Subyakta News Bangla

Subyakta News Bangla always update my news and video news

17/10/2025

বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির রাখি বন্ধন উৎসব

নিজস্ব সংবাদদাতা, ১৭ অক্টোবরঃ ভারতবর্ষে ২০০ বছরের ব্রিটিশ প্রশাসনের শাসন ও শোষণের প্রতিবাদ ও ব্রিটিশ প্রশাসনের বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে ১৯০৫ সালে ১৬ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুরের আহবানে সাড়া দিয়ে বাংলা জুড়ে জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে মানুষ পথে নেমে ব্রিটিশের বঙ্গভঙ্গ ও বাংলা ভাগের ষড়যন্ত্রের প্রতিবাদ করে। পালন করে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের রাখি বন্ধন উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলনের বিষয়কে স্মরণ করে মন্তেশ্বর ব্লক বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পক্ষ থেকে আজ দুপুরে মন্তেশ্বর বাজারে পবিত্র রাখি বন্ধন উৎসব পালন করা হয় হাসামরহে । রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র মন্তেশ্বর বাস স্ট্যান্ড এ এক বর্ণাঢ্য মানববন্ধন কর্মসূচি নেওয়া হয় । এদিন কর্মসূচি শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের পথিকৃতিতে মাল্যদান এই কর্মসূচি শুরু হয়। পাশাপাশি এদিন একদিকে যেমন উপস্থিত বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির সদস্যদের সঙ্গে পথ চলতি মানুষের হাতে রাখি পরানো হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দেবনারায়ণ মন্ডল, মন্তেশ্বর কলেজের শিক্ষক সাধন দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী ও ঞীড়াপ্রেমী ধনঞ্জয় সামন্ত ও বঙ্গীয় সাক্ষরতা সমিতির কর্মকর্তারা সহ এলাকার বিশিষ্ট মানুষজনেরা।

17/10/2025

যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত ৯জন

নিজস্ব সংবাদদাতা, ১৭ অক্টোবরঃ যাত্রীবাহী বাস ও ডাম্পারে সংঘর্ষের ঘটনায় আহত ৯ জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় এই দিন মন্তেশ্বর ব্লকের পুটশুড়ি অঞ্চলের গিরীনগর মোড় সংলগ্ন এলাকায় আজ ভোর ৫টা নাগাদ যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পার গাড়ির সংঘর্ষ গিরীন নগরের রাস্তার ধারে নজরুল শেখের বসত বাড়ির ভিতরে বাসটি ঢুকে পড়ে। বাড়ির ক্ষয় ক্ষতি হলেও বাড়ির কোন মানুষজনের ক্ষতি হয়নি। বাসে থাকা সমস্ত যাত্রীকম বেশি ৯ জন আহত হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক হসপিটালে চিকিৎসার জন্য পাঠায়। বাসে চালক, খালাসী ও কন্টাকটার দীর্ঘক্ষণ বাসে আটকে ছিল পরবর্তী সময় বাসের কন্টাকটার ও খালাসি সহ চালককে গ্যাস কাটার দিয়ে তাদেরকে কেটে বার করে উদ্ধার করে পাঠানো হয় মন্তেশ্বর হাসপাতালে খালাসী সহ চালকের অবস্থা খারাপ থাকায় মন্তেশ্বর হাসপাতাল থেকে তিন জনকে বর্ধমান হাসপাতালে পাঠান চিকিৎসকরা। জানা যায় মন্তেশ্বরের সুটরা গ্রামের বাসস্ট্যান্ড থেকে ভোর ৪-৪০ মিনিট নাগাদ বাসটি ছেড়ে মেমারি দিকে যাত্রী বোঝাই বাসটি যাচ্ছিল। এমন সময় পুটশুড়ি অঞ্চলের গিরিনগর মোড় এলাকায় একটি আপেল বোঝাই ডাম্পার বাসের সঙ্গে ধাক্কা মারে। এবং বাসটি একটি বসত বাড়ীতে ঢুকে পড়ে। বাসে থাকা কমবেশি ৯জন আহত হয়, বাসের চালক খালাসী সহ তিনজনের বেশ আঘাত গুরুতর। তাদের সকলকেই পুলিশ উদ্ধার করে মন্তেশ্বর হসপিটাল থেকে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা। ঘটনাস্থলে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি ও পুটশুড়ি পুলিস ফাঁড়ির ইনচার্জ সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে।

