লালগোলা নিউজ

লালগোলা নিউজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লালগোলা নিউজ, Media/News Company, Lalgola Railway station, Lalgola.

এটি একটি অরাজনৈতিক সংবাদ মাধ্যম এখানে লালগোলা ব্লকের সমস্ত রকমের খবর পাবেন। সাধারণ মানুষের সুবিধা অসুবিধান
নিয়ে প্রতিনিয়ত আপনার এলাকার যে কোন খবর আমাদের পাঠান মেসেঞ্জারে মাধ্যমে আমরা তুলে ধরবো নিরপেক্ষভাবে সংবাদ মাধ্যমে।

14/10/2025

রাজ্যের মাননীয়া শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পকে বিসর্জন দিয়ে ;
বিসর্জনকেই শিল্প বানিয়েছেন।
( প্রসঙ্গ -বিসর্জনের সম্মিলনী)

অবিলম্বে আপনার টোটো / ই-রিকশা নিচের পোর্টালে নিবন্ধীকৃত করুন।https://tten-wb.inআবেদন করার জন্য নিকটবর্তী বাংলা সহায়তা ক...
13/10/2025

অবিলম্বে আপনার টোটো / ই-রিকশা নিচের পোর্টালে নিবন্ধীকৃত করুন।
https://tten-wb.in
আবেদন করার জন্য নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র ( লালগোলা ব্লক অফিসের ভেতর) এ যোগাযোগ করুন।

ইনিও   বিজেপির  প্রধানমন্ত্রী ছিলেন। যিনি শিশুদের স্কুলে যেতে উৎসাহিত করেছিলেন এবং আবুল কালাম ছিলেন মুসলিম রাষ্ট্রপতি।
13/10/2025

ইনিও বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন। যিনি শিশুদের স্কুলে যেতে উৎসাহিত করেছিলেন এবং আবুল কালাম ছিলেন মুসলিম রাষ্ট্রপতি।

পার্লামেন্টেও গিয়ে ঘুমান, আজকে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির মিটিং এ গিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছেন আমাদের জঙ্গীপুর লোকসভ...
09/10/2025

পার্লামেন্টেও গিয়ে ঘুমান, আজকে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির মিটিং এ গিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছেন আমাদের জঙ্গীপুর লোকসভার মাননীয় M.P সাহেব।
এনাদের দ্বারা সত্যিই কি আমাদের রাজ্যের উন্নয়ন হবে???

👉👉পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি কি ও তাদের কার্যক্রম

পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মিটিং-এ বিল পরীক্ষা, সরকারি কাজের তদারকি এবং নীতিগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই কমিটিগুলো রুদ্ধদ্বার (বদ্ধ দরজার) বৈঠক করে যেখানে কমিটির সদস্যরা (যাদের মধ্যে মন্ত্রীদের অন্তর্ভুক্ত করা হয় না) বিলের ওপর তথ্য সংগ্রহ, আলোচনা এবং সুপারিশ তৈরি করেন। মিটিংয়ের পর কমিটি সংসদে প্রতিবেদন পেশ করে, যেখানে এই সুপারিশগুলো বিতর্কের পর অনুমোদন করা হয়।

👉👉মিটিংয়ের মূল কার্যক্রম
তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ: কমিটি যে বিল বা নীতি নিয়ে কাজ করছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে।

আলোচনা ও সুপারিশ: সদস্যরা বিলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাদের মতামত ও সুপারিশ তৈরি করেন।

বিশেষজ্ঞদের মতামত গ্রহণ: প্রয়োজন অনুযায়ী, কমিটি বিলের সাথে সম্পর্কিত বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত হতে বলে তাদের মতামত জানতে পারে।

বিশেষজ্ঞদের সাথে সাক্ষাৎ: কমিটি তাদের রিপোর্ট তৈরি করার আগে, তারা যাদের নীতি পরীক্ষা করছে, সেই সব কর্মকর্তা, বিলের আবেদনকারী, এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাত করতে পারে।

