The Son of Bengal

The Son of Bengal Travel Blogger, Social Entrepreneur, Tree Lover, Social Reporter,Video Creator,Quick Learner, Voice against Injustice, Activist!

International and National issue, Local News,Traveling,Education etc.

এটা উত্তর ভারতের সংস্কৃতি, আশ্রমে মহিলাদের শোষণ, কিন্তু বাংলায় এসব কি করে হচ্ছে, পুলিশ প্রশাসন, রাজ্য সরকার করছে কি? বাং...
28/08/2025

এটা উত্তর ভারতের সংস্কৃতি, আশ্রমে মহিলাদের শোষণ, কিন্তু বাংলায় এসব কি করে হচ্ছে, পুলিশ প্রশাসন, রাজ্য সরকার করছে কি? বাংলার মা বোনের ইজ্জত এভাবে ধুলিস্যাৎ করছে এটা সন্যাসিবেশি ধর্ষক, প্রশাসন চুপ! আশ্চর্য লাগছে।।

বাড়ির সামনের রাস্তাঘাট পাকা করতে গেলে এবার কি মহাকাশে যেতে হবে???
28/08/2025

বাড়ির সামনের রাস্তাঘাট পাকা করতে গেলে এবার কি মহাকাশে যেতে হবে???

মহাশয় এমন ভাবে গায়েব হয়ে গেছেন মনে হচ্ছে কখনও ছিলেনই না!😁
08/08/2025

মহাশয় এমন ভাবে গায়েব হয়ে গেছেন মনে হচ্ছে কখনও ছিলেনই না!😁

gur kirat singh dang, bengaluru'r BJP kormi, eki bidhansabha'r char booth-e BJP-ke vote diyeche..... 🤣🤣🤣🤣
07/08/2025

gur kirat singh dang, bengaluru'r BJP kormi, eki bidhansabha'r char booth-e BJP-ke vote diyeche..... 🤣🤣🤣🤣

এটা ভাবার বিষয় যে মহাপুরুষ রাম এবং ভারতীয় সেনার সম্মান রক্ষার জন্য আমরা কীভাবে ইতিবাচক পদক্ষেপ নিতে পারি। এদের মস্তিষ্...
05/08/2025

এটা ভাবার বিষয় যে মহাপুরুষ রাম এবং ভারতীয় সেনার সম্মান রক্ষার জন্য আমরা কীভাবে ইতিবাচক পদক্ষেপ নিতে পারি। এদের মস্তিষ্ক কোথায় গিয়ে পৌঁছেছে ভাবুন🤔💬? স্কুলের হেডমাস্টারমশাই মুসলিম তাই পছন্দ হয়নি শ্রীরামসেনা নামক সংগঠনটির, তাঁর বদলি করতে কয়েকশো ছাত্রছাত্রীর জীবন নিয়ে টানাটানি আজ, 🤯👀💔

01/08/2025

উত্তরপ্রদেশ নয় এটা বাংলা, পশ্চিমবর্ধমানের দূর্গাপুর!😢 Bjpর এই গুন্ডা বাহিনীর এত সাহস কি করে হলো?
জানোয়ারগুলোর বিরুদ্ধে এফআইআর রেজিস্টার হয়েছে, এখন অবদি পলাতক!

কলকাতা হাইকোর্টের ২০১৬ সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত রায় সুপ্রিম কোর্টেও বহাল রইল। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি ব...
03/04/2025

কলকাতা হাইকোর্টের ২০১৬ সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত রায় সুপ্রিম কোর্টেও বহাল রইল। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, নিয়োগে ব্যাপক দুর্নীতি হওয়ায় যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়। তবে, যাঁরা দোষী নন, তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন। চাকরি হারানোদের বেতন ফেরত দিতে হবে এবং সিবিআই এই ঘটনার তদন্ত করবে। এছাড়া, আগের চাকরি ছেড়ে আসা ব্যক্তিরা পুরনো পদে যোগ দিতে পারবেন। এই শূন্যপদগুলিতে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশও বহাল রাখা হয়েছে।

