Pupa & Pupu

Pupa & Pupu Our simple lifestyle activities

পৃথিবীতে খুব ব্যাস্ত কিছু নেই,it's all about priority.  কেউ টেক্সট দেখে উত্তর দিচ্ছে না মানেসে গুরুত্ব দিচ্ছে না,না হলে ...
15/09/2025

পৃথিবীতে খুব ব্যাস্ত কিছু নেই,
it's all about priority.
কেউ টেক্সট দেখে উত্তর দিচ্ছে না মানে
সে গুরুত্ব দিচ্ছে না,না হলে ২৪ ঘণ্টায় ২৪ সেকেন্ড বের করা কোনো ব্যাপার না!
No communication is also a communication.

10/09/2025


09/09/2025




08/09/2025




07/09/2025

হে প্রভু,
আমার সমস্ত কামনা বাসনা তোমার জানা আছে;
আমার দীর্ঘনিশ্বাস তোমার কাছ থেকে লুকানো নেই ।
🙏🧿

06/09/2025

যীশু গুরুর নামে পিতাকে ডাকবো যখন
স্বর্গ থেকে আশীষ পিতা দেবেগো তখন
🙏🧿

সম্পর্কে সবচেয়ে জরুরি বিষয়টা কী?ভালোবাসা?না, সেটা পরে আসে।সবচেয়ে জরুরি হলো— যোগাযোগ।একটা সম্পর্ক তখনই বেঁচে থাকে, যখন দু...
05/09/2025

সম্পর্কে সবচেয়ে জরুরি বিষয়টা কী?
ভালোবাসা?
না, সেটা পরে আসে।
সবচেয়ে জরুরি হলো— যোগাযোগ।

একটা সম্পর্ক তখনই বেঁচে থাকে, যখন দুইজন মানুষ নিয়মিত কথা বলে, একে অপরকে সময় দেয়, মন খুলে শোনে আর বোঝার চেষ্টা করে।
শারীরিক দূরত্ব কোনো সমস্যা নয়— যদি আত্মার দূরত্ব না হয়।
হাজার মাইল দূরে থেকেও মানুষ কাছে থাকতে পারে, যদি তাদের মধ্যে প্রতিদিন একটা “আমি আছি” বলা হয়।

প্রতিদিনের সেই ছোট ছোট খোঁজ—
“কেমন আছো?”
“আজ কী করলে?”
“খেয়েছো?”
এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্কের অক্সিজেন।
এই কথাগুলো বন্ধ হয়ে গেলে, সম্পর্ক নিঃশ্বাস নিতে ভুলে যায়।

অনিয়ম, চুপ করে থাকা, কথা না বলা, গুরুত্ব না দেওয়া—এসব ধীরে ধীরে সম্পর্ককে মেরে ফেলে।
যে মানুষটাকে একসময় খুব দরকার ছিল, খুব আপন মনে হতো, সে-ই একটা সময় অচেনা হয়ে যায়।
কেননা তাকে সময় দেওয়া হয়নি, কথা বলা হয়নি, ভালোবাসা বোঝানো হয়নি।

যদি তুমি কথা না বলো, তার মনের হাল জানবে কীভাবে?
যদি তুমি সময় না দাও, সে বুঝবে কীভাবে তুমি এখনও আছো?
একটা মানুষ কেবল “ভালোবাসি” শুনে তো থাকতে পারে না, সে চায় অনুভব করতে—প্রতিদিন, প্রতি মুহূর্তে।

আর সম্পর্কটা যখন একতরফা হয়ে যায়, তখন সেই মানুষটা আর চায় না ভালোবাসা—সে চায় মুক্তি।
কারণ, ভালোবাসা তখন আর শান্তি দেয় না, দেয় বিষণ্ণতা।

যে সত্যি ভালোবাসে, সে জানে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কতটা কষ্টের।
সে চায় প্রতিদিন একটু সময় দিতে, একটু কথা বলতে, একটু অনুভব করাতে—
"তুমি এখনও আমার পৃথিবী।"

আর যে চায় না, তার কাছে সম্পর্কটা বোঝা হয়ে ওঠে।
সে আর খোঁজ নেয় না, কথা বলে না, দূরত্বের মাঝেই স্বস্তি খোঁজে।
সেখানে ভালোবাসা থাকলেও, সেটা আর টিকে না।

সম্পর্কে ভালোবাসা থাকতে হয় ঠিকই,
কিন্তু সেটা শুধু মনের গভীরে রাখলে হয় না—
প্রকাশ না করলে, জানানো না হলে, অনুভব না করালে, সেই ভালোবাসা একসময় শুকিয়ে যায়।

