সমাজ সাড়িম পত্রিকা

সমাজ সাড়িম পত্রিকা বিভিন্ন জায়গার ছোট বড় সব খবরের জন্য, সঙ্গে রাখুন, আপডেট থাকুন।
NEWS, INFORMATION, STORY FROM YOUR AREA.
(1)

13/10/2025

“মমতা তাড়াও, বাংলা বাঁচাও!” — দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য, মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষোভের আগুন---

দুর্গাপুর ও কলকাতা:
দুর্গাপুরে নৃশংস গণধর্ষণ কাণ্ড ঘিরে ফের উত্তাল পশ্চিমবঙ্গ। ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন। রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে—

“মমতা তাড়াও, বাংলা বাঁচাও!”
এই স্লোগানে মুখরিত দুর্গাপুর শহর ও আশপাশের এলাকা।
‘অভয়ার মা’ নামে পরিচিত এক সমাজকর্মী ক্ষোভে ফেটে পড়ে বলেন, “নারীদের নিরাপত্তা দিতে যদি সরকার ব্যর্থ হয়, তবে মুখ্যমন্ত্রীর পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে পদত্যাগ করুন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন। দুর্গাপুর শহর, আসানসোল থেকে কলকাতা পর্যন্ত চলছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। রাজ্যের নারী সুরক্ষা ও প্রশাসনিক উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক---প্রতিবাদের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
তিনি বলেছেন, “রাতবিরেতে মেয়েরা রাস্তায় বেরোচ্ছেন কেন?” — এই মন্তব্যেই উত্তাল হয়ে উঠেছে রাজ্যজুড়ে নারী সংগঠন ও নাগরিক সমাজ।

অভয়ার মা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন--- “আজ মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন মেয়েরা রাস্তায় বেরোচ্ছেন কেন, আগামী দিনে হয়তো বলবেন— মেয়ে হয়ে জন্মেছ কেন! এটা অত্যন্ত লজ্জাজনক ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য।”

মানবাধিকার সংগঠনগুলির দাবি, প্রশাসনের ব্যর্থতা ঢাকতে মুখ্যমন্ত্রী দায়িত্ব এড়িয়ে চলছেন। “নারীকে দায়ী করা মানে অপরাধীকে রক্ষা করা”— এমন মন্তব্যও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।

বিরোধী দলের তোপ---বিজেপি রাজ্য নেতৃত্ব এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে target করে আক্রমণ শানিয়েছে।
সুভেন্দু অধিকারী বলেন,“মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মেয়েরা নিরাপদ নয়। এখন আবার তিনিই বলছেন মেয়েরা রাস্তায় বেরোচ্ছে কেন! এটা শুধু অমানবিক নয়, নারীদের প্রতি গভীর অপমান।”

সমিক ভট্টাচার্যও মন্তব্য করেছেন, “এই সরকার নারী সুরক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগই এখন একমাত্র পথ।”

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের জোয়ার---ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া। হাজার হাজার মানুষ লিখছেন—

“আর কত অভয়া, আর কত মা হারাবেন সন্তানদের? বাংলার বুকে নারী নিরাপত্তা আজ সবচেয়ে বড় প্রশ্ন।”

রাজ্যজুড়ে এখন একটাই স্লোগান গর্জে উঠছে---
“মমতা তাড়াও, বাংলা বাঁচাও!”


11/10/2025

রামপুরহাটে উত্তাল বিক্ষোভ — “মনোজ পালের ফাঁসি চাই” স্লোগানে মুখর জনতা, অভিযোগ সুশীল কুমার মুর্ম্মূর — প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি

