Subyakta News Bangla

Subyakta News Bangla always update my news and video news

" গুমনামী বাবার ডি.এন.এ. রিপোর্ট জানাজানি হলে দেশে চরম উত্তেজনার সৃষ্টি হবে ... "অভিষেক হালদারঃ নেতাজীর অন্তর্ধান সম্পর্...
19/09/2025

" গুমনামী বাবার ডি.এন.এ. রিপোর্ট জানাজানি হলে দেশে চরম উত্তেজনার সৃষ্টি হবে ... "

অভিষেক হালদারঃ নেতাজীর অন্তর্ধান সম্পর্কিত ভারত সরকারের তৃতীয় ও সর্বশেষ তদন্ত কমিশন জাস্টিস মনোজ মুখার্জীর নেতৃত্বাধীন মুখার্জী কমিশন' ১৯৪৫ সালের ১৮ ই আগস্ট তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যু ঘটেনি' দাবি করার পাশাপাশি' অন্তর্ধানের পর নেতাজী কোথায় গেলেন এই বিষয়েও কিছুদূর তদন্ত চালিয়েছিল। কিন্তু, কংগ্রেসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অসহযোগিতা তদন্তকে ফলপ্রসূ হতে দেয়নি। এমনকি, মুখার্জী কমিশনের রিপোর্ট কংগ্রেস সরকার গ্রহণ পর্যন্ত করেনি। যাই হোক, মুখার্জী কমিশনের তদন্তে উঠে আসে উত্তরপ্রদেশের ফৈজাবাদের অযোধ্যার এক সন্ন্যাসীর নাম -'ভগবানজি',
মিডিয়া যাকে নাম দেয় --- 'গুমনামী বাবা'। এই সন্ন্যাসীকে স্থানীয়রা আত্মগোপনে থাকা নেতাজী সুভাষচন্দ্র বসু বলে জানতেন। এমনকি, ১৯৪১ সালের ১৭ ই জানুয়ারি গভীর রাতে সুভাষ এলগিন রোডের বাড়ি থেকে বেপাত্তা হওয়ার আগে সুভাষের রাজনৈতিক জীবনে যারা সহকর্মী ছিলেন তাদের একাংশ এই সন্ন্যাসীর সাথে যোগাযোগ রেখে চলতেন এবং এই বাঙালি সন্ন্যাসীর জন্মদিনে ২৩ শে জানুয়ারি এককালের সুভাষ ঘনিষ্ঠ প্রাক্তন স্বাধীনতা সংগ্রামীরা সন্ন্যাসীর ডেরায় হাজির হতেন। ১৯৮৫ সালের ১৬ ই সেপ্টেম্বর লোকচক্ষুর আড়ালে স্বাধীন ভারতে প্রায় তিন তিনটে দশক কাটানো সন্ন্যাসীর মহাপ্রস্থানের পর রামভবনে তাঁর ঘরে একটি দেশলাই বাক্সে পাওয়া দাঁতের ডি.এন.এ. পরীক্ষা তদন্তকারী জাস্টিস মুখার্জী কলকাতা ও হায়দ্রাবাদের সরকারী ল্যাবরেটরি থেকে করিয়েছিলেন। হায়দ্রাবাদের ল্যাবরেটরি জানিয়েছিল যে পর্যাপ্ত নমুনা না পাওয়া যাওয়ায় কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না। অপরদিকে, কলকাতার ল্যাবরেটরি জানায় যে নমুনা নেতাজী পরিবারের ডি.এন.এ. 'র সাথে মিলছে না। এই কারণেই, জাস্টিস মুখার্জী তাঁর রিপোর্টে ১৯৪৫ সালের ১৮ ই আগস্ট নেতাজীর বিমান দুর্ঘটনায় মৃত্যুর তত্ত্বের মিথ্যা ফানুসকে উড়িয়ে দিয়ে সত্য প্রতিষ্ঠা করতে পারলেও নেতাজীর অন্তিম পরিণতি সম্পর্কে কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেননি। যদিও, নেতাজি গবেষক অম্লান কুসুম ঘোষ এর তথ্যচিত্র 'ব্ল্যাকবক্স অব হিস্ট্রি'তে ক্যামেরার সামনে জাস্টিস মুখার্জী তথাকথিত গুমনামী বাবা সম্পর্কে মুখ ফসকে বলে ফেলেছিলেন --- "আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর উনিই নেতাজী।" গত ২০২০ সালে মিশন নেতাজীর সদস্য নেতাজি অনুরাগী সায়ক সেনের আরটিভি এর জবাবে বর্তমান কেন্দ্রীয় সরকার জানায় যে গুমনামী বাবার ডি.এন.এ. রিপোর্টের ইলেক্ট্রোফেরোগ্রাম রিপোর্ট সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।
ইলেক্ট্রোফেরোগ্রাম রিপোর্ট কি ?
এটা অনেকটা এক্স রে রিপোর্টের প্লেটের মত। অর্থাৎ, নমুনা পরীক্ষার পর্যবেক্ষণ রিপোর্ট যার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। এখন এই রিপোর্টটি পাওয়া যাচ্ছে না এই কথার দুটো অর্থ হতে পারে --- মুখার্জী কমিশনের তদন্তকালে কলকাতার কেন্দ্রীয় ল্যাবরেটরি আদতে পরীক্ষাটি না করেই সিদ্ধান্ত জানিয়েছিল। সেসময় পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল এবং সরকারের চাপে নেগেটিভ রিপোর্ট প্রকাশ করতে হয়েছিল। তাই, আজ ইলেক্ট্রোফেরোগ্রাম রিপোর্টটি চেপে যাওয়া হচ্ছে।
গতকাল সায়কের আরেকটি আর.টি.আই. এর জবাবে সরকারের জবাবের মধ্যে দ্বিতীয় সম্ভাবনার ইঙ্গিত স্পষ্ট।অর্থাৎ, মুখার্জী কমিশনের তদন্তকালে কলকাতার ল্যাবরেটরিতে গুমনামী বাবা ও নেতাজীর ডি.এন.এ. হুবহু মিলে গিয়েছিল। সেইজন্যেই, সরকারের চাপে কলকাতার ল্যাবরেটরি তদন্ত কমিশনের কাছে মিথ্যে রিপোর্ট পেশ করেছিল। আর, আজ সরকার 'গুমনামী বাবাই নেতাজি' এই সত্যটি সরাসরি বলতে না পেরে পরোক্ষভাবে বলছে --- "গুমনামী বাবার ডি.এন.এ. রিপোর্ট জানাজানি হলে দেশে চরম উত্তেজনার সৃষ্টি হবে ... "

