12/10/2025
যারা নারীলোভী পুরুষ,তাদের মধ্যে অদ্ভুত এক মায়া আছে, তারা মায়ায় ফেলে নারীকে ধোঁকা দেয়! এরা প্রিটেন্ড করে এদের পার্সোনালিটি অনেক হাই, এদের ইগো অনেক, এরা জীবনের না পাওয়ায় বিরক্ত, এগুলো কমন সাইন এদের, মেয়ে পটানোর জন্য!
মেয়েরা এই ধরনের পুরুষের প্রেমে বেশি পড়ে! কারন, মেয়েরা ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পেতে পছন্দ করে।
নারীলোভী এই ছেলেরা অনেকের প্রেমে অনেক ভাবে পরে! এরা একই ভাবে সকলের প্রেমে পরে না! এদের সময়সীমা অতিক্রম করে হয়ে গেলে এরা চলে যাবে, এবং যাওয়ার আগে এমন ভাব করবে যেনো মেয়েটা তাকে ভালোবেসে, প্রেমে পড়ে ভুল করেছে! এরা একটু অদ্ভুতরকম চালাক মানুষ!
এদের মানুষের ভালোবাসা সহ্য হয় না! একই জায়গার মায়া, ভালোবাসা এদের সহ্য হয় না৷ এরা মায়ায় ফেলবে অদ্ভুতভাবে কিন্তু ভাব ধরবে যে সে কিছুই করে নাই। দিনশেষে, জায়গা বদলে এরা কমফোর্ট থাকে। ❤️