আব্দুল কালামের ৯৪ তম জন্মদিন পালন :  গোপাল চক্রবর্তী, ১৬ অক্টোবরঃ ডক্টর এ পি জে আব্দুল কালাম ফাউন্ডেশন এর উদ্যোগে হাওড়ায়...
16/10/2025

আব্দুল কালামের ৯৪ তম জন্মদিন পালন :

গোপাল চক্রবর্তী, ১৬ অক্টোবরঃ ডক্টর এ পি জে আব্দুল কালাম ফাউন্ডেশন এর উদ্যোগে হাওড়ায় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আব্দুল কালামের ৯৪তম জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ রায়।

ভারতের দরবারে পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল করে খুদে অনিকেত ব্যানার্জী পুলক চক্রবর্তী, কোন্নগর, ১৬ অক্টোবরঃ বৃহস্পতিবার  ঝাড়...
16/10/2025

ভারতের দরবারে পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল করে খুদে অনিকেত ব্যানার্জী

পুলক চক্রবর্তী, কোন্নগর, ১৬ অক্টোবরঃ বৃহস্পতিবার ঝাড়খন্ডের দেওঘর, মেগা স্পোর্টস কমপ্লেক্স, কুমেঠা স্টেডিয়াম, ব্যাডমিন্টন হলে ৫ তম সারা ভারত জি এস কে এ ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। অনিকেত ব্যানার্জীর মা অর্পিতা ব্যানার্জী বিভিন্ন রাজ্যের সাথে খেলা হয় বিহার, ঝাড়খন্ড সহ ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার "ন"পাড়া গ্রামের ১০ বছর বয়সী টেকনো ইন্ডিয়া স্কুলের ছাত্র অনিকেত ব্যানার্জী গোল্ড মেডেল জয় করে। সকাল আটটায় শুরু হয় ইভেন্টটি শুরুতেই জাতীয় সংগীত হয়। অভিভাবকরাও ভীষণ আগ্রহী ছিলেন এই দিন। ভীষণভাবে সুশৃংখল পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়। বহু গুণী ব্যক্তি এই দিন উপস্থিত ছিলেন। আমাদের রাজ্যের সম্মান সারা ভারতের দরবারে আরো একবার ছড়িয়ে পড়ে এদিন। গ্লোবাল সোতোকান ডু এসোশিয়েশন অফ ইন্ডিয়ার চিফ ইন্সপেক্টার ও এক্সজামিনার, ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন জাজ সিহান তারক নাথ সর্দার জানান অভিভাবক ও ছাত্রছাত্রীরা ভীষণভাবে সহযোগিতা করেন। ও ছাত্র-ছাত্রীরা ধৈর্য নিয়ে একনিষ্ঠতার সাথে শেষ পর্যন্ত লড়াই করে। এদিনের পরিবেশ ছিল বেশ জমজমাট।

