Lalgola City

Lalgola City Lalgola Official Page / Social Sarvice
এই পেজটিতে লালগোলা'র বিভিন্ন ধরনের সমস্যা এবং লালগোলার সৌন্দর্য তুলে ধরা হবে 🍁

🟣 লালগোলা স্টেশন রেলগেট চত্বরে যেগুলো রেলের জায়গায়  #দোকান রয়েছে সেগুলো 27/08/2025 এর মধ্যে খালি করার নোটিস জারি করা ...
21/08/2025

🟣 লালগোলা স্টেশন রেলগেট চত্বরে যেগুলো রেলের জায়গায় #দোকান রয়েছে সেগুলো 27/08/2025 এর মধ্যে খালি করার নোটিস জারি করা হয়েছে রেলের তরফ থেকে ||

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সথে তুলে ধরলাম 🚩 #জন্মাষ্টমী
18/08/2025

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সথে তুলে ধরলাম 🚩

#জন্মাষ্টমী

দুর্যোগ প্রবল শাহবাজপুর রাস্তা — এই একই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মানুষ জন যাওয়া আসা করছে এই একই রাস্তা দিয়ে মানুষ শাহবা...
18/08/2025

দুর্যোগ প্রবল শাহবাজপুর রাস্তা — এই একই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মানুষ জন যাওয়া আসা করছে এই একই রাস্তা দিয়ে মানুষ শাহবাজপুর — রামনগর — বিল বোরাকপাড়া — আত্রাসিয়া — তাঁরানগর — খালিফাবাজ — এত গুলো পাড়া কানেক্ট করে কিন্তু এই রাস্তার কোনো উন্নতি নেই - অতি অবশ্যই এই রাস্তার কাজ শুরু করা হোক প্রশাসন এর কাছে অনুরোধ —

বিঃদ্রঃ — আপনি যদি এই পাড়া গুলোর মর্ধে বাড়ী হয়ে থাকে বা এই রাস্তা নিয়ে অসুবিধা বোধ হয় তাহলে অবশ্যই এই পোস্ট টি শেয়ার করে প্রশাসন এর নজরে আনুন !

Lalgola City

আজ ১লা ভাদ্র, লালগোলার রূপকার মহারাজা রাও শ্রী যোগীন্দ্র নারায়ন রায় এর তিরোধান দিবস। রাজা মহেশ নারায়ণ রায় দুরারোগ্য ব্যা...
18/08/2025

