মহান শিক্ষা

মহান শিক্ষা "যেখানে চিন্তা, প্রেরণা আর শিক্ষা একসাথে বাঁচে"

বিয়ের পর কবি হুগলিতে বসবাস শুরু করেন। ঐ সময় তাঁকে অর্দ্ধাহারে অনাহারে দিন কাটাতে হয়েছে। তিনি ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। 'বা...
20/10/2025

বিয়ের পর কবি হুগলিতে বসবাস শুরু করেন। ঐ সময় তাঁকে অর্দ্ধাহারে অনাহারে দিন কাটাতে হয়েছে। তিনি ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। 'বাংলা সাহিত্যে নজরুল' গ্রন্থের রচয়িতা আজাহারউদ্দিন লিখেছেন, তৎকালীন কংগ্রেস সংগঠকরা কবির জর্জরিত হয়ে পড়েছেন। 'বাংলা সাহিত্যে নজরুল' গ্রন্থের রচয়িতা গানের জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য কবিকে হুগলিতে আনেন। কিন্তু নিজেদের কাজ গুছিয়ে নেওয়ার পর তেমন পূর্বের মতো আগ্রহ প্রকাশ করেননি। হুগলি থেকে নদীয়ায় আনার সময়েও সেই একই ঘটনার পুনরাবৃত্তির কথা উক্ত গ্রন্থে পাওয়া যায়। বোঝাই যায় পারিবারিক অভাব অনটন, সঙ্গীদের বোঝাপড়ার অস্বচ্ছতা সত্বেও কবি হাসি মুখে তার কাজ করে গিয়েছেন। কিন্তু তার সমস্যা সংকট ইত্যাদি নিয়ে ভাবার মতো মানুষের সংখ্যা ছিল সেদিন খুবই অল্প। তা নিয়ে তার অভিযোগও ছিল না কোন দিন। তাঁর 'কবিত্ব শক্তি হোঁচট খায়নি কোনদিন' ঝরণা ধারার মতো অবিরাম গতিতে প্রবাহিত হয়েছে। এই সময়েই, সৃষ্টি হয়েছে 'মুক্তিকাম', 'দীপান্তরের বন্দিনী', 'আশু প্রয়াণ গীতি', 'চিত্তনামা', 'ফাল্গুনী', 'বিদায় স্মরণে', 'পূবের হাওয়া', 'ঝড়', 'বধূবরণ' প্রভৃতি। তাঁর বিরুদ্ধে নানা কুৎসার জবাব দিতে কবি এই সময়েই 'আমার কৈফিয়ত' কবিতাটি লেখেন। কৃষ্ণনগরেও তাঁর আর্থিক সংকট মোচন হল না। কিন্তু কবিতার স্রোতস্বিনী বইল সব কুল ছাপিয়ে। কৃষ্ণনগরেই কবি বহু বিখ্যাত কবিতার সাথে 'কুহেলিকা' ও 'মৃত্যু ক্ষুধা' উপন্যাস লেখেন। এই সময়েই তিনি 'গণবাণী' পত্রিকায় 'রেডফ্লাগ' ও 'আন্তর্জাতিকে'র অনুবাদ প্রকাশ করেন। নিরন্ন নিপীড়িত উৎপীড়িতের দুঃখ বেদনাকে ফুটিয়ে তোলেন তাঁর রচনাগুলিতে। 'ফনিমনসা', 'সর্বহারা', 'প্রলয় শিখা','সন্ধ্যা' প্রভৃতি কাব্যগ্রন্থ তার সাক্ষ্য বহন করে। এতসত্বেও কবিকে প্রায় শূন্য হাতে কৃষ্ণনগর ত্যাগ করে কলকাতায় আসতে হয়।
(তথ্যসূত্র: বিপ্লবী জনমত ম্যাগাজিন; নজরুল জন্মশতবার্ষিকী সংখ্যা)
#সত্যেরপথ #মহানশিক্ষা #নজরুল #অনুপ্রেরণা

দোষে গুণে গঠিত মানুষ—তবু মানুষই শ্রেষ্ঠ🙏 #শরৎচন্দ্রচট্টোপাধ্যায়  #সত্যেরপথ  #বাংলাসাহিত্য  #মহানশিক্ষা  #অনুপ্রেরণা
19/10/2025

