RuhiAlip Official

RuhiAlip Official personal vlogs and video creation
(3)

হালুম 🐯🐅এই দেখো তোমাদের আমার মত সাহস আছে আমি কেমন বাঘের সঙ্গে শুয়ে থাকি দেখেছো বাঘকে বুকের ওপর নিয়ে শুয়ে থাকি আর শুধু...
20/08/2025

হালুম 🐯🐅
এই দেখো তোমাদের আমার মত সাহস আছে আমি কেমন বাঘের সঙ্গে শুয়ে থাকি দেখেছো
বাঘকে বুকের ওপর নিয়ে শুয়ে থাকি
আর শুধু ছবি দেখলেই হবে তোমরা লাইক কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাকে 🥱🥱🥱

কিছু কিছু ছেলের মা আছে , যারা ছেলের বিয়ে দিতে চাই না ... ছেলের বিয়ের বয়স হয়ে গেলেও , ছেলের বিয়ের কথা ভাবে না... আর ...
19/08/2025

কিছু কিছু ছেলের মা আছে , যারা ছেলের বিয়ে দিতে চাই না ... ছেলের বিয়ের বয়স হয়ে গেলেও , ছেলের বিয়ের কথা ভাবে না...
আর যদি ছেলে নিজে পছন্দ করে বিয়ে করতে চাই তাহলেও বাড়ি অশান্তি শুরু করে দেয় ...

আসলে এইসব ছেলের মা গুলো খুব চালাক হয় ... ওরা জানে ছেলের বিয়ে হলে ছেলের সব টাকা আর আগের মতো তার হাতে আসবে না , ছেলে তখন সংসারী হয়ে যাবে ... ছেলের সন্তান হলে তাদের জন্য বেশি খরচা করবে , তাদের জন্য সঞ্চয় করবে ... এইসব কথাগুলো ভেবেই তারা বিয়ে দিতে চায় না.. একার হাতে ছেলের সব বেতন নিয়ে নিজের ইচ্ছা মতো খরচ করবে , আর ছেলে কে বোকা বানাবে , এটাই ধান্দা আর কি

🥹🥹🥹🥹

একজন মেয়ে দূরে সরে যায় ধাপে ধাপে, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না, অনুভব করতে পারেন না—যতক্ষণ না সে সত্যিই হারিয়ে যায...
19/08/2025

একজন মেয়ে দূরে সরে যায় ধাপে ধাপে, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না, অনুভব করতে পারেন না—যতক্ষণ না সে সত্যিই হারিয়ে যায়।😟😟😟😟

প্রথম ধাপ: কাছে আসার প্রচেষ্টা😟😟😟

শুরুর দিকে সে আপনাকে তার মনের সব কথা বলতে শুরু করবে। তার অনুভূতিগুলো শেয়ার করবে, ছোট ছোট কথায় আপনাকে বুঝতে চাইবে। কখনো হয়তো তার ভালো লাগা, কষ্ট বা দুঃখের কথা আপনাকে জানাবে। সে চাইবে, আপনি তার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনুন, বুঝুন, তাকে সময় দিন।

কিন্তু আপনি হয়তো খুব একটা পাত্তা দেবেন না। ভাববেন, এ তো স্বাভাবিক, মেয়েরা এমনই হয়। আপনি হয়তো ব্যস্ত থাকবেন, অথবা ভাববেন সে সব সময়ই তো আপনাকে বলবে, আজ না শুনলে কি হয়েছে! কিন্তু আপনি বুঝতে পারবেন না, এটাই প্রথম ধাপ—যেখানে সে আপনাকে তার জীবনের অংশ বানানোর চেষ্টা করছে।

দ্বিতীয় ধাপ: অভিমান আর আবেগের বিস্ফোরণ

যখন সে দেখবে আপনি তার কথা, অনুভূতি, ইমোশন বুঝতে চাইছেন না বা তেমন গুরুত্ব দিচ্ছেন না, তখন সে অভিমান করতে শুরু করবে। অল্প কিছুতেই ইমোশনাল হয়ে পড়বে, আপনার কথায় কষ্ট পাবে। সে চাইবে, আপনি তাকে সময় দিন, তাকে বোঝার চেষ্টা করুন।

