12/10/2025
NRC-ইর নামে Documents চাইতে গেলে দেশে বিদ্রোহ হয়ে যেতো, তাই S. I. R - এর কৌশল অবলম্বন করেছে। এর মাধ্যমেই যে বেনাগরিক করা হবে তা কিছু সুবিধাবাদী নেতা স্বার্থের জন্য বলছে না। Even প্রকাশ্যে বলছে— SIR নিয়ে আতঙ্কের কিছু নেই, এত এত এত সালে হয়েছে। আরে ভাই এত এত এত সালে হয়েছে ভোটার কার্ডকে মান্যতা দিয়ে। এ বছর ভোটার, আধার, রেশন, প্যান কার্ড কোনো কিছুকেই মান্যতা দেইনি।
2000 সালের সময়ে প্রান্তিক গ্রামের সন্তান বাড়িতেই হতো, হাতে গোনা কিছু মানুষ জন্ম সার্টিফিকেট পেয়েছে, এর মধ্যে অনেকেরই হারিয়ে গেছে, বাড়িঘর নেই। প্রান্তিক গ্রামের গরিব ঘরের ছেলেরা খুব জোর অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে কাজে চলে গেছে, বোর্ড সার্টিফিকেট তাদের নেই। গরিব ঘরের মেয়েদের 14-16 বছর বয়সেই বিয়ে দিয়ে দিয়েছে। মাধ্যমিক দেওয়ার সৌভাগ্য তাদের জোটেনি। না আছে জন্ম সার্টিফিকেট না আছে বোর্ড সার্টিফিকেট, Even নাবালিকা অবস্থায় বিয়ে হওয়ার কারণে লক্ষাধিক মেয়ের অধিকাংশই Documents এ বাবার নাম পর্যন্ত নেই, স্বামীর নাম আছে।
একদিকে পুরো অশিক্ষিত পরিবার, অপরদিকে কিছু শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে কাজে এবং মেয়েদের বিয়ে হয়ে যাওয়া— Cast Certificate তাদের নেই, কোনোদিন জানতেও পারেনি কি জিনিস।
এই 3 টা ছাড়া বাকি 7 টা Documents এই শ্রেণীর মানুষের কল্পনার বাইরে।
সমাজের নেতৃত্ব, হুজুর, মুক্তি, আলেম সমাজ, বিজেপি বিরোধী নেতা, মন্ত্রী— সবার মৌন সমর্থনে লক্ষাধিক বাঙালি বেনাগরিক হতে চলেছে।
✍️ আলম সেখ