যোগাযোগ মানে শুধু কথা বলা নয়—
যোগাযোগ মানে মনের ভিতর একে অপরকে জায়গা দেওয়া।
তার সুখ-দুঃখের পাশে দাঁড়ানো, দিন শেষে একটা ‘তুমি’ হয়ে ওঠা।

একটা সময় আসে, যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে বারবার বোঝাতে, বারবার চেষ্টা করতে।
তখন সে নিজেই থেমে যায়।
নিজেকে গুটিয়ে নেয়।
আর তখনই সম্পর্ক শেষ হয়ে যায়—নিঃশব্দে।

তাই,
যদি সত্যি ভালোবাসো,
তবে কথা বলো, খোঁজ নাও, সময় দাও।
কারণ, যোগাযোগহীনতায় সবচেয়ে আপন মানুষটাও একদিন খুব অপরিচিত হয়ে যায়,,,,,🌚



কেউ একজন থাকা দরকার,যাকে সব খুলে বলা যায়।যাকে সব কিছু ভেঙ্গে চুরে বলা যায়, ভালো-মন্দ সব কিছু দম বন্ধ করে বলা যায়।ঠিক এমন...
04/09/2025

কেউ একজন থাকা দরকার,
যাকে সব খুলে বলা যায়।

যাকে সব কিছু ভেঙ্গে চুরে বলা যায়,
ভালো-মন্দ সব কিছু দম বন্ধ করে বলা যায়।

ঠিক এমন কেউ,
যে মনোযোগ দিয়ে সব কথা শুনবে।
মনে যা ইচ্ছে হবে বলতে,গরগর করে সব বলবো;আর
সে সবটা শুনবে!

এমন কেউ থাকা দরকার,
যে শুধু শুনেই খ্যান্ত নয় বরং জানার জন্য আরো ব্যকুল হয়ে থাকবে।

কেউ একজন দরকার,
যে কিনা মন খারাপ বলার আগেই বুঝে নিবে।

যে কিনা মুখের মিথ্যা হাসি দেখে বলে দিবে,“মন ভালো নেই!”
আর তারপর মন ভালো করার জন্য উতলা হয়ে যাবে!
আর আমি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইবো তার দিকে।

এমন একজন থাকা দরকার,
যার সাথে অনেক অভিমান করবোঃসেকেন্ডে,সেকেন্ডে অভিমান করবো।

আর যে অভিমানের কারণ বলার আগেই সবটা বুঝে নিয়ে কাঁধে মাথা রেখে বলবে,"সরি"!

এমন একজন থাকা দরকার,
যে মানসিক ভাবে ভেঙ্গে যেতে দিবে না শত হতাশা,ব্যর্থতার পরেও!
যে অনুপ্রেরণা দিবে খারাপ সময়ে,ভরসার হাত বাড়িয়ে দিবে।

কেউ একজন থাকা দরকার,
যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়!

ঠিক এমন কেউ যাকে ভরসা করা যায়,
পৃথিবী বদলে গেলেও সে বদলাবে না কখনোই।

মাঝ রাতে কোনো দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে,
ঝাপটে জড়িয়ে ধরে বলবে,
"ভয় পেও না, কিচ্ছু হবে না,এইতো;এইতো আমি তোমার পাশেই আছি।"

কেউ একজন,হ্যাঁ ঠিক এমন কেউ থাকা দরকার যে,
অসুস্থ হলে সেবা না করলেও অন্তত শরীরের তাপমাত্রা দেখার বাহানায় কপালে হাত রাখবো।

খুব আহ্লাদী কণ্ঠে বলে উঠবে;
“ইস,জ্বরে তো গা টা পুড়ে যাচ্ছে।”
খুব আহ্লাদী দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে থাকবে,
তার চোখ থাকবে জলে ছলছল!

যার মনে সর্বদা থাকবে,
এই আমিটাকে হারিয়ে ফেলার ভয়!

কেউ একজন থাকা দরকার,
যে আমার এই আমিটাকে বুঝবে,যে আমার ছোট্ট চাহিদাগুলো পূরণ করার জন্য চেষ্টা করবে।

যার কাছে কোনো দ্বিধা থাকবে না, যার উপর থাকবে কেবল একান্তই আমার অধিকার।

পৃথিবীতে এমন কেউ থাকা দরকার,
যে এই সাধারণ আমিটার জন্য ব্যকুল হয়ে থাকবে।
সামান্য কাছে পাওয়ার তীব্র আকাঙ্খা যার মনে সর্বদা নাড়া দিবে!

