Ahil Studio

Ahil Studio Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ahil Studio, Media/News Company, Medinipur.
(1)

আমাদের গণতন্ত্র মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা ও খবর প্রচারের বস্তুনিষ্ঠতার ওপর অনেকটা নির্ভর করে থাকে। যে রাজনৈতিক নেতারা যদি মিথ্যা খবর প্রচারে নিরুৎসাহিত করেন, জানবেন সেই আপনাদের আসল নেতা।
(মার্কোস লেমন)

তেজস্বী যাদবের আরজেডি, আসাদউদ্দিন ওয়াইসির মীম ও অন্যান্যদের করা আবেদনে সাড়া দিয়ে সুপ্রিমকোর্টে নির্দেশ দেয়, SIR-এ আধ...
08/09/2025

তেজস্বী যাদবের আরজেডি, আসাদউদ্দিন ওয়াইসির মীম ও অন্যান্যদের করা আবেদনে সাড়া দিয়ে সুপ্রিমকোর্টে নির্দেশ দেয়, SIR-এ আধার কার্ডকে ১২ তম প্রামাণ্য নথি হিসাবে গ্রহন করতে হবে।

08/09/2025

ইউটিউবার দীপক ব্যাপারীর বিরুদ্ধে কোর্টে মামলা করলো নওশাদ সিদ্দিকী! ফেঁসে গেল কি দীপক?

পশ্চিমবঙ্গের ইতিহাসে এক লজ্জার দিন! এই লজ্জা শুধু রাজ্য সরকার বা PSC এর না এই লজ্জা আমার আপনার সবার, কারন আমরা দূর্নীতিগ...
30/08/2025

পশ্চিমবঙ্গের ইতিহাসে এক লজ্জার দিন! এই লজ্জা শুধু রাজ্য সরকার বা PSC এর না এই লজ্জা আমার আপনার সবার, কারন আমরা দূর্নীতিগ্রস্ত লোকদের বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছি।

নীচের যে লম্বা লিস্টগুলো দেখছেন, এগুলোতে আমার আপনার তথা সমস্ত উচ্চ শিক্ষিত গরীব ঘরের বেকারদের স্বপ্ন ভঙ্গ করা বন্য পশুদের নাম নথিভুক্ত আছে, যারা অর্থের বিনিময়ে চাকরি কিনে উচ্চ শিক্ষিত যুবসমাজের শিক্ষক/শিক্ষিকা হওয়ার স্বপ্ন ধ্বংস করে দিয়েছে। আর সেখানে সহযোগিতা করেছে রাজ্য সরকারের কেউ ও PSC।

আর সম্ভবত ইতিহাসে এই প্রথম কেউ নিজেই চুরির কথা খাতায় কলমে স্বীকার করে নিলো।।

ছিঃ ছিঃ! লজ্জা!!

ভুয়ো ST সার্টিফিকেট ধরতে RTI কর্মসূচি ✅✅১৪ দিনে ২৮ টি RTI ✅চলছে তথ্য সংগ্রহের কাজ। 🎯 PWD, Irrigation, Ramkrishna Missio...
30/08/2025

ভুয়ো ST সার্টিফিকেট ধরতে RTI কর্মসূচি ✅
✅১৪ দিনে ২৮ টি RTI
✅চলছে তথ্য সংগ্রহের কাজ।
🎯 PWD, Irrigation, Ramkrishna Mission, শিক্ষক, ডাক্তার, নার্স, নবান্ন, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, কোলকাতা, কলেজ সার্ভিস, WBCS অফিসার ।
➡️ ভুয়ো ST দের ধরতে চলছে চিরুনি তল্লাশির কাজ সমস্ত দপ্তরে ।

With Muhammad Ujair – I just got recognised as one of their top fans! 🎉
28/08/2025

With Muhammad Ujair – I just got recognised as one of their top fans! 🎉

ওবিসি ইস্যু : সরকারের সাথে সাথে মুসলিম মুখোশধারী বিশ্বাসঘাতকেরাও দায়ী,সব দোষ শুধু সরকারের নয়। এই সর্বনাশের খেলায় মুসলি...
28/08/2025

