RMS Creators

RMS Creators বাংলার ইতিহাস,ঐতিহ্য,বিভিন্ন দর্শনীয় স্থান, স্বনির্ভর প্রকল্প,মুর্শিদাবাদ,শিক্ষা ও সংস্কৃতি।

মৃত্যু নয়, এ তো  হত্যারই নামান্তর।হোক কলোরব ,হোক...
15/08/2025

মৃত্যু নয়, এ তো হত্যারই নামান্তর।হোক কলোরব ,হোক...

পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষকদের আন্দোলন✊✊কোনরকম দুর্নীতি সঙ্গে যুক্ত না হওয়া সত্বেও প্রায় ১৫ হাজার যোগ্য শিক্ষকের চাকরি ক...
15/08/2025

পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষকদের আন্দোলন✊✊
কোনরকম দুর্নীতি সঙ্গে যুক্ত না হওয়া সত্বেও প্রায় ১৫ হাজার যোগ্য শিক্ষকের চাকরি কেন বাতিল হলো?
রাজ্য সরকার (রাষ্ট্র)ও উচ্চ ন্যায়ালয় তুমি জবাব দাও?


ইনি সুবল সরেন। আদিবাসী সমাজের থেকে বহু অর্থনৈতিক, সামাজিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যোগ্যতা ও মেধার বলে ২০১৬ সালে রাষ...
13/08/2025

ইনি সুবল সরেন। আদিবাসী সমাজের থেকে বহু অর্থনৈতিক, সামাজিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যোগ্যতা ও মেধার বলে ২০১৬ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষক হয়েছিলেন। আর ২০২৫ সালের ৩ রা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক কলমের খোঁচায় হলেন চাকরিহারা। কোর্ট রুম উনাকে দাগী, দূর্নীতিগ্রস্থ শিক্ষক বলে দাগিয়ে দিতে পারেনি। যদিও কোর্ট রুমের অভিযোগের তীর ছিল পশ্চিমবঙ্গ সরকার ও তার অধিনস্ত প্রতিষ্ঠান কমিশনের দিকে। তবুও কোর্টের বিচারে সাজা পেলো সুবল বাবুর মতো হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। আর বহাল তবিয়তে রইলো আপাদমস্তক দূর্নীতিগ্রস্ত সরকার, কমিশন ও পর্ষদ। সত্যি দেশের আজব বিচারব্যবস্থা। সুবল বাবু এই অনভিপ্রেত রায়ের পরে গর্জে উঠেছিলেন মাঠে ময়দানে রাস্তাঘাটে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কখনো আচার্য্য সদন,কখনো বিকাশ ভবনে,কখনো বা জেলার বিভিন্ন প্রান্ত ছাড়িয়ে দেশের রাজধানী দিল্লিতে। শারীরিক ধকল,মানসিক যন্ত্রনা, ব্যাংকের EMI এর চাপ, সাংসারিক চাপ, সর্বোপরি দশ বছর পরে এক মাসের ব্যবধানে পরীক্ষায় বসার চাপে বিধ্বস্ত হয়ে আজ স্ট্রোক পেসেন্ট হয়ে R N Tagore হাসপাতালে ভর্তি। অবস্থা খুব একটা ভালো নয়। প্রত্যেকটা আন্দোলনে সহযোদ্ধা হয়ে অনেক রাত একসাথে রাস্তায় কাটিয়েছি। আগামীর আন্দোলনের রূপরেখা নিয়ে লালগড়ের বিদ্রোহী মাটিতে বসে সন্ধ্যা পর্যন্ত আলোচনা করেছি। আজ সেই সংগ্রামী সাথী হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করছেন। এসি এর ঠান্ডা হাওয়ায় বসে বিচারপতি গন ( My Lord ) আপনারা কি সাধারন মানুষের জীবনের কষ্ট,যন্ত্রনার কথা শুনতে,দেখতে, বুঝতে পারছেন? কয়েকজন শিক্ষক তো আবার চিরতরে আমাদের থেকে ইতিমধ্যে ইহলোক থেকে বিদায় নিয়েছেন। আবার অনেক শিক্ষাকর্মী পেট চানানোর জন্য, পরিবারের মুখে খাওয়ার তুলে দেওয়ার জন্য রাজ্যের বাইরে কাজ করতে চলে গেছেন। আজকাল এটাই এই দেশের সিস্টেম হতে চলেছে বোধোদয়!আর এটা যদি চলতে থাকে,তাহলে দেশটা গাধার ড্যাশে ঢুকে গেছে বলতে হয়। যদি সিস্টেমের দূর্নীতি বন্ধ করার জন্য এই বিচারব্যবস্থা হয়,আর নির্দোষদের ন্যায় পাইয়ে দেওয়া একান্তই বিচারব্যবস্থার কাজ হয়ে থাকে,তাহলে অবিলম্বে এই মানসিক যন্ত্রনা থেকে সৎ, নিষ্ঠাবান শিক্ষক শিক্ষাকর্মী দের অবিলম্বে রিভিউ এর মাধ্যমে মুক্তি দিন। না হলে ক্ষুদিরাম বসু, নেতাজী দের আত্মবলিদানের মধ্য দিয়ে পাওয়া এই গর্বের স্বাধীন ভারতবর্ষে আবার একবার দেশের চোর,জোচ্চোর,বাটপার দের বিরুদ্ধে লড়াইয়ে হাতে অনেককিছুই তুলে নেবে বিচার পেতে আর বিচার পাইয়ে দিতে। এখনও ভরসা রেখেছি। বাকিটা সময়ে যা করার সেটা এই মাস্টারমশাইরা করবে।
#সংগ্রামী_সুবল_বাবু_সুস্থ_হয়ে_আমাদের_মাঝে_ফিরে_আসুন।
#লড়াই_এখনো_অনেক_বাকি।
ালের_প্যানেলের_বৈধ_যোগ্য_সকল_শিক্ষকরা_সুবল_বাবুর_পাশে_থাকুন।
*SUBAL SAREN এর জন‍্যে পারলে নিজের মতো করে সাহায্য করতে পারে।*