এই সময়ে সে হয়তো ছোটখাটো বিষয় নিয়ে অভিযোগ করবে, আপনার কাছে বেশি সময় চাইবে, হয়তো কিছু না বলেই চুপচাপ বসে থাকবে আপনার মনোযোগের জন্য। আপনি ভাববেন, সে অহেতুক রাগারাগি করছে, আবেগপ্রবণ হয়ে পড়েছে। আপনি হয়তো তাকে আশ্বাস না দিয়েই নিজের মতো থাকবেন।💁‍♀️💁‍♀️💁‍♀️💁‍♀️

কিন্তু আপনি বুঝতে পারবেন না, এটি দ্বিতীয় ধাপ—যেখানে সে তার আশা-ভরসার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তৃতীয় ধাপ: ধৈর্যের শেষ সীমা

যখন তার অভিমানেও আপনার মন গলে না, তখন সে আর আগের মতো থাকবে না। এখন সে অল্পতেই বিরক্ত হয়ে যাবে, আপনাদের মধ্যে কথায় কথায় তর্ক হবে, ঝগড়া বাড়তে থাকবে। আপনাকে আর কিছু বোঝাতে চাইবে না, কারণ সে জানে, বোঝানোর কোনো মানেই হয় না।

এখন সে আপনার কথায় আর আগের মতো প্রতিক্রিয়া দেখাবে না। হয়তো কোনোদিন আপনি কিছু বলবেন, আর সে চুপচাপ শুনবে—না রাগবে, না হাসবে। তার আগ্রহ কমতে থাকবে, সে আর আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে না।

এটাই সবচেয়ে ভয়ানক সময়। কারণ এই চুপচাপ থাকা মানে, সে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে।

শেষ ধাপ: নিঃশব্দ বিদায়

আপনি ভাববেন, হয়তো সব ঠিক হয়ে গেছে। যেহেতু সে আর অভিযোগ করছে না, রাগ করছে না, তাই সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু না, সে আসলে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে।

তারপর একদিন, একদম সাধারণ একটা ব্যাপারে তর্ক হবে। আপনি ভাববেন, এ তো খুব ছোট একটা বিষয়, এ নিয়ে এত বড় প্রতিক্রিয়া কেমন করে! কিন্তু আপনি বুঝতে পারবেন না, এটা শেষ ফোঁটা ছিল তার ধৈর্যের কাপে।

সে আর এক মুহূর্তও থাকতে চাইবে না। সে চলে যাবে।

আপনি হতবাক হয়ে খুঁজবেন উত্তর—কেন গেল? কোথায় ভুল হলো? কী করতে পারতেন?

কিন্তু সেই উত্তর আর কোনোদিনও আপনার কাছে আসবে না। কারণ সে অনেক আগেই চলে গিয়েছিল, আপনি শুধু টের পাননি।
©️ Copy

পারিবারিক শিক্ষা কি জানেন  ??একেই বলে পারিবারিক শিক্ষা !!বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।বাবা বললেন, তোম...
19/08/2025

পারিবারিক শিক্ষা কি জানেন ??

একেই বলে পারিবারিক শিক্ষা !!

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।
বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,

১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।
পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।
নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের জল মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দ্যাখ, আমি খুবই বদমেজাজি,
কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে ঈশ্বরের কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি।
আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে।
তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না। এটাই নিয়ম।

ভগবান এর পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।
সংগৃহীত ( কজন বাবা তার ছেলে কে এই পরামর্শ দেই । তবে অসম্ভব সুন্দর কথা গুলো )

18/08/2025

ঝটপট বিয়ে করে ফেলুন সবাই আর ফ্রী তে অশান্তি ভোগ করুন,,,
কারণ জীবনের সুখটাই সব নয় ,,অশান্তিরও দরকার আছে 🙂🙂🙂

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা,😔😔💁‍♀️💁‍♀️💁‍♀️ বউয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না।...
18/08/2025

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা,😔😔💁‍♀️💁‍♀️💁‍♀️ বউয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না। এই কথাটা অনেকেই বলেন,বকিন্তু একটু ভেবে বলুনতো কথাটা কি ঠিক?

আসলে কী জানেন,?????আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চাননা বা আশা করেননা, মেয়ে সুখে থাকলেই আপনি সুখি, আপনি কখনও এটা তুলনা করেননা যে, আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে, আপনার মেয়ে যদি আপনার চেয়ে ১০ গুন সুখে থাকে, ভালো থাকে আপনি সেটা দেখে ১০ গুন খুশি হন, আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন, মেয়ে সুখি না হলে আপনিও দুঃখি হন,
সামর্থের বাইরে গিয়েও মেয়েকে, জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান।

অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে, অনেক সময় দাবীও করেন, মনেও করিয়ে দেন যে তোর পিছে এতো খরচা করেছি।

ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন।💁‍♀️💁‍♀️ ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে, মনে মনে ভেবে নেয় যে, বিয়ে করেছিস তোর সমস্যা তোর, তোকেই এর সমাধান করতে হবে, বিয়ে করেছিস তোকে কোন সাহায্য করতে পারবোনা, পারলেও সাহায্য করেনা, অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থের বাইরে গিয়েও করে। ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে, ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান।

আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেননা, কোন দায়িত্ব আরোপ করেননা, তাই মেয়ে যদি ৫% ও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর ১০০% দায়িত্ব, অনেক কিছু আশা করেন, এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা ৭০-৮০ % দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছেননা সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খা'রা'প।

মেয়ের পড়াশোনার পর বিয়েতে ১০ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এতো খরচা করেছি, ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে ২ লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এতো দিয়েছিলাম, চাকরি পেলেও বলে এতো খরচা করে পড়াশোনা করিয়েছি। তো মেয়ের বিয়েতে যত খরচ করে, শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে?!

আচ্ছা বলেন তো মেয়ে-জামাইকে যতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে-বউকেও কি এতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয়? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে?

আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে একটা বড়ো স্বার্থ থাকে!
#জীবন_চক্র
゚viralシfypシ゚viralシalシ

প্রেম করে বিয়ে করে নেওয়াটাই সাকসেস কখনোই না...বরং সেই বিয়েটাকে বিশ্বাস,ভালোবাসা আর সম্মানের সাথে জীবনের শেষ মুহূর্ত পর্য...
18/08/2025

প্রেম করে বিয়ে করে নেওয়াটাই সাকসেস কখনোই না...বরং সেই বিয়েটাকে বিশ্বাস,ভালোবাসা আর সম্মানের সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকিয়ে রাখাটাই আসল জীবনের সাকসেস.

প্রেম আর বিবাহীত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাক্সেস না। একজনকে ভালোবসলাম তাকে যেকোন উপায়ে পেয়ে গেলাম মানেই আমার ভালোবাসা ধন্য হয়ে গেল, আমার জীবন পূর্ণতা পেয়ে গেল এরকমটা ভাবা বোকামি। আসল জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে, আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অব্দি থাকতে পারাটাই সাক্সেস।পাঁচ বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে সাক্সেস ভাবা বহু লোকের সম্পর্ক পাঁচ মাস পার না হতেই আমি ডিভোর্স হয়ে যেতে দেখেছি। বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অংকের শূন্যের কোটায়।সারাদিন ফোনে কথা বলে, মেসেজ দিয়ে, সপ্তাহ একদিন দেখা করে, গিফট দিয়ে গিভ এন্ড টেক একটা সম্পর্ক যে কেউ এগিয়ে নিতে পারে। কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে, যত্ন নিয়ে, জীবনের শেষ অবদি সম্পর্কে এগিয়ে নেয়া মোটেও সহজ কাজ না।বিয়ের পর যখন আবেগ কমে, ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি, ধীরে ধীরে যখন সৌন্দর্য হারায়, শারীরিক চাহিদা যখন কমে আসে, শ'ত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে, ঠিক তখন সম্পর্কটাকে বোঝা মনে করে পালিয়ে না গিয়ে, থেকে গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূূর্ণতা।

তাই জীবনসঙ্গী হিসাবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো, এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু অবদি ভালোবেসে যেতে পারার আত্মবিশ্বাস ও সাহস রাখে।