ওবিসি ইস্যু : সরকারের সাথে সাথে মুসলিম মুখোশধারী বিশ্বাসঘাতকেরাও দায়ী,

সব দোষ শুধু সরকারের নয়।
এই সর্বনাশের খেলায় মুসলিম নামধারী কিছু নেতা ও কর্মকর্তাও সমানভাবে অপরাধী।

২ জন হলো তৃণমূলের নেতা ,একজন ইটাহারের বিধায়ক Mosaraf Hussen , আর একজন রাজ্যসভার সাংসদ Samirul Islam , ও WBCS অফিসার তানভীর আফজাল— এরা ছিলেন OBC কমিটির সদস্য। অথচ আজ নিজেদের ভক্তদের দিয়ে প্রচার করাচ্ছেন, তারা নাকি সংগ্রাম করেছেন!

কোথায় সেই সংগ্রাম?
মুসলিম সমাজ যখন সর্বনাশের মুখে, তখন তারা কী করেছে?

বাস্তবে এরা মুসলিম নাম ব্যবহার করে রাজনীতি করে, সুবিধা পেলে চুপ থাকে, আর বিশ্বাসঘাতকের মতো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

আগে যেখানে OBC-A কোটার 10% মুসলিমদের ছিল, আজ তা কেড়ে নিয়ে পুরো 17% কোটাই অন্যদের হাতে। মুসলিমরা শুধু সার্টিফিকেট হাতে পাবে— কিন্তু বাস্তবে কোনো সুবিধা পাবে না।

তাই দোষ শুধু সরকারের নয়—
এই মুসলিম মুখোশধারী গাদ্দাররাও সমান অপরাধী।
জনগণ তাদের চিনে ফেলেছে— সময় এলে রাস্তা থেকেই নামিয়ে দেবে।

আছে উত্তর কি? 1) মুকুল রায় বলেছিল, বিজেপি মানেই তৃণমূল। 2) মমতা বলেছিল, "RSS এত খারাপ আমি বিশ্বাস করি না।"3) দিলীপ ঘোষ ব...
27/08/2025

