
20/05/2025
নদীয়ার রানাঘাট দক্ষিণ জেলা বিজেপির পক্ষ থেকে রানাঘাট কামগাছি থেকে বিরনগর পর্যন্ত তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
মলয় দে নদীয়া:-
নদীয়ার রানাঘাট দক্ষিণ জেলা বিজেপির পক্ষ থেকে রানাঘাট কামগাছি থেকে বিরনগর পর্যন্ত তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ বিজেপির একাধিক বিধায়ক এবং রানাঘাট দক্ষিণ বিজেপি জেলা সভাপতি অপর্ণা নন্দী সহ একাধিক বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এদিনের এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন।
এদিনের এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে তীব্র কটা ক্ষ করেন শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী কে অযোগ্য বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ।