Trvlsusanta

Trvlsusanta Beaty never be explained . world's everythings is beautiful if you saw it positively

ঝির ঝিরে বৃষ্টি শির শিরে হাওয়া শুধু এক কাপ চা চাইআর কিছু নেই চাওয়া ☕🥰🤗
20/07/2025

ঝির ঝিরে বৃষ্টি
শির শিরে হাওয়া
শুধু এক কাপ চা চাই
আর কিছু নেই চাওয়া ☕🥰🤗

Doi chichen for little guest 😋
08/07/2025

Doi chichen for little guest 😋

সময় বদলে গেছে ,বদলে গেছি আমিও , কতকিছু হারিয়ে এক ক্লান্ত পথিক হলাম, কত অপেক্ষার ফলাফল শূন্য হয়ে গেল, কত বিশ্বাসে যাতন...
05/07/2025

সময় বদলে গেছে ,
বদলে গেছি আমিও , কতকিছু হারিয়ে এক ক্লান্ত পথিক হলাম, কত অপেক্ষার ফলাফল শূন্য হয়ে গেল, কত বিশ্বাসে যাতনা অনুভব করলাম, কত বন্ধুদের বদলে যেতে দেখলাম, আরো দেখলাম প্রিয়জনের অপ্রিয় রূপ , বিশ্বাস হারালাম , প্রিয়জন হারালাম , বন্ধু হারালাম , কিন্তু ব্যক্তিত্ব , ব্যক্তিত্ব হারাইনি, আমি নিজেকে ভাঙতে ভাঙতে গড়েছি , একা চলতে শিখেছি, সবকিছু হারিয়ে নিজেকে চিনেছি, আপনজন চিনেছি, আমি নিজের ব্যক্তিত্ব গড়তে পেরেছি, আদৌ কি আমি সবকিছু হারিয়েছি, নাকি সবকিছুর বিনিময়ে নিজেকে ভালবাসতে পেরেছি ...

Good morning 🌲🌲🌿
02/07/2025

Good morning 🌲🌲🌿

Good morning 🌄

02/07/2025

Good morning 🌄

সত্যি আমি মানুষের মনের ভাব বুঝি না, আমি তো আর অন্তজামি নই , প্রেমের বিনিময়ে প্রেম আর অবহেলার বিনিময়ে নিজেকে সরিয়ে নিত...
01/07/2025

সত্যি আমি মানুষের মনের ভাব বুঝি না, আমি তো আর অন্তজামি নই , প্রেমের বিনিময়ে প্রেম আর অবহেলার বিনিময়ে নিজেকে সরিয়ে নিতে শিখেছি,
যখন আমি প্রেম, সন্মান, ভালোবাসা দিয়ে একটা সম্পর্ককে চিরকাল বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলাম , সেদিন আমাকে মতলোভী ভেবে অবহেলা করা হয়েছিলো,
আর যখন অবহেলা থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করলাম সেদিন আমি হলাম স্বার্থপর,অভিযোগী , অহংকারী।

আমি বর্ষাকালের রানী কেউ আমাকে নাই জানুকআমি নিজেকে বেশ জানি ।বৃষ্টির ফোঁটার সাথে সাথেআমিও চলে আসি নাইবা এলো কেউ কাছে আমার...
29/06/2025

আমি বর্ষাকালের রানী
কেউ আমাকে নাই জানুক
আমি নিজেকে বেশ জানি ।
বৃষ্টির ফোঁটার সাথে সাথে
আমিও চলে আসি
নাইবা এলো কেউ কাছে আমার
আমি একলা হওয়ায় হাসি ।

পরিকল্পনাহীন জীবন ✍️সুশান্ত জীবন পরিকল্পনাহীন যা পরিকল্পনা করি তা কোনদিন হয় না,জীবনে যা কিছু ঘটে তা সব পরিকল্পনাহীন , ত...
25/06/2025

পরিকল্পনাহীন জীবন
✍️সুশান্ত
জীবন পরিকল্পনাহীন
যা পরিকল্পনা করি তা কোনদিন হয় না,
জীবনে যা কিছু ঘটে তা সব পরিকল্পনাহীন ,
তোমার সাথে দেখা হবে , কথা হবে সেটা যেমন পরিকল্পনাহীন,
ব্যর্থ, ব্যবহৃত মানুষ টাকে এতটা ভালবাসবে সেটাও পরিকল্পনাহীন, তারপর একদিন তুমি হঠাৎ পাল্টে যাবে , তোমাকে আর খুঁজে পাবো না, সেটাও পরিকল্পনাহীন।
জীবনে সবকিছু যখন পরিকল্পনাহীন তাহলে এত পরিকল্পনা কিসের জন্য, পরিকল্পনাই বোধহয় দুঃখের আসল কারণ ,
আমার সব পরিকল্পনা, সব দুঃখ তোমার স্রোতে ভাসিয়ে দিতে চাই ,
তুমি দুঃখ গুলোকে তুমি ভাসিয়ে নিয়ে যাও বহুদূরে যাতে আর কোনোদিন ফিরে আসতে না পারে,
আমাকেও তোমার মতো কঠোর, নির্মল হওয়ার শিক্ষা দাও , তোমার কঠোরতা যেমন ভেঙ্গেচুরে ছাড়খার করে দেয়, যেমন তোমার নির্মলতায় সমস্ত পাপ ধুয়ে যায় , আমাকেও এমন শিক্ষা দাও, এমন শিক্ষা দাও যাতে আমিও তোমারই মতো আপন কর্মে লিপ্ত হতে পারি, আর দূর দূরন্তে হারিয়ে যেতে পারি পরিকল্পনাহীন ভাবে.........

মুজনাই                  ✍️সুশান্ত যেদিন তোমার মন খারাপ হবে, কোনকিছু ভালো লাগবে না , আর ভীষণ একা লাগলে চলে আসবে এই শুকনো ...
20/06/2025

মুজনাই
✍️সুশান্ত
যেদিন তোমার মন খারাপ হবে, কোনকিছু ভালো লাগবে না , আর ভীষণ একা লাগলে চলে আসবে এই শুকনো নদীটির পারে , সে তোমাকে বুঝিয়ে দিবে কিভাবে সে নিষ্প্রাণ হয়েও তার অস্তিত্ব হারিয়ে ফেলে নি, সে অপেক্ষায় থাকে পাহাড়ে গায়ে ঝরে পড়া বৃষ্টির , পাহাড়ে বৃষ্টি হলেই সে আনন্দে বয়ে যাবে আর নিজেকে যতটা সম্ভব প্রসারিত করে যাবে নিজের অস্তিত্ব কে বাঁচানো জন্য,
শীতল বাতাসের সাথে পাহাড় থেকে দলে দলে মেঘ গুলো ভেসে আসছে , ক্ষণিকের মধ্যে অন্ধকার হয়ে যাবে চারিদিক , এই দেখে ভয়ে পালিয়ে এলে অনেক কিছু উপভোগ করতে পারবে না, হওয়ার বেগে কিছু ক্ষণের মধ্যেই মেঘ গুলো সরে যাবে ,
দূর থেকে সোনা যাবে ময়ূরের ডাক , হয়তো তোমার মত সেও তার সঙ্গীকে অন্ধকারে হারিয়ে ফেলেছে , তাকে কাছে পেতেই হয়তো সে উচ্চস্বরে ডাকছে ,
জঙ্গল থেকে কারা যেন দল বেঁধে এগিয়ে আসছে , তবে ভয়ের কিছু নয় জঙ্গল থেকে ঘাস খেয়ে গরুর পাল ঘরে ফিরছে,
চারিদিকে অন্ধকার হয়ে এলে তোমাকেও ফিরে আসতে হবে এবার , সন সন করে শব্দ হলে বুজতে হবে হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে, দুই একটা প্রাণী গরুর মত মনে হলে বুজতে হবে সেটা কোনো গরু নয়, হয়তো বাইসন নয়তো গণ্ডার , বা অন্য কিছু,
এরপর তোমাকে ফিরতেই হবে, নইলে এখানে তোমার আর আসা হবে না কোনোদিন ।

তোমরা তোমরাই থেকে যেও                    সুশান্ত সবাই বদলে গেলেও তোমরা আজও একই রকম থেকে গেলে , যেখানেই থাকি তোমরা আমার খ...
16/06/2025

তোমরা তোমরাই থেকে যেও
সুশান্ত

সবাই বদলে গেলেও তোমরা আজও একই রকম থেকে গেলে , যেখানেই থাকি তোমরা আমার খবর নিতে ভুলো নি, দেখা হলেই দৌড়ে কাছে চলে আসো, আমাকে নিয়ে তোমাদের কৌতূহলের শেষ নেই জানি, তবে সব জিজ্ঞাসার সঠিক উত্তর না দিতে পেরে খারাপ লাগে , মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের চেহারার পরিবর্তন হলেও এই সুন্দর মনের যেন কোনদিন পরিবর্তন না হয়। তোমরা যেন এমনি থেকে যাও চিরোসুন্দর ,
আর ভীষণ খারাপ লাগে যখন সামনের চেনা মানুষটাও অচেনা হয়ে যায় , যাকে তুমি সবথেকে কাছের মনে করো, যার সাথে তুমি জীবনের অনেকটা সুন্দর সময় কাটিয়েছিলে, আজ তোমার জন্য তার কাছে একটা মিনিটও সময় নেই, সামনা সামনি দেখা হলে বলার কিছু কথা নেই , তার এত ব্যস্ততা দেখে মনে হবে আমি বোধহয় পৃথিবীর সবথেকে বেকার মানুষ , তোমার ফোনে করার সপ্তাহ, মাস পেরিয়ে গেলও তাঁর কাছে এক মিনিট সময় হয় না তোমাকে ব্যাক কল করার , তবে তোমাকে এখন বুঝতে হবে যেকোনো কারণ ছাড়াই , যেকোনো সময় মানুষ বদলাতে পারে,

আমি কখনোই চাই না,আমার এই নকল হাসিতে কারো মন মজে যাক ,এডিট করা কয়েকটা  ছবি বা দামি ক্যামেরায় তোলা  কয়েকটা ঝকঝকে ছবি দে...
08/04/2024

আমি কখনোই চাই না,
আমার এই নকল হাসিতে কারো মন মজে যাক ,
এডিট করা কয়েকটা ছবি বা দামি ক্যামেরায় তোলা কয়েকটা ঝকঝকে ছবি দেখে আমার প্রতি আকর্ষিত হোক,
মিথ্যে মায়া ভরা হাসির পেছনে যে কত অবহেলা, হতাশা , কতকিছু হারানোর গল্প লুকিয়ে আছে সেগুলো কেউ জানার চেষ্টা করুক ,
ধীরে ধীরে আমাকে জানুক , আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হোক, কোনো শব্দ বা বাক্যের বিবৃতি ছাড়াই যেনো সেই বন্ধুত্বে জমে থাকুক শুধু ভালোবাসা ,
মিথ্যে মায়া ভরা হাসিতে যে মোহিত হয় , সেটা হয় তার ফাইজলামি নয়তো তার মূর্খতা । এমন মূর্খতা আর ফ্যাজলামো নয় আমি একজন ভালো বন্ধু হতে চাই ।।।

Address

Madari Hat

Telephone

+918617438592

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trvlsusanta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trvlsusanta:

Share