Minarul Hoque - Rêmö

Minarul Hoque - Rêmö Social media cell at Lalgola block Youth Congress. Secretary-Lalgola Block Youth Congress. Bahadurpur Region Youth Congress President.

১২/০৭/২০২৫  লালগোলা ৬১ নম্বর বিধানসভার অন্তর্গত ১২ টি অঞ্চলের বুথ লেবেল এজেন্টদের B.L.A দের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো...
12/07/2025

১২/০৭/২০২৫ লালগোলা ৬১ নম্বর বিধানসভার অন্তর্গত ১২ টি অঞ্চলের বুথ লেবেল এজেন্টদের B.L.A দের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো।

#লালগোলা_ব্লক_কংগ্রেস_জিন্দাবাদ
#লালগোলা_যুব_কংগ্রেস_জিন্দাবাদ
#অধীর_রঞ্জন_চৌধুরী_জিন্দাবাদ
#ভারতীয়_জাতীয়_কংগ্রেস_জিন্দাবাদ


শিক্ষাপ্রতিষ্ঠানেও ছাত্রীরা সুরক্ষিত নয়...কলকাতার ল কলেজে রুমের মধ্যেই গণধর্ষণ হল। মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা। আমরা...
27/06/2025

শিক্ষাপ্রতিষ্ঠানেও ছাত্রীরা সুরক্ষিত নয়...
কলকাতার ল কলেজে রুমের মধ্যেই গণধর্ষণ হল। মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা। আমরা Justice Justice করে চিৎকার করবো,পথে নামবো। কিন্তু অভয়া তো আজও ন্যায় বিচার পেলনা। তাই একটাই দাবী "দোষীদের অবিলম্বে ফাঁসি চাই"!!


তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দেওয়া টাকা ফিরিয়ে দিলেন  তামান্নার মা।।তৃণমূলের নেতারা ভাবছে সবাইকে টাকা দিয়ে কিনে নেব,...
26/06/2025

তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দেওয়া টাকা ফিরিয়ে দিলেন তামান্নার মা।।
তৃণমূলের নেতারা ভাবছে সবাইকে টাকা দিয়ে কিনে নেব,
কিন্তু মা বুঝিয়ে দিলেন টাকা দিয়ে মেয়ে পাওয়া যাবে না
লজ্জা থাকলে তৃণমূল নেতারা এর সঠিক তদন্ত করে তামান্নার মাকে বিচার বুঝিয়ে দিন।


26/06/2025

তামান্নার মায়ের আর্তনাদ শুনুন!!!!
একজন মায়ের কোল খালি হয়ে গেলে সে মা কতটা কষ্ট হয়, সেটা একজন মা ই বোঝেন। এ বাংলার বুকে তৃণমূলের রাজত্বে কত মায়ের কোল খালি হয়েছে, তারা কত কষ্টে জীবনযাপন করছেন একবার ভাবুন।
নীরবে নিভৃতে কাঁদে বিচারের বাণী!!!
অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তামান্নার রক্ত হবে নাকো ব্যর্থ!!!





মিষ্টি পেয়েছেন ? আর এক মায়ের সন্তানের বলির খবর পেয়েছেন ? নিন দেরি করবেন না মিষ্টি খেয়ে নিন 🙏
25/06/2025

মিষ্টি পেয়েছেন ? আর এক মায়ের সন্তানের বলির খবর পেয়েছেন ? নিন দেরি করবেন না মিষ্টি খেয়ে নিন 🙏

25/06/2025
“ বাংলা নিজের মেয়েকে চাই ” স্লোগান দিয়ে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন , সেই মমতা ব্যানার্জির দলের গুন্ডা মাস্তা...
25/06/2025

“ বাংলা নিজের মেয়েকে চাই ”
স্লোগান দিয়ে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন , সেই মমতা ব্যানার্জির দলের গুন্ডা মাস্তানরা আজ বাংলার বাচ্চা কন্যাদের রক্ত খেয়ে মৃত্যু সার্টিফিকেট তুলে দিচ্ছে পরিবারের হাতে! যারা আজকেও এই দৃশ্য দেখার পর নীরবে রয়েছেন তারাও জেনে রাখুন আপনাদের স্বাধীনতার অধিকার দিনের পর দিন হত্যা হচ্ছে। আজ বোন তামান্নার সঙ্গে যে ঘটনা ঘটেছে কাল আপনার বাড়ির সন্তানের সঙ্গে সেই ঘটনা ঘটবে না তার কোন নিশ্চয়তা নেই।
প্রতিবাদে লালগোলা ব্লক কংগ্রেস রাজপথে,,




_তৃণমূল দলটির প্রতি ঘৃণা বর্ষিত হোক "সত্যি বলছি বুকটা কান্নায় ভরে যাচ্ছে এদের একমাত্র সম্বল ছোট্ট ৯ বছরের বাচ্চা মেয়েট...
25/06/2025

_তৃণমূল দলটির প্রতি ঘৃণা বর্ষিত হোক "
সত্যি বলছি বুকটা কান্নায় ভরে যাচ্ছে এদের একমাত্র সম্বল ছোট্ট ৯ বছরের বাচ্চা মেয়েটির মৃত্যু আমাদের চোখের জল এনে দিচ্ছে,,,,,মানুষ মারা রাজনীতি বন্ধ হোক মমতা ব্যানার্জি আপনাকে পাপের বোঝা বইতে হবে।
*** মমতা ব্যানার্জির পরিবারে এইরকম যদি মৃত্যু হতো তবে কি মমতা ব্যানার্জি চুপ থাকতে পারতো? মৃত একমাত্র কন্যার জন্য বাবা মায়ের যে কান্না তাদের স্বজন হারা আত্মনাদ তৃণমূল দলটাকে অভিশাপ দিতে বাধ্য করাচ্ছে।
______ট্রিপল দিয়ে মুরে রাখা তামান্নার লাশটা দেখুন মুখটি দেখে চুপ থাকতে পারবেন,,, নরখাদক তৃণমূল দলটির কাছে আমার প্রশ্ন ছোট বাচ্চা মেয়েটির কি দোষ ছিল যে তাকে নিশংস ভাবে হত্যা করলে?


Wish You Happy Birthday Murtoja Hossain (Bokul Da).🎂 🎊Many Many Happy returns of this day 💐🎉🎊🥳🥰         #শুভ_জন্মদিন 🎂
22/06/2025

Wish You Happy Birthday Murtoja Hossain (Bokul Da).🎂 🎊Many Many Happy returns of this day 💐🎉🎊🥳🥰


#শুভ_জন্মদিন 🎂

 #জননায়ক শ্রী রাহুল গান্ধীজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ❤️🎉🎊🎉👑🎂❤️ভারতীয় সংবিধান রক্ষায় আপনার অক্লান্ত প্রচেষ্টা এবং...
19/06/2025

#জননায়ক শ্রী রাহুল গান্ধীজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ❤️🎉🎊🎉👑🎂❤️

ভারতীয় সংবিধান রক্ষায় আপনার অক্লান্ত প্রচেষ্টা এবং আমাদের গণতন্ত্রের মূল্যবোধ অক্ষুন্ন রাখার প্রতি আপনার নিষ্ঠা আমাদের সকলকে অনুপ্রাণিত করে।

#শুভ_জন্মদিন Rahul Gandhi 💞

Highlight Following Love Indian National Congress

Address

Lalgola Ghat

Alerts

Be the first to know and let us send you an email when Minarul Hoque - Rêmö posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minarul Hoque - Rêmö:

Share