03/04/2025
This week, Facebook acknowledged my dedication to creating engaging reels, and I am thrilled to be recognized for my eff...
02/04/2025

This week, Facebook acknowledged my dedication to creating engaging reels, and I am thrilled to be recognized for my efforts! 🎉📹👍

সুপ্রিম কোর্ট মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছে যে বিপুল সংখ্যক গাছ কাটা মানব জীবনের চেয়েও বেশি ক্ষতিকারক।...
26/03/2025

সুপ্রিম কোর্ট মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছে যে বিপুল সংখ্যক গাছ কাটা মানব জীবনের চেয়েও বেশি ক্ষতিকারক। এটি আমাদের পরিবেশ সুরক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার একটি অনুপ্রেরণা। একটা গাছ কাটার জন্য একলক্ষ টাকা জরিমানা নির্ধারিত হয়েছে। 🌳💚🌲

23/03/2025


হিন্দু-মুসলিম ঐক্য ও মিডিয়ার ভূমিকা

হিন্দু-মুসলিম ঐক্য যে কোনো দেশের সামাজিক সম্প্রীতি ও অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এই দুই সম্প্রদায় একসঙ্গে মিলেমিশে কাজ করে, তখন দেশের উন্নয়ন ত্বরান্বিত হয় এবং সংঘাতের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠিত হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আজকাল টেলিভিশনের ডিবেটগুলোতে প্রায়ই ধর্মীয় প্রোপাগান্ডা ছড়ানো হয়, যা সমাজে বিভেদ সৃষ্টি করে। এই প্রোপাগান্ডার মূলে থাকেন কিছু নিউজ প্রেজেন্টার, যারা দিনরাত হিন্দু-মুসলিম বিষয় নিয়ে উত্তপ্ত বিতর্ক চালান।

অথচ, এই বিতর্কগুলোর পিছনে একটি নাটকীয়তা লুকিয়ে আছে। যারা টিভিতে উচ্চস্বরে ধর্মীয় বিভেদের কথা বলেন, তারাই দিনশেষে একই টেবিলে বসে খাওয়াদাওয়া করেন, হাসিমুখে গল্পে মেতে ওঠেন। এটি প্রমাণ করে যে, তাদের এই আচরণ কেবল অভিনয় মাত্র—দর্শকদের আবেগকে উসকে দেওয়ার একটি কৌশল। এর ফলে সমাজে বিভ্রান্তি ও বিদ্বেষ বাড়ে, যা দেশের জন্য ক্ষতিকর।

সত্যিকারের ঐক্য তখনই সম্ভব, যখন আমরা এই ধরনের প্রোপাগান্ডার ফাঁদে না পড়ে একে অপরকে সম্মান করি। মিডিয়ার উচিত জনগণকে সঠিক তথ্য দেওয়া এবং সম্প্রীতির বার্তা ছড়ানো, বিভেদের নয়। হিন্দু-মুসলিম ঐক্যই হতে পারে আমাদের দেশের শক্তি, আর এটি বজায় রাখার দায়িত্ব আমাদের সবার।

23/03/2025

মহাকাশে, সুনিতা উইলিয়ামস এবং অন্যান্য মহাকাশচারীরা একটি বিশেষ রুটিন অনুসরণ করে তাদের দৈনন্দিন জীবন পরিচালনা করতেন। মাধ্যাকর্ষণ না থাকায়, তাদের খাবার ও পানীয় বিশেষ প্যাকেজে সরবরাহ করা হতো। শরীর সুস্থ রাখতে, তারা প্রতিদিন কয়েক ঘণ্টা ব্যায়াম করতেন। ঘুমোনোর জন্য, তাদের বিশেষ স্লিপিং ব্যাগ ব্যবহার করতে হতো, যা মহাকাশ স্টেশনের দেয়ালে আটকানো থাকত। এছাড়াও, তারা মহাকাশ স্টেশনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ করতেন।


Address

BANBIHARI SEN Road
Berhampore
742101

Alerts

Be the first to know and let us send you an email when The Son of Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Son of Bengal:

Share

Category