09/10/2025
: একদম হেভি পাওয়ারফুল একটা মুভি!🔥 সাধারণ থেকে গ্যাংস্টার হয়ে ওঠার গল্প🤯 শুরুতে মনে হবে, ছেলেটা একটু বেশি ইমো, কিন্তু যেই জায়গা থেইকা ওই গ্যাংস্টার হয়ে ওঠে, ওটা একদম অন্য লেভেলের ছিল!💣 পুরা মুভিটাই এমন, একবার দেখা শুরু করলে সম্পূর্ণটা শেষ করতেই হবে!
----------------------------------------------------------------------
🎬 Movie: Bhairathi Ranagal (2024)
⭐ IMDb Rating: 6.9/10 💥
🎭 Genre: Action | Drama | Crime
📶 Available our website ✅️
🕵️♂️ গল্প : ১৯৮৫ সাল। ভৈরথী নামের এক পোলা নিজের গ্রামের জন্য পানি চায় সরকারের কাছে, কিন্তু সরকার শুনে কার কথা!😒 শেষে ওই এমন একটা কাজ করলো— একদম সরকারি বিল্ডিংয়ে বোমা পুঁতে রাখল!💣 তারপর কী—সোজা জেল!
জেলে গিয়া সবাই ওরে দূরে রাখে। কিন্তু পোলাটা হাল ছাড়ে না। বই পড়ে, আইন শেখে, নিজের ভিতরটা পাল্টায়। বের হয়ে “ল’ইয়ার” হয়ে যায়—মানুষের ন্যায়ের জন্য যুদ্ধ করে।
কিন্তু ভাই দুনিয়া তো এমনই, ভালো কাজ করলে বড়লোকদের পা চাপায়!😤 একটা কোম্পানির মালিক নাম পারান্ডে—ওর সঙ্গে লড়ে ভৈরথী। কিন্তু ন্যায় দিয়ে সব হয় না, টাকা ও লাগে। এই যখন পরিস্থিতি তখন শেষমেষ ও নিজেই হয়ে যায় রোনাপুরার ডন!🔥
দ্বিতীয়ার্ধে পুরা আগুন!💥 ভৈরথী এখন রাজা, পারান্ডে আর ওর মধ্যে শুরু হয় রক্তের খেলা! কে জিতবে, কে মরবে—শেষ পর্যন্ত বোঝাই মুশকিল!
📣 শেষ কথা : যদি তুমি গ্যাংস্টার টাইপ, ধামাকা ডায়লগ, আর ইমোশন মিশানো গল্প পছন্দ করো—এই মুভি তোমাদের জন্য একদম মাস্ট ওয়াচ! ❤️ ভৈরথী মানে— শুধু একটা নাম না, একটা ঝড়! 🌪️
----------------------------------------------------------------------
▸ 🄲 Presented By— Movie Hub 🎬
Enjoy & Happy Watching! 🍿