RMS Creators

RMS Creators বাংলার ইতিহাস,ঐতিহ্য,বিভিন্ন দর্শনীয় স্থান, স্বনির্ভর প্রকল্প,মুর্শিদাবাদ,শিক্ষা ও সংস্কৃতি।

30/09/2025

পদ্মায় বিলীন হওয়ার অপেক্ষায় লালগোলার তারানগর, আতঙ্কিত গ্রামবাসী

পদ্মায় বিলীন হওয়ার অপেক্ষায় লালগোলার তারানগর, আতঙ্কিত গ্রামবাসী
28/09/2025

পদ্মায় বিলীন হওয়ার অপেক্ষায় লালগোলার তারানগর, আতঙ্কিত গ্রামবাসী

28/09/2025

পদ্মার ভয়ঙ্কর রূপে বিধ্বংস গ্রাম ||
Padma River Destroys Life

প্রচন্ড মানসিক অবসাদের কারণে 2016 সালের চাকরিহারা যোগ্য শিক্ষকের অকাল মৃত্যু একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার (14/09/2025) ...
14/09/2025

প্রচন্ড মানসিক অবসাদের কারণে 2016 সালের চাকরিহারা যোগ্য শিক্ষকের অকাল মৃত্যু একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার (14/09/2025) আগের দিন রাতে।
একের পর এক অকাল মৃত্যু। মনে হচ্ছে আমরা মৃত্যুপুরীতে দাঁড়িয়ে আছি। মানবসম্পদ এইভাবে ধ্বংস করে দিচ্ছে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং অমানবিক বিচার ব্যবস্থা। যারা ভাবছেন লাশের উপরে দাঁড়িয়ে রাজনীতি করবেন, তাদের এবার সাবধান হওয়ার সময় এসে গেছে।
আর কতো? ন্যায় বিচার পাওয়া যাবে কবে?

08/09/2025


আমরা কি আদৌ শিক্ষক ❓প্রশ্নটা কাদের উদ্দেশ্যে সেটা শেষে রয়েছে। **১৮০৩ জন অযোগ্য দাগি শিক্ষক❌ এবং **৩৫০০ জন অযোগ্য দাগি শ...
30/08/2025

আমরা কি আদৌ শিক্ষক ❓প্রশ্নটা কাদের উদ্দেশ্যে সেটা শেষে রয়েছে।

**১৮০৩ জন অযোগ্য দাগি শিক্ষক❌ এবং **৩৫০০ জন অযোগ্য দাগি শিক্ষাকর্মী❌ এদের লিস্ট ২০২২ থেকেই SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ এর ওয়েবসাইটে আছে🖥️🖱️ । ইভেন এখনও ওয়েবসাইটে রয়েছে ২০২২ ,২৩ এর তথ্য গুলো। সমস্ত মিডিয়া তখনও লিস্ট দেখিয়েছে এনারা ২০২৩ সালে একবার বাদ যান চাকরি থেকে । সুপ্রীম কোর্টে রাজ্য সরকার স্টে নিয়ে আসে। একমাত্র তদন্তকারি সিবিআই ২০২২ সালে সমস্ত ২২ লক্ষ পরীক্ষার্থীর🤵(টিচার ৩ লক্ষ🧑‍🔬 গ্রুপ সিডি ১৯ লক্ষ🧑‍🏭) OMR ও যাবতীয় তথ্য তিন বার চেক করে সম্পূর্ণ স্পষ্ট পরিস্কার পরিচ্ছন্ন লিস্ট দেয় । জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এদের সরিয়ে ওয়েটিং দের চাকরি দিতে বলেন । বাকী **১৫৪০৩ জন টিচার💚✅🔥এবং **৩৩৯৪ জন গ্রুপ সিডি💚✅🔥এর বিরুদ্ধে সিবিআই কোন অভিযোগ করেনি । তাদের প্রত্যেকেরই সিবিআই উদ্ধারকৃত OMR প্রাপ্ত নম্বর এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বর ম্যাচ । এগুলো অরিজিনাল OMR বা তার মিরর ইমেজ নয়। সবটাই স্ক্যানিং কোম্পানির গাজিয়াবাদ থেকে পাওয়া হার্ডডিক্স এর থেকে উদ্ধার করা। কিন্তু হ্যাচ ভ্যালু মেটা ডাটা সিরিয়াল নম্বার থেকে পরিস্কার সমস্ত OMR অরিজিনাল। স্পষ্ট সুন্দর যোগ্য অযোগ্য পৃথকীকরণ। সেইজন্য হাইকোর্ট সুস্পষ্ট রায় দেই। কাজেই ওই একই অযোগ্য লিস্ট নিয়ে মাতামাতি করার কিছু নেই । এই লিস্ট তিন বছর ধরে সবাই জানে ।

