
18/08/2025
❤️ মানুষের পাশে মানুষের মনে ❤️
-----------------------------------------------
তুচ্ছ নয় রক্তদান,
বাঁচাতে পারে একটি প্রাণ
আমার রক্তে বাঁচবে প্রাণ,
এটাই রক্ত যোদ্ধার গান।
জেলা জুড়ে বহু রক্তদান কর্মসূচি হলেও বাস্তবে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি এখনও রয়েছে, বহু মানুষ তার নিজের জন্য হোক বা কাছের মানুষের জন্য, এখনও রক্তের প্রয়োজনে কিছু সময় সমস্যায় পড়েন। তাই আমাদের সকলের ই উচিত এই বিষয়ে ছোট্ট হলেও পদক্ষেপ নেওয়া।
এই ভাবনা থেকেই গতবারের ন্যায় এবারেও আমরা আয়োজন করতে চলেছি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের। আমরা আমাদের সকলকে, আমাদের রক্ত যোদ্ধাদের এই শিবিরে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। আসুন সবাই মিলে এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে কাজ করি, এবং বহু মানুষের প্রাণ বাঁচানোয় সাহায্য করি।
স্হান, সময়, ঠিকানা সমস্ত কিছুই পোস্টারে দেওয়া আছে। যদি রক্তদান করতে চান, অথবা কিছু জিগ্যাস্য থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ।
:- 8101415568 ( রাঙ্গামাটি )
:- 7908714578 ( নেপুরা)
:- 6296019984 ( গুড়গুড়িপাল)
:- 9593736020 (টাউন কলোনির)
:- 8388071209 ( তাঁতিগেড়িয়া )