যে শত দূরত্বেও কখনোই গুরুত্ব কমাবে না কিংবা আগ্রহ হারাবে না এই সাধারণ আমিটার প্রতি।

পৃথিবীতে এমন কেউ একজন থাকা দরকার,
যে কেবল আমার ভালো স্বভাবকে নয়,আমার মন্দ স্বভাব গুলোও মেনে নিবে নির্দ্বিধায়।

হ্যাঁ,সত্যি বলছি,
পৃথিবীতে মানুষের এমন কেউ একজন থাকা দরকার,
যে তাকে খুব আগলে রাখবে।
ছোট ছোট যত্ন দিয়ে তাকে ভালো রাখবে।

03/09/2025

ঈশ্বর জগতকে এমন প্রেম করিলেন যে, ওনার একমাত্র পুত্রকে দান করিলেন,যেন,যে কেহ তাহাতে বিশ্বাস করে,সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পাই।

প্রভু যীশু যেমন বাতাস এবং সমুদ্রকে শান্ত করেছিলেন,তেমন তিনি আপনার পরিবারের ঝড় কেও শান্ত করবেন। যদি আপনি বিশ্বাস করেন,আম...
02/09/2025

প্রভু যীশু যেমন বাতাস এবং সমুদ্রকে শান্ত করেছিলেন,তেমন তিনি আপনার পরিবারের ঝড় কেও শান্ত করবেন। যদি আপনি বিশ্বাস করেন,
আমেন 🙏

" মানুষের চোখে খারাপ হোলে দুঃখ কিছুই নাই  তোমার চোখে পিতা আমি শ্রেষ্ঠ হতে চাই "🧿
01/09/2025

" মানুষের চোখে খারাপ হোলে দুঃখ কিছুই নাই
তোমার চোখে পিতা আমি শ্রেষ্ঠ হতে চাই "🧿

"ট্রুথ অর ডেয়ার" গেমে একবার একজনকে অদ্ভুত একটা ডেয়ার দিছিলাম। ২৪ ঘন্টা সে আমার সাথে যোগাযোগ করতে পারবে না। টেক্সট, ভয়েস,...
31/08/2025

"ট্রুথ অর ডেয়ার" গেমে একবার একজনকে অদ্ভুত একটা ডেয়ার দিছিলাম। ২৪ ঘন্টা সে আমার সাথে যোগাযোগ করতে পারবে না। টেক্সট, ভয়েস, কল কিছুই না। সে এক্সেপ্ট করলো।

তবে, ১৭ ঘন্টা পর ঠিকই টেক্সট দিলো। তার কাছে মনে হয়েছিলো, এসব ডেয়ার ফেয়ার মানার চেয়ে আমার সাথে যোগাযোগ করাটা- মনের জন্য শান্তির। অথচ সেই মানুষের সাথে আমার বহুকাল কথাই নেই। সে সবশেষ কবে টেক্সট দিয়েছে, সেটা দেখতে গেলে দুএকটা ক্যালেন্ডার উল্টে পাল্টে ফেলা লাগবে। এ কথা বলার একটাই উদ্দেশ্য, মানুষ পরিবর্তনশীল। এটা মাথার ভেতর ভালোমতো গেঁথে নেওয়া জরুরি, সবার জন্যই। আজ আপনার ঠান্ডা জ্বরেও যে চিন্তিত, একদিন হয়তো আপনার মৃত্যুও তাকে কাঁদাবে না। যার সমস্ত ছটফটানিতে আপনার অস্তিত্ব, কখনো দেখবেন- সে ছটফটানি এখন অন্য কারো জন্য।

আজ যার সাথে নানা দুঃখের গল্প শেয়ার করছেন, হুট করে একদিন সে নিজেও হয়ে যাবে 'দুঃখের গল্প'! আপনার দিক থেকে সব ঠিক থাকলেও, কিছু মানুষ বদলে যাবে। পরিবর্তন হয়ে যাবে। যার যে ভার্সনটা আজ দেখছেন- সেটা সবসময় দেখার প্রত্যাশা রাখলে, কষ্ট পেতে পারেন... মানুষ কিন্তু সত্যিই পরিবর্তনশীল!



Address

Memari, Purbo Bardhaman
Memari
713146

Alerts

Be the first to know and let us send you an email when Pupa & Pupu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pupa & Pupu:

Share