DAILY BARTA ডেইলি বার্তা

DAILY BARTA ডেইলি বার্তা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DAILY BARTA ডেইলি বার্তা, Media/News Company, Midnapur.

24/07/2025

দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মুগবসান তেমনি ব্রিজে ধাক্কা –নদীতে ছিটকে পড়লো দুই বাইকার

নিজস্ব সংবাদদাতা | কেশপুর | ২৪ জুলাই, ২০২৫

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় কেশপুরের দিকে যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুর জেলার মুগবসান সংলগ্ন তেমনি ব্রিজে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তিন আরোহী-সহ একটি দ্রুতগতির মোটরবাইক ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে বাইকচালক গুরুতর আহত হন, আর পেছনে বসে থাকা এক পুরুষ ও এক মহিলা নদীতে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকটির গতি ছিল নিয়ন্ত্রণের বাইরে। ধাক্কার তীব্রতায় চালক রাস্তায় ছিটকে পড়েন এবং তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে ওঠে। খবর পেয়ে কেশপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে পুলিশের গাড়িতে করে সঙ্গে সঙ্গেই হাসপাতালে পাঠায়।

এরপর নদীতে পড়ে যাওয়া দুই আরোহীকেও উদ্ধার করে পুলিশ সদস্যরা। তাঁদের সাহসিকতা ও তৎপরতায় গুরুতর আহত দুইজনকে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত তিনজনই খড়গপুর এলাকার বাসিন্দা। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, বেপরোয়া গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ।

এই ঘটনায় কেশপুর থানার পুলিশের তৎপরতা এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসা-ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয়রা তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন।

শিক্ষকদের জনস্রোতে ভাসবে ধর্মতলা! ২১শে জুলাইয়ের প্রস্তুতিতে সরগরম কেশপুরকেশপুর, ১৪ জুলাই: আসন্ন ২১শে জুলাই ধর্মতলায় তৃণ...
14/07/2025

শিক্ষকদের জনস্রোতে ভাসবে ধর্মতলা! ২১শে জুলাইয়ের প্রস্তুতিতে সরগরম কেশপুর

কেশপুর, ১৪ জুলাই: আসন্ন ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের মেগা সমাবেশকে সফল করতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। সোমবার কেশপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় কেশপুর ব্লকের তিনটি চক্রের প্রায় ১৫০ জন শিক্ষক-শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। এই বিশাল সংখ্যক উপস্থিতি জানান দিল, শিক্ষকরাও এবার মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে মুখিয়ে রয়েছেন।
ঘাটাল সাংগঠনিক তৃণমূল শিক্ষক সমিতির নেতা অভিজিৎ ধারা সহ ব্লক স্তরের নেতৃত্ববৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে ২১শে জুলাইয়ের সমাবেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে শাসক দল। শিক্ষকরাও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনা জানতে উদগ্রীব।
সভায় অভিজিৎ ধারা তৃণমূল সরকারের শিক্ষক-বান্ধব উদ্যোগগুলির বিস্তারিত চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর প্রাইমারি শিক্ষকদের জন্য একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন প্রদান, জেলায় জেলায় প্রধান শিক্ষকের প্যানেল তৈরি, অনলাইন পোর্টালের (উৎসশ্রী পোর্টাল) মাধ্যমে নিজেদের এলাকায় শিক্ষক নিয়োগের সুবিধা এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা। এই পদক্ষেপগুলি শিক্ষকদের পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা সভা থেকে ২১শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশে শিক্ষক-শিক্ষিকাদের যোগদান করার জন্য আন্তরিক আর্জি জানান। তিনি জোর দিয়ে বলেন, "আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত শক্ত করাই আমাদের লক্ষ্য।" তাঁর এই আহ্বান শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যা ইঙ্গিত দিচ্ছে ২১শে জুলাই ধর্মতলায় শিক্ষকদের এক বিশাল সমাবেশ দেখা যেতে পারে।