আছে উত্তর কি?
1) মুকুল রায় বলেছিল, বিজেপি মানেই তৃণমূল।
2) মমতা বলেছিল, "RSS এত খারাপ আমি বিশ্বাস করি না।"
3) দিলীপ ঘোষ বলেছিল, " 2016র বিধানসভা ভোটে আমরা তৃণমূলকে 100র বেশি আসনে জিততে সাহায্য করেছি।
4) উমা ভারতী বলেছিল, "তৃণমূলের জন্ম থেকে আজ অবধি সঙ্ঘের শক্তিতেই তৃণমূল বলীয়ান।"
5) শোভন চ্যাটার্জী বলেছিল, "বিজেপির ঈশারাতেই তৃণমূলের জন্ম হয়।"
6) 2014য় মোদী বলেছিল, "দিল্লিতে আমরা জিতলে আর বাংলায় তৃণমূল থেকে গেলে আপনাদের দু হাতে লাড্ডু এসে যাবে।"
7) 2019 এ মোদী বলেছিল, " প্রয়োজনে মমতা আর মায়াবতীর সঙ্গে জোট করা যেতেই পারে।"
8) 2019এ মমতা বলেছিল, "কেন্দ্রে বিজেপির সঙ্গে জোট করার রাস্তা খোলা আছে।"
9) মোহন ভাগবত এরাজ্যে এসে বারে বারে RSS কর্মীদের নির্দেশ দিয়ে গেছে যে "টুকটাক আন্দোলন করছো করো। কিন্তু, এমন কিছু করা চলবে না যাতে তৃণমূলের ক্ষতি হয়।"
10) 2022 এ সঙ্ঘের মুখপত্রে ছাপা হয়, "মোদির সঙ্গে মমতার রহস্য জোট আছে।"
11) অমিত শাহের সঙ্গে রাজীব কুমারকে বাঁচানোর মিটিং সেরে মমতা দিল্লিতে বলেছিল, "NRC আমাদের ইস্যু নয়, ওটা আসামের ব্যাপার।"
12) RSS এর বরাবরের ইস্যু কাশ্মীর থেকে 370 বিলোপ ঘটানোর। সেটা হবার পর দেশজুড়ে প্রতিক্রিয়ার মধ্যেও মমতা বলেছিল, "করেছে ঠিক আছে, আমাদের জানিয়ে করতে পারতো।"
13) 2021 বিধানসভা ভোটে তৃণমূল জেতার পর RSS এর দপ্তরে উৎসব পালন করা হয়েছে।
14) 1992 এ বাবরি মসজিদ ধ্বংস ও দেশজোড়া দাঙ্গার পরও 1996 এ মমতা বলেছিল, "বিজেপি আছ্যুৎ নয়।"
15) 1997 এ মমতা বলেছিল, "বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো।"
16) বিজেপি সরকারে রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, রেলমন্ত্রী, দপ্তরহীন মন্ত্রী, কয়লা মন্ত্রী হবার পর এবং 2004 এ NDA র পরাজয়ের পরও মমতা বলেছিল, "বিজেপি আমাদের স্বাভাবিক মিত্র।"
17) 2002 ভয়ঙ্কর রাষ্ট্রীয় সন্ত্রাসে গুজরাট দাঙ্গায় 2000 মুসলিম জনতাকে কচুকাটা করার পর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে জেতার জন্য দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানায় এই মমতা বন্দ্যোপাধ্যায়।
18) রাজ্যে লাগামহীন দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে এরাজ্যে সফররত রাজনাথ সিং জানান, "এ বিষয়ে কমেন্ট করতে আমার অসুবিধা আছে।"
19) বিজেপির বর্তমান রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার জানান, RSS করে তৃণমূল করা যেতেই পারে। এবং তৃণমূলের মধ্যে বহু RSS কর্মী আছে।
20) শুধু কালীঘাটের কাকু বা যাদবপুরের MLA মলয় মজুমদারই নয়, তৃণমূলের মধ্যে বহু বহু ঘোষিত RSS কর্মী দলের সম্মতিতেই স্বপদে বিরাজমান আছেন।

কেউ চাইলে নিজেই গুগল করে দেখে নিতে পারেন।

#বিজেমূল

25/08/2025

কাটিং পোস্ট না-পেস্ট করে একটু সম্পূর্ণ কথাগুলো শুনুন। তারপর মূল্যায়ন করুন। আগে পরের কথাগুলো কতটা বাস্তবসম্মত নওশাদ ভাই বলেছেন সেটা আগে ভাবার চেষ্টা করুন। আজও পর্যন্ত বাংলার রাজনীতির ইতিহাসে এমন ভাবে সত্য কথা কেউ কোনদিন বলেনি তাই আপনাদের খুব গায়ে লাগছে।
আর হ্যাঁ এই ভিডিওটা তো পুরোনো তাহলে এখন 20-21 তারিখ পর কেনো পোস্ট করা হচ্ছে সেটারও একবার নিজেকে জিজ্ঞাসা করুন উত্তর পাবেন।
অনেক কিছু লেখার ছিলো এখন থাক।
অনেক বড় উদ্দ্যেশ্য নিয়েই মাঠে নেমেছি তাই এসব নিয়ে আর বেশি কিছু বললাম না।

কালকেই কিছু মুসলমান এই দীপক ব্যাপারীকে ডিফেন্ড করতে নেমেছিলো। সে নাকি মুসলিমদের বিরুদ্ধে উঠে আসা অনেক ষড়যন্ত্রকে ভন্ডুল ...
24/08/2025

কালকেই কিছু মুসলমান এই দীপক ব্যাপারীকে ডিফেন্ড করতে নেমেছিলো। সে নাকি মুসলিমদের বিরুদ্ধে উঠে আসা অনেক ষড়যন্ত্রকে ভন্ডুল করে দিয়েছে।
এদিকে সে আজই সিদ্দিকে আকবার (রাদ্বি.) এঁর বিরুদ্ধে তোলা এক চরম মিথ্যা ও জঘন্য অভিযোগকে সমর্থন করলো।