রামপুরহাট | ৯ অক্টোবর, ২০২৫

রামপুরহাটের রাজপথে ৯ অক্টোবর বৃহস্পতিবার দেখা গেল এক অভূতপূর্ব জনসমুদ্র। অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের ফাঁসির দাবিতে ফেটে পড়ল জনরোষ। “মনোজ পালের ফাঁসি চাই” স্লোগানে মুখর হয়ে ওঠে সমগ্র শহর। আদিবাসী সমাজ ও সাধারণ মানুষের মিলিত আহ্বানে সেই বিক্ষোভ সমাবেশ যেন রূপ নেয় এক অগ্নিগর্ভ জনজোয়ারে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, “একজন শিক্ষক হয়ে এমন নৃশংসতা সমাজের জন্য লজ্জা। আমরা চাই আদালত দ্রুত বিচার করুক এবং মনোজ পালের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

এর মধ্যেই নতুন মোড়। সমাজকর্মী সুশীল কুমার মুর্ম্মূ সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিযোগ তুলেছেন — তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তাঁর দাবি, “তৃণমূল ঘনিষ্ঠ দিশম আদিবাসী গাঁওতার রাজ্য সভাপতি রবিন সরেন ও সিমন মুর্মূ এবং তাদের গুন্ডা বাহিনী আমাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। বলছে, আমাকে আর বীরভূমে থাকতে দেবে না। যদি আমার কিছু ঘটে, ওরাই দায়ী থাকবে।”

সুশীলবাবুর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সাধারণ মানুষ তাঁর পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। অনেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, “অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি এমন হুমকি আসে, তাহলে গণতন্ত্র কোথায়?”

এই অভিযোগের বিষয়ে তৃণমূল বা দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নজরে এসেছে, প্রয়োজনে তদন্ত হবে।

রামপুরহাটের সাম্প্রতিক ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ আরও একবার প্রমাণ করল — মানুষ এখন অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। কিন্তু সেই প্রতিবাদের স্বরকে কি চেপে দেওয়া হচ্ছে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেও।

#ন্যায়চাই #রামপুরহাট #বীরভূম #মনোজপালেরবিষয়ে_ন্যায়
#সুশীলকুমারমুর্মূরপাশে #বিক্ষোভ
#জনআবেগ #তৎপরতদন্ত
#নিরপেক্ষতদন্ত #ন্যায়বিচার
#সতর্কতা_প্রশাসন #নাগরিকঅধিকার
#সামাজিকন্যায়



#ন্যায় #প্রতিবাদ #ভক্তি_নয়_ন্যায়_চাই

10/10/2025

বড়গেড়িয়া ছাত্রী নিবাসে নাবালিকা ছাত্রীদের উপর শিক্ষকের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ – এবার মামলা করবে আদিবাসী কল্যাণ সমিতি....

পুরুলিয়া 09.10.2025: বড়গেড়িয়া ছাত্রী নিবাসের নাবালিকা ছাত্রীদের বিরুদ্ধে বড়গেড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর চন্দ্র মাহাত-এর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শিক্ষক নাবালিকা আদিবাসী ছাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়মিত হয়রানি করতেন।

আজ জামতোড়িয়া হাই স্কুল ময়দানে আয়োজিত আদিবাসী কল্যাণ সমিতির এক ফিজিক্যাল মিটিং-এ এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মিটিং-এ উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের সম্মানিত আইনজীবী প্রদীপ সরেন মহাশয়, যিনি মামলা পরিচালনার দায়িত্ব নেবেন।

মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভাস্কর চন্দ্র মাহাতকে কঠোরতম সাজা নিশ্চিত করার লক্ষ্যে মামলা পরিচালনা করা হবে, এবং এর যাবতীয় খরচ বহন করবে আদিবাসী কল্যাণ সমিতি।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, “নির্যাতিত ছাত্রীদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের প্রথম অগ্রাধিকার। সমাজের অন্যায় যেন আর কোনো আদিবাসী শিশু বা কিশোরীকে স্পর্শ না করে, তা আমরা নিশ্চিত করব।”

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের নজর আকর্ষণ করা হচ্ছে, যাতে দ্রুত এবং ন্যায়সঙ্গত ব্যবস্থা নেওয়া যায়।