16/10/2025

জোতশ্রীরাম ও বেড়ুগ্রাম অঞ্চলে বিজয়া সম্মেলনী

নিজস্ব সংবাদদাতা, ১৬ অক্টোবরঃ আজই জামালপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোতশ্রীরাম ও বেড়ুগ্রাম এই দুই অঞ্চলে বিজয়া সম্মেলনী হয় আজ। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারী, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, দুই প্রধান আরিফা বিবি ও হাসনারা বেগম, জোতশ্রীরাম অঞ্চল সভাপতি তপন দে সহ অন্যান্যরা। ব্লক সভাপতি মেহেমুদ খান প্রথমেই সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। তিনি বলেন যারা আজ দলের দাকে সাড়া দিয়ে এই বিজয়া সম্মেলনীতে যোগ দিলেন তাদের তিনি শুভেচ্ছা জানান। তিনি তার সঙ্গে আরও বলেন এখানেই শেষ নয়। নিজের নিজের বুথের প্রত্যেককে একত্রিত করে দলের পতাকার তলায় আনতে হবে। সকলে মিলে এক হয়ে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর অনেক ত্যাগ ও তিতিক্ষার ফল আজ দল ক্ষমতায়। সেই ক্ষমতা ধরে রাখতে হবে। আর সেটা সম্ভব হবে সারা রাজ্যে দলের কর্মীদের এক হয়ে কাজ করলে। বিরোধীরা প্রতিনিয়ত চক্রান্ত, ষড়যন্ত্র করে চলেছে। সকলকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। বিপদে আপদে মানুষের পাশে থাকে একমাত্র তৃণমূল। এ প্রসঙ্গে তিনি উত্তরবঙ্গের বন্যার কথা তুলে ধরেন। এই পরিস্থিতিতে যেখানে বিরোধী দলের নেতা নেত্রীরা মানুষের পাশে না দাঁড়িয়ে বিতর্ক করছেন, সেলফি তুলছেন সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী বন্যা বিধ্বস্ত জায়গায় পৌঁছে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আশ্বস্ত করছেন, তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন। এখানেই ফারাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অন্য কারোর। বিধায়ক সকলে বিজয়া শুভেচ্ছা জানিয়ে বলেন। মুখ্যমন্ত্রী তাদের আদর্শ, তাকে দেখেই তারা রাজনীতি করেন। সাধারণ মানুষের জন্য তিনি যা করেছেন তা এক কথায় অনবদ্য। তাই আগামী বিধানসভা ভোটে তার পাশে দাঁড়াতে হবে। তৃণমূলের প্রার্থীকে বিপুল ভোটে জেতাতে হবে। আর সেটা সম্ভব তখনই হবে যখন সমস্ত কর্মী সমর্থকরা এক হয়ে নিজের এলাকায় কাজ করবেন।

দূর্যোগের ত্রাণের জন্য চেক হস্তান্তরনিজস্ব সংবাদদাতা, ১৬ অক্টোবরঃ স্টার্ট আপ ফাউন্ডেশন পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে উত...
16/10/2025

দূর্যোগের ত্রাণের জন্য চেক হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, ১৬ অক্টোবরঃ স্টার্ট আপ ফাউন্ডেশন পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগের ত্রাণের জন্য একটি চেক এদিন হস্তান্তর করে। সংস্থার তরফে সন্দীপন সরকার জানান "এই অনুদান সংগঠনের সকল কর্মচারীর এক দিনের বেতন এবং সদস্যদের স্বেচ্ছা দানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। যদিও পরিমাণ ছোট, তবুও এটি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছু কাজে লাগবে, রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এহেন উদ্যোগ। "

প্রদীপ তৈরীর কর্মশালা,নিজস্ব সংবাদদাতা, ১৬ অক্টোবরঃ আগত দীপাবলী ও ছট পুজো যে শব্দবাজী নয় বরং আলোর উৎসব, তার বার্তা দিতে ...
16/10/2025

প্রদীপ তৈরীর কর্মশালা

,নিজস্ব সংবাদদাতা, ১৬ অক্টোবরঃ আগত দীপাবলী ও ছট পুজো যে শব্দবাজী নয় বরং আলোর উৎসব, তার বার্তা দিতে বর্ধমান আদর্শ বিদ্যালয়ে মাটির প্রদীপ তৈরীর কর্মশালা আয়োজিত হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ; সেখ শারিফ, সোমা বাস্কির মতন শতাধিক পড়ুয়া এদিন হাতে কলমে প্রদীপ তৈরী শেখে, সংস্থার সদস্যরা এদিন প্রশিক্ষণের মাঝেই পড়ুয়াদের পরিবেশে শব্দ ও আতসবাজীর কুফল নিয়ে সচেতন করে, আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান ''পড়ুয়াদের দক্ষতাবর্ধক এই কর্মশালার মাধ্যমে পুরোনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করা হয়েছে, পড়ুয়াদের নিজেদের হাতে বানোনো প্রদীপ দিয়েই তারা এবার উৎসব উৎযাপন করার অঙ্গীকার করেছে", বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার দে উদ্যোগের প্রশংসা করেন।