দোষে গুণে গঠিত মানুষ—তবু মানুষই শ্রেষ্ঠ🙏
#শরৎচন্দ্রচট্টোপাধ্যায় #সত্যেরপথ #বাংলাসাহিত্য #মহানশিক্ষা #অনুপ্রেরণা

নজরুল ব্যক্তিগত জীবনেও ছিলেন সংস্কার মুক্ত উদার প্রকৃতির মানুষ। দেশের ও মানব সমাজের সার্বিক মুক্তির প্রশ্নে সাম্প্রদায়িক...
19/10/2025

নজরুল ব্যক্তিগত জীবনেও ছিলেন সংস্কার মুক্ত উদার প্রকৃতির মানুষ। দেশের ও মানব সমাজের সার্বিক মুক্তির প্রশ্নে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা-সংস্কার- লোকাচার ইত্যাদির যে প্রবল বাধা তা তিনি উপলব্ধি করতেন। এ সবের বিরুদ্ধে জেহাদ তার সাহিত্য কর্মের সর্বত্রই। তিনি সম্বর্দ্ধনার উত্তরে বলেছেন,' আমি মাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডসেক করার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি।' বা কান্ডারী হুঁশিয়ার কবিতায়, 'হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোনজন? / কান্ডারী! বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র' এই ছত্র নতুন দৃষ্টিভঙ্গি, নতুনতর আবেগ সঞ্চার করেছিল দেশবাসীর মনে। নজরুল কুমিল্লার দৌলতপুরের গিরিবালা দেবীর কন্যা প্রমিলাকে বিয়ে করেছিলেন। তৎকালীন সময়ে এ জাতীয় বিয়ে হলেও ধর্মান্তরিত করানো হত। কিন্তু এসব প্রশ্ন উঠলই না। যে যেমন থাকলেন। কাজী নজরুল ইসলাম-প্রমিলা সেনগুপ্ত। শুধু একটি শপথ বাক্য উচ্চারণ করা ও তাতে স্বাক্ষর করা। সন্তানদের নাম রাখা হল কৃষ্ণ মহম্মদ, সব্যসাচী, বুলবুল, অনিরুদ্ধ। আবার শ্বাশুড়ি গিরিবালা দেবী নজরুলের ঘরে যতদিন থেকেছেন, ততদিন ঘরেই ঠাকুরের মন্দির সাজিয়ে পুজা অর্চ্চনা করেছেন নির্বিঘ্নে। বিরজা সুন্দরী দেবী, ইন্দ্রকুমার সেনগুপ্ত পরিবারের সাথে ঘনিষ্ঠতাও খুবই গভীর ছিল। কবির এই উদারতা যথার্থ আন্তরিক ছিল বলেই ধর্ম বর্ণের বেড়া ডিঙিয়ে তাকে আপন করে নিতে কারুর বাধেনি। সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায় লিখেছেন তাঁর মায়ের কথা। 'গোঁড়া বামুনের ঘরের বিধবা মা নজরুলকে নিজের হাতে খেতে দিয়েছেন। নিজের হাতে বাসন মেজে ঘরে তুলেছেন। বলেছেন, ও আমার ছেলে, ছেলে বড় না আচার বড়?' আজকের ধর্মব্যবসায়ীদের সেদিনের ইতিহাসের পাতাগুলো উল্টাতে বলি।
(তথ্যসূত্র: বিপ্লবী জনমত ম্যাগাজিন; নজরুল জন্মশতবার্ষিকী সংখ্যা)
#সত্যেরপথ #মহানশিক্ষা #নজরুল #অনুপ্রেরণা

চুরুলিয়ার লেটো দলই তাকে সেদিন পথ দেখাল। লেটো দলে নজরুল শুধু গান গাইলেন না, গান লিখলেন- সুর দিলেন- পালা তৈরি করলেন। ক্রমে...
18/10/2025

