06/09/2025
#গতকাল_৫_সেপ্টেম্বর_আল আমীন একাডেমিক এক্সেলেন্স অ্যান্ড সোশ্যাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়েছে শাইখুল হাদীস আল্লামা ছারিমুল হক লস্কর নকশবন্দী সাহেবকে।
তাঁর অসামান্য অবদান, দীনের খেদমত, শিক্ষাক্ষেত্রে অবিরাম প্রচেষ্টা এবং সমাজে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
তবে অসুস্থতার কারণে সম্মানিত আল্লামা সাহেব কিবলা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাই তাঁর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন তাঁর প্রিয় পুত্র, আহলে সুন্নাত ওয়াল জামাত উত্তর-পূর্বাঞ্চলের গর্ব আলহাজ্ব হযরত মাওলানা ফয়েদ্ব আহমদ নকশবন্দী সাহেব।
এটি শুধু একটি পুরস্কার নয়—বরং এটি প্রমাণ করে যে, আলেমে দ্বীন ও সমাজসেবকগণের অবদান আজও সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে।
আসুন আমরা সকলে দোয়া করি, মহান আল্লাহ তাআলা হযরত শাইখুল হাদীস আল্লামা ছারিমুল হক লস্কর নকশবন্দী সাহেবকে সুস্থতা দান করুন এবং তাঁর এই বরকতময় উত্তরাধিকার দ্বীনের খেদমতে আরও প্রসারিত হোক।