
15/07/2025
কদিন আগেই একটি ভিডিওতে দেখছিলাম, অভিনেতা চন্দন সেন বলছেন-এই প্রজন্মের ছেলেমেয়েরা হারতে শেখে নি। কথাটা প্রশংসাসূচক ভাবে বলা নয়। বরং উদ্বেগ থেকে বলা। হারতে না শিখলে, জীবনের কাছে নতজানু না হলে, মানুষ বিবর্তিত হবে কীভাবে?
এইমাত্র শেষ হওয়া লর্ডস টেস্টে ভারত এইমাত্র হারল। এবং অত্যন্ত লড়ে হারল। হারলেন সিরাজ। হারলেন জাদেজা। ইংল্যান্ড এবং জাদেজার বোধহয় অদ্ভুত ট্রাজিক যোগাযোগ আছে। সতেরোর চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল, উনিশের সেমি ফাইনাল, আজকের ম্যাচ।
আউট হওয়ার পর দেখলাম, সিরাজ নিশ্চল। ক্রিজের উপর উবু হয়ে বসে আছেন। গোটা সিরিজ জুড়ে সিরাজ অসম্ভব পরাক্রম দেখিয়েছেন। আজও সবটুকু সমর্পণ করে, ব্যাট করছিলেন।দুর্ভাগ্য, নির্বিষ বলটা স্টাম্পটা ফেলে দিল। শোকাহত সিরাজকে রুট স্বান্ত্বনা দিলেন।
উলটোদিকে, বেন স্টোক জাদেজাকে জড়িয়ে ধরলেন। একমাত্র হেডিংলে মিরাকলের নায়ক স্টোক-ই বুঝবেন জাদেজার অবর্ণনীয় লড়াইটা।
যত বয়েস বাড়ছে, ফলাফলের চেয়ে এই মুহূর্তগুলো অনুভব করার চেষ্টা করি। নাহলে তো হাইলাইটস দেখলেই কাজ চলে যেত। এই যে প্রতি ওভারে সিংগল নিতে হবে, টেল এন্ডারকে প্রোটেক্ট করতে হবে; অন্যদিকে বিপক্ষের ক্যাপ্টেন পুরো ফিল্ড খুলে দিয়ে, ঝুঁকি নিতে আহ্বান জানাচ্ছেন-এই দোলাচল, এই দ্যোতনা-ই জীবন।
আইপিএল নামক তাৎক্ষণিক-উল্লাস পরবর্তী, টেষ্ট ক্রিকেটের এই স্থিতধী লাবণ্য আমাকে মুগ্ধ করছে। দীর্ঘজীবি হোক টেষ্ট ক্রিকেট। দীর্ঘজীবী হোক ক্রিকেট রোমান্টিসিজম। আমরা আমাদের হারা-জেতা নিয়েই বাঁচতে চাই।
✍️✍️✍️✍️