02/08/2025
আপন বলতে যাদের কেউ নাই , তাঁরাই "আপন" শব্দটির মূল্য বোঝে।আর যারা আপনদের সাথে সর্বদা থাকে তারা মায়ায় সারাটা জীবন কাটিয়ে দেয়। ব্যতিক্রমীদের কথা নাই-ই বললাম। আমি থেকে আমরা, তুমি থেকে তোমরা যখন মনের মধ্যে বিরাজমান হবে তখনই "আপন" শব্দটি সার্থক হয় বলে আমার মনেহয়।