19/09/2025

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ এর মিলন উৎসব

19/09/2025

পুজোর আগে শিশু ও হোমের মহিলাদের বস্ত্র উপহার

সেখ সামসুদ্দিন, ১৯ সেপ্টেম্বরঃ পুজোর আগে মেমারি ১ ব্লকের কলানবগ্রাম শিক্ষা নিকেতনের শিশু ভবনের ছাত্রছাত্রীদের ও নিবেদিতা হোমের মহিলাদের বস্ত্র উপহার দেওয়া হয়। মেমারির সন্তান বর্তমানে সুদূর আমেরিকায় নিভাডায় কর্মরত প্রবাসী কার্ডিওলজিস্ট চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ-এর আর্থিক সহযোগিতায় সমাজসেবী সেখ সামসুদ্দিনের ব্যবস্থাপনায় ৩২ জন শিশু সহ হোমের ১৮ জন মহিলার মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয় প্রতি বছর। শিশুদের পোশাকের সঙ্গে একটি করে কেক ও ক্যাডবেরি দেওয়া হয় এবং হোমের মহিলাদের শাড়ি, সায়া, ব্লাউজ, এবং ছোটদের ফ্রক ও সালোয়ার কামিজ সহ সাবান, শ্যাম্পু, নারিকেল তেল, পাউডার, কেক ও বিস্কুটের প্যাকেট দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিক্ষা নিকেতন ও নিবেদিতা হোমের সেক্রেটারি রীনা হাঁটি, সমাজসেবী সেখ সামসুদ্দিন, সামসদ আলগম পরী, হোমের সুপারিনটেনডেন্ট চম্পা মুদী সহ কর্মীবৃন্দ এবং শিশু ভবনে শিক্ষিকাবৃন্দ। রীনাদেবী ও চম্পা মুদী হোম পরিচালনা ও শিশুদের পরিষেবায় বিভিন্ন সমাজসেবী ও সংস্থার সহায়তার কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