দীপক ব্যাপারীর মতো লোকেদের মুসলিমদের ডিফেন্ড করার প্রধান ও একমাত্র কারণ হলো বিজেপির ন্যারেটিভকে নষ্ট করে তৃণমূলের ন্যারেটিভকে জিন্দা রাখা।
সে সত্যেরও পক্ষে নেই, মুসলিমদেরও পক্ষে নেই৷
কারণ সে না জানে সত্য, না চেনে মুসলিমদের৷
সে চেনে তৃণমূলকে আর তার থেকে প্রাপ্ত টাকাকে৷

বিজেপির উত্থানের পর থেকে ভারতের মুসলিমরা সবথেকে বড়ো যে সেল্ফ স্যাবোট্যাজ করেছে সেটা হলো যে তারা রাজনীতিকে নিজের ঈমান-আকিদার থেকে বেশি গুরুত্ব দিয়েছে।
মুসলিমরা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, কাদিয়ানী, শিয়া সহ বিভিন্ন ইসলামের বাহ্যিক ও আভ্যন্তরীণ শত্রুদের দাদা বানিয়ে রেখেছে শুধু মাত্র তাদের বিজেপি বিরোধিতার জন্য৷
এতে আসলে মুসলিমদের কিছুই লাভ হওয়ার নেই৷
যেমন লাভ নেই দীপক ব্যাপারীর ভিউ বাড়িয়ে ও নিজেদের অনুষ্ঠানে তাকে দাওয়াত দিয়ে৷ কারণ, সে ততক্ষণ আপনার পক্ষে, যতক্ষণ আপনি তৃণমূলের পক্ষে৷
Muhammad Ujair

অতিরিক্ত তোষামোদীর ফল এগুলি।প্রথমে মুসলিম সেন্টিমেন্ট নিয়ে ভিডিও বানিয়ে ফলোয়ার্স বাড়িয়ে নিয়ে আসল খেলা এখন দেখাচ্ছে।...
24/08/2025

অতিরিক্ত তোষামোদীর ফল এগুলি।
প্রথমে মুসলিম সেন্টিমেন্ট নিয়ে ভিডিও বানিয়ে ফলোয়ার্স বাড়িয়ে নিয়ে আসল খেলা এখন দেখাচ্ছে। এর পর আরও কিছু বলবে দুধেল গাই গুলো অপেক্ষা করুন।

21/08/2025

ধোপে টিকল না কোনও যুক্তি, বিনা শর্তে মুক্ত নওশাদ সিদ্দিকি।
✊✊✊

| |

আগে টুপি খুলে নিয়েছিল,আজ আবার খুলে ফেলল পাঞ্জাবি!এ কোন বর্বরতা?এ কোন দুঃসাহস?মমতার পুলিশের এই জুলুম,এই অপমানের হিসাব  হ...
20/08/2025

আগে টুপি খুলে নিয়েছিল,আজ আবার খুলে ফেলল পাঞ্জাবি!এ কোন বর্বরতা?এ কোন দুঃসাহস?
মমতার পুলিশের এই জুলুম,এই অপমানের হিসাব হবেই হবে!
জনতার আদালতে,ন্যায়ের মঞ্চে!
আমরা চুপ করে থাকব না,
আমরা রুখে দাঁড়াব-ইনশাআল্লাহ!
ধিক্কার

কেন্দ্রের মুসলিম বিদ্বেষী ও সংবিধান বিরোধী কালাকানুনের বিরুদ্ধে রাজ্যের রাজধানীতে গণতান্ত্রিক অধিকার অনুসারে ধর্ণাও দেওয়া যাবে না? তলে তলে এত ভাব? ছিঃ!

আজ কলকাতায় মুসলিম নেতাদের ধর্না করতে না দেওয়ার এবং তাঁদের আটক করার প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি।

এবং সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এই স্বৈরাচারেরর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আবেদন পেশ করছি।

✒️ সাউদ সিদ্দিকী।

Address

Medinipur
721131

Alerts

Be the first to know and let us send you an email when Ahil Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahil Studio:

Share