোনো প্রবাসীর বউ কে কথা বলার জন্য এই ভাবে অপেক্ষা করতে হয়,
যাদের জীবনে ডিউটির কোনো শেষ নেই ২৪ ঘন্টা
বর্ডারে দাঁড়িয়ে দেশকে সুরক্ষা দিয়ে যাচ্ছে
শুধু ৬ মাস পর বাড়ি আসলেই
সৈনিকের জীবন আর অন্যের জীবন এক হয়না

যাদের জন্য নিরাপদে ঘুমাতে পারো, না ‌জানি কতো মায়ের কোল খালি হয়ে গেছে না জানি কতো স্ত্রী স্বামী হারা হয়েছে না জানি কতো সন্তান বাবা হারা হয়েছে এই দেশের কাজে কতো সৈনিকের প্রাণ গেছে অথচ তাদের যোগ্য সম্মান আমরা দিতে পারিনা 🙂

অনেক সৈনিকের স্ত্রী এই সব নোংরা মন্তব্য শুনে এখনো চুপ আছে কেন জানি না অনেক অনেক শেয়ার করো পোস্ট টি যাতে কোনো সৈনিক বা তার স্ত্রী কে নিয়ে কিছু বলার আগে দশবার ভাবে কাউকে সম্মান দিতে না জানলে অসম্মান করার অধিকার ও আমাদের নেই
কিছু কিছু সৈনিকের স্ত্রীর জন্য সবাইকে খারাপ বলবেন না
অনেকে ফৌজি ফৌজি না করেও সুন্দর ভাবে ভিডিও করে
যারা এমন করে তাদের বলবেন সবাইকে না

লেখা - শিল্পী মণ্ডল








05/07/2024
Good morning , joi Gopal 🙏
05/07/2024

Good morning , joi Gopal 🙏

04/07/2024

Chicken pakora kheye meyer review

সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে
04/07/2024

সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে

আমি একজন সৈনিকের স্ত্রীযদি আমি কাঁদি তাহলে কিছু লোকে বলে ন্যাকামো,,দেখে বিয়ে করেনি???যদি আমি হাসি তাহলে কিছু মানুষ বলে ক...
04/07/2024

আমি একজন সৈনিকের স্ত্রী
যদি আমি কাঁদি তাহলে কিছু লোকে বলে ন্যাকামো,,দেখে বিয়ে করেনি???
যদি আমি হাসি তাহলে কিছু মানুষ বলে কি জানি বাবা কিসের এত হাসি,,যার স্বামী বাইরে থাকে যার জীবনের কোন গ্যারান্টি নেই তার আবার কিসের এত হাসি,,আমার সামনে দাঁড়িয়ে তার মৃত্যু কামনাও করে🙂
যদী বাইরে কোথাও ঘুরতে যাই তাহলে কিছু মানুস বলে,,কি জানি কোথায় কোথায় একা একা ঘুড়ে বেরায়,
যদি ঘড়ের মধ্যে থাকী তাহলে কিছু মানুষ এর বক্তব্য দেখ গিয়ে ঘড়ের মধ্যে কার সাথে গল্পো করছে,,🧐🧐
এটা হচ্ছে একজন সৈনিকের স্ত্রির জীবন,,প্রত্যেক পদে পদে আমাদের কথা শুনতে হয়।বিয়ের পড় যদি কোনো মেয়ের স্বামী বাইরে থাকে তখন সে জানে দুনিয়াটা কত কঠিন,এই পৃথিবীর মানুষ গুলো কতো কোঠিন।কারণ বেশীর ভাগ্ মানুষ কাঁটা ঘায়ে মলম লাগায় না লবন দেয়।তবে যাইহোক সব শেষে আমি বলবো গর্বিত যে আমি একজন সৈনিক এর যদি❤️❤️🥰 ।

