প্রবাহ

প্রবাহ Online Bangla News Portal. Murshidabad, West Bengal .

19/09/2025

হরিহরপাড়া থানার চোয়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু একজনের, আহত একাধিক।

প্রবাহ সংবাদ, সংবাদদাতা, মুর্শিদাবাদ:-

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরতাজা যুবকের। আহত হয়েছেন একাধিক। তার মধ্যে আরো একজনের শারীরিক অবস্থা অবনতির দিকে।
যাত্রী বোঝাই বাস ও ছোট গাড়ির মধ্যে সংঘর্ষ, মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া এলাকায়। বাস ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। একেবারে দুমড়ে মুছরে যাই ছোট গাড়ি আর সেই গাড়ির চালক এনামুল শেখ তার মৃত্যু হয় তার বাড়ি হরিহরপাড়ার নাজিরপুর এলাকায়। মর্মান্তিকার ঘটনা কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

19/09/2025

দাঁতের চিকিৎসা করতে গিয়ে চেম্বারের ভেতরেই এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ।

প্রবাহ সংবাদ , সংবাদদাতা, মুর্শিদাবাদ:-

দাঁতের চিকিৎসা করতে গিয়ে চেম্বারের ভেতরেই এক গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক সোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতিতে। অভিযোগের তীর উঠেছে সুতি থানার ছাবঘাটি কে ডি বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত দন্তো চিকিৎসক নাজির মিয়ার বিরুদ্ধে। যদিও অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তাকে ফাঁসাতেই এসব করা হচ্ছে বলেই অভিযোগ করেছেন ওই ডাক্তার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুতি থানা এক গৃহবধূ অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ দাঁতের সমস্যা নিয়ে নাজির মিয়ার চেম্বারে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেই চেম্বারের ভেতরেই তার সঙ্গে শ্লীলতাহানি করা হয়। সে সময় কোন রোগী ছিলেন না বলেও দাবি করেছেন গৃহবধু। ঘটনার পরেই কোনরকমে সেখান থেকে পালিয়ে সুতি থানার দ্বারস্থ হন তিনি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডাক্তারের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে সুতি থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে ওই গৃহবধুর অভিযোগ নিয়ে ফোন কলের মাধ্যমে ডাক্তার নাজির মিয়া দাবি করেন, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। আরো অনেক রোগী ছিল। ওই মহিলাও ডাক্তার দেখাতে এসেছিলেন। তাকে ফাঁসাতেই পরিকল্পনা করে এধরনের মিথ্যাচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

19/09/2025

“২৪ সেপ্টেম্বর আয়েসবাগ সমবায়ে ভোট: আজ শুক্রবার মনোনয়ন জমা শেষ, ৯ টি আসনের জন্য ২৫ জন প্রার্থী লড়াইয়ে”।

প্রবাহ সংবাদ, শঙ্কর ঘোষ, লালবাগ:-

বহু প্রতীক্ষার পর অবশেষে আয়েসবাগ সমবায় সমিতির ভোট প্রক্রিয়া শুরু হলো। ২০২০ সালের পর হাইকোর্টের রায়ে ২০২৫ সালে অনুষ্ঠিত হতে চলেছে সমবায় ভোট। গতকাল বৃহস্পতিবার ৯টি আসনের জন্য ৩০ জন মনোনয়নপত্র তোলেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন। এর মধ্যে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগামীকাল ২০ সেপ্টেম্বর হবে মনোনয়নপত্র পরীক্ষা এবং বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ। এরপর ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রত্যাহারের পর চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে। আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোটের পরই গণনা এবং ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ছিল বিশাল পুলিশ বাহিনী।
লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক অকোলকর রাকেশ মহাদেব জানান, শান্তিপূর্ণ ভাবেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ আমানত কারী ঐক্য মঞ্চর পক্ষ থেকে কি বললেন কল্যাণ নাগ শুনুন ।