19/09/2025

বস্ত্রদান কর্মসূচিতে এসে দূর হটো স্লোগান শুনলেন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ১৯ সেপ্টেম্বরঃ নিজের বিধানসভা কেন্দ্রে বস্ত্রদান কর্মসূচিতে এসে দূর হটো স্লোগানের মুখে পড়েন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধরী।
গত সোমবার মন্ত্রী উপস্থিত হলেও অন্যান্যদের অনুপস্থিতির কারণে মন্তেশ্বর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার
পুনরায় রোগী কল্যাণ সমিতির সভা ডাকা হয়েছিল। মন্ত্রীর দাবি এদিন মন্তেশ্বর ব্লক চত্বরে অনুষ্ঠিত বৈঠকে বিডিও, বিএম ও এইচ সহ মন্তেশ্বর হাসপাতালে অন্যান্য চিকিৎসক নার্স সহ সব মিলিয়ে প্রায় নয় জন রোগী কল্যাণ সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন। মন্তেশ্বর হাসপাতালের উন্নয়নের বিষয়ে নানান পরিকল্পনা গৃহীত হয়েছে।
রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর বিকেল পাঁচটা নাগাদ মন্তেশ্বর ব্লকের মাঝেরগ্রাম পঞ্চায়েতের মুরুলিয়া গ্রামে বস্ত্র বিতরণ কর্মসূচিতে হাজির হন মন্ত্রী। সঙ্গে ছিলেন জেলা পরিষদের দুই সদস্য আজিজুল হক, তন্ময় বন্দ্যোপাধ্যায়, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ আতিকুর রহমান ও লালন শেখ। বস্ত্রদান কর্মসূচির অনুষ্ঠানে দলেরই এক শ্রেণীর নেতৃত্বের বিরুদ্ধে সরব হন মন্ত্রী। তিনি বলেন মন্তেশ্বর ব্লক জুড়ে জমি মাফিয়াদের নির্মূল করতে হবে, তাদের বোঝাতে হবে ব্যক্তি নয় দলই বড়। আমরা চাই মন্তেশ্বরের প্রত্যেকটি মা বোন যেন শান্তিতে বাস করতে পারে। দল কারো পৈত্রিক সম্পত্তি নয়, আমাকে, আপনাকে নিয়ে দল। সন্ধ্যা নাগাদ কর্মসূচি সেরে মুরুলিয়া গ্রাম ছেড়ে বেরুনোর পথে রাস্তায় মন্ত্রীর কনভয়ের সামনে একদল মানুষ জড়ো হয়ে 'সিদ্দিকুল্লা দুর হটো' আওয়াজ তুলতে থাকে। গ্রামের পঞ্চায়েত সদস্য সহ কিছু মহিলাদের দাবি, গ্রামের আসল তৃণমূল কর্মীদের বাদ দিয়ে বিগত ভোটগুলিতে যারা ভিন্ন দলের এজেন্ট হয়ে কাজ করেছে তাদেরকে নিয়ে আজকের বস্ত্রদান কর্মসূচি হয়েছে। বাইরে থেকে চল্লিশটির বেশি মোটরবাইকে করে লোক এসেছে। অথচ আমাদেরকে ওই কর্মসূচিতে ডাকা হয়নি। এই পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন
পরিকল্পনামাফিক অন্যের শিখিয়ে দেওয়া বুলি বলছে ওরা। মন্তেশ্বরের সাধারণ মানুষ জবাব দেবে। আজকের সভার লোক দেখে ওরা ঘাবড়ে গিয়েছে। তাই হতাশ হয়ে এইসব করছে বলে জানান মন্ত্রী। এই কর্মসূচিতে অসহায় মানুষদের বস্ত্র, লুঙ্গি, মশারি সহ এলাকার কিছু ক্লাবকে ফুটবল, এলাকার ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগ তুলে দেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

19/09/2025

পাড়ায় সমাধানে নজর

নিজস্ব সংবাদদাতা, ১৯ সেপ্টেম্বরঃ জামালপুরে আজ পাড়ায় সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয় আবুজহাটি ২ ও জারো গ্রাম অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে। এই ক্যাম্প সরজমিনে দেখতে আসেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদ সদস্য শোভা দে, দুই প্রধান ঝর্না দাস ও নূরজাহান বেগম, দুই অঞ্চল সভাপতি রমেন্দ্রনাথ কোনার ও আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা। তারা প্রতিটি কাউন্টারে গিয়ে ঘুরে দেখেন। সাধারণ মানুষকে তাদের প্রয়োজনীয় সরকারী প্রকল্পের সুবিধা পেতে সাহায্য করেন। তারা নিজের হাতে ফর্ম ফিলাপ করে দেন। প্রচুর সাধারণ মানুষ এসে ভিড় করছেন পাড়ায় সমাধান ক্যাম্পে। পাড়ায় সমাধান ক্যাম্প থেকে যে পরিষেবা দেওয়া হচ্ছে তাতে নিশ্চিত ভাবেই আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে ভালই অক্সিজেন দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