✓যোগ্য টিচার ১৫৪০৩💚
✓যোগ্য গ্রুপ সিডি ৩৩৯৪💚
✓মোট যোগ্য ১৮৭৯৭💚

×অযোগ্য টিচার ১৮০৩❌
×অযোগ্য গ্রুপ সিডি ৩৫০❌
×মোট অযোগ্য ৫৩০৩❌

🔷 অযোগ্য শিক্ষক ১০ %
🔷 অযোগ্য শিক্ষাকর্মী ৫০%

২০১৬ মোট পরীক্ষার্থী - ৩ লক্ষ টিচার প্রার্থী+ ১৯ লক্ষ গ্রুপ সিডি= ২২ লক্ষ

▶️চোর বদমাইস দুর্নীতিবাজ মিথ্যেবাদী কমিশন নিজেরা কোনো তদন্ত না করে কোন তদন্তকারি সংস্থা না হয়ে জিনিসগুলো কে তাল পাকিয়ে অযোগ্য রক্ষা করতে গিয়ে দুই বছর ধরে অনেক ফন্দি ফিকির করে অযোগ্য দের চাকরি বাঁচাতে না পারলেও নির্দোষ সবাইকে ডুবিয়েছে।

▶️অযোগ্য সুপ্রীম কোর্ট , সিবিআই সবকিছু পরিস্কার করে বলা সত্ত্বেও যেহেতু SSC আর্টিকেল ১২ কনস্টিটিউশনাল বডি তাদের মিথ্যে বাণী শুনেছে তাদের কাছে সার্টিফাইড লিস্ট চেয়েছে বারংবার। সন্তানপ্রিয় অযোগ্যরা মন খারাপ করবে বলে এসএসসি যোগ্যদের সার্টিফাইড লিস্ট দেইনি। মাত্র ৫ মিনিটের কাজ। অরিজিনাল মিরর ইমেজ নেই এবং পরীক্ষায় ভুল ত্রুটি হয়েছে বাকি পরীক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন সেইসব বলে প্যানেল ক্যানসেল করল কোর্ট । কমিশনের মিথ্যে কথার জন্য যোগ্যদের বলি দিল কোর্ট এদিকে কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছিল । সিবিআই কি বলল সেটা আর গুরুত্ব পেলনা ।

💲💲💲💲💲💲💲💲💲💲💲💲 প্রশ্ন।
১)যোগ্যরা কাউকে বঞ্চিত করলো না শুধুমাত্র নিজের জায়গাটা নিল তাহলে পৃথকীকরণের পরে কি করে এই জাজমেন্ট সম্ভব⁉️⁉️
২)যদি সিবিআই তথ্যকে মেনে অযোগ্য বলা হয় তাহলে সেই OMR তথ্য যোগ্যদের স্বপক্ষে হওয়া সত্বেও গোটা প্যানেল ক্যানসেল কেন হবে⁉️⁉️ অদ্ভুত ।
৩)নির্দোষ এবং দোষীদের জন্য একই রায়। আল্টিমেটলি লেবার ল অনুযায়ী কাউকে বেতন ফেরত দিতে হবে না এবং ৩৫-৪০-৪৫-৫০ বছর বয়সে এসে কোন কোন পরীক্ষায় এপ্লাই করবে যোগ্য শিক্ষকরা⁉️⁉️
৪)মাত্র একটা পরীক্ষার সুযোগ দিয়ে কি হবে!!!!!!!! তাও বেআইনি পরীক্ষা বিন্দুমাত্র বেনিফিট নেই এক্সপেরিয়েন্স মার্ক নিয়ে যাদের চাকরি যায়নি তেমন ২৫ হাজার শিক্ষক এপ্লাই করেছেন। ২০১৬ রুলস চেঞ্জ হয়ে গেল যা অসাংবিধানিক । যদি রি-এক্সম করতেই হত তাহলে সেটা ২০১৬ রুলস এর ২০১৬ ভ্যাকেন্সিতে হতো। রুলস এবং ভ্যাকেন্সিতে বিন্দুমাত্র পরিবর্তন করা যাবে না একদম কপি পেস্ট হবে। অটোমেটিক্যালি ২০১৬ ক্যান্ডিডেট ছাড়া আর কেউ বসতেই পারবে না⁉️⁉️
৫)যোগ্য শিক্ষকরা তাদের ক্যারিয়ারে একাধিক চাকরি ছেড়েছে একাধিক অপরচুনিটি ছেড়েই চাকরিটা করছিল সেই অপর্চুনিটি গুলো কি হবে????? আগামী ১০ বছর যোগ্যদের ভারতের সমস্ত পরীক্ষায় এপ্লাই করতে দেবে কি???????সংবিধান বিরোধী রায়। ওয়েটিং বাদে যারা ২০১৬ পরীক্ষায় পাশ করতে পারেননি তারা নিশ্চয়ই অন্য কিছু করেছে দশ বছর অতিক্রান্ত। আজকে বিনা দোষে যোগ্যদের চাকরি কেড়ে যোগ্যদেরই সবচেয়ে বড় বঞ্চিত করা হলো আর্টিকেল ১৪-১৬ যোগ্যরা ক্ষতিগ্রস্ত হলো সবচেয়ে বেশি⁉️⁉️
৬)এসএসসি ১৭ নম্বর পয়েন্ট বলছে জালিয়াতি ছাড়া কাউকে বাতিল করা যায় না। জাস্টিস গাঙ্গুলী সঠিক জাজমেন্ট করেছিলেন। ওই অনুযায়ী যোগ্য বঞ্চিত ওয়েটিংরা অযোগ্যদের জায়গা দখল করত⁉️⁉️

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে চার প্রকার দূর্নীতি হয়েছে এবং সেটা করতে গিয়ে ১৭ প্রকার ত্রুটি হয়েছে।
✓লিখত পরীক্ষার নম্বর সাদা খাতা বাড়িয়ে ৫৩
✓ রাঙ্ক জাম্প
✓আউট অফ প্যানেলে রেকমেন্ড না পেয়ে এপয়েন্টমেন্ট পেয়েছে
✓ এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে

কিন্তু যোগ্য রা এইসব এর সাথে দুর দূরান্তে সম্পর্কযুক্ত নয় ২০১৮ থেকে ২০২৪ এপ্রিল ছয় বছর চাকরিতে তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ নেই। কোনদিন থাকবেও না। খারাপ লাগে যোগ্য শিক্ষাকর্মী রা স্কুল যেতে পারছেন না এবং জানুয়ারি মাস থেকে যোগ্য শিক্ষকরা হয়তো যাবেন না।

®️®️®️®️💬💬💬💬
এবার আসি মুখ্য বিষয়ে। শিক্ষক নামটা শুনলেই ছোটবেলা থেকেই একটা সম্মান মনের মধ্যে কাজ করতো। শিক্ষকরা নাকি জাতির মেরুদন্ড। কিন্তু আমাদের রাজ্যে এত বড় অন্যায় যোগ্য শিক্ষকদের সাথে হচ্ছে তাতে রাজ্যেরই স্কুলগুলোর দেড় লক্ষ্য শিক্ষক তাদের পাশে নেই। বরং আমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমাদের প্রতি অনেক বেশি সহমর্মীতা দেখিয়েছেন। একটা দিনের জন্য রাজ্যের স্কুল শিক্ষকরা এই অনিয়মের বিরুদ্ধে কোন প্রতিবাদ করেননি স্বতঃস্ফূর্তভাবে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একটা মিথ্যে বুলি আউড়েছেন " যোগ্যদের মধ্যে অযোগ্য আছে কিনা আমরা বলতে পারব না , থাকতেও পারে " , সেইটাকে পাথেয় করে উনারা খোসগল্পে মেতে রয়েছেন । কোন কোন স্কুলে চাকরি বাতিলের আনন্দে কেক কাটা হয়েছে। এসএসসি মারফত এইসব ফালতু কথাবার্তা অযোগ্যদের বাঁচানোর জন্য বারবার বলা হয়, সবটা সবাই বুঝতে পারছে তাও টিচাররা ইচ্ছাকৃতভাবে উনাদের কলিগদের পাশে দাঁড়াননি । উনারা এসএসসি কে ভৎসনা করছেন কিন্তু আবার এসএসসির কথাকেই বিশ্বাস করছেন। সরকার বিরোধী বিশেষ করে বামপন্থী মানসিকতার আইনজীবীরা হয়তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন তার জন্য সাধুবাদ কিন্তু মানুষকে মিথ্যা কথা বলে ভুল পথে চালিত করছেন । আপার প্রাইমারি এবং প্রাইমারিতে কি হারে দুর্নীতি হয়েছে আপনারাও জানেন সবাই জানে। সেখানেও ২০১৬ এসএসসির গ্রুপ সিডির মত হয়েছে পার্সেন্টেজ। কিছুই তো করতে পারলেন না সেখানে। ২০১৬ এসএসসির ক্ষেত্রে সিবিআই যেখানে যোগ্য অযোগ্য আলাদা করে দিয়েছে সেখানে অযোগ্যদের বিরুদ্ধে অবশ্যই কথা বলুন কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনারা যেভাবে যোগ্যদের পাশে দাঁড়ালেন না এই বাংলা চিরকাল এ কথাগুলো মাথায় রাখবে। দুর্নীতি প্রতিবাদ করতে হলেও মিথ্যা কথা বলা যায় না । আপনারা সবাই জানেন ৫৩০৩ জন অযোগ্য❌ আর বাকি ১৮৭৯৭ জন যোগ্য ✅। নতুন পরীক্ষার্থী যারা তারা ইয়ং জেনারেশন আমরাই তাদের পড়িয়েছি, তাদের মধ্যে অনেকেই যোগ্যদের সাথে রয়েছে কিন্তু অনেকের মধ্যেই এই মানসিকতা ২০১৬ দের ১৮০০০ সিট রয়েছে সেটা দখল করব। SSC যে দশ বছরে মাত্র ১৭ হাজার নতুন সিট এড করলো এবং কোন রোস্টার পয়েন্ট মেন্টেন হলো না সেটা নিয়ে ভাবিতো নয় । এক্সপেরিয়েন্স মার্ক যেটা আগেও এসএসসি দিয়েছে এবং ২০১৬ এর ভেকেন্সি নিয়ে খোঁচা দেওয়া। 🌈২০১৬ রি-এক্সাম ২০১৬ নিয়মে এবং ২০১৬ এর ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে যদি না হয় তাহলে সেটা ক্যানসেল হতে বাধ্য যদি সংবিধান বলে কিছু থাকে 🌈 । সবচেয়ে খারাপ লাগলো সেই শিক্ষক সমাজের আসল রূপটা দেখে যারা নাকি জাতির মেরুদন্ড তাদের একটা বিরাট অংশ সহানুভূতিশীল নয় বরং স্বার্থপর। এত বড় প্রতিবাদ করার সুযোগ থাকলেও তারা সবটা চোখের সামনে হতে দেখলো। যে 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকারা বিগত সাত বছর ধরে স্কুলগুলোতে তারুণ্যের ছোঁয়া লাগালো তাদের সমস্যা থেকে বের করার কোন চেষ্টায় আপনারা করলেন না। অন্যান্য প্রফেশনের লোকজন এমন হয় বলে আমার জানা নেই। আপনাদেরকে ধিক্কার। বাঙালি কে আপনারা স্বার্থপর হতে শেখালেন।