#আদিবাসীকল্যাণ #বড়গেড়িয়াছাত্রীনিবাস #নাবালিকা_নির্যাতন #শিক্ষকদুর্নীতি #ন্যায়বিচার #কল্যাণসমিতি #প্রদীপসারেন #সামাজিকঅধিকার #মেয়ে_নিরাপত্তা #আন্দোলন #ভারতীয়আদিবাসী
#আদিবাসীকল্যাণ #বড়গেড়িয়াছাত্রীনিবাস #ন্যায়বিচার #শিক্ষকদুর্নীতি #সামাজিকঅধিকার

09/10/2025

বাঁকুড়া জেলার আদিবাসী মহলে ফের তীব্র বিতর্কের ঝড় উঠেছে। কেন্দ্রবিন্দুতে মিলন মান্ডি নামের এক ব্যক্তি। সমাজের বিভিন্ন মহল অভিযোগ তুলেছে— মিলনবাবু গত কয়েক বছরে একাধিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বারবার নিজের অবস্থান বদল করেছেন। এই রাজনৈতিক দোদুল্যমানতার জেরেই আদিবাসী সমাজে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হচ্ছে বলে দাবি অনেকের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিলন মান্ডি কখনও ঝাড়খন্ড দিশম পার্টির সঙ্গে, কখনও ঝাড়খন্ড মুক্তি মোর্চার ঘনিষ্ঠ হয়ে, আবার বিভিন্ন রাজনৈতিক মঞ্চেও সক্রিয়ভাবে উপস্থিত থেকেছেন। সম্প্রতি তাঁকে কুড়মি সমাজের এক সভায় দেখা যায়, যেখানে তিনি প্রকাশ্যে কুড়মিদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে সওয়াল করেন। তাঁর বক্তব্য, “যদি কুড়মিরা আদিবাসী হিসেবে স্বীকৃতি পায়, তবে জঙ্গলমহলে পঞ্চম তফসিলের বিধান প্রয়োগ হবে।”

এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এক বুদ্ধিজীবী পাল্টা বলেন, “লাদাখে তো এতদিন ধরে আন্দোলন চলছে, কিন্তু সেখানে এখনও পঞ্চম তফসিল কার্যকর হয়নি। তাহলে জঙ্গলমহলে কীভাবে হবে?” তাঁর অভিযোগ, “আসলে এইসব বক্তব্য সমাজের জন্য নয়, ব্যক্তিস্বার্থসিদ্ধির জন্য।”

এরই মধ্যে সমাজের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়েছে মিলন মান্ডির সাম্প্রতিক কুড়মিদের সভায় তার রাজনৈতিক অবস্থান। অভিযোগ, অতীতে যেসব রাজনৈতিক দলের সমালোচনা করেছেন, সম্প্রতি সেই দলেরই মঞ্চে উঠে ভাষণ দিয়েছেন তিনি। আদিবাসী সমাজের তরুণ প্রজন্ম ও সংগঠিত মহলে তাই প্রশ্ন উঠেছে— এই ঘনঘন দলবদলের নেপথ্যে প্রকৃত উদ্দেশ্য কী?

আদিবাসী সমাজের একাধিক কর্মী বলেন, “আন্দোলনের নামে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার প্রবণতা দিন দিন বাড়ছে। কিছু মানুষ আদিবাসী নাম ব্যবহার করে সমাজের ঐক্য ভাঙার কাজ করছেন। এটা আদিবাসী আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া কিছু নয়।”

একজন স্থানীয় বিশ্লেষকের মন্তব্য, “আদিবাসী রাজনীতি একসময় আদর্শভিত্তিক ছিল। কিন্তু এখন কিছু স্বঘোষিত নেতা নিজেদের প্রাসঙ্গিক রাখতে দলবদলের খেলায় নেমেছেন। এতে সমাজের প্রকৃত আন্দোলন দুর্বল হচ্ছে।”

এই পরিস্থিতিতে আদিবাসী সংগঠনগুলির মধ্যে আলোচনা শুরু হয়েছে— ভবিষ্যতে কীভাবে এমন সুযোগসন্ধানী প্রবণতা রোধ করা যায়। অনেকে বলছেন, সমাজের ঐক্য রক্ষার স্বার্থে “এই ধরণের রাজনৈতিক মঞ্চসন্ধানীদের মুখোশ উন্মোচন করা জরুরি।”