বাল্যবিবাহ ও কিশোরী কালীন মাতৃত্ব প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা .... নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...সোমবার মেদিনীপুর সদর ব্...
14/07/2025

বাল্যবিবাহ ও কিশোরী কালীন মাতৃত্ব প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা .... নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...সোমবার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি ৬/২ গ্রাম পঞ্চায়েত দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ প্রতিরোধে ও কিশোরী কালীন মাতৃত্ব প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা। এদিনের সভায় বক্তব্য রাখেন গ্রাম পঞ্চায়েত প্রধান রবিউল হোসেন সর্দার, আইসিডিএস সুপারভাইজার সুদেষ্ণা দাস, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, উপ-প্রধান সেক আজিমুদ্দিন, পঞ্চায়েতের নারী শিশু কল্যাণ বিভাগের সঞ্চালিকা ঝর্ণা ঘোষ প্রমুখ।সভায় চুয়াডাঙ্গা হাইস্কুলের কন্যাশ্রী ক্লাবের ১৩ জন ছাত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সিএইচও গণ, পঞ্চায়েত দপ্তরের কর্মীরা, আশা কর্মীরা,অঙ্গনওয়াড়ি কর্মীরা,এএনএম কর্মীরা অন্যান্যরা। এদিনের বাল্যবিবাহ রোধ ও টীনএজ প্রেগনেন্সি প্রতিরোধ নিয়ে বিশেষ ভাবে আলোচনা হয় এবং এগুলি প্রতিরোধে নানা ধরনের কর্মসূচি গৃহীত হয়।

জীবনের অন্ধকার পেরিয়ে আলোয় ফেরা: মুক্তি পেলেন তিন যাবজ্জীবন সাজাপ্রাপ্তনিজস্ব প্রতিবেদক,, মেদিনীপুর: দীর্ঘ কারাবাসের প...
14/07/2025

জীবনের অন্ধকার পেরিয়ে আলোয় ফেরা: মুক্তি পেলেন তিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত
নিজস্ব প্রতিবেদক,, মেদিনীপুর: দীর্ঘ কারাবাসের পর অবশেষে শুক্রবার মুক্তি পেলেন তিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি — আসানসোলের রতন রুইদাস এবং পুরুলিয়ার সাধু রায় ও কৃষ্ণপদ কুমার। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পর তাঁদের পরিবারে ও সমাজে ফিরে যাওয়ার এই মুহূর্ত ছিল আবেগঘন।
মেদিনীপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের সুপারিশ এবং পশ্চিমবঙ্গ ‘স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড’-এর অনুমোদনে এই তিন আসামির মুক্তি সম্ভব হয়েছে। জানা গেছে, তাদের ভালো ব্যবহার ও সংযমী জীবনযাপনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেদিনীপুর জেলা আদালতের সিভিল জজ তথা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ এই প্রসঙ্গে বলেন, "এই তিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ব্যবহার, আচরণ সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে জেল কর্তৃপক্ষ তাঁদের মুক্তির সুপারিশ করেছিল। স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড সেটি অনুমোদন করে। আমরাও এক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করার চেষ্টা করেছি। খুব ভালো লাগছে এঁরা আবার সমাজের মূল স্রোতে ফিরে গেলেন।"
আসানসোলের বারাবনী থানা এলাকার বাসিন্দা রতন রুইদাস প্রায় ২৩ বছর ধরে জেল খাটছিলেন। জমি সংক্রান্ত বিবাদে হাতাহাতির জেরে এক নিকটাত্মীয়কে খুন করেছিলেন তিনি। অন্যদিকে, পুরুলিয়ার সাধু রায় বচসার জেরে এক প্রতিবেশীকে খুন করেছিলেন এবং প্রায় ২১ বছর ধরে মেদিনীপুর সেন্ট্রাল কারেকশনাল হোমে ছিলেন। ৬৫ বছর বয়সী সাধু এখন দু'চোখে দেখতে পান না। পুরুলিয়ারই বাসিন্দা কৃষ্ণপদও প্রায় ১৮ বছর ধরে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, জেল জীবনের দীর্ঘ বছরগুলো তারা সংযমীভাবে কাটিয়েছেন। যৌবনে রাগের বশে খুন করলেও, আজ বার্ধক্য বা প্রৌঢ়ত্বে পৌঁছে তারা শান্ত ও 'মাটির মানুষ'-এ পরিণত হয়েছেন। অতীতের কৃতকর্মের জন্য তারা এখন অনুশোচনায় দগ্ধ হন। প্রায় ১৯ থেকে ২০ বছর পর মুক্তির স্বাদ পেয়ে সাধু, কৃষ্ণ ও রতন মূল স্রোতে ফেরার আনন্দে আপ্লুত। তাদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। দীর্ঘ প্রায় দুই দশক পর পরিবারের সদস্যদের সাথে মিলিত হওয়ার মুহূর্তটি ছিল আবেগঘন। এই সময় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষও উপস্থিত ছিল।

সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে ডক্টরস ডে-তে মেদিনীপুরে বিশিষ্ট চিকিৎসকদের সংবর্ধনানিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ভারতরত্ন ডঃ ব...
02/07/2025

সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে ডক্টরস ডে-তে মেদিনীপুরে বিশিষ্ট চিকিৎসকদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ভারতরত্ন ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন ১ জুলাই গোটা দেশে ‘ডক্টরস ডে’ হিসেবে উদ্‌যাপিত হয়। এই বিশেষ দিনে মেদিনীপুর শহরে সংকল্প ফাউন্ডেশন এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে জেলার বহু বিশিষ্ট চিকিৎসককে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানটি শুরু হয় দুপুর ১২টায়। প্রথমেই সংবর্ধনা জানানো হয় মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সৌম্য শংকর সাড়ঙ্গী-কে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ডঃ শান্তনু পাণ্ডা, যিনি বলেন, “আজকের এই দিনটি শুধুমাত্র চিকিৎসকদের সম্মান জানানোর দিন নয়, তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগও বটে।”
সংকল্প ফাউন্ডেশনের অন্যতম প্রতিনিধি ডলি নায়ক জানান, “ডাক্তার মানেই ঈশ্বরের আরেক রূপ। এই মানুষগুলোর সেবার হাত ধরেই আমরা জীবনের সংকট থেকে আলোর পথে ফিরি।”

এরপর একে একে সংবর্ধিত করা হয় জেলার একাধিক স্বনামধন্য চিকিৎসককে। গাইনোকলজিস্ট ডঃ দীপঙ্কর মন্ডল, হোমিওপ্যাথ ডঃ অজিত কুমার সামন্ত, সার্জন ডঃ এস. এন. ত্রিপাঠী, ফিজিশিয়ান ডঃ ডি. পি. ডোলাই, ডেন্টাল চিকিৎসক ডঃ ডি. আগরওয়াল, ডঃ শিবরাজ দত্ত ও ডঃ অর্ধেন্দু সামন্ত, চক্ষু বিশেষজ্ঞ ডঃ অচিন্ত্য মাইতি এবং হোমিওপ্যাথি চিকিৎসক ডঃ অভিজিৎ পাইন-কে সংবর্ধনা জানানো হয়।

প্রত্যেককে উত্তরীয়, ফুল ও একটি স্মারক উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে একবাক্যে বলেন, চিকিৎসা শুধুই একটি পেশা নয়—এটি একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। চিকিৎসকরা তাঁদের জ্ঞান ও সহানুভূতির মাধ্যমে সমাজে ভরসা ও আশার আলো জ্বালান।

অনুষ্ঠানের শেষে ফাউন্ডেশনের তরফে জানানো হয়, সমাজের প্রতি দায়বদ্ধ চিকিৎসকদের পাশে থেকে সংকল্প ফাউন্ডেশন ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়মিত গ্রহণ করবে। আজকের এই দিনে তাঁদের সম্মান জানিয়ে আমরা গর্বিত ও অনুপ্রাণিত।