চুরুলিয়ার লেটো দলই তাকে সেদিন পথ দেখাল। লেটো দলে নজরুল শুধু গান গাইলেন না, গান লিখলেন- সুর দিলেন- পালা তৈরি করলেন। ক্রমে হয়ে উঠলেন দলের 'গোদা কবি'- ওস্তাদ। কখনও বা তাঁকে আসর জমাতে হ'ত স্বরচিত গান-গজল গেয়ে। এই সময়েই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে গ্রামান্তরে। তিনি হয়ে ওঠেন সবার প্রিয়। উপার্জন যা হল তাতে তাঁর পরিবারের অভাব মিটল না। কিন্তু কবি প্রতিভার স্ফুরণ ঘটার সুযোগ সৃষ্টি হওয়ায় তিনি ছিলেন মহাখুশী। উল্লেখযোগ্য যে, তাঁর তখনকার রচনায় গরিব মানুষের দুঃখ ব্যথা ফুটে উঠেছে। 'চাষাকে কেউ চাষা বলে করিও না ঘৃণা, বাঁচতাম না আমরা কেহ ঐ কৃষাণ ছাড়া। রৌদ্রে পুড়ে বৃষ্টিতে সে ভিজে দিবারাতি, মোদের ক্ষুধার অন্ন যোগায়, চায় না'ক সে খ্যাতি।' 'রাজপুত্র' পালাগানে কিশোর নজরুলের স্বদেশ প্রীতির প্রকাশ দেখতে পাই। 'ঈশ্বরের অপার মহিমা দেখি দেশ দেশান্তরে। অসংখ্য গ্রাম নগরাদি। দূর্গ গুহা কত নদনদী। দেখিলাম কিন্তু নিরবধি স্বদেশ জাগিছে অন্তরে।'

কিছুদিন পর নজরুল আবার পড়াশোনা শুরু করেন। সিয়ারশোল এবং মাথরুন স্কুলে কিছুদিন কাটান। কিন্তু স্কুলের বাঁধাধরা রুটিন তাঁর ভাল লাগত না। সংসারে তখন তীব্র অনটন। আবার লেটো দল। তারপর তিনি কাজ নেন আসানসোল ষ্টেশনের কাছে এক রুটি দোকানে। এখানেও চলে গান ও বাদ্যযন্ত্রের চর্চা। সবার প্রিয় হয়ে ওঠেন তিনি। রাতের বেলা গান শুনতে অনেকেই আসতেন। আসত এক গরিব ফকির। নজরুল তাকে রুটি দিতেন। দোকানের মালিক তা পছন্দ করতেন না। সে ধমক দিয়ে দূর করে দিত। সে ফকিরকে একদিন রাস্তায় মরে পড়ে থাকতে দেখা গেল। নজরুল এই প্রথম ক্ষুধার জ্বালায় মৃত্যুর বীভৎস রূপ দেখলেন। বিভিন্ন জনের সাহায্য নিয়ে তিনি ফকিরের কবরের ব্যবস্থা করেন। এই ঘটনা নিয়ে তিনি যে কবিতা লেখেন তাতে তার গভীর মর্মবেদনা প্রকাশ পায়, 'তুমি জেনে ছিলে মোরে আপনজন। তাই তব লাগি কাঁদিছে মোর মন।' (নজরুল স্মৃতি, সত্যপ্রসাদ সেনগুপ্ত) এই ঘটনা তাঁর মনে গভীর রেখাপাত করে। অস্থির হয়ে ওঠেন তিনি।
(তথ্যসূত্র: বিপ্লবী জনমত ম্যাগাজিন; নজরুল জন্মশতবার্ষিকী সংখ্যা)
#সত্যেরপথ #মহানশিক্ষা #নজরুল #অনুপ্রেরণা

সত্যের পথে যত বাধাই আসুক, সেই পথই শেষমেশ মুক্তির পথ 🌺 #শরৎচন্দ্রচট্টোপাধ্যায়  #সত্যেরপথ  #বাংলাসাহিত্য  #মহানশিক্ষা  #অ...
17/10/2025

সত্যের পথে যত বাধাই আসুক, সেই পথই শেষমেশ মুক্তির পথ 🌺
#শরৎচন্দ্রচট্টোপাধ্যায় #সত্যেরপথ #বাংলাসাহিত্য #মহানশিক্ষা #অনুপ্রেরণা

ধর্মের নামে মানুষের রক্ত ঝরছে, আর আমরা ভাবছি, এটাই দেশপ্রেম! #শরৎচন্দ্রচট্টোপাধ্যায়  #দেশপ্রেম  #ধর্ম   #মানবতা    #মহা...
15/10/2025

ধর্মের নামে মানুষের রক্ত ঝরছে, আর আমরা ভাবছি, এটাই দেশপ্রেম!
#শরৎচন্দ্রচট্টোপাধ্যায় #দেশপ্রেম #ধর্ম #মানবতা #মহানশিক্ষা