আদিবাসী সমাজের এক প্রবীণ নেতা বলেন, “আমরা ঐক্য চাই, বিভাজন নয়। আদিবাসী নাম ব্যবহার করে কেউ যদি ব্যক্তিস্বার্থে রাজনীতি করেন, সমাজ তাঁকে কখনও ক্ষমা করবে না।” একজন অভিযোগ করেছেন এই মিরজাফর ব্যক্তি কে কোথাও কোনো আদিবাসী এলাকায় প্রোগ্রামে গেলে তাড়িয়ে দেওয়ার নিদান দেওয়া হয়েছে।




















06/10/2025

অল ইন্ডিয়া টপার সুমন কিসকু: হুগলির পার্বতীপুরের মাটির ছেলে পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা 🇮🇳

হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম পার্বতীপুর। পাকা রাস্তা, আলো কিংবা শহরের কোলাহল এখানকার মানুষ খুব একটা চেনে না। কিন্তু এই ছোট্ট গ্রামেরই এক আদিবাসী যুবক আজ দেশের গর্ব—সুমন কিসকু।

ITI ড্রোন টেকনিশিয়ান ট্রেডে অল ইন্ডিয়া টপার হয়ে সারা দেশের মধ্যে নজির গড়েছেন সুমন। সম্প্রতি তাঁর এই অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে সংবর্ধনা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে।

শিক্ষায়, প্রযুক্তিতে, উদ্ভাবনে আদিবাসী সমাজের তরুণ প্রজন্ম যে আজ পিছিয়ে নেই, সুমনের সাফল্য সেই বাস্তবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সুমন বলেন,“আমাদের সমাজে এখনও অনেকেই ভাবে, বড় কিছু করা সম্ভব নয়। আমি শুধু দেখাতে চেয়েছি—ইচ্ছা থাকলে পথ নিজেরাই তৈরি হয়ে যায়।”

স্থানীয় মানুষ ও শিক্ষকদের মধ্যে এখন আনন্দের জোয়ার। গোঘাটের পার্বতীপুর আজ সারা ভারতের মানচিত্রে উজ্জ্বল এক বিন্দু।

এই সাফল্য শুধু সুমনের নয়, এটি গোটা আদিবাসী সমাজের আত্মমর্যাদার বিজয়।

05/10/2025

রামপুরহাটে আদিবাসী ছাত্রী খুন ও ধর্ষণ,ন্যায়ের দাবিতে সরব পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি

নিজস্ব সংবাদদাতা
শিলদা পাটাবিন্দৌ, ৪ অক্টোবর:- রামপুরহাটে এক আদিবাসী ছাত্রীকে হত্যার ও ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে আদিবাসী সমাজ। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে শনিবার পাটাবিন্ধৌ আন্তর্জাতিক আদিবাসী মেলায় এই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত বিচার ও কঠোরতম শাস্তির দাবি তোলা হয়।

সমিতির তরফে বলা হয়েছে, “এটা শুধু এক জন মেয়ের উপর নৃশংসতা নয় — এটি সমগ্র আদিবাসী সমাজের মর্যাদা, সম্মান ও নিরাপত্তার প্রশ্ন। অপরাধীর রঙ, জাতি বা পরিচয় যাই হোক না কেন, বিচার হোক দ্রুত, স্বচ্ছ ও সর্বোচ্চ শাস্তির মাধ্যমে।”

সমিতির সদস্যদের দাবি, দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া এই অপরাধের উপযুক্ত বিচার সম্ভব নয়। তাদের বক্তব্য, “আমরা আইনকে সম্মান করি, কিন্তু আইনি প্রক্রিয়ার নামে দীর্ঘসূত্রিতা নয়। দ্রুত তদন্ত ও বিচারই এখন সময়ের দাবি।”

