ARMY SUDIP

ARMY SUDIP ❤(আমার খবর সংগ্রহ করার পাশাপাশি খবর নিয়ে কাজ করা আমার নেশা,আমি কাউকে ভয় করিনা,আমার পেশায় আমি সেরা)❤

02/06/2025

গতকাল রাতে নদীয়ার চাকদহ থানার অন্তর্গত ১২ নাম্বার জাতীয় সড়কে দুই কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন।।ঘটনার তদন্তে চাকদহ থানার পুলিশ প্রশাসন।।আর সেই ছবি সরাসরি দেখছেন লাইট নিউজের পর্দায়।।

09/05/2025

অবৈধভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান রানাঘাট পুলিশ জেলার।।গ্রেপ্তার ১৬ জন বাংলাদেশী
অনুপ্রবেশকারী সহ ভারতীয় এক দালাল।।আর সেই ছবি দেখছেন সরাসরি লাইট নিউজের পর্দায়।।

06/05/2025

জবরদখল করে কৃষ্ণনগরে বিজেপির জেলা পার্টি অফিস,উচ্ছেদের নির্দেশ আদালতের।।এবং আজ সকাল হতেই ঢ‍্যারা বাজিয়ে কোর্টের অর্ডার হাতে নিয়ে
পেয়াদা এলো কৃষ্ণনগর চ‍্যালেঞ্জ মোড় সংলগ্ন রজনী
মুখার্জী লেনের বিজেপি পার্টি অফিস উচ্ছেদ করতে।।
আর সেই ছবি যেনো এবার উঠে এলো আমাদের ক‍্যামেরায়।।আর সেই ছবি সরাসরি দেখছেন লাইট নিউজের পর্দায়।।

05/05/2025

সামনেই ২৬ শে বিধানসভা নির্বাচন,আর তার আগেই কৃষ্ণনগর নদীয়া জেলা স্টেডিয়ামে একটি জীমঘর এবং একটি লন টেনিস কোর্টের উদ্বোধন করলেন
নদীয়ার করিমপুরের তৃণমূল সাংসদ মহুয়া মৈএ,এবং গতকাল মহুয়া মৈএ কে কটাক্ষ করতে ছাড়লেন না নদীয়ার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।।আর সেই ছবি সরাসরি দেখছেন লাইট নিউজের পর্দায়।।

#হাইলাইটখবর
#হাইলাইটখবর
#হাইলাইটখবর

05/05/2025

নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার সাফাই কর্মীদের আন্দোলন আজ চতুর্থ দিনে পড়লো,এখনো অবস্থান বিক্ষোভে অনড় কৃষ্ণনগর পৌরসভার সাফাই কর্মীরা।।ইতিমধ্যে কৃষ্ণনগর সদর শহর জুড়ে বাড়ছে নোংরা,ময়লা ও আবর্জনার স্তূপ,এবং কৃষ্ণনগর পৌরসভার মধ‍্যে পড়ে রয়েছে যএতএ নোংরা,আবর্জনা কিন্তু,সাফাই কর্মীদের বন্ধ কাজ,অবশেষে স্থানীয় কাউন্সিলার দের দেখা গেলো আজ সকালে রাস্তা ঝাট দিতে এবং নোংরা,আবর্জনা পরিস্কার করতে তবে সাফাই কর্মীদের কাজ বন্ধ থাকায় সবশেষে ভোগান্তির শিকার হতে হচ্ছে কৃষ্ণনগরবাসীকে।।আর সেই ছবি
সরাসরি দেখছেন লাইট নিউজের পর্দায়।।

05/05/2025

নদীয়ার কালীগঞ্জ বিধানসভায় নতুন ভোটার তালিকা প্রকাশ করলেন নদীয়া জেলার জেলাশাসক এস অরুণপ্রসাদ।।আর সেই ছবি সরাসরি দেখছেন লাইট নিউজের পর্দায়।।

#আপডেট

05/05/2025

বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।।আর সেই ছবি সরাসরি দেখছেন লাইট নিউজের পর্দায়।।


05/05/2025

খোজো,ধরো,ফেরত পাঠাও

পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবীতে আজ কৃষ্ণনগর প্রশাসনিক ভবনের সামনে ধর্না ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন নদীয়া জেলা উওর সাংগঠনিক বিজেপির পক্ষ‍্যে থেকে।।আর এই সভায় উপস্থিত রয়েছে নদীয়া জেলা উওর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ বিভিন্ন নেতৃত্ব বৃন্দরা সহ উপস্থিত ছিলেন নদীয়ার রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ উপস্থিত রয়েছে নদীয়া জেলা উওর সাংগঠনিক বিজেপির কর্মীরা।।আর এই বিষয়ে কী প্রতিক্রিয়া দিলেন নদীয়া রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার শুনে নেবো তার মুখ থেকে।।আর সেই ছবি সরাসরি দেখছেন লাইট নিউজের পর্দায়।।

