Movie News Official

Movie News Official বিনোদন জগতের সব খবর পেয়ে থাকতে আমার ফেইসবুক পেইজ MOVIE NEWS OFFICIAL য়ে চোখ রাখুন।।
(2)

লেটেস্ট ক্লিকে মেগাস্টার শাকিব খান -এর শেফালী খ্যাত অভিনেত্রী সোনাল চৌহান✅❤️
22/09/2025

লেটেস্ট ক্লিকে মেগাস্টার শাকিব খান -এর শেফালী খ্যাত অভিনেত্রী সোনাল চৌহান✅❤️

মুম্বাই থেকে কল এলো DY Stadium এ কনসার্টে আধাঘন্টা গাইতে হবে, দেওয়া হবে ১০ কোটি রুপি ৷ আরজিৎ উত্তরে বললেন, বৃষ্টির দিনে ...
22/09/2025

মুম্বাই থেকে কল এলো DY Stadium এ কনসার্টে আধাঘন্টা গাইতে হবে, দেওয়া হবে ১০ কোটি রুপি ৷ আরজিৎ উত্তরে বললেন, বৃষ্টির দিনে তার বউ খিচুড়ি, ইলিশ রান্না করেছে সেটা খেয়ে তিনি ঘুমানো পছন্দ করবেন ৷

বর্তমানে আরজিৎ সিং একটি কনসার্টের জন্য ১৪ কোটি রুপি চার্জ করেন যা ভারতীয় ইতিহাসে সর্বোচ্চ ৷ ২য় অবস্থানে AR Rahman তিনি চার্জ করেন ২ কোটি রুপি ৷ আরজিৎ এর কাছে প্রতিবছর ১০০'র উপরে কনসার্টের রিকুয়েস্ট আসে কিন্তু তিনি খুব কম কনসার্টে যেতে রাজী হন ৷ তিনি ভারতের সবচেয়ে ধনী গায়ক হতে পারতেন কিন্তু ইচ্ছে করে হন নি ৷ তার লাইফস্টাইল তিনি একেবারে সিম্পল রেখেছেন ৷ তার বাড়ি ঘর দেখলে বোঝার উপায় নেই এতো জনপ্রিয় ব্যক্তি এখানে থাকেন ৷ প্রয়োজন ছাড়া চড়েন না দামী গাড়িতে ৷ মাঝে মধ্যে বিকেল হলে পুরানো জামা পড়েই এলাকার মাঠে ক্রিকেট খেলতে চলে যান ৷

হানি সিং, বাদশা, নেহা কাক্কার'দের মতো কিছু গায়ক দামী জামাকাপড়, দামী গাড়ি, বেশি বাজেটে ভিডিও বানিয়ে নিজেদের ভারতের সবচেয়ে বড়লোক আর্টিস্ট দেখানোর চেষ্টা করে ৷ আরজিৎ সিং এদের ১০বার কিনে, ১০বার বেঁচার ক্ষমতা রাখে ৷তারপরেও তিনি স্যামপুল থাকতে ভালোবাসেন।

The Ba***ds Of Bollywood -এর শুটিংয়ের সময় তোলা ছবিতে পরিচালক আরিয়ান খান ও শিল্পীগণ✅❣️
22/09/2025

The Ba***ds Of Bollywood -এর শুটিংয়ের সময় তোলা ছবিতে পরিচালক আরিয়ান খান ও শিল্পীগণ✅❣️

দেব ও পূজা ব্যানার্জি একফ্রেমে✅
22/09/2025

দেব ও পূজা ব্যানার্জি একফ্রেমে✅

Best Pair ✅
22/09/2025

Best Pair ✅

শঙ্খের ধ্বনি ম্লান হয়ে আসে,মাটির বুকে নিঃশব্দে ঘুমায় এক গান;আকাশভরা সুর যেন থেমে গেছে,তবু বেদনার ঢেউ বয়ে যায় অবিরাম।স্ত্...
22/09/2025

শঙ্খের ধ্বনি ম্লান হয়ে আসে,
মাটির বুকে নিঃশব্দে ঘুমায় এক গান;
আকাশভরা সুর যেন থেমে গেছে,
তবু বেদনার ঢেউ বয়ে যায় অবিরাম।

স্ত্রীর চোখে জমে থাকা জল
কথা বলে হাজার অশ্রুত ব্যথার,
হৃদয় কাঁপে বিদায়ের স্রোতে
যেন ছিন্ন স্বপ্নের পাতার পরপাতার।

জনতার ভিড় স্তব্ধ দাঁড়িয়ে,
তবু তার কাছে সবই নির্জন;
প্রিয় মানুষটি চলে গেছে দূরে—
অশ্রু হয়ে রইল শেষ অনুক্ষণ।

তুমি গেলে, গান রয়ে গেল,
কিন্তু বুকে আজ কেবল শূন্যতা;
চিরবিদায়ের ক্ষণে স্ত্রীর চোখের জল
গেয়ে গেল অমর প্রেমের ব্যাকুলতা।

কি মায়াবী চেহারা, আমার প্রিয় অভিনেত্রীর একজন সাবিলা নূর 🔥✅
22/09/2025

কি মায়াবী চেহারা, আমার প্রিয় অভিনেত্রীর একজন সাবিলা নূর 🔥✅

আসলেই কি একেই দেখতে পাকিস্তানী সুন্দরী নায়িকা হানিয়া আমির ও বাংলাদেশী কিশোরী শিমরিন লুবাবা?✅কমেন্ট করুন সবাই!!
22/09/2025

আসলেই কি একেই দেখতে পাকিস্তানী সুন্দরী নায়িকা হানিয়া আমির ও বাংলাদেশী কিশোরী শিমরিন লুবাবা?✅
কমেন্ট করুন সবাই!!

অভিনেত্রী তৃপ্তি দিমরি সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন যে, তার বাবা-মা খুবই কঠোর এবং তারা তার কাজের ওপর নিয়মিত নজর রাখেন।...
21/09/2025

অভিনেত্রী তৃপ্তি দিমরি সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন যে, তার বাবা-মা খুবই কঠোর এবং তারা তার কাজের ওপর নিয়মিত নজর রাখেন।
তিনি বলেন, তার বাবা-মা প্রতিদিন গুগল করে তার নামে আসা সব আপডেট দেখেন এবং তাদের থেকে কোনো কিছুই লুকানো সম্ভব নয়।

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সাকসেসফুলি চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। দোয়া করবেন 🙏
21/09/2025

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সাকসেসফুলি চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। দোয়া করবেন 🙏

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ২য় সিনেমা "রাক্ষস"।এই সিনেমায় সিয়াম আহমেদ ও সাবিলা নূরকে লিড ক্যারেক্টারে দেখা যাবে। সিনে...
21/09/2025

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ২য় সিনেমা "রাক্ষস"।এই সিনেমায় সিয়াম আহমেদ ও সাবিলা নূরকে লিড ক্যারেক্টারে দেখা যাবে। সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরকে টার্গেট করে নির্মিত হবে। (বেশ কিছু সূত্রের দাবি)

বাংলার ডিজিটাল ন্যারা মাথা 🥱🤔🥰
21/09/2025

বাংলার ডিজিটাল ন্যারা মাথা 🥱🤔🥰

Address

Mankachar
783135

Alerts

Be the first to know and let us send you an email when Movie News Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share