16/10/2025

পাড়ায় সমাধান দুই অঞ্চলে

সেখ সামসুদ্দিন, ১৬ অক্টোবরঃ পাড়ায় সমাধান কর্মসূচী আজ আয়োজিত হয় জামালপুর ২ ও পারাতল ২ অঞ্চলে যথাক্রমে জামালপুর হাই স্কুল ও শিপতাই মোহুলা এস আর হাই স্কুলে। এই ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হন তৃণমূলের জামালপুরের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, দুই প্রধান মিঠু পাল( অঞ্চল সভাপতি), মাবিয়া বেগম শেখ, পাড়াতল ২ অঞ্চল সভাপতি আনোয়ার সরকার সহ অন্যান্যরা। তারা ক্যাম্পে সকল কাউন্টারে ঘুরে দেখে ক্যাম্পে উপস্থিত সাধারণ মানুষজনের সাথে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন । মেহেমুদ খান বলেন আমার পাড়া আমার সমাধান এই কর্মসূচিতে যে সমস্ত বুথের ক্যাম্প হয়ে গেছে সেই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০ লক্ষ টাকার কাজ শুরু হয়ে গেছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা রাখেন। ক্যাম্প দুটিতে ভালো সংখ্যায় সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন।

16/10/2025

সিআইআই ব্যান্ড কনক্লেভ ২০২৫ সম্মেলন

মোল্লা জসিমউদ্দিন, ১৬ অক্টোবরঃ সিআইআই শুক্রবার ঘোষণা করেছে যে ভারতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ম্যানেজমেন্ট কর্মশালা, সিআইআই ব্র্যান্ড কনক্লেভ ২০২৫-এর ২৪তম সংস্করণে নেতৃত্ব দিতে বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ড কৌশলবিদ এবং লেখক ডঃ এরিক জোয়াকিমস্ট্যালার কলকাতায় আসবেন। কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়। সিল ব্র্যান্ড কনক্লেভ, যা এখন তার ২৪তম বছরে পা রাখছে, একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যা প্রতি বছর ভারত জুড়ে ৪০০ জনেরও বেশি শীর্ষ প্রতিনিধিকে একত্রিত করে, যার মধ্যে রয়েছে মার্কেটিং নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং উদ্ভাবক। গত দুই দশক ধরে, এই কনক্লেভটি উদ্ভাবন, অন্তর্দৃষ্টি এবং অনুপ্রেরণার সমার্থক হয়ে উঠেছে, ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কিছু কণ্ঠস্বরকে আতিথ্য প্রদান করে।

16/10/2025

সিপিআইএম সারা ভারত ক্ষেতমজুর মন্তেশ্বর ব্লক কমিটির ৩য় সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ১৬ অক্টোবরঃ সিপিআইএম সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের মন্তেশ্বর ব্লক কমিটির পক্ষ থেকে দিবাকর রায় নগর মঞ্চে পাতুন বাজার মোড় সংলগ্ন এলাকায় একটি হলে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আজ সকাল ৯টায় সংগঠনের ব্লক কমিটির সভাপতি ডালিম মন্ডল দলীয় দলীয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের ১১০ জন প্রতিনিধিদের নিয়ে দলীয় সংগঠনের নানান বিষয়ের উপর পর্যালোচনা ও প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে সারাদিন ব্যপি সিপিআইএম সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের মন্তেশ্বর ব্লক কমিটির তৃতীয় তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন আয়োজনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক কমিটির সম্পাদক ফিরোজ শেখ, উজ্জ্বল দাসরা জানান সকাল ৯টায় মালডাঙ্গা বাজার তথা সম্মেলনের প্রাঙ্গনে সংগঠনের দলীয় পতাকা সংগঠনের সভাপতি ডালিম মণ্ডল উত্তোলন করে ও শহীদ বেদীতে মাল্যদান সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার সম্পাদক মিজানূর রহমান সম্মেলনের সূচনা করেন। এই সম্মেলনে দলীয় সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে, ক্ষেতমজুরদের স্বার্থ রক্ষা করার দাবিতে সংগঠনকে আন্দোলনমুখী করা সহ ১০০দিনের কাজকে ২০০ দিনের কাজ আদায়ের দাবী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ বিভিন্ন বিষয় তুলে ধরার মাধ্যমে সম্মেলন থেকে ব্লক কমিটির নির্বাচিত নতুন সম্পাদক ফিরোজ শেখ, নতুন সভাপতি উজ্জ্বল দাসকে নির্বাচিত করে ২৬জনের নতুন কমিটি নির্বাচিত করা হয় বলে জানান সংগঠনের নতুন নির্বাচিত এরিয়া কমিটির সম্পাদক ফিরোজ শেখ।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মিজানুর রহমান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শাহাজান চৌধুরী, ও রবীন্দ্রনাথ ঘোষ, মন্তেশ্বর ব্লক কমিটির সম্পাদক ফিরোজ শেখ, সভাপতি উজ্জ্বল দাস, সহ আরো অন্যান্য নেতৃত্ব।