লেখক-একজন গর্বিত ২০১৬ এসএসসি যোগ্য শিক্ষক


28/08/2025

কিভাবে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ ব্যবস্থা, সরকার, এসএসসি কে তুলোধোনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি।


24/08/2025

রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ব্যর্থতা, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য প্রভৃতিকে চাপা দেওয়ার জন্য এই বিভেদ অর্থাৎ" সাধারণ মানুষকে ভাগ করো,ক্ষমতায় টিকে থাকো"।
দীর্ঘদিন চাকরি পরীক্ষা না হওয়ার জন্য চাকরিপ্রার্থীদের মধ্যে যে ক্ষোভ ও ঘৃণা সৃষ্টি হয়েছে তা রাজ্য সরকারের প্রতি না গিয়ে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের প্রতি ফেলতে পেরেছে।
এখানেই রাজ্য সরকার জিতে গেছে।

বিভাজন SC নিজেই already করেছে, Tainted and Untainted, কিন্তু unequal দের equal treatment করেছে যেটা Article 14 এর বিরোধী...
23/08/2025

বিভাজন SC নিজেই already করেছে, Tainted and Untainted, কিন্তু unequal দের equal treatment করেছে যেটা Article 14 এর বিরোধী according to the declared principles of SC itself.

Copy @শিশির কুমার বন্দ্যোপাধ্যায়


মৃত্যু নয়, এ তো  হত্যারই নামান্তর।হোক কলোরব ,হোক...
15/08/2025

মৃত্যু নয়, এ তো হত্যারই নামান্তর।হোক কলোরব ,হোক...

পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষকদের আন্দোলন✊✊কোনরকম দুর্নীতি সঙ্গে যুক্ত না হওয়া সত্বেও প্রায় ১৫ হাজার যোগ্য শিক্ষকের চাকরি ক...
15/08/2025

পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষকদের আন্দোলন✊✊
কোনরকম দুর্নীতি সঙ্গে যুক্ত না হওয়া সত্বেও প্রায় ১৫ হাজার যোগ্য শিক্ষকের চাকরি কেন বাতিল হলো?
রাজ্য সরকার (রাষ্ট্র)ও উচ্চ ন্যায়ালয় তুমি জবাব দাও?


ইনি সুবল সরেন। আদিবাসী সমাজের থেকে বহু অর্থনৈতিক, সামাজিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যোগ্যতা ও মেধার বলে ২০১৬ সালে রাষ...
13/08/2025

