Subyakta News Bangla

Subyakta News Bangla always update my news and video news

23/08/2025

বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সামাজিক সচেতনতায় উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, ২৩ আগস্টঃ ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের ডালিম্বাচক টেকনিক্যাল হাইস্কুলে পকসো আইন, সেক্স্যুয়াল হ্যারাশমেন্ট, বাল্যবিবাহ আইনত অপরাধ, কনজিউমার ফোরাম বিষয়ক এবং সাইবার সেফটি বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এর সাথে এই শিবিরে থ্যালাসেমিয়া রোগ প্রতিহত করার আহ্বান জানিয়ে থ্যালাসেমিয়া সচেতনতা এর সাথে সাথে পূর্ব মেদিনীপুরের ডালিম্বাচক টেকনিক্যাল হাইস্কুলের ১০০ জন ছাত্রছাত্রীর থ্যালাসেমিয়া স্ক্রীনিং টেস্ট করা হয়। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে ডালিম্বাচক টেকনিক্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নন্দের সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির এডভোকেট দেবজ্যোতি মাইতি, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের টিম ও থ্যালাসেমিয়া কাউন্সেলর সঞ্চিতা আদক, পুর্ব মেদিনীপুরের ব্লাড ডোনার্স মোটিভেটর গৌরাঙ্গ কুলিয়া, ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। বিশেষ ভাবে উল্লেখ্য যে পরিবেশ সচেতনতায় সুস্থ, সবুজ, নির্মল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই শিবিরে ডালিম্বাচক টেকনিক্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নন্দের হাতে বেশ কয়েকটি গাছের চারা তুলে দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি থেকে ব্লাড ডোনার্স মোটিভেশনে ১০০ জনকে সার্টিফিকেট এবং ব্লাড ও থ্যালাসেমিয়া সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়। গৌরাঙ্গ কুলিয়া ও স্বপ্না বরাট এই সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ও বক্তব্য রাখেন ব্লাড ডোনার্স সচেতনতার ওপর। এই ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে কাজ করছে নিঃস্বার্থ ভাবে সমাজের ছাত্রছাত্রী সহ আপামর জনসাধারণের উদ্দেশ্যে।

23/08/2025

বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ২৩ আগস্টঃ বসতবাড়িতে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত বাদশা শেখ, (ওরফে সৃজন,) পুটশুড়ি পঞ্চায়েতের বিঘা গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা যায়, এক দিন আগে মন্তেশ্বর কুসুমগ্রাম পঞ্চায়েতের কুলুটগ্রামে একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানান বাড়ির মালিক মোজাফফর হোসেন। অভিযোগের তদন্তে নেমে পুলিশ কুসুমগ্রাম বাজার সংলগ্ন দীর্ঘনগর মোড় এলাকা থেকে কুলুটগ্রামের বাসিন্দা সাদ্দাম শেখকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় ধৃত সাদ্দামকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাদশার নাম উঠে আসে। ঘটনার পর থেকেই সে লুকিয়ে বেড়াচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে তার বাড়ির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে কালনা আদালতে তোলে মন্তেশ্বর থানার পুলিশ।

বৃষ্টির জলে রাস্তা কাদাময়অরুণ লোধ, ২৩ আগস্টঃ ১ থেকে ৬ নম্বর ছবি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বজবজ ব...
23/08/2025

বৃষ্টির জলে রাস্তা কাদাময়

অরুণ লোধ, ২৩ আগস্টঃ ১ থেকে ৬ নম্বর ছবি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বজবজ বিধানসভা কেন্দ্রে বজবজের টাংরোড বজবজের শ্যামপুর মোড় থেকে আচিপুর মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা এবং বৃষ্টির জল জমে রাস্তা কাদাময়। ভাঙাচোরা অবস্থায় হাজার হাজার মানুষ যাতায়াত করছে বজবজ রেলওয়ে স্টেশন থেকে আছিপুর হুগলি নদীর পার হয়ে বাউরিয়া হাওড়া জেলার প্রচুর মানুষ অফিস যাত্রী কলকাতা আসে বজবজ হয়ে শিয়ালদা ঢুকে। রেলপথ যাত্রীর রাস্তার বেহাল অবস্থা অপরদিকে প্রশাসন উদাসীন।

22/08/2025

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ২২ আগস্টঃ
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত জয়দেব ঘোষ, বয়স ২৩ বছর। মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের ধেনুয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় ওই যুবক বর্ধমান শহরে একটি মিষ্টির দোকানের কর্মী ছিল। দিন কয়েক আগে বাড়ি ফিরে সে। বাড়ি ফেরার পর থেকেই সে মনমরা ছিল। শুক্রবার সকালে বাড়ির মধ্যেই একটি ঘরে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। এলাকায় শোকের ছায়া। পুলিশ জানায় ঘটনায় কোন অভিযোগ জমা পড়েনি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু হয়েছে। এ বিষয়ে মৃতের কাকার বক্তব্য পাওয়া যায়, সম্পূর্ণ খবরে থাকুন।