👉👉মিটিংয়ের উদ্দেশ্য

আইনি তদারকি: বিলের ওপর আইনি তদারকি এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সংসদের সদস্যদের মতামত অন্তর্ভুক্ত করা।

সংসদের বোঝা কমানো: সংসদের সামগ্রিক কাজের চাপ কমানো, যাতে প্রতিটি সদস্য বিস্তারিত আলোচনায় অংশগ্রহণের সুযোগ পান।

নির্বাহী শাখার পর্যবেক্ষণ: সরকারের বিভিন্ন মন্ত্রকের কার্যক্রম ও নীতির কার্যকারিতা পর্যবেক্ষণ করা।

👉🙏গুরুত্বপূর্ণ বিষয়
রুদ্ধদ্বার বৈঠক: মিটিংয়ের কার্যক্রম সাধারণত রুদ্ধদ্বার হয়, অর্থাৎ সেগুলো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকে না।

মন্ত্রীদের অনুপস্থিতি: একজন মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য হতে পারেন না, যা তাদের একটি নিরপেক্ষ তদারকির সুযোগ করে দেয়।

সংসদে প্রতিবেদন: কমিটি তাদের কাজ শেষ করার পর সংসদে প্রতিবেদন জমা দেয়, যা পরে সংসদের পরবর্তী কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করে।

08/10/2025

দক্ষিণে পূজোর কার্নিভাল ও ভয়ংকর দূর্যোগে মানুষের আর্তনাদ থেকে মোড় ঘোরাতেই কি উত্তরে খগেনের রক্তপাত???

08/10/2025
08/10/2025

সামান্য একটা পার্টি অফিস ভেঙে যাওয়ায় কুমির গুলো মায়াকান্না করতে আমার আপনার ট্যাক্সের টাকায় অনুপ্রেরণারদেবীর নির্দেশে হেলিকপ্টারে চেপে ত্রিপুরা যেতে পারে। লালগোলা ও রঘুনাথগঞ্জের কয়েকশো বাড়ি, কয়েকশো বিঘে জমি, কয়েকশো মানুষ আজ দিশেহারা, কয়েক হাজার মানুষ আজ আতঙ্কিত সেখানে শাসকদলের কোন রাজ্যস্তরীয় প্রতিনিধির পদধূলি নেই ; নেই মাটি ও মানুষ দরদী মুখ্যমন্ত্রীর বক্তব্য। লালগোলার পদ্মা ভাঙনে হিন্দু মুসলমান বিভেদ নেই বলেই কি RSS এর দূর্গা আজ নীরব। ://www.facebook.com/share/v/1At9qJ2SRY/

29/09/2025

⭕ লালগোলার ১৮৩০ মিটার পদ্মা ভাঙন রোধে ৭৫ কোটি....
লালগোলার আটরসিয়া BSF ক্যাম্প থেকে রেনু BSF ক্যাম্প অবধি পদ্মা ভাঙ্গন রোধে কেন্দ্র সরকারের The River Management and Border Areas(RMBA) এবং Flood Management and Border Areas Programme(FMBAP) থেকে প্রায় 75 কোটি 46 লক্ষ টাকার কাজ দ্বিতীয়বারের জন্য টেন্ডার করা হয়েছে.....
সেইসব এলাকার মানুষদের এখন কড়া হাতে এই টাকার কাজ দেখে নেওয়ার দায়িত্ব সবাইকে নিতে হবে নইলে এই টাকাও নেতাদের পকেটে ঢুকে যাবে যেভাবে আগে গেছে....
ভবিষ্যতে পদ্মার ভাঙ্গন থেকে লালগোলাকে বাঁচাতে হলে এখন থেকে সবাইকে সজাগ হতে হবে✅
দরকার হলে নেতাদের সাথে নেপালি মডেল খেলতে হবে.... চুপ থাকলে ২৩০ টা বাড়ি নদীর তলে গেছে এরপর সব চলে যাবে✅

Address

Lalgola Railway Station
Lalgola
742148

Website

Alerts

Be the first to know and let us send you an email when লালগোলা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share