19/09/2025
হরিহরপাড়া থানার চোয়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু একজনের, আহত একাধিক।
প্রবাহ সংবাদ, সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরতাজা যুবকের। আহত হয়েছেন একাধিক। তার মধ্যে আরো একজনের শারীরিক অবস্থা অবনতির দিকে।
যাত্রী বোঝাই বাস ও ছোট গাড়ির মধ্যে সংঘর্ষ, মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া এলাকায়। বাস ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। একেবারে দুমড়ে মুছরে যাই ছোট গাড়ি আর সেই গাড়ির চালক এনামুল শেখ তার মৃত্যু হয় তার বাড়ি হরিহরপাড়ার নাজিরপুর এলাকায়। মর্মান্তিকার ঘটনা কান্নায় ভেঙে পড়েছে পরিবার।