23/08/2025
বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সামাজিক সচেতনতায় উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা, ২৩ আগস্টঃ ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের ডালিম্বাচক টেকনিক্যাল হাইস্কুলে পকসো আইন, সেক্স্যুয়াল হ্যারাশমেন্ট, বাল্যবিবাহ আইনত অপরাধ, কনজিউমার ফোরাম বিষয়ক এবং সাইবার সেফটি বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এর সাথে এই শিবিরে থ্যালাসেমিয়া রোগ প্রতিহত করার আহ্বান জানিয়ে থ্যালাসেমিয়া সচেতনতা এর সাথে সাথে পূর্ব মেদিনীপুরের ডালিম্বাচক টেকনিক্যাল হাইস্কুলের ১০০ জন ছাত্রছাত্রীর থ্যালাসেমিয়া স্ক্রীনিং টেস্ট করা হয়। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে ডালিম্বাচক টেকনিক্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নন্দের সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির এডভোকেট দেবজ্যোতি মাইতি, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের টিম ও থ্যালাসেমিয়া কাউন্সেলর সঞ্চিতা আদক, পুর্ব মেদিনীপুরের ব্লাড ডোনার্স মোটিভেটর গৌরাঙ্গ কুলিয়া, ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। বিশেষ ভাবে উল্লেখ্য যে পরিবেশ সচেতনতায় সুস্থ, সবুজ, নির্মল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই শিবিরে ডালিম্বাচক টেকনিক্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নন্দের হাতে বেশ কয়েকটি গাছের চারা তুলে দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি থেকে ব্লাড ডোনার্স মোটিভেশনে ১০০ জনকে সার্টিফিকেট এবং ব্লাড ও থ্যালাসেমিয়া সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়। গৌরাঙ্গ কুলিয়া ও স্বপ্না বরাট এই সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ও বক্তব্য রাখেন ব্লাড ডোনার্স সচেতনতার ওপর। এই ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে কাজ করছে নিঃস্বার্থ ভাবে সমাজের ছাত্রছাত্রী সহ আপামর জনসাধারণের উদ্দেশ্যে।