তবে সংগঠনটি পরিষ্কার জানিয়েছে, তারা কোনো প্রকার সহিংসতার পক্ষে নয়। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আইনকে বঞ্চিত করে কোনও ধরনের বিচ্ছিন্ন সহিংসতা সমর্থন করি না। আমাদের দাবি আইনি, নৈতিক ও শক্ত। আমরা চাই—আইনের আলোয় দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি নিশ্চিত হোক।”

পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সমাজের সকল স্তরের মানুষকে ন্যায়ের দাবিতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে। অবিভক্ত মেদিনীপুর জেলা জগ পারগানা শিবুলাল মুর্ম্মূ সোশ্যাল মিডিয়ায় জনগণের প্রতি চার দফা আহ্বান জানিয়ে সরব হয়েছেন—

১. সামাজিক মাধ্যমে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন ও পোস্টটি শেয়ার করুন।
২. স্থানীয় পুলিশ, জেলা প্রশাসন, মানবাধিকার সংগঠন ও প্রধান সংবাদমাধ্যমকে ট্যাগ করে ন্যায়বিচারের দাবি জানান।
৩. মানবাধিকার ও আদিবাসী সংগঠনগুলির মাধ্যমে লিখিতভাবে প্রতিবেদন ও আইনি চাপ বাড়ান।
৪. শান্তিপূর্ণভাবে স্মারক সভা ও মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদের ঐক্য বজায় রাখুন।

সমিতির এক মুখপাত্র বলেন, “আমাদের কণ্ঠ আমাদের অস্তিত্ব। ন্যায় না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ থামবে না।”

সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছে আদিবাসী সমাজ, ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ন্যায়ের দাবিতে সরব বহু আদিবাসী যুবক-যুবতী ও অধিকারকর্মী। , , , —এই হ্যাশট্যাগগুলো ঘিরে শুরু হয়েছে এক ন্যায়-আন্দোলন।

অন্য এক সংগঠনের নেতার কথায়, “ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের কণ্ঠ স্তব্ধ হবে না। আজকের প্রতিবাদ ভবিষ্যতের নিরাপত্তার ভিত্তি।”

অবিভক্ত মেদিনীপুরের ঐতিহ্যবাহী পাঁটাবিন্দৌ পরব মেলা, সাঁওতাল সংস্কৃতির আন্তর্জাতিক মিলনক্ষেত্র....ঝাড়গ্রাম, ২০২৫: অবিভক...
03/10/2025

অবিভক্ত মেদিনীপুরের ঐতিহ্যবাহী পাঁটাবিন্দৌ পরব মেলা, সাঁওতাল সংস্কৃতির আন্তর্জাতিক মিলনক্ষেত্র....

ঝাড়গ্রাম, ২০২৫: অবিভক্ত মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী তথা বর্তমান ঝাড়গ্রাম জেলার শিলদা সংলগ্ন ওড়গোন্দায় প্রতি বছর বিজয়া দশমীর পরের দিন থেকে দুই দিন (একাদশী ও দ্বাদশী) ধরে অনুষ্ঠিত হয় পাঁটাবিন্দৌ পরব মেলা এবং দ্বাদশী এর দিন অসংখ্য মানুষের জনসামাগম হয়। এটি শুধুমাত্র কেনাবেচার স্থান নয়, বরং আদিবাসী সাঁওতাল সংস্কৃতির এক প্রাণবন্ত পরব উৎসব, যেখানে মিলিত হয় খাদ্য, শিল্প, সাহিত্য ও লোকসংস্কৃতি।

মেলায় হস্তশিল্প, কৃষি উপকরণ, পোশাক, অলঙ্কার, বাদ্যযন্ত্র এবং সাঁওতালি বইসহ নানা সামগ্রী পাওয়া যায়। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো সাঁওতালদের ঐতিহ্যবাহী খাবার, যেমন মাংস পিঠে (চাড়পা পিঠো), হাও রিৎ (কুরকুট), সাং তিকি।

