TL24 বাংলা

TL24 বাংলা Straight Bold & Positive

17/06/2025

যুদ্ধে বিধ্বস্ত পশ্চিম এশিয়া । ইজরায়েল ইরান যুদ্ধে, ইরান ইজরায়েলের দিকে ব্যালাস্টিক মিসাইলের এবং ড্রোন ছুঁড়ছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান ইরাকের উপর দিয়ে যাচ্ছিল। তখনই এই ভিডিও রেকর্ড করেছেন এক যাত্রী।

**📰 TL24বাংলা বিশেষ প্রতিবেদন**📍 *তারিখ: ১২ জুন ২০২৫*--- # # # **আমদাবাদে বিমান দুর্ঘটনায় ‘LONE SURVIVOR’ বিশ্বাস কুমার ...
12/06/2025

**📰 TL24বাংলা বিশেষ প্রতিবেদন**
📍 *তারিখ: ১২ জুন ২০২৫*

---

# # # **আমদাবাদে বিমান দুর্ঘটনায় ‘LONE SURVIVOR’ বিশ্বাস কুমার রমেশ — অলৌকিক রক্ষা সিট ১১A-তে**

**TL24বাংলা ডেস্ক | আমদাবাদ:**
গুজরাতের আমদাবাদে বৃহস্পতিবার দুপুরে ঘটে যায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে শহরের উপকণ্ঠে। দুর্ঘটনায় বহু যাত্রী প্রাণ হারান বা গুরুতর আহত হন। এই মর্মান্তিক ঘটনায় একমাত্র জীবিত যাত্রী হিসেবে শনাক্ত হয়েছেন **বিশ্বাস কুমার রমেশ**, যিনি বসেছিলেন **সিট নম্বর ১১A-তে।**

বিশ্বাস কুমার রমেশ, লন্ডন নিবাসী এক ভারতীয় নাগরিক, যিনি ভারতে এসেছিলেন তাঁর পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে। দুর্ঘটনার দিন তিনি তাঁর ভাই অজয়ের সঙ্গে লন্ডনে ফেরার জন্য যাত্রা করছিলেন। কিন্তু বিধ্বস্ত বিমানে ভাই **অজয় রমেশ**-এর মৃত্যু ঘটে, আর অলৌকিকভাবে বেঁচে যান বিশ্বাস।

আমদাবাদ পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘‘বিশ্বাস কুমার রমেশ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। মানসিকভাবে তিনি গভীরভাবে ভেঙে পড়েছেন, কারণ ভাইকে হারানোর যন্ত্রণা তাঁর মধ্যে তীব্র।’’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আচমকা কম উচ্চতায় নামতে শুরু করে এবং শহরের উপকণ্ঠে একটি খোলা জায়গায় আছড়ে পড়ে। উদ্ধারকাজে দমকল ও এনডিআরএফ দল দ্রুত পৌঁছয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার তদন্তে ইতিমধ্যে উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিমান সংস্থা ও এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের মধ্যে কথোপকথনের রেকর্ড পরীক্ষা করা হচ্ছে।

---

🕯️ **TL24বাংলা পক্ষ থেকে সকল নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা।**

📢 *আরও আপডেট পেতে চোখ রাখুন TL24বাংলা-তে।*
✍️ **সংবাদ পরিবেশনায়:** TL24বাংলা নিউজ ডেস্ক
📌 *[www.tl24bangla.in](http://www.tl24bangla.in)*

প্লেনে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি । সম্ভবত মৃত
12/06/2025

প্লেনে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি । সম্ভবত মৃত

12/06/2025

অহমেদাবাদ প্লেন ক্র্যাশের লাইভ ভিডিও



ভিডিওর সত্যতা যাচাই করেনি TL24বাংলা

খড়গপুর এর বস্তি বাসীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ও যেখানে সেখানে রাস্তা অনৈতিক ভাবে বন্ধের প্রতিবাদে ও ডিআরএম এর অপশারণে...
12/06/2025

খড়গপুর এর বস্তি বাসীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ও যেখানে সেখানে রাস্তা অনৈতিক ভাবে বন্ধের প্রতিবাদে ও ডিআরএম এর অপশারণের এর দাবিতে আজ খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটির ডাকে ডিআরএম বাংলো ঘেরাও অভিযান।

12/06/2025

আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, ২৪২ যাত্রী সওয়ার ছিলেন, জানুন লাইভ আপডেট

ওয়ালে রেখেদিন ! কাজে লাগবে।🤝১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট স...
12/06/2025

ওয়ালে রেখেদিন ! কাজে লাগবে।🤝

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

এই রকম আরো ভাল ভাল পোষ্ট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাহ।

তবে এতে সবাই বেক্তিগত ছবি বা সব কিছু তাদের কাছে চলে যাবে। ভেবে কাজ করবেন।

TL24বাংলা  For Refference Only.গুজরাতের আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, ব্যাপক হতাহতের আশঙ্কাআমদাবাদ, ১২ জুন ২০২৫...
12/06/2025

TL24বাংলা

For Refference Only.

গুজরাতের আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, ব্যাপক হতাহতের আশঙ্কা

আমদাবাদ, ১২ জুন ২০২৫: এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আজ গুজরাতের আমদাবাদ শহর কেঁপে উঠল। এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান আমদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি অবতরণের ঠিক আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রানওয়ের অদূরে একটি জনবহুল এলাকার কাছাকাছি ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং বিকট শব্দে আশপাশের এলাকা প্রকম্পিত হয়।
এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি, তবে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে। অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বিমানটিতে কতজন যাত্রী ছিলেন এবং ক্রু সদস্য কতজন ছিলেন, সে বিষয়ে এয়ার ইন্ডিয়া বা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে ধারণা করা হচ্ছে, বিমানে বহু যাত্রী ছিলেন।
এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী এবং গুজরাতের মুখ্যমন্ত্রী। তাঁরা উদ্ধারকার্যে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। গোটা দেশ এই দুর্ঘটনার দিকে তাকিয়ে আছে এবং সকলের মনেই এখন একটাই প্রার্থনা - যেন হতাহতের সংখ্যা কম হয়। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং বিস্তারিত তথ্য জানার সাথে সাথেই আপনাদের সামনে তুলে ধরব।

12/06/2025

মহেশতলার ঘটনা প্রসঙ্গে।
আইনজীবী ও স্থানীয়
সিপিআই(এম) নেতা
মনিরুল ইসলামের বক্তব্য !

আপনার আঞ্চলিক ভাষায় এই ফলের নাম কি..?
09/06/2025

আপনার আঞ্চলিক ভাষায় এই ফলের নাম কি..?

সুপারস্টার দেব এর নতুন লুকে পাগল নেট দুনিয়া ❤️❤️
09/06/2025

সুপারস্টার দেব এর নতুন লুকে পাগল নেট দুনিয়া ❤️❤️


09/06/2025

Address

Medinipur
721101

Alerts

Be the first to know and let us send you an email when TL24 বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share