
14/09/2025
পশ্চিমবঙ্গের সুন্নিয়াতের অন্যতম দিকপাল, অগণিত মানুষকে হক্কানী আক্বিদাহ ও সুন্নতের পথে পরিচালিত অন্যতম ব্যক্তিত্ব, আমাদের প্রিয় শ্রদ্ধেয় উস্তাদ, গবেষক, লেখক, আল্লামা মাওলানা মুফতী গোলাম সামদানী রেজভী মাদ্দাজিল্লাহুল আলী ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা সকলেই জানি, তাঁর জীবন জুড়ে রয়েছে দীনের খেদমত, সুন্নিয়াতের প্রচার ও উম্মতের হিদায়েতের অবিরাম সংগ্রাম। আজ তিনি ইন্তেকাল করেছেন —এ আমাদের সবার জন্য বেদনার বিষয়।
তাই আসুন, আমরা সবাই মিলেই আল্লাহ পাকের দরবারে হাত উঠাই—
আল্লাহ তাআলা যেন তাঁর প্রিয় বান্দাকে জান্নাতুল ফেরদৌস দান করেন,