30/06/2025
মানুষ যখন মরে যায়, তখন তার লাশ পঁচে যায়, এবং মরার পরে সবার কাছে সে হয়ে যায়, ””আহা বেচারী বা বেচারা অনেক ভালো মানুষ ছিলো”” কিন্তু এই মানুষগুলো যখন জীবিত অবস্থায় থাকে তখন তার চারপাশের মানুষরা তাঁকে পঁচিয়ে মেরে ফেলার চেষ্টা করে। হায়রে মানুষ💔 হায়রে জীবন 💔হায়রে পৃথিবী💔