Gourpremi Bishnupriya Devi Dasi

Gourpremi Bishnupriya Devi Dasi Servent of gurudev and krishna��

21/09/2025

💐 *গীতা ক্লাস-১২৪*
💐 *শ্লোক -৪/৪১-৪২*

♈ বিবিধ যুগে মানুষ ও অসুরদের অবস্থান কোথায় হয়?

♈ পারমার্থিক তত্ত্ব অনায়াসে উপলব্ধি করার উপায় কি ?

♈ মায়াবাদীদের থেকে কে আমাদের সাবধান করেছেন?

🙏 *সকলে অনুগ্রহ পূর্বক* *মনোযোগ সহকারে শ্রবণ করুন।*

🛑 *আজ উক্ত ক্লাসের উপর কুইজ আয়োজিত হবে।।*

21/09/2025

ভক্তরা মহালয়াকে কিভাবে দেখবেন??👇👇
"দৈবী হ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া।
মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে॥"
- (শ্রীমদ্ভাগবদ্ গীতা ৭.১৪)

অর্থঃ এই আমার দৈবী শক্তি মায়া, গুণময় এবং দুরতিক্রম্য। কিন্তু যারা একান্তভাবে আমার শরণাগত হয়, তারাই এই মায়াকে অতিক্রম করতে সক্ষম হয়।

"নাহং প্রকাশঃ সর্বস্য যোগমায়াসমাবৃতঃ।
মূঢ়োऽয়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়ম্॥"
- (শ্রীমদ্ভাগবদ্ গীতা ৭.২৫)

অর্থ: আমি সকলের কাছে প্রকাশ হই না, কারণ আমি যোগমায়া দ্বারা আচ্ছাদিত। অজ্ঞ লোকেরা আমাকে জন্ম ও বিনাশহীন চিরন্তন স্বরূপে চিনতে পারে না।

- জীবসত্তা এই মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে, ফলে সে ভুলে যায় তার চিরন্তন সম্পর্ক পরমেশ্বরের সঙ্গে।
- একমাত্র সেই ভক্তগণ, যাঁরা পরমভক্তি নিয়ে শ্রীভগবানের শরণ গ্রহণ করেন, তাঁরাই এই মায়া নামক বন্ধন থেকে মুক্ত হতে পারেন।
- ভগবান সর্ব্বজ্ঞ, কারণ তিনি মায়ার অধীন নন। তিনি মায়াধীশ। জীব ততক্ষণ অজ্ঞই থেকে যায় যতক্ষণ না সে তাঁর কৃপা লাভ করে।

অতএব, আসুন আমরা ভক্তি ও শরণাগতির পথে চলি, যেন আমরা অজ্ঞতার আঁধার থেকে মুক্তি পেয়ে চিরন্তন সত্য ভগবানকে জানতে ও লাভ করতে পারি।

জীব যখন ভগবানের ভক্তি ও শরণাগতি গ্রহণ করে, তখনই তার মায়ার অন্ধকার কেটে যায়। তখনই সে উপলব্ধি করতে পারে, কে আমি, কে তিনি এবং কী আমার চিরন্তন সম্পর্ক তাঁর সঙ্গে।

আসুন, ভক্তির আলোয় মায়ার আবরণ ছিন্ন করে নিজেকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করি।

✨ হরে কৃষ্ণ || শুভ মহালয়ার শুভেচ্ছা । পরমেশ্বর ভগবানের দৈবী শক্তি মহামায়া আমাদের সকলকে সুরক্ষিত করুক।

20/09/2025

💐 *গীতা ক্লাস-১২৩*
💐 *শ্লোক -৪/৪০*
♈ সমস্ত প্রামাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে কোনটি শ্রেষ্ঠ?

♈ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যাক্তিকে কিরূপ বলা হয়েছে?

♈কারা সর্বদাই অসুখী ?
🙏 *সকলে অনুগ্রহ পূর্বক* *মনোযোগ সহকারে শ্রবণ করুন।*

🛑 *আজ উক্ত ক্লাসের উপর কুইজ আয়োজিত হবে।।*

20/09/2025

গুরুদেবই সিদ্ধান্ত নেবেন, কোনটি আমাদের জন্য প্রযোজ্য, আর কোনটি নয়। কারণ তিনি সে দায়িত্ব গ্রহণ করেছেন। শিষ্যরাও গুরুদেবের আদেশ পালনে সচেষ্ট থাকবে। কাজেই আপনারা যদি সদগুরুর সব আদেশ-নির্দেশ মেনে চলেন,তাহলে তিনি আপনাদের ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাবেন।

কিন্তু আপনি যদি তা না মেনে চলেন,তাহলে কিভাবে গুরুদেব আপনাকে উদ্ধার করবেন। যদি কারও কোনো বিষয়ে সংশয় থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সংশয় দূর করতে হবে। প্রথমে বৈষ্ণবদের কাছে যান, তাতেও সংশয় দূর না হলে আপনাকে অবশ্যই গুরুদেবের শরণাপন্ন হয়ে সংশয় নির্মূল করতে হবে। গুরুদেব হচ্ছেন সর্বোচ্চ আদালত, তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। তাঁর সিদ্ধান্ত যাই হোক না কেন, শিষ্যকে অবশ্যই তা মানতে হবে।

-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ 🙏❤️
ব্যাসপূজা প্রবচন,শ্রীধাম মায়াপুর।

19/09/2025

💐 *গীতা ক্লাস-১২২*
💐 *শ্লোক -৪/৩৮;৩৯*

♈ কৃষ্ণ ভাবনাময়ে পূর্ণ সিদ্ধিলাভের জন্য আমাদের কি করা প্রয়োজন?

