16/08/2024
গুরু মহারাজ, তোমার চরণে,
জীবন দিলাম, সর্বস্ব ত্যাগে।
দীক্ষার আলো, হৃদয়ে জ্বলে,
সদাই থাকো মোর প্রাণে।
Chorus:
জয়পতাকা স্বামী, করো মোরে দয়া,
তোমার আশ্রয়ে পাই চির শান্তি।
গুরু মহারাজ, দীক্ষা দিলা যে,
কৃষ্ণপ্রেমে ভাসাইলে মন।
Verse 2:
তোমার বাক্যে, জীবন গড়ি,
শাস্ত্রের জ্ঞান, তোমার প্রদীপ।
মহান ধন, তোমার কৃপায়,
সদা রবে মোর হৃদয়ে।
Chorus:
জয়পতাকা স্বামী, করো মোরে দয়া,
তোমার আশ্রয়ে পাই চির শান্তি।
গুরু মহারাজ, দীক্ষা দিলা যে,
কৃষ্ণপ্রেমে ভাসাইলে মন।
Verse 3:
গুরু মহারাজ, মোর আত্মা তুমি,
তোমার পথেই চলি সারাক্ষণ।
তোমার দীক্ষা, প্রাণের মন্ত্র,
ভক্তিরত্নে সাজাই মোর মন।
Chorus:
জয়পতাকা স্বামী, করো মোরে দয়া,
তোমার আশ্রয়ে পাই চির শান্তি।
গুরু মহারাজ, দীক্ষা দিলা যে,
কৃষ্ণপ্রেমে ভাসাইলে মন।
Verse 4:
তোমার কৃপায়, হোক মোর জীবন,
কৃষ্ণসেবায় কাটুক দিনরাত।
গুরু মহারাজ, তোমার আশ্রয়,
এই দীক্ষায় মেলে চির শান্তি।
Chorus:
জয়পতাকা স্বামী, করো মোরে দয়া,
তোমার আশ্রয়ে পাই চির শান্তি।
গুরু মহারাজ, দীক্ষা দিলা যে,
কৃষ্ণপ্রেমে ভাসাইলে মন।