17/09/2025
বৃহৎ দুর্নীতি-বিরোধী অভিযানে গ্রেফতার হলেন ৩৫ বছর বয়সী আসাম সিভিল সার্ভিস (ACS) অফিসার নূপুর বরা। ২০১৯ ব্যাচের এই আমলা এবং বারপেটার প্রাক্তন সার্কেল অফিসারকে টানা ছ’মাস নজরদারির পর ১৫ সেপ্টেম্বর, ২০২৫-এ মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিল্যান্স সেল গ্রেফতার করে।
তল্লাশিতে তার বাসভবন ও ফ্ল্যাট থেকে সম্পত্তি থেকে উদ্ধার হয়েছে ৯২ লক্ষ টাকা নগদ, হীরা, সোনা ও গয়না— যার মূল্য ২ কোটিরও বেশি। অথচ ছ’বছরের চাকরিজীবনে তার বেতন মোটামুটি ৬০ লক্ষ টাকা।
তার ব্যাংক অ্যাকাউন্ট, লকার এবং অস্থাবর সম্পত্তিও নজরদারিতে রয়েছে।
বর্তমানে নূপুর কামরূপ জেলার গোরাইমারির সার্কেল অফিসার পদে কর্মরত।
জানা গেছে, তার বিরুদ্ধে ২৫টিরও বেশি ভিজিল্যান্স অভিযোগ ঝুলছে। অভিযোগ রয়েছে, তিনি গুয়াহাটি ও বারপেটায় একাধিক সম্পত্তির মালিক।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, বেনামে বহু জমি কেনা-সহ সম্পত্তি বৃদ্ধি করেছেন। শুধু তা-ই নয়, জমির হস্তান্তর এবং চরিত্র বদলেরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নূপুরের বিরুদ্ধে আরও অভিযোগ, বেআইনি ভাবে সরকারি জমি সন্দেহভাজনদের কাছে বিক্রি করেছেন।