♈ আমাদের পারমার্থিক জ্ঞানের প্রয়োজন কেন ?

♈ আমাদের ভজনের জন্য মনোভাব কিরূপ হওয়া উচিত?
🙏 *সকলে অনুগ্রহ পূর্বক* *মনোযোগ সহকারে শ্রবণ করুন।*

🛑 *আজ উক্ত ক্লাসের উপর কুইজ আয়োজিত হবে।।*

18/09/2025

💐 *গীতা ক্লাস-১২১*
💐 *শ্লোক -৪/৩৬,৩৭*
♈ কিভাবে দুঃখের সাগর পার করা যায়?

♈ শ্রী চৈতন্য চরতামৃতকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

♈ এই জগত কিরূপ ? পাপিষ্ঠ জগাই মাধাই কি সরাসরি কৃপা পেয়েছিলেন ভগবানের?
🙏 *সকলে অনুগ্রহ পূর্বক* *মনোযোগ সহকারে শ্রবণ করুন।*

🛑 *আজ উক্ত ক্লাসের উপর কুইজ আয়োজিত হবে।।*

মহাপ্রভুর ষড়ভুজ রূপ দেখালেন সার্বভৌম ভট্টাচার্যকে, আগে দেখেছেন এই রূপের কথা বা শুনেছেন🤔🤔😃😃🙏🙏
18/09/2025

মহাপ্রভুর ষড়ভুজ রূপ দেখালেন সার্বভৌম ভট্টাচার্যকে, আগে দেখেছেন এই রূপের কথা বা শুনেছেন🤔🤔😃😃🙏🙏

আমাদের প্রসাদ সার্ভিস টীম,❤️❤️ প্রতি বছর গৌর পূর্ণিমাতে ১৫ দিন প্রসাদ বিতরণ ও অন্যান্য অনুষ্ঠানে আমরা ফেস্টিভ্যাল প্রসাদ...
17/09/2025

আমাদের প্রসাদ সার্ভিস টীম,❤️❤️ প্রতি বছর গৌর পূর্ণিমাতে ১৫ দিন প্রসাদ বিতরণ ও অন্যান্য অনুষ্ঠানে আমরা ফেস্টিভ্যাল প্রসাদ বিতরণ করে থাকি,, এ সেবাটা আমরা সবাই খুব উৎসাহ ও আনন্দ নিয়ে করি।।ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের কৃপায় আমরা এই সেবাটা ওনার অফিস থেকে পাই, উনি চান যেন আমরা ভক্তদের সেবা করি এবং প্রচুর আশীর্বাদ পাই যাতে করে সারা বছর ভালো প্রচার করতে পারি😄😄মাঝে মাঝে তিনিও চলে আসেন আমাদের সাথে সেবায় আর ঘুরে ঘুরে ত দেখেনই সব ঠিক চলছে কিনা😄😄আরো ভক্তরা রয়েছেন মিসিং 🫣🫣

17/09/2025

💐 *গীতা ক্লাস-১১৯* এই বিষয়ে জানুন ১০ মিনিটে
♈গুরুদেবের কাছে শুধুমাত্র প্রশ্ন না করে কি করে আমাদের তত্ত্বজ্ঞান অর্জন করতে হবে?

♈ ইসকনে কিভাবে গুরুদেবের পদ মর্যাদা নির্ধারিত হয়?
♈ কখন আমরা গুরুদেবের বিচার করতে পারি?

🙏 *সকলে অনুগ্রহ পূর্বক* *মনোযোগ সহকারে শ্রবণ করুন।*

🛑 *আজ উক্ত ক্লাসের উপর কুইজ আয়োজিত হবে।।*

15/09/2025

মাত্র ১১ মিনিট শুনে যান,অনেক কিছু জানতে পারবেন😄গুরু শিষ্য সম্পর্কে জানুন,, ইসকনের পরম্পরা কি রয়েছে,, কিভাবে রয়েছে? সদগুরুর যোগ্যতা কি বা কি দেখে গুরু গ্রহণ করবেন😄🙏🙏
💐 *গীতা ক্লাস-১১৮*
💐 *শ্লোক -৪/৩৪
♈ ভগবত তত্বজ্ঞান অর্জন কিভাবে করতে হয়?

♈ শাস্ত্র অনুযায়ী সদগুরু কাকে বলে? গুরুদেবের সেবা কতো প্রকারে করা যায়?

♈ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দীক্ষা গুরু কে ছিলেন?
🙏 *সকলে অনুগ্রহ পূর্বক* *মনোযোগ সহকারে শ্রবণ করুন।* #গীতা #গীতা

🛑 *আজ উক্ত ক্লাসের উপর কুইজ আয়োজিত হবে।।*

15/09/2025

এটা আহমেদাবাদ ইসকন মন্দিরের গোবিন্দস রেস্টুরেন্ট, খুব সুন্দর প্রসাদ এবং পরিবেশও অনেক সুন্দর 🙏🙏😍

14/09/2025

💐 *গীতা ক্লাস-১১৭*
💐 *শ্লোক -৪/৩২-৩৪*
♈ সকল প্রকার যজ্ঞের উপত্তি কোথা থেকে?

♈ যজ্ঞের উদ্দেশ্য কি?

♈ বিভিন্ন প্রকার যজ্ঞের বিশদ বিবরণ।।।
🙏 *সকলে অনুগ্রহ পূর্বক* *মনোযোগ সহকারে শ্রবণ করুন।*

🛑 *আজ উক্ত ক্লাসের উপর কুইজ আয়োজিত হবে।।*

Address

Mayapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gourpremi Bishnupriya Devi Dasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share