19/09/2025

সমাজিক সমস্যা সচেতনতায় পুতুল নাচ ও নৃত্যনাট্য

সেখ সামসুদ্দিন, ১৯ সেপ্টেম্বরঃ আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে বর্ধমান সর্বশিক্ষা অভিযান ও বর্ধমান ওয়েভ সংস্থার যৌথ উদ্যোগে পুতুল নাচ ও নৃত্যনাট্যের মাধ্যমে সামাজিক সমস্যাগুলি আর তার সমাধান প্রদর্শন করে দেখায়। স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সৌভিক বিশ্বাস জানান, পূর্ব বর্ধমানের জেলাশাসকের উদ্যোগে এই প্রদর্শনী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অজস্র ছাত্রছাত্রীদের সচেতন করে চলেছে। চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুসারে ১৮ বছরের নিচে মেয়েরা আর ২১ বছরের নিচে ছেলেরা বিয়ে করলে আইনলঙ্ঘন হয়, তার সাথে পরিবার আর সমাজে অনর্থক চাপ তৈরি হয়।
সৌভিকবাবু আরও জানান, স্কুল ছুটের সমস্যা, শিশুশ্রম, বাল্যবিবাহ, অপরিণত বয়সে গর্ভধারণ, গুরুজন তথা শিক্ষকদের সতর্কবাণীকে অগ্রাহ্য করা ইত্যাদি বিষাক্ত লতার মতো জড়িয়ে ধরছে সমাজকে। ফলে অপরাধ বাড়ছে নানা দিক থেকে।পুতুল নাচের মাধ্যমে দেখানো হয় যে, দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের একটি কল্পিত ছাত্রী পালিয়ে বিয়ে করে স্বাভাবিকভাবেই জটিলতার সম্মুখীন হয়। সে আর ছেলেটি ভয় পায় যে, বিদ্যালয়ের প্রধানশিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত চাইল্ড ম্যারেজ লাইনে ফোন করে তাদের নামে অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেফতার করবে। তাই তারা আউশগ্রামে চলে যায়। তারপর যথারীতি মেয়েটির জীবনে অন্ধকার নেমে আসে। কারণ ছেলেটি আগে দেওয়া কথা রাখে না। মেয়েটির পড়াশোনাও বন্ধ হয়ে যায়। এরপর বাচ্চা হতে গিয়ে মেয়েটি মারা যায়।বিদ্যালয়ের সংস্কৃত সহশিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় বলেন আজকে নৃত্যনাট্যের মাধ্যমে সমাজে শিশুশ্রমের সমস্যার কলঙ্ক ও শিশুদের বেঁচে থাকার স্বপ্ন ফুটিয়ে তুললেন বর্ধমান ওয়েভের কলাকুশলীরা।অনুষ্ঠানের শেষে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধানশিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত বলেন, আগে ১৫ বছরের মেয়েরা গর্ভধারণ করত। কোভিড পরবর্তী সময়ে ১২ বছরেই এই সমস্যা জ্বলন্ত হয়ে উঠছে। বর্ধমান সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য বর্ধমান ওয়েভের মাধ্যমে সফল হোক এই কামনা করি। ডঃ দত্ত আরো বলেন যদিও আজকে বিদ্যালয় শুরুতে প্রার্থনা সভায় বর্ধমান রোটারি ক্লাব থেকে পুরস্কৃত সহশিক্ষক অনুপ কুমার দত্তকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুপবাবুর সম্মানার্থে বিদ্যালয়ে মিড ডে মিলে গ্র্যান্ডফিসটের আয়োজন করা হয়।

19/09/2025

পুজোর থিম কাল্পনিক শিবানী ধাম

গোপাল চক্রবর্তী ও অরুন লোধ, কলকাতা, ১৯ সেপ্টেম্বরঃ দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত ক্লাব বেহালা ক্লাবের এ বছরের দুর্গা পুজোর থিম কাল্পনিক শিবানী ধাম। ৬০ফুট উচ্চতার এবং ৬০তম বর্ষের পুজো। ক্লাবের সভাপতি দেবব্রত মুখার্জী জানান কোনো নির্দিষ্ট মন্দিরের আদলে আমরা মণ্ডপ করিনি। একদম সুক্ষ মস্তিস্ক প্রসূত কাল্পনিক ভাবে মণ্ডপ করা হয়েছে। প্রতিমা শিল্পী আরগ্ন সাহা, আলো শান্তনু দাস, মণ্ডপ সজ্জা স্বপন পাল, আবহাওয়া সংগীত অর্ণব ভট্টাচার্য্য।

