02/08/2025
শান্তি কোথায় পাই
✍️সুশান্ত ✍️
শান্তির খোঁজে বেড়িয়েছি
শান্তি কোথায় পাই,
সমূদ্র, নদী, পাহাড় ঘুরিলাম
শান্তি কোথাও নাই ।
চাই না প্রাসাদ ,নাম , যশ
ঘুড়িতে ঘুড়িতে ক্লান্ত ,
বলো কোথায় গেলে হইবে
এই অশান্ত হৃদয় শান্ত ।
ঘুড়িতে ঘুড়িতে ক্লান্ত হইয়া
মাঝ নদীতে পড়িলাম ঘুমিয়া,
গাছের ছায়ায় যখন জুরাইলো মন
এহেন সময় ছুটে আসিল নির্দয় হরপা বান ।
কোলাহলহীন শান্ত নদী ভরিলো গর্জনে
দূর থেকে ভেবে দেখি কি হইলো জীবনে ,
গাছ পালা ঘর বাড়ি সব ভেসে নিয়ে যায়,
কপালে নাই জেনেও কেন মন শান্তি খুঁজে বেড়ায় ।............😊😊😊😊.....................