Subhajeet traveling vlog

Subhajeet traveling vlog ঘুরতে ভালোবাসি, সময় হলেই কোথায় একটা চলেযায়।
ফ্যামিলি হোক কি একাই,
ওই জায়গার সম্পর্কে এখানে ফটো ভিডিও দি।
কিছু ইনফরমেশন আপনাদের সথে share করে থাকি।

MY LIFE 💖      💼
12/09/2025

MY LIFE 💖
💼

Biye barite khub enjoy korlam .Salir biye holo 8-8-25 Location - malda te .
03/09/2025

Biye barite khub enjoy korlam .
Salir biye holo 8-8-25
Location - malda te .

FUNNY 😂 POST EI ROKOM KORE TEST BARAI 😂😂         😂
25/08/2025

FUNNY 😂 POST
EI ROKOM KORE TEST BARAI 😂😂
😂

MALDA PRM MALL GHURE ELAM 💞
15/08/2025

MALDA PRM MALL GHURE ELAM 💞

HAR HAR MAHADEV 💞         🚂
03/08/2025

HAR HAR MAHADEV 💞
🚂

02/08/2025

মজার প্যালিনড্রোম (সামনে এবং পিছনে,উভয় দিক থেকে পড়লে একই) !

বাংলায় কিছু প্যালিনড্রোম বাক্য :-
সিমার মাসি | বল খেলব | বই চাইব | ঘুরবে রঘু | নাম লেখালেম না | বিকল্প কবি | তুমি কি মিতু ? | মার কথা থাক রমা | কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী | কাক কাঁদে কাঁক কা | চেনা সে ছেলে বলেছে সে নাচে | তাল বনে নেব লতা | চার সের চা | ঠাকুরদাদার কুঠা | খা সমস্ত রুটি রুস্তম সখা | না না কেনা না। না বললে লব না | ওর মা আজ আমারও |বিরহে রাধা নয়ন ধারা হেরবি | থাক রবি কবির কথা | মামাতো মামা | কাকা তো কাকা | রবীন দা দানবীর |

প্যালিনড্রোম নাম :-
নিধুরাম রাধুনি | সুবল লাল বসু | রমা কান্ত কামার | সদানন দাস | রায়মণি ময়রা | হারান রাহা | ইলু দলুই | সুবর্ণা বসু | সদাই দাস |

প্যালিনড্রোম শব্দ :-
মরম, মলম, দরদ, জলজ, বনমানব, নবজীবন, সহিস, কালিকা, সরেস, তফাত, বাহবা, সন্ন্যাস, সন্ত্রাস, নরুন, তখত, কনক, নয়্ন, সরস, নিড়ানি, খামোখা, কালিকা, হুবহু, ইহাই, বলিব।

বাংলাভাষায় সব থেকে বড় প্যালিনড্রোম বাক্য :-
চেনা সে ছেলে বলেছে সে নাচে !

আশ্চর্যের ব্যাপার এই যে, আদম প্রথম ইভকে introduce করেছিল এই বলে: MADAM IN EDEN I'M ADAM !

(সংগৃহীত)।

এই মনোমুগ্ধকর স্থাপনাটি লিবিয়ার প্রাচীন শহর ঘাদামেসের l  ঘাদামেসের  “মরুভূমির মুক্তা” নামেও পরিচিত। এর নির্মাণশৈলীতে  ফু...
20/07/2025

এই মনোমুগ্ধকর স্থাপনাটি লিবিয়ার প্রাচীন শহর ঘাদামেসের l ঘাদামেসের “মরুভূমির মুক্তা” নামেও পরিচিত। এর নির্মাণশৈলীতে ফুটে উঠেছে সাহারা অঞ্চলের মানুষগুলোর শত শত বছরের পুরনো শিক্ষা ও অভিজ্ঞতা l এখানে বের্বার, রোমান ও ইসলামি ঐতিহ্য একসাথে মিশে গেছে। এই ছবিটি একটি শিল্পীর কল্পনা হলেও , এটি ঘাদামেস শহরের কাদামাটি ও পাথরে গড়া ঐতিহাসিক স্থাপত্যের ছবি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। শহরটিতে দুই হাজার বছরের আগে থেকে মানুষের বসবাসের প্রমাণ রয়েছে l বর্তমানে এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।

বহুতল এই স্থাপনাটির প্রতিটি ধাপ সূর্যের তাপে শুকানো কাদা ও পাথরের ব্যবহারে তৈরি, যার ভেতরে আঁকাবাঁকা সরু পথ ও ছোট ছোট আঙিনাগুলোতে মানুষের কঠিন কিন্তু নান্দনিক জীবনযাপনের ধারণ করে। পাশের শঙ্কু আকৃতির মিনারগুলো সম্ভবত প্রাচীন শস্যাগার বা মসজিদের মিনার, যা তখনকার সমাজজীবন ও আধ্যাত্মিকতার অবিচ্ছেদ্য অংশ ছিল। চারপাশে ছড়িয়ে থাকা টেরাকোটার হাঁড়ি, মাটির পাত্র ও হস্তনির্মিত পণ্য বহু শতাব্দীর বাণিজ্য ও কারুশিল্পের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য দেয়। আর মানুষগুলো যেন এই নিঃশব্দ দেয়ালের মাঝে জীবন্ত চিত্রকর্ম হয়ে উঠেছে।

এই উঁচু নিচু মাটির গ্রামে আলো আসে বৈজ্ঞানিক ভাবে, আর স্থানের গঠন এমনি যেন বাতাস ও স্মৃতির ছোঁয়ায় তৈরি। এটি কি ধ্বংসাবশেষের কল্পনাময় পুনর্জন্ম, না কি ভবিষ্যতের চোখে অতীতের এক স্মৃতি? এই দেয়ালগুলোতে কী গল্প লুকিয়ে রেখেছে খুব জানতে ইচ্ছা করে l নিঃশব্দতার মাঝখানে প্রতিটি পা ফেলার শব্দে, প্রতিটি হাঁড়ির ফাঁকে, প্রতিটি মানবিক উপস্থিতির মধ্যে রয়েছে ফিশফিশ করে কিছু বলার আকুতি l

কি নাম এই জায়গাটার?     ♥️
19/07/2025

কি নাম এই জায়গাটার?


♥️



Address

Kulti
713343

Alerts

Be the first to know and let us send you an email when Subhajeet traveling vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subhajeet traveling vlog:

Share