লেখা সংগৃহীত
'Shilpi's blog' theke

Amar fouji 🥰
03/07/2024

Amar fouji 🥰

23/06/2024

সৈনিকের স্ত্রীর জীবনের ছোট্ট একটা ঘটনা শেয়ার করলাম 👉👉কিছুদিন আগে আমি একটা অনুষ্ঠান বাড়িতে যাই।সেখানে প্রায় আমার সব বান্ধবীরা আসে,,সবার সঙ্গে তাদের হাজবেন্ডও উপস্থিত আছে। আমি শুধু সেখানে একা একা মনে মনে ভাবতে লাগলাম সবাই এখানে তার হাজবেন্ড নিয়ে এসেছে শুধু আমি একা একা এসেছি ,,,মনে মনে ভাবতে ভাবতেই কেউ একজন বলে বসলো, কিরে শিল্পী তোর হাজবেন্ড আসেনি?? ও তোর হাজবেন্ড তো আবার একজন সৈনিক,,সে তো আবার সবসময় ছুটি পায় না ধুস কি করে যে তুই থাকিস কে জানে ??কেন যে এদেরকে বিয়ে করেছিস,,আমি হলে জীবনেও এদেরকে বিয়ে করতাম না,,,, এদেরকে বিয়ে করা মানে জীবনটাকেই নষ্ট করা। সারা জীবন তো একা একাই থাকতে হবে। এদেরকে বিয়ে করাই উচিত নয় জীবনে কোন সুখ পাওয়া যায় না। এদেরকে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারি থাকাই ভালো। তারপর আবার এদের কোন জীবনের গ্যারান্টিও নেই,,,সত্যি সকলের সামনে কথাটা গুলো শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে বললাম ছাড় না ওসব কথা। তুই তোদের কথা বল ,,, তোরা কেমন আছিস ??অনেকদিন পর তোর সঙ্গে দেখা। কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলি হাজবেন্ডের সঙ্গে ?? বান্ধবী বলল ধুর ওসব আর বলিস না এক জায়গায় থাকলে কি হবে? একটুখানিও টাইম দিতে পারেনা ওই সারাদিন অফিসে থাকে রাত্রে বেলায় আসে এসে অমনি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে । তার তো সারাদিন আমার কি হচ্ছে না হচ্ছে সেই খোজ নেবারও সময় থাকে না। শুধু নামি মাত্র এক জায়গায় থাকা কেউ কারো খোঁজ নেওয়ার মতো সময় নেই। ওমনি আমার সেই বান্ধবী বলে বসলো ইস তোর গলার হার টা কি সুন্দর রে কবে বানিয়েছিস?? আমি বললাম এটা আমার বরমশাই আমাদের বিবাহ বার্ষিকীতে আমাকে গিফট করেছে। তোর গলার হার টা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর বলিস না তোকে তো বিবাহ বার্ষিকীতে গলার হার বানিয়ে দিয়েছে। আর আমার বিবাহ বার্ষিকী জন্মদিন কোন দিক দিয়ে যায় কেউ মনেই রাখে না শুধু তাই নয় কোনদিনও দেখিনি আমার হাজব্যান্ড বাড়ি ফেরার পথে আমার জন্য কিছু একটা নিয়ে এসেছে যে এটা তোমার জন্য নিয়ে এসেছি বা একটা গোলাপও কোনদিন আমার জন্য এনে দেয়নি। তখন আমি বললাম আমার বরমশাই কাছে না থাকলেও প্রত্যেক মুহূর্তের খবর সে নেয়। সকালে একটা গুড মর্নিং দিয়ে আমার ঘুমটা ভাঙ্গায়। তারপর সারাদিন কি করেছ কি খেয়েছ কোথায় গেছ কি কালারের ড্রেস পড়েছ সমস্ত কিছুর খবরই সে নেয় । দূরে বসেও আমাদের সমস্ত অনুষ্ঠান আমরা পালন করি।আর যখন ছুটিতে বাড়িতে আসে তখন তো কোন কথাই নেই কোথায় ঘুরতে নিয়ে যাবে আমি কোনটা ভালো খাই আমি কোন ড্রেসটা পছন্দ করি নিজে হাতে করে খাইয়ে দেওয়া আরো কত কিছু। তখন আমার সব বান্ধবীর মুখগুলোএকদম শুকিয়ে গেল ,,,তখন আমার বান্ধবী বলে বসলো দুষ বাদ দে তো এইসব এসব আমাদের কিছুই হয় না। তখন আমি মনে মনে বললাম শুধু এক জায়গাতে থাকলেই সম্পর্ক সুন্দর হয় না সম্পর্ক সুন্দর হওয়ার জন্য প্রিয় মানুষটিকে গুরুত্ব দিতে হয়। গুরুত্ব দিলে দূরত্ব অনেক কম হয়,, হাজার হাজার মাইলের দূরে থাকা মানুষটি যদি সম্পর্কে গুরুত্ব দেয় তাহলে কাছে থাকা মানুষটিকেও হার মানাবে। তাই সম্পর্ক কাছে থাকলে ভালো আর দূরে থাকলে একদমই তা ভালো না এই কথাটা কিন্তু একদমই ভুল। স্বামী স্ত্রীর ভালোবাসা শত শত মাইল দূরে থাকলেও একই রকম থাকে যদি সম্পর্ক গুরুত্ব থাকে।❤️❤️❤️








With Rahul Dey – I just got recognized as one of their rising fans! 🎉
23/06/2024

With Rahul Dey – I just got recognized as one of their rising fans! 🎉

With Manosi Sengupta – I just got recognized as one of their rising fans! 🎉
23/06/2024

With Manosi Sengupta – I just got recognized as one of their rising fans! 🎉

Address

Krishnagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priya Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share