18/09/2025
পুরুলিয়ায় কুড়মি সমাজের রেল ও রাস্তা অবরোধের বিরোধিতায় পথে “সচেতন নাগরিক মঞ্চ”
পুরুলিয়া, ১৮ সেপ্টেম্বর :
আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে কুড়মি সমাজের পক্ষ থেকে ঘোষিত রেল ও সড়ক অবরোধ কর্মসূচির বিরোধিতা করে রাস্তায় নামলেন “সচেতন নাগরিক মঞ্চ”-এর সদস্যরা। বৃহস্পতিবার পুরুলিয়ায় মঞ্চের এক সাংবাদিক বৈঠকে কড়া ভাষায় এই কর্মসূচির বিরোধিতা করেন মাহাতো সম্প্রদায়ের সাংবাদিক দেবরাজ মাহাতো।
দেবরাজবাবু সরাসরি বলেন, “রেল ও রাস্তা অবরোধের মতো কর্মসূচি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো ছাড়া আর কিছুই নয়। আন্দোলনের নামে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে জিম্মি করা একেবারেই গ্রহণযোগ্য নয়।” পাশাপাশি তিনি কুড়মি সমাজের আন্দোলনের পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করে অজিত প্রসাদ মাহাতোর নাম উল্লেখ করে একাধিক মন্তব্য করেন।
উল্লেখযোগ্য, কুড়মি সমাজের পক্ষ থেকে বহুদিন ধরেই ST তালিকাভুক্তির দাবিতে জোরদার আন্দোলন চলছে। সেই আন্দোলনের অঙ্গ হিসেবেই আগামী ২০ সেপ্টেম্বর থেকে টানা রেল ও সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির জেরে জঙ্গলমহল থেকে শুরু করে সমগ্র দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
“সচেতন নাগরিক মঞ্চ”-এর দাবি, দাবিদাওয়া নিয়ে গণতান্ত্রিক পথে আন্দোলন করা উচিত, কিন্তু জনজীবন অচল করে দেওয়ার মতো কর্মসূচি সমাজের পক্ষে ক্ষতিকর। মঞ্চের সদস্যরা এদিন স্পষ্ট জানিয়ে দেন— ভবিষ্যতে যদি অবরোধ কর্মসূচির কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়েন, তবে তারা লাগাতার বিরোধিতা করবেন।
ভিডিও বার্তায় দেবরাজ মাহাতোর বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বক্তার মতামত সম্পূর্ণ তাঁর নিজস্ব, এর জন্য সমাজ সাড়িম পত্রিকা কোনওভাবেই দায়ী নয়।