কেরানিচটিতে উৎসবের মেজাজে রক্তদান, ৭১ জনের মহৎ উদ্যোগ, নিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মকালীন রক্তের সংকট মোকাবিলায় আবারও দৃষ্টা...
15/06/2025

কেরানিচটিতে উৎসবের মেজাজে রক্তদান, ৭১ জনের মহৎ উদ্যোগ
, নিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মকালীন রক্তের সংকট মোকাবিলায় আবারও দৃষ্টান্ত স্থাপন করল মেদিনীপুর সদর ব্লকের কেরানিচটি। বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রেখে, কেরানিচটি নাগরিক বৃন্দের উদ্যোগে রবিবার স্থানীয় সবজি বাজারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে ১৯ জন মহিলাসহ মোট ৭১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
এই মহৎ আয়োজনে সহযোগিতা করেছে কলকাতার 'উই ফর অল' এবং ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। রক্তদাতাদের উৎসাহ দিতে কেরানিচটি নাগরিক বৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন শিবপ্রসাদ গোস্বামী, নেপাল ভূঁইয়া, মুকুল সামন্ত, শতাব্দী গোস্বামী চক্রবর্তী, সুব্রত দত্ত, শিপ্রা ব্যানার্জী প্রমুখ।
এছাড়াও, অতিথি হিসেবে রক্তদাতাদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র, রক্তদান আন্দোলনের কর্মী জয়ন্ত মুখার্জি, সুদীপ কুমার খাঁড়া, বিপ্লব আর্য, সম্বরণ সামন্ত, সুমন চ্যাটার্জী, সমাজকর্মী জয়ন্ত মন্ডল, শিক্ষক দেবব্রত দত্ত সহ আরও অনেকে।
নাগরিক বৃন্দের পরিচালনায় এটি ছিল তাদের নবম বর্ষের রক্তদান শিবির। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ এই শিবির থেকে রক্ত সংগ্রহ করেছে। এই উদ্যোগ নিঃসন্দেহে রক্ত স্বল্পতার সময়ে বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে।

15/06/2025

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় সংকল্প ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি

মেদিনীপুর, ১৪ই জুন ২০২৫: গত ১২ই জুন, ২০২৫ তারিখে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু যাত্রী এবং বিমানবন্দরের পাশে অবস্থিত একটি মেডিক্যাল ছাত্রদের হোস্টেলে বিমানটি আছড়ে পড়ায় অসংখ্য নিরীহ ছাত্র ও হোস্টেলের কর্মী নিহত হন, যা গোটা দেশ তথা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে।
এই ভয়াবহ ঘটনার নিহতদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে সংকল্প ফাউন্ডেশন গত ১৪ই জুন, শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় বিদ্যাসাগর হলের কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে এক শোক সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বিমান দুর্ঘটনার ভয়াবহতা ও তার প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন সংকল্প ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা এবং ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা। এছাড়াও শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ছিলেন প্রতিমা রানা, ডলি নায়ক, মুনমুন ঘোষ, পিন্টু সাউ এবং পারমিতা সাউ। সংকল্প ফাউন্ডেশনের ডাকে সাড়া দিয়ে বহু বিশিষ্ট অতিথিও উপস্থিত ছিলেন এবং তাঁরাও নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই শোক সভায় সকলের উপস্থিতি নিহতদের প্রতি সম্মান এবং শোকাহত পরিবারের প্রতি সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

মৌপাল হাইস্কুলে যোগ দিবসের প্রস্তুতি শিবির.... নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .. শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকে...
14/06/2025

মৌপাল হাইস্কুলে যোগ দিবসের প্রস্তুতি শিবির.... নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .. শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের উদ্যোগে আসন্ন ২১ শে জুনের আন্তর্জাতিক যোগদিবস পালনের প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো যোগ শিবির। আন্তর্জাতিক যোগদিবসের প্রোটোকল মেনে প্রশিক্ষণ দিলেন যোগ প্রশিক্ষক গৌতম কুমার বোস।
মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড. প্রসূনকুমার পড়িয়া জানান,''প্রতি বছরের ন্যায় এবছরও বিদ্যাপীঠে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। শনিবার সকালে তারই আগাম প্রস্তুতি শিবির আয়োজন করা হলো। এদিনের এই প্রস্তুতি শিবিরে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।''