"রোটারি ক্লাবের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান"নিজস্ব সংবাদদাতা, ১৯ সেপ্টেম্বরঃ আজ বর্ধমানের রোটারি ক্লাব রোটারি ভারত সাক্ষরতা...
18/09/2025

"রোটারি ক্লাবের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান"

নিজস্ব সংবাদদাতা, ১৯ সেপ্টেম্বরঃ আজ বর্ধমানের রোটারি ক্লাব রোটারি ভারত সাক্ষরতা অভিযান প্রকল্পে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপকুমার দত্তকে ২০২৫ সালের নেশন বিল্ডার অ্যাওয়ার্ড-২০২৫ সম্মানে ভূষিত করেন। বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে সহশিক্ষক অনুপকুমার দত্তের জন্ম ১৯৮৬ সালে। উচ্চমাধ্যমিক পর্যন্ত পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র ছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর পাস করে সহশিক্ষক হিসেবে ২০১০ সালে যোগদান করেন অনুপকুমার দত্ত। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণার সঙ্গেও যুক্ত। ইলসবেয়ার থেকে ছাত্রাবস্থায় তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়। তার গবেষণা থ্যালাসেমিয়া পেসেন্টদের বারবার রক্ত নেওয়ার ফলে জমে থাকা রক্তের অতিরিক্ত লৌহ যৌগকে আলাদা করার রাসায়নিক বন্ধনের সাহায্যে আলাদা করার পদ্ধতি আবিষ্কারে দিশা দেখান। মেধাবী ও পরিশ্রমী এই শিক্ষকের বহু ছাত্রছাত্রী মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংএর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুনামের সঙ্গে স্ব স্ব ক্ষেত্রে কর্মরত। অনুপকুমার দত্ত বিদ্যালয়ে পাঠদান ছাড়াও গাছপালা পরিচর্যা করে থাকেন। মিড ডে মিলের শাকসবজি যোগানের পুষ্টিবাগান দেখাশোনার দায়িত্ব তাঁর। এবাদেও নানা ধরণের ফলফুলের গাছ বিভিন্ন নার্সারি থেকে এনে বসিয়েছেন। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে তিনি যুক্ত। চিলড্রেন`স ওয়েলফেয়ার সোসাইটিতে তিনি স্থানীয় শিশুদের বিনামূল্যে পাঠদান করে থাকেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি ডঃ সাইদা পারভিন এবং বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডঃ মৌসুমি বন্দ্যোপাধ্যায়। পুরস্কৃত শিক্ষকের বিদ্যালয়ের প্রধানশিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত জানান, বিদ্যালয়ের কর্মকাণ্ডে আমাদের নিত্যসঙ্গী তথা ছাত্রপ্রিয় অনুপকুমার দত্তের এই পুরস্কারের সংবাদে আমরা সবাই আনন্দিত।

17/09/2025

শ্রমিক সংগঠনের পুজোর উদ্বোধনে ব্লক সভাপতি

নিজস্ব সংবাদদাতা, ১৭ সেপ্টেম্বরঃ জামালপুর বাসস্ট্যান্ডে জামালপুর তৃণমূল ব্লক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজো করা হচ্ছে। সেই পুজো উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। সঙ্গে ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জামালপুর ২ অঞ্চলের অঞ্চল সভাপতি তথা প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা। জামালপুর ব্লকের বাস, ট্রেকার, অটো ও টোটো ইউনিয়ন সকলে মিলে হিন্দু মুসলিম নির্বিশেষে এই পুজোর আয়োজন করেন এবং উৎসবে মেতে ওঠেন। মেহেমুদ খান বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন বাস, ট্রেকার, অটো ও টোটো সকল শ্রমিক ভাইদের সহযোগিতায় এই পুজো হয়ে আসছে। তিনি সকলকে ধন্যবাদ জানান। তারই সাথে তিনি উপস্থিত সকলকে প্রাক দুর্গা পুজোর শুভেচ্ছা জানান। শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল বলেন বাংলার সংস্কৃতিই এটা যে এখানে হিন্দু মুসলিম সকলে এক সঙ্গে একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে। এটাই বাংলার সম্প্রীতি। তাঁদের নেত্রী বার বার এই সম্প্রীতির কথাই বলেন। দুদিনের এই পুজোয় সকল শ্রমিক ভাইদের জন্য থাকবে খাওয়া দাওয়ার ব্যাবস্থা।