লেখা - সংগৃহীত








゚viralシfypシ゚viralシalシ

বিবাহ শেষ। লোকজন খেয়ে বিবাহের শুভেচ্ছা জানিয়ে যে যার মতো বাড়ি চলে গেছেন। রয়েছে ফাঁকা ছাদনা তলা, তার সাথে সদ্য বিয়ে ...
18/08/2025

বিবাহ শেষ। লোকজন খেয়ে বিবাহের শুভেচ্ছা জানিয়ে যে যার মতো বাড়ি চলে গেছেন। রয়েছে ফাঁকা ছাদনা তলা, তার সাথে সদ্য বিয়ে হওয়া এক কন্যা সন্তানের মা ও বাবা আর তাদের শূন্য হৃদয়। ২৪ বছরে তিলে তিলে সমস্ত শক্তি ও ভালোবাসা দিয়ে কোলে পিঠে মানুষ করা এক সন্তান, যার কিছু ঘণ্টা আগেই কন্যাদান হয়েছে , হ্যা এখন তাদের কনিষ্ঠ কন্যা অন্য গোত্র, অন্য এক নতুন সংসারের বৌ হয়ে গেছে আর ঘুম থেকে তুলে দিতে হবে না ১০ টার সময়, এই বলে যে, " কি রে আর কত ঘুমাবি বেলা ১০ টা বাজে, সকাল এর জল খাবার খাবি কখন?" আর না রইলো পছন্দের খাবার রান্না করে দেওয়ার জন্য বাজার করতে যাওয়া। যাকে ঘিরে সমস্ত স্বপ্ন, আশা তাকে কাল সকালে দুটো চাল দিয়ে,"মা তোমার সব ঋণ শোধ করলাম" এই বলে বিদায় জানাতে হবে...

আর পারলাম না লেখা টা শেষ করতে, চোখ গুলো ভিজে আসছে।
লেখা Collected


゚viralシfypシ゚viralシalシ

জয় মা মনসা 🌸🙏 মাগো সব বাধা বিপত্তি দূরে রেখো...আর সবাইকে ভালো রেখো...           ゚viralシfypシ゚viralシalシ
17/08/2025

জয় মা মনসা 🌸🙏 মাগো সব বাধা বিপত্তি দূরে রেখো...আর সবাইকে ভালো রেখো...

゚viralシfypシ゚viralシalシ

ওরে হতচ্ছাড়ার দল তোরা যা খুশি কর ৫-৬ বছর আগের ছবি নিয়ে অনেক কমেন্ট করে যাচ্ছিস তাতে আমারই ভালো হচ্ছে তোরা কমেন্ট করতে ...
17/08/2025

ওরে হতচ্ছাড়ার দল তোরা যা খুশি কর ৫-৬ বছর আগের ছবি নিয়ে অনেক কমেন্ট করে যাচ্ছিস তাতে আমারই ভালো হচ্ছে তোরা কমেন্ট করতে থাক। হ্যাঁ আমি ফেমাস হওয়ার জন্য এই ছবিটা ছেড়েছি। 🥹🥹🥹🥹🥹

শিয়াল ডাকলে সব শিয়াল ডাকে এটাতো ভালই বোঝা যায় একজন একটা কমেন্ট করলে তার থেকে পরপর কপি কপি কপি খুব ভালো

17/08/2025

আমার একটা ছবি ছাড়া নিয়ে কার কি করার আছে করে ফেলুন আপনাদেরকে এক এক করে সময় দেয়া হচ্ছে
আমি অপেক্ষায় আছি যা করার তাড়াতাড়ি করুন

আমার গোপাল শুনে ঘুমাচ্ছে তাই ছবি তুলতে পারলাম না শুভরাত্রি           ゚viralシfypシ゚viralシalシ       @
16/08/2025

আমার গোপাল শুনে ঘুমাচ্ছে তাই ছবি তুলতে পারলাম না শুভরাত্রি
゚viralシfypシ゚viralシalシ @

Address

Nabadwip Ghat
Krishnagar
741103

Telephone

+918373067282

Website

Alerts

Be the first to know and let us send you an email when RuhiAlip Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RuhiAlip Official:

Share