Sahaj Katha - সহজ কথা

Sahaj Katha - সহজ কথা Hi, I am Barna, a teacher by profession and passion and also a video creator by hobby.

This page is totally for sharing fun, laughter, and important informations also.

26/05/2025

কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি।🙏🙏
জানি ভালো হলো না। তবুও চেষ্টা করলাম।

09/05/2025

এই অস্থির সময়ে তিনিই পারেন আমাদের মনকে একটু শান্ত রাখতে।❤️
তাঁর জন্মদিনে তাঁরই কবিতা দিয়ে তাঁকে আমার শ্রদ্ধার্ঘ্য...🙏🙏🙏

তুমি সেদিনও প্রাসঙ্গিক ছিলে, আজও প্রাসঙ্গিক, শত,সহস্র শতাব্দী পরেও সমান প্রাসঙ্গিক থাকবে।আমার অকুন্ঠ ভালোবাসা, শ্রদ্ধা ন...
09/05/2025

তুমি সেদিনও প্রাসঙ্গিক ছিলে, আজও প্রাসঙ্গিক, শত,
সহস্র শতাব্দী পরেও সমান প্রাসঙ্গিক থাকবে।
আমার অকুন্ঠ ভালোবাসা, শ্রদ্ধা নিও, প্রাণের রবি।
🙏❤️
"ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা,

হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা

তোমার আদেশে।"

04/05/2025

রবিবার দুপুরের মেনুতে এমন জিনিস থাকলে আর কী চাই !!
বানিয়ে ফেললাম গন্ধরাজ চিকেন। রান্নাটা কিন্তু একদম সহজ অথচ খেতে যথেষ্ট আলাদা এবং স্বাদেও দুর্দান্ত।❤️❤️❤️
゚viral ゚

20/04/2025

মাঝে মাঝেই দুষ্টুটা আমার জন্য এটা ওটা বানায়।
❤️❤️❤️
কোনোটা কোনোটা দারুন হয়। যেমন দুধ দিয়ে তরমুজের জুস।
゚viral

15/04/2025

পয়লা বৈশাখে নতুন বিছানা চাদর হলো বাঙালীর আবেগ।❤️

゚viral

সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ❤️
15/04/2025

সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ❤️

14/04/2025

বোকামির জন্য মেলায় গিয়ে এইভাবে হাতটা কেটে গেছে দুদিন আগে।😌😌😌এখন তাও ব্যাথাটা অনেক কমেছে।
যারা মেলায় গিয়ে বাচ্চাকে বিভিন্ন রাইডে চড়ান তারা একটু খেয়াল রাখবেন এইগুলো। কারন বাচ্চারা সবকিছু ঠিক সময়ে বলতে পারেনা।
゚viral ゚

13/04/2025

দুই দুষ্টু দীঘার সমুদ্র সৈকতে।😍😍
゚viral

শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমনের পরেও যারা চুপ করে রইলেন, টুঁ শব্দটি করলেন না, মজা লুটলেন তারা আদতেই নির্বোধ। ডাক্তাররা ...
10/04/2025

শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমনের পরেও যারা চুপ করে রইলেন, টুঁ শব্দটি করলেন না, মজা লুটলেন তারা আদতেই নির্বোধ।
ডাক্তাররা আন্দোলন করলে সবার মাথা খারাপ হয়ে যায়। কারন ওটা এমারজেন্সি সার্ভিস। সবাই ভাবেন যে এখনই অসুস্থ হলে আমাকে কে বাঁচাবে ? তাই নিজের স্বার্থে ডাক্তারদের প্রতি দরদ দেখান।
কিন্তু শুনে রাখুন, শিক্ষার উপর এই নির্মম আঘাত, শিক্ষা ব্যবস্থার মেরুদন্ড ভেঙ্গে দেওয়ার প্রচেষ্টা এসব আসলে সমাজের জন্য স্লো পয়জনিং। হ্যাঁ এটা স্লো পয়জনিং। শিক্ষকদের অপমান করে, অপমানের নীরব থেকে নিজেরাই নিজের ভবিষ্যৎ প্রজন্মের বিপদ ডেকে আনছেন। এই বিষ ধীরে ধীরে সমাজের সারা শরীরে ছড়িয়ে পড়বে। সেই বিষের প্রভাব ছড়িয়ে পড়বে আপনার আপন সন্তান, নাতি নাতনির উপরেও। সেই মৃত্যু হবে আরো যন্ত্রণাদায়ক। ভাবছেন, আমার ছেলে মেয়ের জন্য আমি শিক্ষা দীক্ষা কিনে নেব। আমি ঠিক মানুষ করে নেব। "মাস্টারদের" যা হয় হোক গে। প্রকাশ্যেই আপনার ছেলে মেয়ে খুন, ধর্ষিত, ছিনতাইয়ের শিকার হবে। কারন আমরা শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসারের জন্ম দিই না, হাজার হাজার লক্ষ লক্ষ সম্ভাব্য অপরাধীদের জন্ম হতে দিই না। তাদেরকে সমাজের মূল স্রোতে ধরে রাখি। যেদিন হাতের রাশটা পুরোপুরি ছেড়ে দেবো, সেদিন এই সমাজ কেঁদে কুল পাবে না।

চারিদিকে তাকিয়ে দেখুন যবে থেকে শিক্ষক ও শিক্ষার প্রতি সমাজের মানুষ সম্মান কমে এসেছে তত ধর্ষণ, খুন, রাহাজানি আরো কত কী নিয়ে সমাজটা পচে গলে যাচ্ছে। শিক্ষার অপমৃত্যু ঘটলে আপনারা কেউ নিরাপদে থাকতে পারবেন না। এখনো নির্বোধের মত চোখ বুঁজে ঘুমিয়ে থাকার ভান করবেন না। উঠুন, জাগুন।

Address

Nadia
Krishnagar
741101

Alerts

Be the first to know and let us send you an email when Sahaj Katha - সহজ কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sahaj Katha - সহজ কথা:

Share