
19/06/2025
প্রসাদের নামে ঈমান হরণ!
ধন্যবাদ দিদি আরবি নামধারীদের
কৌশলে অমুসলিম করার জন্য।
ইসলামের দৃষ্টিতে, অন্য ধর্মের উপাসনাস্থলে নিবেদিত ‘প্রসাদ’ গ্রহণ করা তো দূরের কথা, তা ছুঁয়েও দেখা একজন মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম ও গর্হিত কাজ।
যে ‘প্রসাদ’ কোনো মন্দিরে ভগবানের নামে নিবেদন করা হয়েছে, তা মুসলমানের ঘরে প্রবেশ করানো এক প্রকার নাজায়েয ও শরিয়তবিরুদ্ধ কাজ। এই ‘প্রসাদ’ বিতরণ করা, রাখা কিংবা ছড়িয়ে দেওয়াও গুনাহ এবং ঈমানের জন্য বিপজ্জনক।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে, রাজ্য সরকার মুসলমানদের ঘরে ঘরে সেই প্রসাদ রেশন ব্যবস্থার ছদ্মবেশে ঢুকিয়ে দিতে চাচ্ছে!
এটা শুধু ইসলামিক মূল্যবোধের উপর আঘাত নয় — এটা একটি চিন্তিত করার মতো পরিকল্পিত চক্রান্ত, যা মুসলমানদের ঈমান ও আত্মপরিচয়কে ধীরে ধীরে দুর্বল করে দিতে চায়।
শুনে রাখুন!
প্রশাসন বদলাবে, সরকার বদলাবে—কিন্তু ঈমান গেলে কিছুই থাকবে না।
যে মুহূর্তে মুসলমান নিজের ঈমানের রক্ষণাবেক্ষণে গাফেল হয়, সে মুহূর্তেই সে পরাজিত।
সমাজের সকল মুসলিম ভাই ও বোনদের কাছে সতর্ক থাকার ও প্রতিবাদ জানানোর আবেদন করছি। আজ আমরা যদি চুপ থাকি, কাল আমাদের সন্তানদের ঈমান থাকবে না, থাকবে শুধু নামের ইসলাম।
✍️ Sahidul Islam