Ahil Studio

Ahil Studio Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ahil Studio, Media/News Company, Medinipur.
(1)

আমাদের গণতন্ত্র মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা ও খবর প্রচারের বস্তুনিষ্ঠতার ওপর অনেকটা নির্ভর করে থাকে। যে রাজনৈতিক নেতারা যদি মিথ্যা খবর প্রচারে নিরুৎসাহিত করেন, জানবেন সেই আপনাদের আসল নেতা।
( মার্কোস লেমন)

প্রসাদের নামে ঈমান হরণ! ধন্যবাদ দিদি আরবি নামধারীদের কৌশলে অমুসলিম করার জন্য। ইসলামের দৃষ্টিতে, অন্য ধর্মের উপাসনাস্থলে ...
19/06/2025

প্রসাদের নামে ঈমান হরণ!
ধন্যবাদ দিদি আরবি নামধারীদের
কৌশলে অমুসলিম করার জন্য।

ইসলামের দৃষ্টিতে, অন্য ধর্মের উপাসনাস্থলে নিবেদিত ‘প্রসাদ’ গ্রহণ করা তো দূরের কথা, তা ছুঁয়েও দেখা একজন মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম ও গর্হিত কাজ।

যে ‘প্রসাদ’ কোনো মন্দিরে ভগবানের নামে নিবেদন করা হয়েছে, তা মুসলমানের ঘরে প্রবেশ করানো এক প্রকার নাজায়েয ও শরিয়তবিরুদ্ধ কাজ। এই ‘প্রসাদ’ বিতরণ করা, রাখা কিংবা ছড়িয়ে দেওয়াও গুনাহ এবং ঈমানের জন্য বিপজ্জনক।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে, রাজ্য সরকার মুসলমানদের ঘরে ঘরে সেই প্রসাদ রেশন ব্যবস্থার ছদ্মবেশে ঢুকিয়ে দিতে চাচ্ছে!
এটা শুধু ইসলামিক মূল্যবোধের উপর আঘাত নয় — এটা একটি চিন্তিত করার মতো পরিকল্পিত চক্রান্ত, যা মুসলমানদের ঈমান ও আত্মপরিচয়কে ধীরে ধীরে দুর্বল করে দিতে চায়।

শুনে রাখুন!
প্রশাসন বদলাবে, সরকার বদলাবে—কিন্তু ঈমান গেলে কিছুই থাকবে না।
যে মুহূর্তে মুসলমান নিজের ঈমানের রক্ষণাবেক্ষণে গাফেল হয়, সে মুহূর্তেই সে পরাজিত।

সমাজের সকল মুসলিম ভাই ও বোনদের কাছে সতর্ক থাকার ও প্রতিবাদ জানানোর আবেদন করছি। আজ আমরা যদি চুপ থাকি, কাল আমাদের সন্তানদের ঈমান থাকবে না, থাকবে শুধু নামের ইসলাম।
✍️ Sahidul Islam

15/06/2025

ইরান জোর বাউন্সার দিচ্ছে। ❤️
✊✊✊

ইজরায়েলে ইরানি হাইপারসোনিক মিসাইল এর ঝরনা 🚀🚀একটিও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারছে না। 🔥
14/06/2025

ইজরায়েলে ইরানি হাইপারসোনিক মিসাইল এর ঝরনা 🚀🚀
একটিও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারছে না। 🔥

13/06/2025

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ওয়াকফ সংশোধনী কালা আইনে বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচী ডঙ্গলসা।



অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ওয়াকফ সংশোধনী কালা আইনে বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচী ডঙ্গলসা।
13/06/2025

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ওয়াকফ সংশোধনী কালা আইনে বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচী ডঙ্গলসা।

13/06/2025

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো বোর্ড ও বিভিন্ন সংগঠনের সম্মিলিত মানববন্ধন কর্মসূচি।

গত বিধানসভা ভোটে নিজস্ব দল করে বামেদের সঙ্গে জোট করেন আব্বাস সিদ্দিকী।এবার কংগ্রেসে গেলেন খোবায়েব আমিনী। আজ তৃণমূলে যোগ...
09/06/2025

গত বিধানসভা ভোটে নিজস্ব দল করে বামেদের সঙ্গে জোট করেন আব্বাস সিদ্দিকী।
এবার কংগ্রেসে গেলেন খোবায়েব আমিনী। আজ তৃণমূলে যোগ দিয়ে সাধারণ সম্পাদকের পদ পেলেন পীরজাদা কাশেম সিদ্দিকী।

চেনাব ব্রিজ (Chenab Bridge) কোনো আলাদা "বিল" বা আইনের মাধ্যমে পাস হয়নি, বরং এটি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (US...
07/06/2025

চেনাব ব্রিজ (Chenab Bridge) কোনো আলাদা "বিল" বা আইনের মাধ্যমে পাস হয়নি, বরং এটি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (USBRL) প্রকল্পের একটি অংশ, যা ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পটি বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন ধাপে অনুমোদন ও অগ্রগতি লাভ করেছে।

