
15/08/2022
সত্যি কী যায়, যদি এটায় হয়ে থাকে তাহলে স্বাধীনতার 75 তম অধিবর্ষে এসেও ভারতের আদিবাসী বা যারা ভারতের মূল বাসী তাদের নিজেদের অধিকার বা বাস ভূমির উপর অধিকার রক্ষা করতে প্রায়শঃই হাজার হাজার মানুষ পথে আসে।
তারা কেন তাদের এই অবস্থা ? প্রশ্ন থেকে যায়।
মনে হয়না আমার তেমন কোনো স্বাধীনতা পেয়েছি।