প্রয়াত শিক্ষক নেতার স্মরণে বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির..... নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...নিখিলবঙ্গ প্রাথমিক  শ...
14/06/2025

প্রয়াত শিক্ষক নেতার স্মরণে বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির..... নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির(এবিপিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে প্রয়াত প্রবাদ প্রতিম শিক্ষক নেতা নেপাল ঘোষের স্মরণে এবং জন্ম দিবসে সমাজতান্ত্রিক বিপ্লবী চে গুয়েভারা স্মরণে,বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো
মেদিনীপুর শহরের বার্জটাউনে অবস্থিত সমিতির জেলা কার্যালয়ে। উল্লেখ্য কয়েকবছর আগে ১৪ই জুন দিনটিতে অবিভক্ত মেদিনীপুর জেলার শিক্ষক আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব নেপাল ঘোষ প্রয়াত হন।
তাঁর স্মৃতিকে জাগরুক রাখতে প্রয়াণ দিবসীয় শ্রদ্ধাঞ্জলি হিসেবে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখা রক্তদান শিবির আয়োজন করে। এবার ছিল পঞ্চম বর্ষের আয়োজন। প্রয়াত নেতৃত্ব নেপাল ঘোষ ও চে গুয়েভারার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে রক্তদান শিবির শুরু হয়।
শনিবারের এই শিবিরে ৬ জন শিক্ষিকা সহ ৬৫ জন রক্তদান করেন।
শিবিরের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল। এছাড়াও রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলার শিক্ষক আন্দোলনের বর্ষীয়ান নেতৃত্ব মাণিকলাল সেনগুপ্ত,জেলা সম্পাদক সন্দীপ ঘোষ,জেলা সভাপতি লক্ষ্মীকান্ত মেইকাপ, রক্তদান আন্দোলনের কর্মী জগদীশ মাইতি, সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। উদ্বোধক ধ্রুবশেখর মন্ডল তাঁর বক্তব্যে বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য ও শিক্ষা আন্দোলনের নেতৃত্ব নেপাল ঘোষের সাংগঠনিক ভূমিকা তুলে ধরেন।
সংগঠনের জেলা সম্পাদক সন্দীপ ঘোষ জানান, " বিগত বছরগুলির মতো এবারো আমরা জেলা জুড়ে প্রাথমিক শিক্ষকদের রক্তদানে উদ্বুদ্ধ করেছি। আমাদের সংগঠন বছরভর শিক্ষা আন্দোলনের পাশাপাশি বিভিন্ন‌ সামাজিক কর্মসূচি নিয়ে থাকে। বিগত সময়ে মরণোত্তর দেহদান, চক্ষুদানের মতো কর্মসূচি নিয়েছি এবং সমস্ত কর্মধারাগুলি সফল ও হয়েছে।"
রক্ত সংগ্রহে ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। এদিনের শিবির ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন চক্রের শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্বরিত গতিতে ঘাটাল মাস্টার প্ল্যান: ৩০ জুনের মধ্যে গেট নির্মাণ শেষের নির্দেশ সেচ মন্ত্রীরপশ্চিম ম...
14/06/2025

মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্বরিত গতিতে ঘাটাল মাস্টার প্ল্যান: ৩০ জুনের মধ্যে গেট নির্মাণ শেষের নির্দেশ সেচ মন্ত্রীর

