
18/09/2025
*করিমপুরের মুরুটিয়ায় বজ্রপাতে করুণ পরিণতি কৃষক দম্পতির*
জি নিউজ বাংলা ডিজিটাল ডেস্ক: বজ্রপাতে করুণ পরিণতি হলো হলো কৃষক দম্পতির। ঘটনাটি ঘটেছে করিমপুরের মুরুটিয়া থানার সিঙ্গিডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা, সিঙ্গিডাঙ্গা সর্দারপাড়ার বাসিন্দা শ্যামল মণ্ডল (৪৫) ও তাঁর স্ত্রী কুসুম মণ্ডল (৪২) বুধবার কাজের জন্য চাষের জমিতে গিয়েছিলেন। দুপুর ২টার দিকে ফেরার সময় বজ্রাঘাতে উভয়েরই চাষের জমিতে লুটিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে এলাকার স্থানীয় লোকজন চাষের জমিতে যাওয়ার সময় তাঁদের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুরুটিয়া থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃ/ত বলে ঘোষণা করেন।