20/08/2024
জীবনে এই প্রথম আমি হয়তো এমন কোনো ঘটনার সম্মুখীন হলাম
এমনি তে আমি পরে বাড়ি আসি রাত 9তো40 এ তো তখন একা একা আস্তে এতটা ভয় হয়নি আজ যতটা ভয় হলো আমার জীবনে আমি আজ মায়াপুরে ঘুরতে গিয়েছিলাম নিজের পড়ার ফ্রেন্ডস রা মিলে আর আমাদের একটা শিক্ষিকা ছিল তো আমরা বেরোই 5টার দিকে তো বৃষ্টির কারণে আমাদের বাড়ি আস্তে দেরি হয় ।
তো আমরা ওখানে থেকে 9তো50 a বেরোই তো আমাদের কিছু ফ্রেন্ডদের তাদের বাড়ির সামনে নামিয়ে দেয়া হলো
এ বার সব বান্ধবীরা এক এক করে নামতে শুরু করে তার পর গাড়িতে ছিলাম আমি মাম আর মাম এর দিদি আর একটা বোন আর ছিল মাম রে বৌমা তো আর ছিল একজন ড্রাইভার আর তার 2তো বন্ধু
তাদের মধ্যে আমি একজন কে চিনি যার বাড়ি আমাদের পাড়ায় ছিল তো আমি একটু ভয় কম পাচ্ছিলাম হঠাৎ আমার চেনা দাদা টা নেমে পড়লো
তো তার পর বোনটা নামলো
তার পর সেই মাম র বৌমাটা নামলো তো আমি গাড়িতে একা আর 2তো লোক আছে যাদের আমি চিনি না তখন রাত 11টা10 বাজে বাড়ি থেকে বার বার কল করছে মা বকবে বলে বলতেও পারছিনা কিছু কল তো তুলে বললাম যে যাচ্ছি তো আমি যে ভয় পাচ্ছি এটা মা কে বুঝতে দেইনি তো মা কল করেই আমাকে বকতে শুরু করে কারণ মাম বলেছিল 8টা বাজবে কিন্তু 11টা20 বেজে গেলো তার জন্য
তো আমি বাড়ি আসার সময় মাম কে অনেক বার জিজ্ঞাসা করেছি যে মাম আপনি যাবেন তো আমার সাথে মাম বলো যাবো উনি আর আমার চেনা একটা ফ্রেন্ড আর একটা দাদা কিন্তু ওনার কেউ আসেনি ।
আমার এমনি তাই খুব ভয় করছিল তার ওপর মা এর কথা মনে পড়ছিল যে বাড়ি গেলে হয়তো মা বকবে হয়তো মারতেও পারে , হঠাৎ কিছুটা আসার পর গাড়ির ড্রাইভারটা আমাকে আমার নাম ধরে ডাকছে অর্পিতা তোমার নাম তো আমি ভয় পেয়ে গিয়েছি হঠাৎ সোনার পর দিয়ে বললাম যে হ্যাঁ কেনো
তখন বলল আমাকে তুমি কি ভয় পাচ্ছো আমাদের সাথে একা একা আস্তে আমি তখন আর ভয় পাই তো আমি বললাম যে না না কেনো ভয় পাবো দিয়ে আমাকে ওই ড্রাইভারটা বলল যে আমি তোমাকে কিন্তু চিনি আমি তো কোনো দিন ওই লোক টা কে চিনিনি তো আমায় চিনলো কী করে আমি জিজ্ঞাসা করলাম কী করে বলল
তোমার দাদা আমার খুব ভালো বন্ধু হয় তো তোমায় দেখেছি ছবিতে তো একটু আগে আমি তোমার ছবি তুলে তোমার দাদাকে সেন্ড করেছি জানার জন্য যে তুমি ওর বোন কী না তো ও বলল যে হ্যাঁ ।
তো ওই দাদা টা আমায় একটা কথা বলল যে তুমি যাকে বিশ্বাস করে bha তোমার বাড়ির লোক যাকে ভরসা করে তোমাকে ছেড়েছে তো সে তোমায় এই অচেনা অজানা 3তে ছেলের সাথে বাড়ি ছেড়ে দিতে বলছে ,
যতই তোমার মাম চিনুক না কেনো তাদের যদি কোনো কিছু হয়ে যেতো তখন কী করত তোমার ওই মাম।
তার পর দাদাটা আমায় বলল যখন কেউ পুরোপুরি দায়িত্ব নিতে যদি না পারে তো যেয়োনা কোথায়ও ঘুরতে ।
নিজের সুরক্ষা নিজের কাছে বোন
এটা সোনার পর আমিও এটাই ভাবছি আমি যাকে ভরসা করে গেলাম সেই আমার দায়িত্ব নিতে পারলো না .