আজ ১লা ভাদ্র, লালগোলার রূপকার মহারাজা রাও শ্রী যোগীন্দ্র নারায়ন রায় এর তিরোধান দিবস। রাজা মহেশ নারায়ণ রায় দুরারোগ্য ব্যাধিতে অসুস্থ হবার পর, তার মানসিক ইচ্ছে জাগে যে তিনি তীর্থে বেরোবেন। রাজা মহেশ নারায়ণ তার গুনি সঙ্গ নিয়ে তীর্থে বেরোন। মহেশ নারায়ণ নিসন্তান ছিলেন। তীর্থ ভ্রমন কালে উত্তরপ্রদেশ এর গাজীপুর জেলার কাছে নদী পেরোনোর সময় তার তৃষ্ণা পায়। তৃষ্ণার্ত রাজার জন্য একটি ব্রাহ্মণ্ বালক পানীয় জল নিয়ে আসেন। রাজার বিচক্ষণ সঙ্গ রাজাকে জানান, এই ব্রাহ্মণ্ বালক তার উত্তরসুরী হতে পারে। রাজা মহেশ নারায়ণ আর দেরী না করে ব্রাহ্মণ্ বালক টিকে লালগোলা তে নিয়ে আসেন। পরবর্তিতে রাজা মহেশ নারায়ণ এর মৃত্যু ঘটলে সেই ব্রাহ্মণ্ বালক কে লালগোলার রাজা বলে মান্যতা দেওয়া হয়। কিন্তু মহেশ নারায়ণ রায় এর পত্নী তা মানতে চান না, পত্নীর ইচ্ছে তার ভাই দের মধ্যে কোনো এক জন কে লালগোলার রাজা করা হোক। এই রকম অবস্থায় কোর্ট এ মামলা হয়, এবং সেই ব্রাহ্মণ্ বালক এর পক্ষে রায় প্রদান করে ইংরেজ দের তত্তাবধানে থাকা আদালত। এই ব্রাহ্মণ্ বালক শ্রী যোগীন্দ্র নারায়ন রায় তখন যৌবনে পদার্পণ করেছে। এই মামলায় জয়লাভ করেও তিনি রানী মাকে বলেন, রানী মা তার ইচ্ছে মত রাজা নির্বাচিত করতে পারেন। রানী মা ও তখন যোগীন্দ্র নারায়ন রায় কে রাজা হিসেবে মেনে নেন। লালগোলা পায় এই দানবীর রাজাকে।
লালগোলা তে পানীয় জলের কষ্ট ছিল। সেটির উপর দৃষ্টি আকর্ষণ করে জায়গায় জায়গায় পাত কুয়ো খননের ব্যবস্থা করেন মহারাজা। এখনো লালগোলার বিভিন্ন প্রান্তে সেই পাত কুয়ো গুলোকে জরাজীর্ণ অবস্থায় দেখা যায়। এই জলকষ্ট নিবারণের পর মহারাজা রাও শ্রী যোগীন্দ্র নারায়ন রায় এর নাম হয় "পানিপাঁড়ে"। নামটি সম্ভবত দাদাঠাকুর শরৎচন্দ্র পন্ডিত দিয়েছিলেন। লালগোলার পঠন পঠন এর কথা মাথায় রেখে মহারাজা প্রতিষ্ঠা করেন বিদ্যালয়। তার পিতা মহেশ নারায়ণ এর নাম এ বিদ্যালয়ের নাম হয় "লালগোলা মহেশ নারায়ণ বিদ্যামন্দির"। এই বিদ্যালয়ের প্রথম ছাত্র তার পুত্র ধীরেন্দ্র নারায়ন রায়। এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক যোগীপুরুষ শ্রী বরদা চরণ মজুমদার। শুধু বিদ্যালয় নয়, বিদ্যালয় সংলগ্ন ছাত্রাবাসও নির্মান করেন মহারাজা। লালগোলার বিভিন্ন গ্রাম থেকে আসা ছাত্ররা যাতে থেকে পঠন-পাঠন করতে পারেন, তার জন্য এই ছাত্রাবাস নির্মানের পরিকল্পনা বাস্তবায়ন করেন মহারাজা। লালগোলা তে একটি শতাধিক বছর পুরনো গ্রন্থাগার আছে, সেটারও প্রতিষ্ঠাতা মহারাজা। মহারাজা, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সহযোগিতায় "লালগোলা মহেশ নারায়ণ বিদ্যামন্দির গ্রন্থাগার" নির্মান করেন। এই গ্রন্থাগারের প্রথম বইগুলি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর সংগ্রহ। বিদ্যাসাগর এর নাতির কাছ থেকে মহারাজা, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সহযোগিতায় পাঁচ হাজার টাকা মূল্যে বই গুলি ক্রয় করেন। অর্ধেক বই যায় কান্দির জেমো রাজবাড়ির গ্রন্থাগার এ, এবং এর অর্ধেক লালগোলা মহেশ নারায়ণ বিদ্যামন্দিরের গ্রন্থাগার এ জায়গা করে।
মহারাজা লালগোলা কে নগর উন্নয়নের পরিকল্পনায় রূপান্তর করতে চেয়েছিলেন। করেছিলেন বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়। বসিয়েছিলেন বাজার ও অফিস। লালগোলা তে লক্ষ্য করলেই দেখা যাবে আনাচে কানাচে পুকুর, এই পুকুর গুলো মহারাজার পরিকল্পনায় খনন করা। আসলে নগর গড়ার পরিকল্পনায় ও নাগরিক দের সুষ্ঠ পরিছন্ন পরিবেশের কথা মাথায় রেখে জল নিকাশির জন্য এই পুকুর খনন। কিন্তু হাই রে মহারাজার নগর উন্নয়নের পরিকল্পনা - এই নাগরিকরা এখন পুকুর বুজিয়ে বসবাসযোগ্য ইমারত তৈরির পরিকল্পনা বাস্তবায়িত করছে। তাই লালগোলার এক প্রান্ত দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী ও আর এক প্রান্ত দিয়ে ভাগীরথী নদী বয়ে যাওয়া সত্বেও লালগোলার পুকুরগুলো মরুভূমির আকার ধারণ করেছে। মহারাজার পরিকল্পনায় খনন করা কোনো কুয়ো সংস্কার না হওয়ার ফলে, কুয়ো গুলো মৃতপ্রায়। আর আমাদের বিষাক্ত আর্সেনিক থেকে বাঁচাতে পারে এই পাত কুয়ো, কারণ থিতানো জলে আর্সেনিক থাকে না। এই থিতানো জল কে ফিল্টার দ্বারা পরিস্রুত করলেই বিশুদ্ধ পানীয় জল পাওয়া যাবে। মহারাজা তার নাগরিক দের জন্য যা পূর্বেই করে গেছেন। একটু বৃষ্টিতেই লালগোলা "কাদাগোলা" তে পরিনত হয়। লালগোলা তে জল জমে, প্রশাসন নাজেহাল। শুধু মহারাজ পরিকল্পনায় খনন করা পুকুর বা ডোবা গুলোকে জীবিত করলেই মুস্কিল আসান হতে পারে। মহারাজা ও মহারাজার কাজ কে নজরদারি করলেই লালগোলার ভালো। কারণ তিনি লালগোলার রূপকার।
শুধু লালগোলা নয়, দানবীর মহারাজার দান পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। তার মধ্যে উল্লেখযোগ্য "বহরমপুর মাতৃসদন হাসপাতাল", "বহরমপুর গ্রান্ট হল", "কাশিমবাজার বিষ্ণুপুর কালিবাড়ি", "বহরমপুর লালদীঘি". এমনকি রবীন্দ্র নাথ ঠাকুর কে শান্তিনিকেতন এর জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। লালগোলা মহারাজা রাও শ্রী যোগীন্দ্র নারায়ন রায় এর দান অপরিসীম।
লালগোলার মহারাজা ১১০ বছর জীবিত ছিলেন. মহারাজার শেষ জীবন বর্তমান শৈলজা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এ কাটে। তখন সেটি স্কুল হয় নি। ওই বাড়িতে প্রতিটি ঘরের সঙ্গে যে সুবিস্তীর্ণ বারান্দা আছে তাতে কোনো চৌকাঠ নেই, তার কারণ হুইল চেয়ার এ বসিয়ে মহারাজা কে ঘোরানো হত।