04/05/2025

বাড়িতে কেউ না থাকার সুযোগে লক্ষাধিক টাকার সোনার গহনা চুরির ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুর শহরে।।ইতিমধ‍্যে সমস্ত কিছু হারিয়ে সর্বস্রান্ত এক আইসিডিএস কর্মীর পরিবার।।গোটা ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন।।আর সেই ছবি সরাসরি দেখছেন লাইট নিউজের পর্দায়।।

04/05/2025

আজ সকালে এক কৃষকের জমির বেড়ার জালে আটকে যায় এক বিশালাকার পাইথন।।ঘটনাটি ঘটে আজ সকাল 11:30 নাগাধ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন উমাচরণপুরে।।আজ একটি ভুট্টার জমি এবং সুপারি বাগানের মাঝে লাগানো একটি নেটে আটকে আটকে থাকতে দেখা যায় ওই বিশালাকার পাইথন টিকে এবং এলাকার বাসিন্দারা পাইথনটিকে নেটের মধ্যে আটকে থাকতে দেখতে পেয়ে দ্রুত বনদপ্তরে খবর দেয়।।খবর পাওয়া মাএই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে জলদাপাড়া বনদপ্তরের কর্মীরা এবং এরপর বনদপ্তরের কর্মীরা পাইথনটিকে জাল থেকে মুক্ত করে সুস্থ অবস্থায় ও উদ্ধার করে নিয়ে যায়।।হলং বিটের বিট অফিসার আরিফ মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন পাইথনটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং সেটিকে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।।আর সেই ছবি সরাসরি দেখছেন লাইট নিউজের পর্দায়।।

04/05/2025

আবারো,আজ ভারত - বাংলাদেশ ভূ-খন্ড পেরিয়ে অনুপ্রবেশের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় নদীয়ার রানাঘাট জেলা পুলিশ প্রশাসন এবং নদীয়ার রানাঘাট জেলা পুলিশের বিশেষ অভিযানে পুলিশের জালে গ্রেফতার হয় চার বাংলাদেশী সহ এক ভারতীয় দালাল।।আর সেই ছবি সরাসরি দেখছেন লাইট নিউজের পর্দায়।।

03/05/2025

নবদ্বীপ গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় দুই ভাই।।পরপর দুইদিনে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করল নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন।।

গঙ্গার মাঝখানে ভেসে উঠলো আরো এক যুবকের মৃতদেহ।।জানা যায়,তার নাম নিলেশ বিশ্বাস আনুমানিক বয়স ২৫ বছর।।তার বাড়ি নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়া রেলবাজার এলাকায়।।স্থানীয় সূত্রের খবর,গত বৃহস্পতিবার দুপুরে মাজদিয়া রেলবাজার এলাকা থেকে তারা স্নান করতে আসে নদীয়ার নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাটে।।চালক সহ মোট চারজন ছিল।।কিন্তু,স্নান করতে নেমে নিলয় বিশ্বাস এবং নিলেশ বিশ্বাস নামে দুই ভাই গঙ্গায় হঠাৎই তলিয়ে যায়।।খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক প্রতিনিধি দল।।তারা বেশ কয়েকদিন ধরে ওই দুটি মৃতদেহ খোঁজার চেষ্টা করছিল।।জানা যায়,নদীয়া নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে একটি দেহ ভেসে থাকতে দেখে এলাকার স্থানীয় বাসিন্দারা,এরপর স্থানীয়রা খবর দেয় নবদ্বীপ থানায় এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর কে খবর পাওয়া দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে যায় নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন সহ NDRF টীম তথা বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনীরা,এরপর ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীরা ঘটনাস্থলে পৌছালে,ওই মৃত যুবকের দেহটি উদ্ধার করে এবং পরবর্তীকালে পরিবারের লোকজন শনাক্ত করে যে দুই ভাই জলে তলিয়ে গিয়েছিল তাদের মধ্যে ওই যুবকের দেহ ছোট ভাইয়ের।।ওই মৃতদেহটি ছিল নিলয় বিশ্বাসের।।এবার নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙ্গা এলাকার গঙ্গা থেকে আর এক ভাইয়ের মৃতদেহ উদ্ধার করলো শান্তিপুর থানার প্রশাসন এবং স্থানীয়রা ওই দেহটি ভাসতে থাকতে দেখে।।এরপরই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়, ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।।পাশাপাশি পরিবারের কাছে খবর পাঠালে তার বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলের মৃতদেহ শনাক্ত করে।।এরপর মৃতদেহটি আজ ময়না তদন্তের জন্য নদীয়ার রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ প্রশাসন সূএে খবর মিলেছে এমনটাই।।আর সেই ছবি সরাসরি দেখছেন লাইট নিউজের পর্দায়।।

Address

Krishnagar

Alerts

Be the first to know and let us send you an email when ARMY SUDIP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARMY SUDIP:

Share