18/09/2025

ফারাক্কার সিপিআইএমের নদী বাঁচাও বাংলা বাঁচাও মহা আন্দোলন ও ডেপুটেশন।

প্রবাহ সংবাদ, সংবাদদাতা, মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদের ফারাক্কায় সিপিআইএমের নদী বাঁচাও বাংলা বাঁচাও মহা আন্দোলন ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো ফারাক্কা 2নম্বর কলোনী মোড় সংলগ্ন এলাকায়।এই আন্দোলনে মূল উদ্দেশ্য ছিল গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে ল্যান্ড লুজার স্বীকৃতি দিতে হবে। এরই প্রতিবাদে আজ মূল মঞ্চ থেকে মিছিল করে ১২ নম্বর জাতীয় সড়ক হয়ে ফারাক্কা নিউ ফরাক্কা স্টেশন রোড ধরে পুনরায় মূল মঞ্চ এর কাছে এসে মিছিল শেষ হয়। এই মিছিলে মোঃ সেলিম সহ সিপিআইএমের মালদা ও মুর্শিদাবাদের নেতৃত্বরা পায়ে পা মিলিয়ে মিছিলে অংশ গ্রহণ করেন। মঞ্চ থেকে ঘোষণার পর ছয় জনের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দিতে যান। এদিন মঞ্চ থেকে কেন্দ্র ও রাজ্য কে করা ভাষায় আক্রমণ করেন মোহাম্মদ সেলিম।ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে মঞ্চ থেকে নেতৃত্ব জানান জেনারেল ম্যানেজার নিজে ডেপুটেশন না নিয়ে তার প্রতিনিধি দিয়ে আজকের এই ডেপুটেশন নিয়েছেন। আজকে এই ডেপুটেশনে যে সব দাবি জানানো হয়েছে যদি আগামীদিনে না মানা হয় তাহলে আগামীদিনে এর থেকে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে বলে জানানো হয়।

18/09/2025

“পরীক্ষার্থীদের পাশে কংগ্রেস – জল ও পেন দিয়ে হরিহরপাড়ায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা”।

প্রবাহ সংবাদ, সংবাদদাতা, মুর্শিদাবাদ:-

হরিহরপাড়া: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল হরিহরপাড়া ব্লক কংগ্রেস। বৃহস্পতিবার সকালে স্বরুপপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল বিশুদ্ধ জলের বোতল ও পেন।
এই উদ্যোগে নেতৃত্ব দেন হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি জুলফিকার আলি খান। সঙ্গে ছিলেন ব্লক কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা। তাঁদের বক্তব্য, “পরীক্ষার্থীরা যাতে সুস্থ ও স্বচ্ছন্দে পরীক্ষা দিতে পারে, সেই শুভকামনাতেই আমাদের এই ছোট্ট প্রয়াস।”
স্থানীয়দের মতে, এই ধরনের উদ্যোগ পরীক্ষার্থীদের মনোবল বাড়ায় এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়ায়।

18/09/2025

বহরমপুর অগ্নি নির্বাপন অফিসে অনাথ ছেলেমেয়েদের হাতে স্কুল ব্যাগ সহ পড়াশোনা সামগ্রী তুলে দেয়া হয়।

প্রবাহ সংবাদ, সংবাদদাতা, মুর্শিদাবাদ:-

বিশ্বকর্মা পুজো উপলক্ষে পুজোর পরের দিন বহরমপুরের অগ্নি নির্বাপন অফিস অনাথ ছেলেমেয়েদের হাতে স্কুল ব্যাগ সহ পড়াশোনা সামগ্রী তুলে দেন। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর অগ্নি নির্বাপন অফিসে বহরমপুরের দুটি হোম থেকে বেশ কিছু অনাথ ছেলেমেয়েকে তারা তাদের অফিসে ডেকে নেন। অনাথ ছেলেমেয়েদের সকালের টিফিন করিয়ে স্কুল ব্যাগ সহ অন্যান্য পড়াশোনার সামগ্রী তাদের হাতে তুলে দেন, শেষে অসহায় বাচ্চাদের দুপুরের আহারেরও ব্যবস্থা করেন তারা। বহরমপুর অগ্নি নির্বাপন অফিসের অফিসার ইনচার্জ মলয় মজুমদার বলেন, গত তিন বছর ধরে বিশ্বকর্মা পূজা উপলক্ষে এই ধরনের উদ্যোগ তারা করে থাকেন। এ বছরেও সারাদিন অনাথ ছেলেমেয়েদের সাথে তারা কাটাতে চান।