মেলাকে ঘিরে নৃত্য-গান, লোককাহিনি এবং সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা মেলাটিকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, বিহার এমনকি দেশের বাইরের (নেপাল, বাংলাদেশ) সাঁওতালরাও অংশগ্রহণ করেন। ফলে, পাঁটাবিন্দৌ মেলা আজ আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে।

অবিভক্ত মেদিনীপুর জেলা জগ পারগানা শিবুলাল মুর্ম্মূ একজনের ফেসবুক কমেন্ট বক্সে জোরালো পরব মেলার স্বচ্ছতা নিয়ে দাবি করেছেন—“পাটাবিন্দৌ পরব কি ঐতিহ্য হিসেবে বাঁচবে, নাকি কলঙ্কে পরিণত হবে?”

তিনি বলেছেন—আজ এই পবিত্র পরবকে ঘিরে শুরু হয়েছে বিবাদ, স্বার্থের লড়াই এবং অর্থের অস্বচ্ছতা। যারা নিজেদের স্বার্থে পরবকে ব্যবহার করছে, তারা সমাজকে ভাঙছে।

আয়-ব্যয়ের কোনো হিসাব নেই, কোনো স্বচ্ছতা নেই—প্রশ্ন উঠছে, টাকা কোথায় যাচ্ছে?

যদি এইভাবে চলতে থাকে, আগামী দিনে এই পরব গৌরব নয়, একটি কলঙ্ক হিসেবেই ইতিহাসে লেখা হবে।

শিবুলাল মুর্ম্মূ’র দাবি ▫️অবিলম্বে “পাটাবিন্দৌ পরব কুমুট ট্রাস্ট” গঠন করতে হবে।
▫️প্রতিটি আয়-ব্যয় ট্রাস্টের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করতে হবে।
▫️স্বাধীন নিরীক্ষকের মাধ্যমে প্রতি বছর হিসাব পরীক্ষা করতে হবে।
▫️ট্রাস্ট বোর্ডে সমাজের প্রকৃত প্রতিনিধি, ওই এলাকার ১৬ মৌজার মাঝি বাবা, প্রবীণ ব্যক্তি ও সাংস্কৃতিক কর্মী থাকতে হবে—কোনো ব্যক্তিগত স্বার্থান্বেষীর জায়গা থাকবে না।

তিনি আরও বলেন---
▫️ স্বচ্ছতা ছাড়া এই পরব টিকবে না।
▫️ দায়বদ্ধতা ছাড়া এই পরব মর্যাদা পাবে না।
▫️ সময় থাকতে ব্যবস্থা না নিলে—আমরা সবাই ইতিহাসের কাছে দায়ী থাকব।

তিন প্রশ্ন রেখে বলেছেন, আমরা কি পাটাবিন্দৌ পরবকে রক্ষা করব, নাকি নিজেদের অবহেলায় কলঙ্কিত হতে দেব?

▫️স্থান: ওড়গোন্দা, শিলদা,ঝাড়গ্রাম
▫️সময়: বিজয়া দশমীর পরের দিন থেকে দুই দিন অর্থাৎ একাদশী ও দ্বাদশী।

✨ লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন!
আপনার গঠনমূলক এবং গুরুত্বপূর্ণ মতামত আমাদের জন্য অমূল্য।
আমাদের পেজের সমস্ত নতুন আপডেট পেতে ফলো করুন এবং পাশে থাকুন।


29/09/2025

🏆 এশিয়া কাপ ফাইনালে ভারতীয়দের ঐতিহাসিক জয় 🏏

নিজস্ব সংবাদদাতা:-
অবশেষে এশিয়া কাপের মুকুট উঠল ভারতের মাথায়। টানটান উত্তেজনা আর রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে পাকিস্তানকে হারিয়ে ২০২৫ এশিয়া কাপ জিতল ভারতীয় ক্রিকেট দল।

ফাইনাল ম্যাচ ঘিরে সকাল থেকেই ছিল উৎসবের আবহ। দেশজুড়ে কোটি কোটি মানুষ চোখ রেখেছিল টেলিভিশনের পর্দায়। শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাসরুদ্ধকর উত্তেজনা। কিন্তু শেষ হাসি হাসল ।

