
26/06/2025
🌸জয় জগন্নাথ🌸
আকাশের মুখ ভার করে কালো মেঘের পসরা মাঝে মাঝেই ঝড়ে পড়ছে , তারই মধ্যে কোথাও কুরমুড় শব্দে নবদম্পতি আয়েশ করে কামড় বসালো পাপড়ে । কিছুটা দূরে জনৈক বৃদ্ধ মাটির খেলনার পসরা সাজাতে ব্যস্ত । অন্য দিকে জিলিপির দরদাম করতে ব্যস্ত সদ্য গোপে রেখা গজানো ছেলেপুলেরা । কেউ ব্যস্ত টিউশনের টাকা না দিয়ে সদ্য পাপড়ি মেলা প্রেমিকাকে নিয়ে লুকিয়ে মেলা ঘুরতে । সদ্য কলেজে ভর্তি হওয়া ছেলেপুলে তখন দেদার সেলফি তুলতে ব্যস্ত । ইতিমধ্যে কাসর , ঘণ্টা, ঢাক ঢোলের শব্দে টান পড়ল রথের রশিতে ।
পুরীর জগন্নাথ মন্দিরের নীল জলে নিমাইয়ের অন্তর্ধানে মিলেমিশে এক হয়েছেন ভক্ত - ভগবান । জগন্নাথদেব এর প্রসঙ্গে বললে যার কথা প্রথম মাথায় আসে তা লীলা ক্ষেত্র নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম বললে মনের কোণে চিক চিক করে ওঠে ঘরের ছেলে নিমাই এর কথা । অর্ধ নারীশ্বর নিমাই আর প্রভু জগন্নাথ কোথায় যেন মিলেমিশে এক হয়ে গেছে নিমাইয়ের অন্তর্ধানে । অন্তর্ধান হলেও নিমাইয়ের ভক্তি , প্রেম একবিংশ শতাবদীর নীল নিশ্বাসেও সমান প্রাসঙ্গিক ।
সাজসজ্জা - Rimpa Saha
জগন্নাথ রূপে- ghosh
মহাপ্রভু রূপে- Swarup Saha
চিত্রগ্রাহক- Joy Sarkar
লিখনে- Saha
শঙ্কো এবং চক্র - Sourabh Halder
সহায়ক- Rina Saha
Sudip Saha
অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয় । 🙏