পশ্চিম মেদিনীপুর, ১৪ই জুন ২০২৫: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে, যা দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। এই প্রকল্পের একটি অত্যাবশ্যকীয় অংশ হলো রেগুলেটরি গেট বা স্লুইস গেট নির্মাণ। ঘাটাল ও দাসপুর জুড়ে মোট পাঁচটি রেগুলেটরি গেটের নির্মাণকাজ চলছে। বর্ষা সমাগত হওয়ায় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল যে, বর্তমান নির্মাণ গতিতে বর্ষার আগে কাজ শেষ হবে না, যার ফলস্বরূপ এই মহকুমার মানুষকে ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হবে। বিশেষ করে শিলাবতী ও রূপনারায়ণ নদীর জলস্ফীতির কারণে বিস্তীর্ণ এলাকায় জল প্রবেশ করার আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে মহকুমা জুড়ে রীতিমতো চিন্তার পরিবেশ তৈরি হয়।
এই সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এবং কাজ দ্রুত সম্পন্ন করার জন্য রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিকদের নিয়ে মাঠে নামলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। মনে করা হচ্ছে, বর্ষা শুরুর আগে এটিই ছিল মন্ত্রীর শেষ পরিদর্শন এবং আধিকারিকদের উপর চাপ সৃষ্টির চূড়ান্ত প্রচেষ্টা। মন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যে কোনো মূল্যে বর্ষার আগে স্লুইস গেটগুলির কাজ শেষ করতে হবে।
শনিবার সকালে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মণীশ জৈন, জেলাশাসক খুরশেদ আলী কাদেরী, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে মন্ত্রী ঘাটালের দাসপুর থানার অন্তর্গত কৈজুড়ী এলাকার নির্মাণাধীন একটি রেগুলেটরি গেটে উপস্থিত হন। মন্ত্রী সমস্ত এজেন্সির সাথে কথা বলেন এবং ম্যাপ দেখে কাজের অগ্রগতি এবং মানুষের উপকারের বিষয়টি খতিয়ে দেখেন।
প্রথমে কৈজুড়ী এলাকার গেটটি পরিদর্শনের পর মন্ত্রী তার কনভয় নিয়ে কুমারচক এলাকায় যান এবং সেখানেও নির্মাণাধীন একটি গেট পরিদর্শন করেন। তিনি এজেন্সির কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি দেন: "৩০ জুনের মধ্যে কাজ শেষ না করতে পারলে হিসাব নেওয়া হবে। কোনোভাবেই গ্রামে যেন জল না ঢোকে।" একই ভাবে তিনি রানীচক, জোতকানু, রামগড় সহ ঘাটালে পৌঁছান।
পরে ঘাটাল টাউন হলে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সমস্ত আধিকারিক, জনপ্রতিনিধি এবং নির্মাণকারী এজেন্সির প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে সবাইকে জানিয়ে দেওয়া হয়: "৩০ শে জুন যেন পার না হয়। যদি নির্মাণ শেষ করতে এর বেশি সময় লাগে এবং গ্রামে জল ঢোকে, তবে তার জন্য ভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। কারো অসুবিধা থাকলে যেন আগেই বলে দেন।"
মানস রঞ্জন ভূঁইয়ার বক্তব্য:
সংবাদমাধ্যমের সামনে মন্ত্রী বলেন, "আমরা ৭০ বছরের জগদ্দল পাথর সরাতে চলেছি। মাস্টার প্ল্যান রূপায়ণে অনেকটাই এগিয়ে গিয়েছি। এই গেটগুলি নির্মাণ সম্পন্ন হলে দু'রকম কাজ করবে। নদীতে ভরপুর জল হলে তা এই গেট দিয়ে বের করে দেওয়া হবে যাতে নদীবাঁধ না ভেঙে যায়। আবার গ্রামের ভেতরে যদি জল জমা থাকে, তা এই গেট দিয়ে নদীর দিকে ছেড়ে দেওয়া হবে। এই গেটগুলি অনেকটাই বন্যা নিয়ন্ত্রণে সহযোগিতা করবে। তবে অনেক জায়গাতে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে আমরা হয়তো সকলের জমি দখল করে নেব। এমন কিছু হচ্ছে না। এই কাজটুকু করার জন্য যতটুকু দরকার, বিকল্প রাস্তা দিয়ে ঘুরে হলেও তা করার উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে কারো জমি নেওয়া হলে বর্তমান বাজার মূল্য অনুসারে মুখ্যমন্ত্রী যে দাম দেবেন, তাতে অসন্তুষ্ট হওয়ার মতো কিছুই থাকবে না। আমি সকলের কাছে হাতজোড় করে সহযোগিতা প্রার্থনা করছি।