Wife এর bank details : SINGO MURMU BESRA
A/C-35072358859
IFSC:SBIN0017559

UPI - 8900557606@sbi

ভাই সুবল ওঠো, পড়তে বসো। তোমার অসুস্থ  হওয়ার  কোন অধিকার নেই।  তুমি ST, আদিবাসী সম্প্রদায় এর, সংবিধান বলে আদিবাসী দের ...
13/08/2025

ভাই সুবল ওঠো, পড়তে বসো। তোমার অসুস্থ হওয়ার কোন অধিকার নেই।

তুমি ST, আদিবাসী সম্প্রদায় এর, সংবিধান বলে আদিবাসী দের কিছু কেড়ে নেওয়া যায় না। কিন্তু, রাষ্ট্র তোমার অসুস্থ হওয়ার অধিকারটাও কেড়ে নিয়েছে। সামনে পরীক্ষা। পাশ না করলে তোমার চিকিৎসা চালানোর খরচ টাও থাকবে না , চাকরি চলে যাবে, যোগ্য শিক্ষক হয়েও।
subal, Get up, you can not be ill. you dont have any right to be ill...
একজন যোগ্য শিক্ষক রিভিউ ও পরীক্ষার যাঁতাকলে পড়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত ( স্ট্রোক হয়েছে)।

06/08/2025

SSC 26000 Review Petition Status pending Open কোর্ট হওয়ার সম্ভাবনা কত? কবে আসবে অর্ডা...

সুপ্রিম কোর্টে ২৬০০০ রিভিউ পিটিশন কি গ্রহণ হতে চলেছে?
অর্ডার এখনো পেন্ডিং কেন? উচ্ছে প্রশ্ন
Open Court হওয়ার সংবনা কতটুকু?
বিষয়টি অত সহজ নয়?
বিস্তারিত আলোচনা
Credit@TUBESCIENCE LEARNING



#যোগ্যশিক্ষক

আগামী সপ্তাহের শুনানি শুধু রাজ্যের নয়, হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যতের দিক ঠিক করে দেবে। পিটিশন যদি আংশিক স্বীকৃতি...
02/08/2025

আগামী সপ্তাহের শুনানি শুধু রাজ্যের নয়, হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যতের দিক ঠিক করে দেবে। পিটিশন যদি আংশিক স্বীকৃতি পায়, তবে যোগ্যরা পেতে পারেন সুবিচার। আর যদি পিটিশন খারিজ হয়, তবে SSC-র ইতিহাসে এটাই থেকে যাবে সবচেয়ে বড় চূড়ান্ত অধ্যায়।





#যোগ্যশিক্ষক

গুরুত্বপূর্ণ ঘোষণা🎓 ফুড প্রোডাকশন – NSQF লেভেল ১ফুড প্রোডাকশন (NSQF Level 1) কোর্সে ভর্তি চলছে।🗓️ ভর্তির শেষ তারিখ: ২৬শে...
23/07/2025

গুরুত্বপূর্ণ ঘোষণা
🎓 ফুড প্রোডাকশন – NSQF লেভেল ১

ফুড প্রোডাকশন (NSQF Level 1) কোর্সে ভর্তি চলছে।

🗓️ ভর্তির শেষ তারিখ: ২৬শে জুলাই (এই মাসেই)
📍 আসন সংখ্যা সীমিত – শীঘ্রই আবেদন করুন!

✅ যোগ্যতা: আগ্রহী সকল প্রার্থীদের জন্য উন্মুক্ত
📞 যোগাযোগ করুন:
Mr. Murad – হসপিটালিটি ট্রেনার
📱 7001686075

নবান্ন অভিযান চাকরিহারা যোগ্য শিক্ষক হাওড়া অবরুদ্ধ ✊✊
14/07/2025

নবান্ন অভিযান চাকরিহারা যোগ্য শিক্ষক হাওড়া অবরুদ্ধ ✊✊

14/07/2025

নবান্ন অভিযান চাকরিহারা যোগ্য শিক্ষক হাওড়া অবরুদ্ধ ✊✊

13/07/2025

যোগ্য শিক্ষকদের প্রতি এত অবিচার কেন?রাজ্য সরকারের দুর্নীতির ফলে যোগ্য শিক্ষকরা আজ রাস্তায়
#26000
#যোগ্যশিক্ষক

Address

Lalgola Ghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when RMS Creators posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category