ইনি সুবল সরেন। আদিবাসী সমাজের থেকে বহু অর্থনৈতিক, সামাজিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যোগ্যতা ও মেধার বলে ২০১৬ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষক হয়েছিলেন। আর ২০২৫ সালের ৩ রা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক কলমের খোঁচায় হলেন চাকরিহারা। কোর্ট রুম উনাকে দাগী, দূর্নীতিগ্রস্থ শিক্ষক বলে দাগিয়ে দিতে পারেনি। যদিও কোর্ট রুমের অভিযোগের তীর ছিল পশ্চিমবঙ্গ সরকার ও তার অধিনস্ত প্রতিষ্ঠান কমিশনের দিকে। তবুও কোর্টের বিচারে সাজা পেলো সুবল বাবুর মতো হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। আর বহাল তবিয়তে রইলো আপাদমস্তক দূর্নীতিগ্রস্ত সরকার, কমিশন ও পর্ষদ। সত্যি দেশের আজব বিচারব্যবস্থা। সুবল বাবু এই অনভিপ্রেত রায়ের পরে গর্জে উঠেছিলেন মাঠে ময়দানে রাস্তাঘাটে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কখনো আচার্য্য সদন,কখনো বিকাশ ভবনে,কখনো বা জেলার বিভিন্ন প্রান্ত ছাড়িয়ে দেশের রাজধানী দিল্লিতে। শারীরিক ধকল,মানসিক যন্ত্রনা, ব্যাংকের EMI এর চাপ, সাংসারিক চাপ, সর্বোপরি দশ বছর পরে এক মাসের ব্যবধানে পরীক্ষায় বসার চাপে বিধ্বস্ত হয়ে আজ স্ট্রোক পেসেন্ট হয়ে R N Tagore হাসপাতালে ভর্তি। অবস্থা খুব একটা ভালো নয়। প্রত্যেকটা আন্দোলনে সহযোদ্ধা হয়ে অনেক রাত একসাথে রাস্তায় কাটিয়েছি। আগামীর আন্দোলনের রূপরেখা নিয়ে লালগড়ের বিদ্রোহী মাটিতে বসে সন্ধ্যা পর্যন্ত আলোচনা করেছি। আজ সেই সংগ্রামী সাথী হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করছেন। এসি এর ঠান্ডা হাওয়ায় বসে বিচারপতি গন ( My Lord ) আপনারা কি সাধারন মানুষের জীবনের কষ্ট,যন্ত্রনার কথা শুনতে,দেখতে, বুঝতে পারছেন? কয়েকজন শিক্ষক তো আবার চিরতরে আমাদের থেকে ইতিমধ্যে ইহলোক থেকে বিদায় নিয়েছেন। আবার অনেক শিক্ষাকর্মী পেট চানানোর জন্য, পরিবারের মুখে খাওয়ার তুলে দেওয়ার জন্য রাজ্যের বাইরে কাজ করতে চলে গেছেন। আজকাল এটাই এই দেশের সিস্টেম হতে চলেছে বোধোদয়!আর এটা যদি চলতে থাকে,তাহলে দেশটা গাধার ড্যাশে ঢুকে গেছে বলতে হয়। যদি সিস্টেমের দূর্নীতি বন্ধ করার জন্য এই বিচারব্যবস্থা হয়,আর নির্দোষদের ন্যায় পাইয়ে দেওয়া একান্তই বিচারব্যবস্থার কাজ হয়ে থাকে,তাহলে অবিলম্বে এই মানসিক যন্ত্রনা থেকে সৎ, নিষ্ঠাবান শিক্ষক শিক্ষাকর্মী দের অবিলম্বে রিভিউ এর মাধ্যমে মুক্তি দিন। না হলে ক্ষুদিরাম বসু, নেতাজী দের আত্মবলিদানের মধ্য দিয়ে পাওয়া এই গর্বের স্বাধীন ভারতবর্ষে আবার একবার দেশের চোর,জোচ্চোর,বাটপার দের বিরুদ্ধে লড়াইয়ে হাতে অনেককিছুই তুলে নেবে বিচার পেতে আর বিচার পাইয়ে দিতে। এখনও ভরসা রেখেছি। বাকিটা সময়ে যা করার সেটা এই মাস্টারমশাইরা করবে।
#সংগ্রামী_সুবল_বাবু_সুস্থ_হয়ে_আমাদের_মাঝে_ফিরে_আসুন।
#লড়াই_এখনো_অনেক_বাকি।
ালের_প্যানেলের_বৈধ_যোগ্য_সকল_শিক্ষকরা_সুবল_বাবুর_পাশে_থাকুন।
*SUBAL SAREN এর জন‍্যে পারলে নিজের মতো করে সাহায্য করতে পারে।*

Wife এর bank details : SINGO MURMU BESRA
A/C-35072358859
IFSC:SBIN0017559

UPI - 8900557606@sbi

Address

Madhupur Road Bajupur Madhupur Lalgola
Lalgola Ghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when RMS Creators posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category