
25/09/2023
স্বপ্নে আজও হয়েছে দেখা
হতাশার ওই নির্জন প্রাতে,
চাও যদি মোর পুরনো প্রেম
থাকতে পারি অপেক্ষাতে।
কাটাতে চাই তোমায় ভেবে
শান্তির এক ঘুমের দেশে,
যে দেশে থাকবো একা
চাইবো তোমায় ভালোবেসে ।
অনেক কথা বলার আছে
প্রীতমের মা তোমার সাথে,
একদিন ঠিক হবেই কথা
রয়েছি তাহার অপেক্ষাতে।
পাপু মাহাত
-_-_-_-_-_-_somapti-_-_-_-_-_-