
27/12/2022
একনজরে পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস 🚆🇮🇳❤️🔥
ভাড়া আনুমানিক 1700 টাকা (খাওয়া সমেত)।
30শে ডিসেম্বর উদ্বোধন। নতুন বছরের প্রথম দিন থেকেই যাত্রী পরিষেবার চিন্তাভাবনা।
বুধবার ছাড়া সপ্তাহের আর প্রতিদিন পরিষেবা।
ভোর 5 টা 55 মিনিটে হাওড়া থেকে ছেড়ে সেদিনই বেলা 1 টা 55 মিনিটে নিউ জলপাইগুড়ি পৌছাবে।
আবার সেদিনই বেলা 2 টো 50 মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে রাত 10 টা 50 মিনিটে হাওড়া পৌচাবে।
ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হবে ডাবের জল। সকাল সাতটায় জলখাবার দেওয়া হবে। মেনুতে থাকছে লুচি, আলুরদম, মিষ্টি। বেলা বারোটায় লাঞ্চ। থাকবে বাসমতী পোলাও, চিকেন, আলুপোস্ত, মিষ্টি এবং আইসক্রিম।
বিকেলে ফিরতি পথে স্ন্যাক্স হিসেবে দেওয়া হবে চা, সিঙাড়া, কেক বা মিষ্টি।