18/09/2025

রঘুনাথগঞ্জ থানা চত্বরে উৎসর্গ রক্তদান কর্মসূচি।

প্রবাহ সংবাদ, সংবাদদাতা, মুর্শিদাবাদ:-

পুজোর আগে রঘুনাথগঞ্জ শহরকে ১০০ এর বেশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। বিশেষ করে নারী সুরক্ষাতে জোর দেওয়া হচ্ছে। নিরাপত্তা জনিত কোন প্রকার সমস্যা বা ইভ টিজিংয়ের ঘটনা ঘটলে যাতে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা যায় তারই পুলিশের এই প্রচেষ্টা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাকে রঘুনাথগঞ্জ থানা চত্বরে উৎসর্গ রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয় ও এই কনট্রোল রুমের উদ্বোধন হয়। কনট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ সুরাপ অমীত কুমার সাউ

18/09/2025

জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা সঙ্কট – প্রসূতি মায়ের পরিবার ক্ষোভে ফুঁসছে।

প্রবাহ সংবাদ, সংবাদদাতা, মুর্শিদাবাদ:-

আজ সকাল ৫টা’টার সময় এক প্রসূতি মাকে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। গুরুতর রক্তক্ষরণ নিয়ে আসা হলেও এমার্জেন্সি ওয়ার্ডে কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না। ফলে রোগীকে বসিয়ে রাখা হয়। পরিবারের অভিযোগ, এ বিষয়ে নার্সদের জানালে তারা বলেন হাতের গ্লাভস নেই, কিনে আনতে হবে। এই কথা বলতেই পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বেশিরভাগ সময়ই হাসপাতালে ডাক্তারদের খোঁজ মেলে না, আর যারা থাকেন তারাও প্রায়শই বাইরের নার্সিংহোমে চিকিৎসা পরিষেবায় ব্যস্ত থাকেন। ফলে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হন। আজকের ঘটনায় হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রসূতির পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, সরকারি হাসপাতালে যদি জরুরি মুহূর্তে ডাক্তার না থাকেন, তবে সাধারণ মানুষের চিকিৎসার দায়িত্ব কে নেবে? ডাক্তাররা কি সরকারি হাসপাতালের পরিষেবা না দিয়ে বেসরকারি নার্সিংহোমের পরিষেবা দিতে ব্যস্ত এ ব্যাপারে স্বাস্থ্য আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই। পরিবারের লোকেরা কে কি বলছে শুনুন ।

18/09/2025

লালগোলায় বড়সড় মাদক ধরপাকড়, ৩১৩ গ্রাম হেরোইন সহ ২ যুবক গ্রেফতার।

প্রবাহ সংবাদ, সংবাদদাতা, মুর্শিদাবাদ:-

গতকাল রাত প্রায় ৯টা ১০ মিনিট নাগাদ লালগোলা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন মোঃ কাইফ (১৮), পিতা রফিকুল ইসলাম এবং ইমতিয়াজ রহমান (১৮), পিতা মোস্তাফিজুর রহমান — দু’জনেই লালগোলা গ্রামপঞ্চায়েতের সাহাবাদ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশির সময় তাদের কাছ থেকে মোট ৩১৩ গ্রাম হেরোইন উদ্ধার হয়। ঘটনায় নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে প্রধান আদালতে পেশ করা হবে।