ভারতের জয়ে মাঠে ঝড় উঠেছিল ছক্কার বৃষ্টি ও বোলারদের দুর্দান্ত প্রদর্শনীতে। পাকিস্তানের ব্যাটিং লাইন-আপকে চাপে ফেলে দিয়েছিল ভারতীয় বোলাররা। অন্যদিকে, ব্যাট হাতে ভারতীয়দের আক্রমণ সামলাতে পারেনি প্রতিপক্ষ।

এই জয়ে শুধু একটি ট্রফি নয়, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের গর্ব আর আত্মবিশ্বাসও ফিরে এল। জয়ের পরে দেশজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। রাস্তায় রাস্তায় আতশবাজি, ঢাকের শব্দ আর স্লোগানে মুখরিত চারদিক।

আজকের জয় প্রমাণ করল—ভারতীয় ক্রিকেট দল শুধু খেলছে না, খেলছে দেশের জন্য, কোটি কোটি মানুষের ভালোবাসার জন্য।

ভারত মাতার জয় 🇮🇳🔥

27/09/2025

বড়গেড়িয়া ছাত্রীনিবাসে শ্লীলতাহানি: গ্রেফতার না হলে ৮ অক্টোবর থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি....

পুরুলিয়া, ২৭ সেপ্টেম্বর:
বড়গেড়িয়া ছাত্রীনিবাসে ছাত্রীদের উপর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে ক্ষোভ বাড়ছে। গত ২৩ সেপ্টেম্বর ঘটনাটির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছিল। সেখানেই অভিযুক্ত ভাস্কর চন্দ্র মাহাতকে গ্রেফতারের দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিভিন্ন আদিবাসী সংগঠন।

কিন্তু নির্ধারিত সময়সীমা পার হলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ আরও বাড়ে। সেই প্রেক্ষিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারত জাকাত মাঝি পারগানা মহল (মান বাজার ২ মুলুক) ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, পুরুলিয়া জেলা শাখার প্রতিনিধিরা বরো থানায় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন।

আদিবাসী সংগঠনগুলির তরফে পুরুলিয়া জেলা পারগানা জানান— প্রশাসনকে আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে। ৭ অক্টোবর পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। সংগঠনগুলির কড়া হুঁশিয়ারি, “এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব।”

স্থানীয় মানুষজনের একাংশের দাবি, প্রশাসনের শিথিল ভূমিকার জন্য অভিযুক্ত এখনও আইনের বাইরে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে ছাত্র-যুব সমাজের বক্তব্য— দীর্ঘসূত্রিতা বরদাস্ত করা হবে না, প্রয়োজনে সড়ক অবরোধ, থানা ঘেরাও থেকে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হবে।













27/09/2025

ছাত্রীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, পাঁচমাথা মোড় অবরোধ....

ঝাড়গ্রাম, ২৭ সেপ্টেম্বর :
রামপুরহাট আদিবাসী স্কুলের ছাত্রীকে লাগাতার ধর্মঘট করে খুন করে বস্তায় বন্দি করে দেহ ফেলে দেওয়া প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রাম শহর। শনিবার সকালে ভারত জাকাত মাঝী পারগানা মহলের উদ্যোগে সিধু কানহু মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল পাঁচমাথার মোড়ে পৌঁছনোর পর পথ অবরোধে সামিল হন সংগঠনের শতাধিক সদস্য-সমর্থক।

অভিযোগ, রামপুরহাটের আদিবাসী স্কুলের ওই কন্যাশিশুর মৃত্যু নিয়ে প্রশাসনের ভূমিকা শুরু থেকেই প্রশ্নের মুখে। মৃতার পরিবারের পাশে দাঁড়িয়ে সংগঠনের দাবি—

▫️দোষীদের অবিলম্বে ফাঁসির মঞ্চে ঝোলানো হোক।
▫️ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিক প্রশাসন।

