13/03/2025
স্টাইল স্টেটমেন্ট-টেক্সটাইল ♾️
তামিলনাড়ুর চেট্টিনাড়, সেখানকার কড়াইকুদি গ্রাম - যেখানে সৃষ্টি হয় ভারতীয় উপমহাদেশের হট অ্যান্ড হিউমিড ওয়েদার এর জন্য একেবারে পারফেক্ট ; আরামদায়ক অথচ আকর্ষণীয় চেট্টিনাদ কটন 🥻
গত বছরের পুজোর ছুটি তে সেখানে গিয়ে এক তাঁত শিল্পীর বাড়ি থেকে আর এক তাঁত শিল্পীর বাড়িতে ছোটা ছুটি করতে করতে আর হাজারো নয়নাভিরাম শাড়ি দেখে তো পুরো কনফিউসড! কোনটা ছেড়ে কোনটা নি!?
সঙ্গী দুজনের তখন সঙ্গীন দশা আমাকে শাড়ি পছন্দে সঙ্গ দিতে দিতে ☺️
যাই হোক সমবেত পছন্দে শেষমেশ খানকতক কেনা হল নিজের ও বাড়ির সদস্যদের জন্য। কমাবে না ধরে নিয়ে ও স্বভাবসিদ্ধ ভাবে দরদাম করলাম । এবং অবাক কাণ্ড বেশ অনেক টা দাম কমাতে পারলাম সহজেই । ঐ যে গীতা তে বলেছে না ….. এক্ষেত্রে কিন্তু সামান্য চেষ্টায় ভালোই ফল পাওয়া গেল ।
আর সব শেষে সবচে গুরুত্বপুর্ণ বিষয়, চেট্টিনাড় এ কেবল মাত্র কটন অর্থাৎ সুতির শাড়িই বোনা হয় আদি অনন্ত কাল ধরে ! এই নামে যে সব সিল্কএর শাড়ি আমাদের এখানে বিক্রি হয় তার রহস্য আমার অজানা 😄
Last but not the least, just like the sarees,Chettinad cuisine is charismatic! Varied, vibrant n lip smacking 🤤
আমার itinerary তে মাদুরাই থেকে রামেশ্বরম যাবার পথে এই এক্সপেরিয়েন্স টা প্ল্যান করে নিয়েছিলাম কারন কোথাও বেড়াতে গেলে স্থানীয় হ্যান্ডলুম শাড়ি একেবারে তাঁত থেকে সংগ্রহ করা আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টামাত্র যা আমার দেশের অতুলনীয় শিল্পীদের সৌন্দর্য সৃষ্টির যে পরম্পরা তার প্রতি আমার অনন্ত শ্রদ্ধা ও সম্মান 🙏🏻♥️
🧿