17/09/2025

অধীরের ক্ষোভ: শিক্ষক নিগ্রহ থেকে পরিযায়ী শ্রমিকের আটকে পড়া – সাংবাদিক বৈঠকে তোপ" ।

প্রবাহ সংবাদ, সংবাদদাতা, মুর্শিদাবাদ:-

আজ সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, স্কুলের ভিতরে তৃণমূল নেতার হাতে শিক্ষক নিগৃহীত হওয়া প্রশাসনিক ব্যর্থতা। সরকারি কর্মীদের ডি.এ. না দেওয়ার জন্যও তিনি রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন। এছাড়া ওমানে পরিযায়ী শ্রমিকদের পাসপোর্ট-ভিসা কেড়ে নিয়ে আটকে রাখার ঘটনা তুলে ধরে কেন্দ্র ও রাজ্যের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। অধীর বলেন, শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান ও পরিযায়ী শ্রমিক সুরক্ষায় ব্যর্থ হয়েছে সরকার। তিনি সাংবাদিক বৈঠক থেকে অবিলম্বে দোষীদের শাস্তি ও শ্রমিকদের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানান।

17/09/2025

বিশ্বকর্মা দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা ১২ নম্বর জাতীয় সড়কে।

প্রবাহ সংবাদ, সংবাদদাতা, মুর্শিদাবাদ:-

মালদা থেকে ছয়চাকা লরি বহরমপুরের দিকে যাচ্ছিলেন বহরমপুর থেকে চারচাকা গাড়ি রং রুটে আসছিলেন মহালো বেসরকারি কোম্পানিতে, এরকমই বলছেন গাড়ি চালক।
আয়রা মোড় ও সুকি মোড় এর মধ্যবর্তী এলাকায় ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা,অল্প জন্য রক্ষা পেলো দুই গাড়ি চালক।
ছোট গাড়ি সামনে দিক দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলে তড়িঘরি পৌঁছায় নবগ্রাম ট্রাইফ ওসি,ও নবগ্রাম থানার পুলিশ।ঘাতক গাড়ি দুটিকে আটক করে নবগ্রাম থানা নিয়ে যায়।

17/09/2025

ময়ূরক্ষীর বাঁধ মেরামতে ইব্রাহিমপুরবাসীর একজোট লড়াই ।

প্রবাহ সংবাদ, সংবাদদাতা, মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদের ভরতপুর থানার জাকনি গ্রামে ময়ূরক্ষী নদীর বাঁধ ভেঙে এসেছিল ভয়াবহ বিপর্যয়।
মাস দুয়েক আগের বন্যার ক্ষত এখনও শুকোয়নি, কয়েকশো বিঘা চাষের জমি ডুবে গিয়েছিল নদীর জলে।
ফসল বাঁচাতে দিন-রাত এক করে লড়ছেন স্থানীয়রা।
এবার ভবিষ্যতের ক্ষতি ঠেকাতে ইব্রাহিমপুর গ্রামবাসী নিজেরাই নেমেছেন বাঁধ মেরামতে।
তাঁদের অভিযোগ, বছরের পর বছর পঞ্চায়েত সদস্যদের দুর্নীতি ও অবহেলায় জিসিবি মেশিন দিয়ে বাঁধের মাটি তুলে পাচার করা হয়েছে।
এর ফলেই আজ জমির করুণ দশা।
গ্রামবাসীরা জানিয়েছেন, প্রশাসনের স্থায়ী সমাধান না আসা পর্যন্ত নিজেদের উদ্যোগেই এই লড়াই চালিয়ে যাবেন।
তাঁদের আশা, বাঁধ সঠিকভাবে মেরামত হলে ভবিষ্যতে আর চাষের জমি ক্ষতিগ্রস্ত হবে না।
ময়ূরক্ষীর তীরে একত্রিত মানুষের এই সংগ্রাম আজ গ্রামীণ ঐক্যের উদাহরণ।
মানুষের একতা ও পরিশ্রমই আজ তাদের প্রধান অস্ত্র।

Address

Murshidabad
Lalbagh
742149

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share