অবরোধ ঘিরে ব্যস্ত পাঁচমাথা এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে সংগঠনের নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তাঁরা।

একজন আন্দোলনকারী বলেন, “একটি কন্যাশিশুর মৃত্যু আমরা সহজভাবে মেনে নেব না। প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। না হলে রাস্তায় নেমেই জবাব দেব।”

বাঁকুড়ার হীড়বাঁধে অভিযুক্তের ফাঁসির দাবিতে ডেপুটেশন.. হীড়বাঁধ (বাঁকুড়া), 27শে সেপ্টেম্বর :বীরভূম জেলার রামপুরহাটে আদ...
27/09/2025

বাঁকুড়ার হীড়বাঁধে অভিযুক্তের ফাঁসির দাবিতে ডেপুটেশন..

হীড়বাঁধ (বাঁকুড়া), 27শে সেপ্টেম্বর :
বীরভূম জেলার রামপুরহাটে আদিবাসী কন্যাকে নৃশংস ভাবে হত্যার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির সাজা দেওয়ার দাবিতে শনিবার বাঁকুড়ার হীড়বাঁধ থানায় ডেপুটেশন জমা দিল ভারত জাকাত মাঝি পারগানা মহল।

সকালে হীড়বাঁধ থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন শতাধিক আদিবাসী পুরুষ-মহিলা ও যুবসমাজ। তাঁদের দাবি, “এমন বর্বরোচিত অপরাধের যথাযথ শাস্তি না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা অসম্ভব।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে,
👉 প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
👉 অপরাধীদের আড়াল করার চেষ্টা হলে আদিবাসী সমাজ চুপ করে থাকবে না।

ডেপুটেশনের পর সংগঠনের নেতৃবৃন্দ জানান, “ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই লড়াই শুধু এক পরিবারের জন্য নয়, সমগ্র আদিবাসী সমাজের জন্য।”

ঘটনাস্থলে উপস্থিত জনতার মধ্যে ছিল উত্তেজনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল বলে থানা সূত্রে জানা গিয়েছে।


#ভারত #জাকাত #মাঝি #পারগানা #মহল

27/09/2025

পুরুলিয়ায় আদিবাসী ছাত্রীকে হেনস্থার অভিযোগে বিক্ষোভ মিছিল:-

পুরুলিয়া :
বোরো থানার অন্তর্গত বড়গোড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর চন্দ্র মাহাতোর বিরুদ্ধে। অভিযোগ দায়ের হলেও অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেননি বোরো থানার ওসি। ঘটনায় ক্ষোভ বাড়ছে স্থানীয় মহল ও ছাত্রছাত্রীদের মধ্যে।

অন্যদিকে, বীরভূম জেলার রামপুরহাটে এক আদিবাসী ছাত্রীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের ঘটনাতেও ক্ষোভে ফুঁসছে গোটা আদিবাসী সমাজ। এই দুই ঘটনার প্রতিবাদে শনিবার পুরুলিয়া জেলার লালাপুর মহাত্মা গান্ধী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলের আয়োজন করে সান্তাল স্টুডেন্ট ইমপ্রুভমেন্ট অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন ও হুড়া মুলুক কমিটি। কলেজ থেকে লালাপুর কলেজ পর্যন্ত প্রতিবাদ মিছিল চলতে থাকে।

মিছিলে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনরাও। অধ্যাপক শশীকান্ত মুর্ম্মূ গুরুত্বপূর্ন কিছু বক্তব্য রাখেন।

প্রতিবাদীদের দাবি, অভিযুক্ত প্রধান শিক্ষক সহ সমস্ত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা।

#ন্যায়চাই
#আদিবাসীর_নিরাপত্তা #নান্দনিক_ন্যায় #অপরাধীর_শাস্তি #পুরুলিয়া #লালাপুর #সাঁওতালি_স্বর

#ন্যায়চাই #পুরুলিয়া #লালাপুর

Address

Midnapur

Alerts

Be the first to know and let us send you an email when সমাজ সাড়িম পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সমাজ সাড়িম পত্রিকা:

Share