13/08/2025
ইনি সুবল সরেন। আদিবাসী সমাজের থেকে বহু অর্থনৈতিক, সামাজিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যোগ্যতা ও মেধার বলে ২০১৬ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষক হয়েছিলেন। আর ২০২৫ সালের ৩ রা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক কলমের খোঁচায় হলেন চাকরিহারা। কোর্ট রুম উনাকে দাগী, দূর্নীতিগ্রস্থ শিক্ষক বলে দাগিয়ে দিতে পারেনি। যদিও কোর্ট রুমের অভিযোগের তীর ছিল পশ্চিমবঙ্গ সরকার ও তার অধিনস্ত প্রতিষ্ঠান কমিশনের দিকে। তবুও কোর্টের বিচারে সাজা পেলো সুবল বাবুর মতো হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। আর বহাল তবিয়তে রইলো আপাদমস্তক দূর্নীতিগ্রস্ত সরকার, কমিশন ও পর্ষদ। সত্যি দেশের আজব বিচারব্যবস্থা। সুবল বাবু এই অনভিপ্রেত রায়ের পরে গর্জে উঠেছিলেন মাঠে ময়দানে রাস্তাঘাটে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কখনো আচার্য্য সদন,কখনো বিকাশ ভবনে,কখনো বা জেলার বিভিন্ন প্রান্ত ছাড়িয়ে দেশের রাজধানী দিল্লিতে। শারীরিক ধকল,মানসিক যন্ত্রনা, ব্যাংকের EMI এর চাপ, সাংসারিক চাপ, সর্বোপরি দশ বছর পরে এক মাসের ব্যবধানে পরীক্ষায় বসার চাপে বিধ্বস্ত হয়ে আজ স্ট্রোক পেসেন্ট হয়ে R N Tagore হাসপাতালে ভর্তি। অবস্থা খুব একটা ভালো নয়। প্রত্যেকটা আন্দোলনে সহযোদ্ধা হয়ে অনেক রাত একসাথে রাস্তায় কাটিয়েছি। আগামীর আন্দোলনের রূপরেখা নিয়ে লালগড়ের বিদ্রোহী মাটিতে বসে সন্ধ্যা পর্যন্ত আলোচনা করেছি। আজ সেই সংগ্রামী সাথী হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করছেন। এসি এর ঠান্ডা হাওয়ায় বসে বিচারপতি গন ( My Lord ) আপনারা কি সাধারন মানুষের জীবনের কষ্ট,যন্ত্রনার কথা শুনতে,দেখতে, বুঝতে পারছেন? কয়েকজন শিক্ষক তো আবার চিরতরে আমাদের থেকে ইতিমধ্যে ইহলোক থেকে বিদায় নিয়েছেন। আবার অনেক শিক্ষাকর্মী পেট চানানোর জন্য, পরিবারের মুখে খাওয়ার তুলে দেওয়ার জন্য রাজ্যের বাইরে কাজ করতে চলে গেছেন। আজকাল এটাই এই দেশের সিস্টেম হতে চলেছে বোধোদয়!আর এটা যদি চলতে থাকে,তাহলে দেশটা গাধার ড্যাশে ঢুকে গেছে বলতে হয়। যদি সিস্টেমের দূর্নীতি বন্ধ করার জন্য এই বিচারব্যবস্থা হয়,আর নির্দোষদের ন্যায় পাইয়ে দেওয়া একান্তই বিচারব্যবস্থার কাজ হয়ে থাকে,তাহলে অবিলম্বে এই মানসিক যন্ত্রনা থেকে সৎ, নিষ্ঠাবান শিক্ষক শিক্ষাকর্মী দের অবিলম্বে রিভিউ এর মাধ্যমে মুক্তি দিন। না হলে ক্ষুদিরাম বসু, নেতাজী দের আত্মবলিদানের মধ্য দিয়ে পাওয়া এই গর্বের স্বাধীন ভারতবর্ষে আবার একবার দেশের চোর,জোচ্চোর,বাটপার দের বিরুদ্ধে লড়াইয়ে হাতে অনেককিছুই তুলে নেবে বিচার পেতে আর বিচার পাইয়ে দিতে। এখনও ভরসা রেখেছি। বাকিটা সময়ে যা করার সেটা এই মাস্টারমশাইরা করবে।
#সংগ্রামী_সুবল_বাবু_সুস্থ_হয়ে_আমাদের_মাঝে_ফিরে_আসুন।
#লড়াই_এখনো_অনেক_বাকি।
ালের_প্যানেলের_বৈধ_যোগ্য_সকল_শিক্ষকরা_সুবল_বাবুর_পাশে_থাকুন।
*SUBAL SAREN এর জন্যে পারলে নিজের মতো করে সাহায্য করতে পারে।*
Wife এর bank details : SINGO MURMU BESRA
A/C-35072358859
IFSC:SBIN0017559
UPI - 8900557606@sbi