বিকাশ দিবস উৎযাপননিজস্ব সংবাদদাতা, ১৭ সেপ্টেম্বরঃ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্ত মাইভারত ও একটি স্বেচ্ছাসেবী স...
17/09/2025

বিকাশ দিবস উৎযাপন

নিজস্ব সংবাদদাতা, ১৭ সেপ্টেম্বরঃ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্ত মাইভারত ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে 'বিকাশ দিবস' উৎযাপিত হয় বর্ধমানে। আয়োজকদের তরফে পার্থপ্রতিম মিত্র জানান এদিন বর্ধমান ব্লাইন্ড অ্যাকাডেমির পড়ুয়ারা বৃক্ষরোপণ ও দত্তক এবং বেলকাশে কঠিন বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রীয়াকরণ করার মাধ্যমে দিনটি উৎযাপন করা হয় সুস্থ পরিবেশের লক্ষ্যে।

৯৪ তম হিজলি দিবস উদযাপন গোপাল চক্রবর্তী, ১৬ সেপ্টেম্বরঃ হিজলি বন্দি সালায় বিনা বিচারে বন্দি নিরস্ত্র দেশপ্রেমিকদের উপর স...
16/09/2025

৯৪ তম হিজলি দিবস উদযাপন

গোপাল চক্রবর্তী, ১৬ সেপ্টেম্বরঃ হিজলি বন্দি সালায় বিনা বিচারে বন্দি নিরস্ত্র দেশপ্রেমিকদের উপর সশস্ত্র অতর্কিত আক্রমণ, গুলি চালনা, বেয়নট চার্জ, নৃশংস হত্যা কান্ড, ভারতের স্বাধীনতার ইতিহাসে চিরদিন এক অত্তুজ্জ্বল, আলোক স্তম্ভ স্মরণেই প্রতিভাত হয়। এই হত্যাকাণ্ডের সীমাহীন নিষ্ঠুরতা ব্রিটিশ শাসনের প্রতি ভারতবাসির মনে তীব্রতম ঘৃণার সঞ্চার করে এবং সারা ভারতে স্বাধীনতা লাভের প্রেরণা অমৃত বল সঞ্চয় করে। ১৯৩১সালের ১৬সেপ্টেম্বর রাত্রি সাড়ে ৯টায় এই বীভৎস হত্যাকান্ড হয় ও বাংলার দুই শ্রেষ্ঠ সন্তান সন্তোষ কুমার মিত্র এবং তারকেশ্বর সেন সেই দিনই ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের গুলিতে আত্মহুতি দেন। তাই এই দিনটি হিজলি দিবস হিসাবে পালন করা হয়। ১৬সেপ্টেম্বর শহীদ সন্তোষ মিত্র স্কয়ারে শহীদ তারকেশ্বর সেন স্মৃতি সমিতি ও চট্টগ্রাম পরিষদ এর যৌথ উদ্যোগে এবং সন্তোষ মিত্র স্কয়ার লাফিঙ ক্লাবের সহযোগিতায় এই দুই বিপ্লবী সন্তোষ মিত্র ও তারকেশ্বর সেন এর আত্মবলিদান দিবস উদযাপন করা হয়। স্থানীয় ৫০নং ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ বিপ্লবীদের জীবনদার্শ কথা তুলে ধরেন। পুষ্পাঞ্জলি ও মাল্যদান করে শ্রদ্ধা জানান বিপ্লবী পরিবারের পরিতোষ সেন, প্রদীপ দত্ত, কৌশিক দত্ত গুপ্ত, মঞ্জু মুখার্জী, বারাকপুর নেতাজি জন্মোৎসব কমিটির সভাপতি সত্যব্রত সোম, মুরারি পুকুর বোমার মাঠে ভারত ভাবনার কৃষ্ণেন্দু, ক্ষিতি দত্তপ্রমুখ। এদিন বক্তারা সকলেই বিপ্লবী সন্তোষ মিত্র ও তারকেশ্বর সেন এর ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অপরিসীম অবদানের কথা উল্লেখ করেন।

Address

Memari

Telephone

+919434331346

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subyakta News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subyakta News Bangla:

Share