27/08/2025
আছে উত্তর কি?
1) মুকুল রায় বলেছিল, বিজেপি মানেই তৃণমূল।
2) মমতা বলেছিল, "RSS এত খারাপ আমি বিশ্বাস করি না।"
3) দিলীপ ঘোষ বলেছিল, " 2016র বিধানসভা ভোটে আমরা তৃণমূলকে 100র বেশি আসনে জিততে সাহায্য করেছি।
4) উমা ভারতী বলেছিল, "তৃণমূলের জন্ম থেকে আজ অবধি সঙ্ঘের শক্তিতেই তৃণমূল বলীয়ান।"
5) শোভন চ্যাটার্জী বলেছিল, "বিজেপির ঈশারাতেই তৃণমূলের জন্ম হয়।"
6) 2014য় মোদী বলেছিল, "দিল্লিতে আমরা জিতলে আর বাংলায় তৃণমূল থেকে গেলে আপনাদের দু হাতে লাড্ডু এসে যাবে।"
7) 2019 এ মোদী বলেছিল, " প্রয়োজনে মমতা আর মায়াবতীর সঙ্গে জোট করা যেতেই পারে।"
8) 2019এ মমতা বলেছিল, "কেন্দ্রে বিজেপির সঙ্গে জোট করার রাস্তা খোলা আছে।"
9) মোহন ভাগবত এরাজ্যে এসে বারে বারে RSS কর্মীদের নির্দেশ দিয়ে গেছে যে "টুকটাক আন্দোলন করছো করো। কিন্তু, এমন কিছু করা চলবে না যাতে তৃণমূলের ক্ষতি হয়।"
10) 2022 এ সঙ্ঘের মুখপত্রে ছাপা হয়, "মোদির সঙ্গে মমতার রহস্য জোট আছে।"
11) অমিত শাহের সঙ্গে রাজীব কুমারকে বাঁচানোর মিটিং সেরে মমতা দিল্লিতে বলেছিল, "NRC আমাদের ইস্যু নয়, ওটা আসামের ব্যাপার।"
12) RSS এর বরাবরের ইস্যু কাশ্মীর থেকে 370 বিলোপ ঘটানোর। সেটা হবার পর দেশজুড়ে প্রতিক্রিয়ার মধ্যেও মমতা বলেছিল, "করেছে ঠিক আছে, আমাদের জানিয়ে করতে পারতো।"
13) 2021 বিধানসভা ভোটে তৃণমূল জেতার পর RSS এর দপ্তরে উৎসব পালন করা হয়েছে।
14) 1992 এ বাবরি মসজিদ ধ্বংস ও দেশজোড়া দাঙ্গার পরও 1996 এ মমতা বলেছিল, "বিজেপি আছ্যুৎ নয়।"
15) 1997 এ মমতা বলেছিল, "বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো।"
16) বিজেপি সরকারে রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, রেলমন্ত্রী, দপ্তরহীন মন্ত্রী, কয়লা মন্ত্রী হবার পর এবং 2004 এ NDA র পরাজয়ের পরও মমতা বলেছিল, "বিজেপি আমাদের স্বাভাবিক মিত্র।"
17) 2002 ভয়ঙ্কর রাষ্ট্রীয় সন্ত্রাসে গুজরাট দাঙ্গায় 2000 মুসলিম জনতাকে কচুকাটা করার পর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে জেতার জন্য দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানায় এই মমতা বন্দ্যোপাধ্যায়।
18) রাজ্যে লাগামহীন দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে এরাজ্যে সফররত রাজনাথ সিং জানান, "এ বিষয়ে কমেন্ট করতে আমার অসুবিধা আছে।"
19) বিজেপির বর্তমান রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার জানান, RSS করে তৃণমূল করা যেতেই পারে। এবং তৃণমূলের মধ্যে বহু RSS কর্মী আছে।
20) শুধু কালীঘাটের কাকু বা যাদবপুরের MLA মলয় মজুমদারই নয়, তৃণমূলের মধ্যে বহু বহু ঘোষিত RSS কর্মী দলের সম্মতিতেই স্বপদে বিরাজমান আছেন।
কেউ চাইলে নিজেই গুগল করে দেখে নিতে পারেন।
#বিজেমূল