# # # কোন সরকারের আমলে অনুমোদন হয়?
- **প্রাথমিক ধারণা ও পরিকল্পনা**: চেনাব ব্রিজ প্রকল্পের ধারণা ১৯৭০-এর দশকে প্রথম উত্থাপিত হয়েছিল।
- **অনুমোদন**: ২০০২ সালে, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে এই প্রকল্পটিকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়, যার ফলে এটি বিশেষ গুরুত্ব ও অর্থায়ন পায়।
- **অগ্রগতি**: পরবর্তীতে, মনমোহন সিং-এর নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে নকশা সংশোধন ও নির্মাণের প্রাথমিক কাজ এগিয়ে যায়।

# # # কাজ শুরু হয় কত সালে?
- **নির্মাণ শুরু**: চেনাব ব্রিজের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে ২০১৭ সালে শুরু হয়। ২০১০ সালে মনমোহন সিং-এর আমলে নকশা সংশোধনের পর, নির্মাণের জন্য প্রস্তুতি ও ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া এগিয়ে যায়। ২০১৭ সালে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে, ৩,২০০ কর্মী ও প্রকৌশলী নিয়োগ করা হয় এবং ব্রিজের খিলান (আর্চ) নির্মাণের কাজ শুরু হয়।
- **সমাপ্তি**: নির্মাণ কাজ ২০২৪ সালে সম্পূর্ণ হয়, এবং ২০২৫ সালের ৬ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্রিজের উদ্বোধন করেন।

# # # সারসংক্ষেপ
- **অনুমোদন**: অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার (২০০২ সালে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা)।
- **নির্মাণ শুরু**: ২০১৭ সালে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে।
- এই প্রকল্পে বিভিন্ন সরকারের (বাজপেয়ী, মনমোহন সিং, এবং মোদী) অবদান রয়েছে, যার মধ্যে পরিকল্পনা, অনুমোদন, নকশা সংশোধন, এবং নির্মাণের বিভিন্ন ধাপ অন্তর্ভুক্ত।
Narendra Modi

আমাদের মুখ্যমন্ত্রীর হাত অনেক লম্বা, রাজ্য থেকে কেন্দ্র পৌঁছাতে সময় লাগে না।🤪
02/06/2025

আমাদের মুখ্যমন্ত্রীর হাত অনেক লম্বা,
রাজ্য থেকে কেন্দ্র পৌঁছাতে সময় লাগে না।🤪

গত প্রায় এক শতক ধরে কোলকাতায় ঈদের নামাজ আদায় হয় রেড রোডে। কিন্তু এবারে রেড রোডে ঈদুল আদ্বহার নামাজের পারমিশন দিলোনা আর্ম...
01/06/2025

গত প্রায় এক শতক ধরে কোলকাতায় ঈদের নামাজ আদায় হয় রেড রোডে।
কিন্তু এবারে রেড রোডে ঈদুল আদ্বহার নামাজের পারমিশন দিলোনা আর্মি৷
জানিয়ে দিলো, মিলিটারি ইউয এর জন্য ঈদের নামাজ হচ্ছেনা৷

পাটনার ইউটিউবার প্রশান্ত তার অশ্লীল গানে কেবল আল্লাহর নামই ব্যবহার করেননি, বরং এমন পোস্টারও ভাইরাল করেছেন যা স্পষ্টতই তা...
25/05/2025

পাটনার ইউটিউবার প্রশান্ত তার অশ্লীল গানে কেবল আল্লাহর নামই ব্যবহার করেননি, বরং এমন পোস্টারও ভাইরাল করেছেন যা স্পষ্টতই তার মানসিকতা প্রকাশ করে এবং এই ধরনের ইউটিউবারের বিষয়বস্তু আবেগকে উস্কে দিতে পারে। Bihar Police -কে অনুরোধ করা হচ্ছে যেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয় এবং এই ধরনের কন্টেন্ট নিষিদ্ধ করা হয়।

বলিউড এবং অন্যান্য চলচ্চিত্র জগতে আল্লাহর নাম ব্যবহার করে যে গান এবং নৃত্য পরিবেশিত হচ্ছে, তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ শুরু করতে হবে। শিখদের কাছ থেকে শিখুন, শিখ গুরুর AI ছবি তৈরি করার পর ধ্রুব রাঠিকে ভিডিওটি মুছে ফেলতে হয়েছিল, যা ঠিকও ছিল। কিছু দিন পর, যারা তাদের গানে আল্লাহর নাম ব্যবহার করেছেন তাদের সকলের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।


23/05/2025

যে খবর বাজারি মিডিয়া দেখাবে না...

পাকিস্তানী গুপ্তচর জ্যোতি সনাতনী নিজেকে হরিয়ানার বিজেপি বলে দাবি করেছে।।

Address

Medinipur
721131

Alerts

Be the first to know and let us send you an email when Ahil Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahil Studio:

Share