22/08/2025

পাড়ায় সমাধান ক্যাম্পে মানুষের ঢল

নিজস্ব সংবাদদাতা, ২২ আগস্টঃ জামালপুরে আজ পাড়ায় সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয় আবুইঝাটি ১ অঞ্চলে বাণী বিদ্যাপীঠ হাই স্কুল ও জৌগ্রাম অঞ্চলে জৌগ্রাম হাই স্কুলে। এই ক্যাম্প পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস, পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, দুই অঞ্চল প্রধান রমজান শী ও মল্লিকা মন্ডল, দুই অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল সহ অন্যান্যরা। সভাধিপতি পাড়ায় সমাধান ক্যাম্পে নির্দেশ বুথের কী কী দাবী আছে সেগুলো দেখেন ও উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। মেহেমুদ খান বলেন জেলা সভাধিপতি আজ জামালপুর এসেছিলেন পাড়ায় সমাধানের ক্যাম্প পরিদর্শন করেন ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। তিনি বলেন পাড়ার মানুষ নিজের বুথের উন্নয়নের আবেদন নিজেরাই করছেন। আর তাদের করা আবেদনের ভিত্তিতেই সেই পাড়ার বা বুথের কাজ করা হবে। মুখ্যমন্ত্রীর এ এক অভূতপূর্ব পরিকল্পনা।

বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হয় নবীনবরণ উৎসবনিজস্ব সংবাদদাতা, ২২ আগস্টঃ রাধাকান্তপুর উচ্চবিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হয় ন...
22/08/2025

বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হয় নবীনবরণ উৎসব

নিজস্ব সংবাদদাতা, ২২ আগস্টঃ রাধাকান্তপুর উচ্চবিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হয় নবীন বরণ উৎসব। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভেন্দু ঘোষ পতাকা উত্তোলন করেন। ছাত্র - ছাত্রীদের উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সারাদিন ব্যাপী নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক অনুষ্ঠান হয় ছাত্রীরা কন্যাশ্রী নাটক মঞ্চস্থ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপগন্তার ২ প্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা ভান্ডারী, উপপ্রধান দেবব্রত দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনিমেষ দত্ত।

22/08/2025

জেলা স্কুল ক্যারাটে সিলেকশন ট্রায়াল

নিজস্ব সংবাদদাতা, ২২ আগস্টঃ ডিস্ট্রিক্ট কাউনসিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস, পূর্ব বর্ধমানের পরিচালনায় পূর্ব বর্ধমান জেলা স্কুল ক্যারাটে সিলেকশন ট্রায়াল ২০২৫ (আন্ডার-১৪,১৭,১৯ মহিলা) বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে গত ২১ আগস্ট আয়োজিত হয়। এই খেলাটির টেকনিক্যাল সহযোগিতা প্রদান করে ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গল দ্বারা অনুমোদিত জেলা সংস্থা বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন। জেলার চারটি মহকুমার (বর্ধমান সদর উত্তর, বর্ধমান সদর দক্ষিণ, কালনা ও কাটোয়া) বিভিন্ন স্কুল থেকে মোট প্রায় ১৪০ জন প্রতিযোগী মোট ৩৩টি বিভাগে এখানে অংশগ্রহণ করে। প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক রেনসি দেবাশীষ কুমার মন্ডল এবং এছাড়াও ছিলেন ছয়জন ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন এর জাতীয় বিচারক। এই খবর জানান পূর্ব বর্ধমান জেলা স্কুল গেমসের সাধারণ সম্পাদক অরুণাভ কোনার। তিনি আরোও জানান, প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীরা আগামী ৬৯তম রাজ্য স্কুল গেমস ক্যারাটে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমান জেলা স্কুল গেমসের জয়েন্ট সেক্রেটারি প্রদীপ্ত কুমার ঘোষ বলেন, এবারের জেলা ক্যারাটে স্কুল গেমস খেলা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এর জন্য সকলে খুব খুশি।

21/08/2025

বিদ্যালয়ে নবী দিবস উপলক্ষে গজল পরিবেশন

বেসিক লাইফ সাপোর্ট সচেতনতা শিবিরনিজস্ব সংবাদদাতা, ২০ আগস্টঃ বেসিক লাইফ সাপোর্ট সচেতনতা শিবির আয়োজিত হয় শক্তিগড় গার্লস...
21/08/2025

