17/10/2025
বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির রাখি বন্ধন উৎসব
নিজস্ব সংবাদদাতা, ১৭ অক্টোবরঃ ভারতবর্ষে ২০০ বছরের ব্রিটিশ প্রশাসনের শাসন ও শোষণের প্রতিবাদ ও ব্রিটিশ প্রশাসনের বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে ১৯০৫ সালে ১৬ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুরের আহবানে সাড়া দিয়ে বাংলা জুড়ে জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে মানুষ পথে নেমে ব্রিটিশের বঙ্গভঙ্গ ও বাংলা ভাগের ষড়যন্ত্রের প্রতিবাদ করে। পালন করে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের রাখি বন্ধন উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলনের বিষয়কে স্মরণ করে মন্তেশ্বর ব্লক বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পক্ষ থেকে আজ দুপুরে মন্তেশ্বর বাজারে পবিত্র রাখি বন্ধন উৎসব পালন করা হয় হাসামরহে । রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র মন্তেশ্বর বাস স্ট্যান্ড এ এক বর্ণাঢ্য মানববন্ধন কর্মসূচি নেওয়া হয় । এদিন কর্মসূচি শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের পথিকৃতিতে মাল্যদান এই কর্মসূচি শুরু হয়। পাশাপাশি এদিন একদিকে যেমন উপস্থিত বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির সদস্যদের সঙ্গে পথ চলতি মানুষের হাতে রাখি পরানো হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দেবনারায়ণ মন্ডল, মন্তেশ্বর কলেজের শিক্ষক সাধন দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী ও ঞীড়াপ্রেমী ধনঞ্জয় সামন্ত ও বঙ্গীয় সাক্ষরতা সমিতির কর্মকর্তারা সহ এলাকার বিশিষ্ট মানুষজনেরা।