AbhijitDas.in

  • Home
  • AbhijitDas.in

AbhijitDas.in Hey there, this is Abhijit, a student of literature, teacher and poetaster based in Tripura, India.

তোমাদের কি মনে পড়ে যখন প্রাইমারি স্কুলে পড়তে, বন্ধুদের সঙ্গে ঝগড়া হত, মারামারি হত। হয়তো তোমার বন্ধু তোমায় কুত্তা বলে গাল...
06/08/2025

তোমাদের কি মনে পড়ে যখন প্রাইমারি স্কুলে পড়তে, বন্ধুদের সঙ্গে ঝগড়া হত, মারামারি হত। হয়তো তোমার বন্ধু তোমায় কুত্তা বলে গালি দিল, তোমার উঠল বেজায় রাগ, তুমি তাকে দিলে এক ঘুষি। সে তখন কেঁদে কেঁদে আর্জি জানাল স্যারের কাছে, স্যার এসে যখন জানতে চাইলেন তুমি কেন তাকে মারলে, তখন তুমি বললে স্যার ও আমাকে কুত্তা বলেছে তাই মেরেছি। এখানে ঠিক কী হল? সে কিন্তু বলেছিল “ধুর কুত্তা” কিন্তু তুমি স্যারকে বললে সে আমাকে কুত্তা বলেছে। ইংরেজিতে বললে “He called me a dog.” অর্থাৎ সে তোমাকে যা বলেছিল তুমি সেঁতা নিজের মত করে বললে, একেই বলে reporting। বা ধরো তুমি একজনের নাম জিজ্ঞেস করলে সে বলল, “আমার নাম গদাই”। He said, “My name is Godai.” এবার তুমি এটা আমাকে এসে বলছ তোমার মত করে, সে বলল তার নাম গদাই অর্থাৎ He said that his name is Godai. কারো উক্তি অন্য কারো কাছে প্রকাশ করার মানেই হচ্ছে তুমি reporting করছো, এবার সেটা তুমি নিজের মত করেই বল আর হুবহু নাটুকে ভাবে বল। হুবহু সে যা বলেছিল, সেরকমই যদি বলো তাহলে সেটা হবে direct speech আর যদি নিজের মত অর্থাৎ pronoun, verb, tense ইত্যাদি পরিবর্তন করে প্রকাশ করো তাহলে সেটা হবে indirect speech। সময় বিশেষে আমরা সকলেই উপয় প্রকার reporting ব্যবহার করে থাকি, সে যে ভাষাতেই কথা বলি না কেন।

এবার দেখো, He said, “My name is Godai.” এবং He said that his name was/is Godai. উভয় বাক্যেই দুটো করে verb রয়েছে, কাজেই clause ও দুটো, প্রথম clause ‘He said’ হচ্ছে reporting clause, said এখানে reporting verb, এবং বাকিটা reported clause বা reported speech। আবার এমন ভেবে নিওনা যে, প্রত্যেকবার বাক্যের প্রথম অংশই reporting clause, এটা বাক্যের শুরু, মধ্য ও শেষ যেকোনো খানেই থাকতে পারে, বরং এভাবে মনে রাখবে যে অংশ দিয়ে এটা বোঝানো হচ্ছে যে কে বলছে সেই অংশই হচ্ছে reporting clause।

যদি direct speech অর্থাৎ বক্তার মুখের কথাকেই report করো কোনও পরিবর্তন ছাড়া, তাহলে অবশ্যই লিখতে হবে উদ্ধৃতি চিহ্নের ভেতর, “আমার নাম গদাই।” এইরূপে।
ইংরেজি গল্প ও উপন্যাসে, reporting verb প্রায়শ বক্তার আগে ব্যবহার করা হয়, বিশেষ করে বক্তা যদি Noun হয়। যেমনঃ
‘When will you be back?’ asked Arnold.
যদিও সাধারণত বক্তা pronoun হলে সাহিত্য ব্যতিত অন্যত্র subject এর আগে reporting verb ব্যবহার করা হয়না।