15/10/2025

আবুজহাটি ১ ও ২ অঞ্চলে বিজয়া সম্মেলনী

নিজস্ব সংবাদদাতা, ১৫ অক্টোবরঃ পূর্ব বর্ধমানের জামালপুরে গত ১০ তারিখ থেকে শুরু হয়েছে অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মেলনী। চলবে আগামী ১৬ তারিখ পর্যন্ত। আজ জামালপুরের আবুজহাটি ১ ও ২ অঞ্চলে আয়োজিত হয় বিজয়া সম্মেলনী। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারী, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, দুই প্রধান রমজান শা ও ঝর্না দাস, উপপ্রধান শ্যামল চ্যাটার্জী, দুই অঞ্চল সভাপতি তরুণ ঘোষ ও রমেন্দ্রনাথ কোনার সহ অন্যান্যরা। অন্যান্য অঞ্চলের মত এই অঞ্চলেও প্রচুর কর্মী সমর্থকরা যোগদান করেন বিশেষ করে মহিলা কর্মী সমর্থকদের ভিড় ছিল দেখার মত। মেহেমুদ খান বক্তব্যে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়নের কাজ করে চলেছেন তা দেশের অন্য কোথাও দেখা যাবে না। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পকে অন্যান্য রাজ্য অনুসরণ করছে। বিশেষ করে নারী প্রগতির জন্য তাদের সকলের প্রিয় দিদি মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার আজকের দিনে দাঁড়িয়ে মহিলাদের জন্য অনুদান নয়। এটা তাদের সম্মান যা আগে কেউ দেয় নি। তিনি দুর্গাপুরের ঘটনা নিয়ে বিরোধীদের প্রতি তীব্র ধিক্কার জানান। তিনি বলেন যে ঘটনা ঘটেছে তাকে কেউ সমর্থন করছে না। রাজ্যের পুলিশ দারুণ কাজ করছে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিরোধীদের প্রশ্ন ছুঁড়ে দেন আপনারা এত কথা বলছেন কিন্তু মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় পাশ করিয়ে অপরাজিতা বিল কেন্দ্রে পাঠান সেখানে সেই বিল আটকে দেওয়া হয়। এই ধরনের দ্বিচারিতা বিজেপি ছাড়া আর কেউ করতে পারবে না। নানা ভাবে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে। কিন্তু তাতেও দমানো যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তাই আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে।

14/10/2025

নিখোঁজ নাবালিকা কিশোরীকে কেরল থেকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ১৪ অক্টোবরঃ প্রায় মাস দুইয়েক নিখোঁজ থাকা এক নাবালিকা কিশোরীকে কেরল থেকে উদ্ধার করে মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশের ভূমিকায় খুশি ওই নাবালিকা কিশোরীর পরিবারের লোকজন। পুলিশ সূত্রে জানা যায়, মাস দুইয়েক আগে মন্তেশ্বর থানা এলাকা থেকে এক নাবালিকা কিশোরী নিখোঁজ হয়। পরিবারের লোকেরা আত্মীয়-পরিজন ও চারিদিকে খোঁজ খবর করেও বাড়ির মেয়ের খোঁজ পায়নি। এরপর পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় নাবালিকার অপহরণের লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্ত নেমে পুলিশ ওই কিশোরীর নিখোঁজের ঘটনায় স্থানীয় এক যুবকের জড়িত থাকার সন্ধান পায়। বিভিন্ন সূত্র মারফত খবর নিয়ে জানতে পারে ওই কিশোরী কেরালায় রয়েছে। মন্তেশ্বর থানার পুলিশ জানায় মন্তেশ্বর থানার পুলিশের একটি দল কেরালায় গিয়ে গতকাল ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযুক্ত যুবকের সন্ধান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ। উদ্ধার হওয়া কিশোরীকে আজ কালনা মহকুমা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।

Address

Memari

Telephone

+919434331346

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subyakta News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subyakta News Bangla:

Share