প্রণাম লালগোলার রাজা দানবীর রাও যোগীন্দ্র নারায়ণ রায় কে। লালগোলা পেজের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম।

শিয়ালদহ - গোড্ডা মেমু প্যাসেঞ্জার (63141) রানাঘাটের কারসেডের মেমু, চলার কথা লালগোলা লাইন, আর চলছে গোড্ডা।ফেরাও মেমু, চা...
15/08/2025

শিয়ালদহ - গোড্ডা মেমু প্যাসেঞ্জার (63141) রানাঘাটের কারসেডের মেমু, চলার কথা লালগোলা লাইন, আর চলছে গোড্ডা।
ফেরাও মেমু, চালাও মেমু। লালগোলা লাইনে মেমু নিয়ে আন্দোলন চলছে, চলবে।

15/08/2025

সারে জাহাসে আচ্ছা
হিন্দুস্থান হামারা 🇮🇳


🇮🇳

15/08/2025

দেখুন কি ভাবে গাছ গুলো নদীতে তলিয়ে গেলো 🌳🌴🌊


Lalgola City

15/08/2025

আজকে আবার তারানগর নদী ভাঙ্গন অনেক ভয়াবহ অবস্থা প্রশাসন কাছে অনুরোধ এর একটা সুব্যবস্থা নেওয়া হোক —

Lalgola City

আগামী শনিবার ১৬ই অগাস্ট, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে লালগোলা লক্ষী নারায়ণ মন্দির —   #জন্মাষ্টমী Lalgola Cit...
15/08/2025

আগামী শনিবার ১৬ই অগাস্ট, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে লালগোলা লক্ষী নারায়ণ মন্দির —


#জন্মাষ্টমী Lalgola City

Welcome to Bahadurpur Road — এই একটি রাস্তা 3 টে পাড়াকে কানেক্ট করে মল্লিকপুর — গোলাপনগর — বাহাদুরপুর , কিন্তু কিছু মাস...
14/08/2025

Welcome to Bahadurpur Road — এই একটি রাস্তা 3 টে পাড়াকে কানেক্ট করে মল্লিকপুর — গোলাপনগর — বাহাদুরপুর , কিন্তু কিছু মাস থেকে এই রাস্তার অবনতি তে পরিনত হয়েছে কর্মতীর্থ সংলগ্ন রাস্তা বিপর্জনক হয় উঠেছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে — ( বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এর কাছে অনুরোধ এই রাস্তা সংস্কার করা হোক ) ধন্যবাদ

বিঃদ্রঃ — বাহাদুরপুর - মল্লিকপুর - গোলাপ নগর মানুষ দের অনুরোধ আপনারা এই পোস্ট টি শেয়ার করুন যাতে পঞ্চায়েত কর্মকর্তা পর্যন্ত নজরে আসে !

১৫ আগষ্ট স্বাধীনতা দিবসের আগে প্রিয় তিরাঙ্গা পতাকা একটু ছুঁয়ে দেখার চেষ্টা।   লোকেশন নেতাজি মোড়
14/08/2025

১৫ আগষ্ট স্বাধীনতা দিবসের আগে প্রিয় তিরাঙ্গা পতাকা একটু ছুঁয়ে দেখার চেষ্টা।

লোকেশন নেতাজি মোড়

12/08/2025

I got over 100 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Lalgola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalgola City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share