নেতিবাচক বাক্যের Reporting

এবার তো গেল যখন কেউ তোমায় কিছু বলল, কিন্তু অনেক সময় এমনওতো হয় কেউ যা বলেনি তাও report করতে হয়। তুমি কাউকে নাম জিজ্ঞেস করলে কিন্তু সে উত্তর না দিয়ে চলে গেল, তখন? তখন আর কিছুই নয়, reporting verbটা negative করে নেবে, যেমন He didn’t tell me how he would get to Philipines. আর যেহেতু সে তোমাকে নিজে কিছু বলেইনি, সেহেতু এইরকম বাক্য direct speechএ report করা সম্ভব নয়।

এবার ধরো যে বলল, সে উত্তরটাই দিল নেতিবাচক, তখন কী করবে? করতে হবে অর্থ বুঝে, সাধারণত নেতিবাচক শব্দটি আমরা reported speech এ রেখে দিই, যেমনঃ
‘You’re right, it isn’t a good idea.’ -> He agreed that it wasn’t a good idea.
আবার দেখো, অর্থা‌নুসারে reporting clause টাকেও নেতিবাচক করতে হতে পারে, যেমনঃ

‘I disagree. It’s not a good idea at all.’ -> He didn’t agree that it was a good idea.

অবশ্য, নির্দিষ্ট কিছু verb এর ক্ষেত্রে reporting এর সময় সাধারণত reporting clause এর verb টাকেই নেতিবাচক করা হয়। যেমনঃ
‘I expect he won’t come.’/ ‘I don’t expect he will come.’ -> She didn’t expect him to come.( কিন্তু She expected he wouldn’t come. করা হয়না।)
বাকি verb গুলো হলও, believe, feel, intend, plan, propose, suppose, think, want, expect.

আজকের জন্য এপর্যন্তই। আগামী পর্বে আমরা আলোচনা করবো reporting এর অন্য বিষয় নিয়ে। শুভেচ্ছা।

STGT Social Science পরীক্ষার্থীদের জন্য একটা অভ্যাসপত্র
01/08/2025

STGT Social Science পরীক্ষার্থীদের জন্য একটা অভ্যাসপত্র

TRBT STGT Social Study : MOCK TEST 1 TRBT STGT Social Science Mock Test An interactive mock test based on the syllabus for the Tripura Graduate Teacher Selection Test (Classes IX-X). Score: 0 | Attempted: 0 / 150 Get link Facebook X Pinterest Email Other Apps Labels MOCK TEST STGT Labels: MOCK TEST....

A এবং An এর ব্যবহার........…......................যেসকল Noun অথবা Noun Phrase ব্যঞ্জন ধ্বনি বা Consonant Sound দিয়ে শুরু...
01/06/2025

A এবং An এর ব্যবহার........…......................

যেসকল Noun অথবা Noun Phrase ব্যঞ্জন ধ্বনি বা Consonant Sound দিয়ে শুরু হয় সেগুলোর পূর্বে a ব্যবহৃত হয়। মনে রাখবে Consonant Sound এর কথা বলেছি, Consonant Letter এর কথা বলিনি। কোন Noun বা Noun Phrase যদি vowel দিয়েও শুরু হয় কিন্তু উচ্চারণ হয় Consonant এর মত, তাহলেও a ব্যবহৃত হবে। যেমনঃ

A university
A European
A one rupee note.