তিনি প্রেসিডেন্ট ছিলেন, তবু মাটিতে বসে ছাত্রদের সঙ্গে গল্প করতেন।তিনি বিজ্ঞানী ছিলেন, তবু মানুষের হৃদয়ে জ্বালিয়েছিলেন ...
15/10/2025

তিনি প্রেসিডেন্ট ছিলেন, তবু মাটিতে বসে ছাত্রদের সঙ্গে গল্প করতেন।
তিনি বিজ্ঞানী ছিলেন, তবু মানুষের হৃদয়ে জ্বালিয়েছিলেন বিশ্বাসের আগুন।
তিনি বড় ছিলেন, তবু কখনও বড় হওয়ার অহংকার দেখাননি।

ড. এ.পি.জে. আব্দুল কালাম — এমন এক নাম,
যিনি প্রমাণ করে গেছেন,
একটা কলম, একটা স্বপ্ন, আর একটা সৎ মন—দেশ বদলে দিতে পারে। 🇮🇳

জন্মদিনে অগাধ শ্রদ্ধা সেই মানুষটিকে,
যিনি আমাদের শিখিয়েছিলেন — আকাশ নয়, মহাকাশই সীমা! 🚀

#মহানশিক্ষা

ধর্ম মানুষকে বিভাজিত করার জন্য নয়, একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা শেখানোর জন্য।কিন্তু আজ আমরা ধর্মকে সমাজের দেয়াল...
14/10/2025

ধর্ম মানুষকে বিভাজিত করার জন্য নয়, একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা শেখানোর জন্য।
কিন্তু আজ আমরা ধর্মকে সমাজের দেয়ালে পেরেকের মতো গেঁথে ফেলেছি —
#রবীন্দ্রনাথঠাকুর #ধর্ম #গোরা #মহানশিক্ষা

আজও তাঁর কথা ততটাই প্রাসঙ্গিক🙏 #শরৎচন্দ্রচট্টোপাধ্যায়  #মানবতা  #বাংলাসাহিত্য  #মহান_শিক্ষা
13/10/2025

আজও তাঁর কথা ততটাই প্রাসঙ্গিক🙏
#শরৎচন্দ্রচট্টোপাধ্যায় #মানবতা #বাংলাসাহিত্য #মহান_শিক্ষা

শরৎচন্দ্রের মতো মানুষ, যিনি কোটি হৃদয়ের গল্প লিখেছেন, তিনিও একদিন মাত্র ২০ টাকার অভাবে উপোস করে দিন কাটিয়েছেন। 💔 #শরৎচ...
12/10/2025

শরৎচন্দ্রের মতো মানুষ, যিনি কোটি হৃদয়ের গল্প লিখেছেন, তিনিও একদিন মাত্র ২০ টাকার অভাবে উপোস করে দিন কাটিয়েছেন। 💔
#শরৎচন্দ্রচট্টোপাধ্যায় #অনুপ্রেরণা #জীবনেরকথা #বেদনারভাষা #বাংলাসাহিত্য #মহান_শিক্ষা

অদ্বৈত বেদান্তে বিশ্বাসী হয়েও বিবেকানন্দ আধুনিক বিজ্ঞানের অগ্রগতির প্রশংসা করেছেন —
12/10/2025

অদ্বৈত বেদান্তে বিশ্বাসী হয়েও বিবেকানন্দ আধুনিক বিজ্ঞানের অগ্রগতির প্রশংসা করেছেন —

"মানব জীবন আমাদের কাছে মহান। আমরা সেই ভবিষ্যতের স্বপ্ন দেখি যেদিন মানুষের জীবনে আসবে পূর্ণ স্বাধীনতা, পরিপূর্ণ শান্তি।”—...
12/10/2025

"মানব জীবন আমাদের কাছে মহান। আমরা সেই ভবিষ্যতের স্বপ্ন দেখি যেদিন মানুষের জীবনে আসবে পূর্ণ স্বাধীনতা, পরিপূর্ণ শান্তি।”— ভগৎ সিং
(অ্যাসেমব্লি হলে বোমা নিক্ষেপের পর বিলি করা প্রচারপত্র)

Address

Kolkata
Mathurapur

Alerts

Be the first to know and let us send you an email when মহান শিক্ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মহান শিক্ষা:

Share