বেসিক লাইফ সাপোর্ট সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা, ২০ আগস্টঃ বেসিক লাইফ সাপোর্ট সচেতনতা শিবির আয়োজিত হয় শক্তিগড় গার্লস হাই স্কুলে। কোন মানুষের যদি হঠাৎ কার্ডিয়াক এ্যারেস্ট হয় তাহলে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে জীবন ফিরিয়ে দেওয়া যায়, যে পদ্ধতিতে সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসসিটেলান এর মাধ্যমে তার প্রশিক্ষণ দেয়া হয়। শক্তিগড় গার্লস হাই স্কুলের সেমিনার হলে উপস্থিত ছিলেন বর্ধমান ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শিল্পা ভকত, প্রধান শিক্ষিকা সুজাতা বন্দোপাধ্যায় এবং অন্যান্য শিক্ষিকাবৃন্দ। সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং শরণ্যা নার্সিং স্কুলের যুগ্ম সহযোগিতায় এই প্রশিক্ষণ দেয়া হয়। শরণ্যা বিএলএস কোর্স কো-অর্ডিনেটর তথা সিনিয়র এমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ অরিন্দম বিশ্বাস, নার্সিং টিউটর শ্রুতি মাঝি, শ্রেয়সী রায় প্রমুখ প্রশিক্ষণ দেন। নার্সিং কোর্স কো-অর্ডিনেটর অম্লান দাস বলেন যন্ত্র সর্বোচ্চ বা যন্ত্রনির্ভরতা এবং আধুনিক জীবন যাপন মানুষের হার্ট এ্যাটাকের সংখ্যা অনেক বাড়িয়ে তুলেছে। ফলে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় তার প্রশিক্ষণ গোটা জেলা ব্যাপী আমাদের শুরু হয়েছে, এদিন ছিল শক্তিগড় গার্লস হাই স্কুলে।

21/08/2025

ধারাবাহিক সারা রাজ্যে চলছে পাড়ায় সমাধানের ক্যাম্প

সেখ সামসুদ্দিন, ২১ আগস্টঃ পূর্ব বর্ধমানের জামালপুরে আজ চকদিঘী অঞ্চলের রঙ্কিনি মহুলা হাই স্কুলে ও বেরুগ্রাম অঞ্চলের চক্ষণজাদি জি এম ইনস্টিটিউশনে পাড়ায় সমাধানের ক্যাম্প আয়োজিত হয়। এই ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, দুই প্রধান অসীমা বাগ ও হাসনারা খাতুন, বেরুগ্রামের উপ প্রধান রিয়া বাগ, দুই অঞ্চল সভাপতি আজাদ রহমান ও সাহাবুদ্দিন শেখ (দানি) সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন প্রতিদিনই ক্যাম্পে যাদের পরিষেবা প্রয়োজন তারা ছাড়াও অনেক সাধারণ মানুষ আসছেন। একে অপরকে ফর্ম ফিলাপ করতে সাহায্য করছেন। প্রত্যেকের স্বতঃস্ফূর্ততা চোখে পড়ার মতো। নিজের বুথের উন্নয়ন নিজেরাই ঠিক করছেন এ এক অন্য অনুভূতি। মুখ্যমন্ত্রী এটাই চান সাধারণ মানুষ এই ভাবেই সরকারী কাজের সাথে যুক্ত হন। মুখ্যমন্ত্রীকে তিনি এ জন্য ধন্যবাদ, প্রণাম ও কৃতজ্ঞতা জানান। সাধারণ মানুষও যারা পাড়ায় সমাধান ক্যাম্পে আসছেন ব্যবস্থা না দেখে তারাও খুব খুশী।

21/08/2025

বিদ্যালয়ের নবী দিবস পালন

সেখ সামসুদ্দিন, ২১ আগস্টঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা দুই বিদ্যালয় নবী দিবস পালন করা হয়। কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী। উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাদ্রাসার শিক্ষক আব্দুল হালিম বিশেষ অতিথি তাতারপুর মসজিদের ইমাম জাকির হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সেখ আনিসুর রহমান। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গজল, নজরুলগীতি পরিবেশনের পাশাপাশি বক্তব্য রাখেন। মাদ্রাসার ছাত্র ইমদাদুল্লাহ লস্কর গজল পেশ করেন এদিনের অনুষ্ঠানে বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী, আদর্শ সহ কিভাবে মানুষের মানবিক গুন, বিবেক জাগ্রত করেছেন সেই দিকগুলি তুলে ধরে আলোচনা করেন।

21/08/2025

আমার পাড়া আমার সমাধান' পৌর এলাকায়

সেখ সামসুদ্দিন, ২১ আগস্টঃ মেমারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ২০৩ ও ২০৪ নম্বর বুথের মানুষদের নিয়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি খাঁড়ো কুঁয়াতলায় দুর্গা মন্দির প্রাঙ্গণে করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সর্বজিৎ তামাং, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলার তাপস পাঁজা, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবরাজ ব্যানার্জী সহ পৌর অফিসার ও বিভিন্ন বিভাগীয় আধিকারিকবৃন্দ। এখানে মানুষের সমস্যার কথা শুনে অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা করে বুথ ভিত্তিক ১০ লক্ষ টাকার কর্মসূচি নির্ধারিত করা হয়। একই সঙ্গে দুয়ারে সরকারের পরিষেবা দেওয়া হয়। সেখানে লক্ষী ভান্ডার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা নিতে বহু মানুষ উপস্থিত হন।

Address

Memari

Telephone

+919434331346

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subyakta News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subyakta News Bangla:

Share