উদারহন দেখে আবার ভাবতে পারো u তো u-র মতই উচ্চারিত হল তাহলে consonant বলছি কেন, আসলে প্রথম দুটো উদাহরণে u বর্ণটি /j/ ধ্বনি বা বাংলায় বললে ‘য়’ এর মত উচ্চারিত হচ্ছে, যা আসলে ব্যঞ্জন ধ্বনি। তৃতীয় উদাহরণে /w/ ধনিটি উচ্চারিত হচ্ছে শব্দের প্রথমে, সেটিও স্বর ধ্বনি নয়। কাজেই a ব্যবহৃত হয়েছে। এখনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শুধু এটুকু মনে রেখো যে, যেসকল Noun বা Noun Phrase এর প্রথম বর্ণটি vowel কিন্তু উচ্চারণ ওয়া বা ইউ এর মত হয় সেগুলোর পূর্বে a ব্যবহৃত হয়।

যেসকল শব্দ vowel sound বা স্বর ধ্বনি দিয়ে শুরু হয় সেগুলোর পূর্বে an ব্যবহৃত হয়। যেমনঃ
An apple
An umbrella
An ox

আগের মত এখানেও মনে রাখবে যে যে সকল শব্দ consonant দিয়ে শুরু হয়, কিন্তু উচ্চারিত হয় vowel এর মত (ইংরেজিতে অনেক শব্দ এরকম আছে যেগুলো উচ্চারণের সময় প্রথম বর্ণটি নীরব থাকে।) সেগুলোর ক্ষেত্রে an ব্যবহৃত হয়। যেমনঃ
An hour
An honest person
An Honour

Abbreviation বা সংক্ষিপ্ত রূপ, যেমন MLA, MP, CBI, ED, ATM, যেগুলো আমরা প্রত্যেকটি বর্ণ আলাদা আলাদা করে উচ্চারণ করি সেগুলোর ক্ষেত্রে প্রথম বর্ণটির উচ্চারণে প্রথম যদি vowel sound থাকে তাহলে an ব্যবহৃত হবে। বর্ণগুলো হল A, F, H, I, L, M, O, R, S এবং X । উদাহরণঃ

An MP
An ED officer
An FBI agent

কিন্তু এমন অনেক abbreviation আছে যেগুলো আমরা আলাদা আলাদা উচ্চারণ না করলে একসঙ্গে শব্দের মত করে উচ্চারণ করি, যেমন NATO, ISRO, IGNOU, FIFA, PAN, EPIC ইত্যাদি। সেগুলোর ক্ষেত্রে এই নিয়ম খাটবেনা। তখন উচ্চারণের ভিত্তিতেই ব্যবহার করতে হবে। নিচে উদাহরণগুলো লক্ষ করঃ

a FIFA official
a Nato general
an ISRO scientist

একটি বিশেষ কিন্তু অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ঘটনার ক্ষেত্রে আমরা সর্বদা প্রয়োজন অনুসারে a অথবা an ব্যবহার করি, কখনই one ব্যবহার করিনা। যেমনঃ
I really need a cup of tea.

27/05/2023

আমরা ক'জন কমিউনিস্ট হতে চেয়ে...

14/05/2023
10/05/2023

অভিনেতা রবি ঘোষের জীবনের জানা অজানা গল্প

সূত্র: গাবলুর গাট্টা
10/05/2023

সূত্র: গাবলুর গাট্টা

09/05/2023

জলদ্যুদের যা বলেছিলেন জুলিয়াস সিজার

দেশভাগের ইতিহাস নিয়ে আজকের ভিডিও(মূলত অডিও)
05/05/2023

দেশভাগের ইতিহাস নিয়ে আজকের ভিডিও(মূলত অডিও)

আপনি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করুন, দেশভাগ কাদের জন্য হয়েছে? দেখবেন ছেলেটা এক মুহূর্তের ভিতর উত্তর দিয়ে দেবে ম....

12/04/2023

ত্রিপুরার রাজা বীর বিক্রম মানিক্যের শূকর নিধন কীর্তির গল্প

07/04/2023

Address


Alerts

Be the first to know and let us send you an email when AbhijitDas.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AbhijitDas.in:

  • Want your business to be the top-listed Media Company?

Share