বিশ্ব রক্তদাতা দিবস: গড়বেতা হাইস্কুলে কিশোর-কিশোরীদের নিয়ে রক্তদান সচেতনতা শিবিরগড়বেতা, ১৪ই জুন:বিশ্ব রক্তদাতা দিবস উপলক...
14/06/2025

বিশ্ব রক্তদাতা দিবস: গড়বেতা হাইস্কুলে কিশোর-কিশোরীদের নিয়ে রক্তদান সচেতনতা শিবির

গড়বেতা, ১৪ই জুন:বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের গড়বেতা ইউনিট ও গড়বেতা হাইস্কুল এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে গড়বেতা হাইস্কুলের হলঘরে এক রক্তদান সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মূলত কিশোর-কিশোরীদের মধ্যে রক্তদান সম্পর্কে সঠিক ধারণা তৈরি এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যেই এই শিবিরটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক সুশান্ত পড়িয়াল, সভাপতি শান্তনু নন্দী, বিশিষ্ট শিক্ষক সুব্রত নিয়োগী, বিএমওএইচ ডাঃ সঞ্চিতা কর্মকার, এবং ফোরামের উপদেষ্টা ও জেলা পরিষদ সদস্য শান্তনু দে। এছাড়াও রক্তদান আন্দোলনের বহু সহযোদ্ধা এই শিবিরে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন।
শান্তনু দে রক্তদানের গুরুত্ব, এর উপকারিতা এবং রক্তদান সম্পর্কিত বিভিন্ন ভ্রান্ত ধারণা দূর করার উপর জোর দেন। তিনি জানান, এক ইউনিট রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে এবং টিনএজারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে ভবিষ্যতে রক্তসংকট অনেকটাই মোকাবিলা করা সম্ভব হবে। উপস্থিত সকল বক্তাই রক্তদান আন্দোলনকে আরও তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
এই ধরনের সচেতনতামূলক শিবির আয়োজনের ফলে তরুণ প্রজন্মের মধ্যে রক্তদানে উৎসাহ বাড়বে এবং স্বেচ্ছায় রক্তদানের হার বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষকের দাবিতে লালগড়ের নেতাই-এ ছাত্রদের পথ অবরোধ নিজস্ব সংবাদদাতা, লালগড়, ঝাড়গ্রাম.....'শিক্ষক নেই, শিক্ষক চাই', এই ...
13/06/2025

শিক্ষকের দাবিতে লালগড়ের নেতাই-এ ছাত্রদের পথ অবরোধ

নিজস্ব সংবাদদাতা, লালগড়, ঝাড়গ্রাম.....'শিক্ষক নেই, শিক্ষক চাই', এই দাবিতে ছাত্র বিক্ষোভে বৃহস্পতিবার উত্তাল হলো লালগড়ের নেতাই। স্কুলের গেটে তালা লাগিয়ে ক্যাম্পাস ছেড়ে লালগড় যাওয়ার রাস্তা দখল করে অবস্থান বিক্ষোভে সামিল হয় স্কুল পড়ুয়ারা।
২০১৯ সাল থেকেই বিষয় ভিত্তিক শিক্ষকের অভাবে ধুঁকছে জুনিয়র থেকে হাইস্কুলে উন্নীত হওয়া এই নেতাই স্কুল। এই মুহূর্তে সাড়ে তিনশোর বেশি ছাত্র যুক্ত এই স্কুলে শিক্ষকের সংখ্যা মাত্র চার জন। স্কুলের ঘন্টা কখনও বাজান পড়ুয়ারা আবার কখনো মাঝে মাঝে শিক্ষকরাও। এদিন বিষয় ভিত্তিক শিক্ষক চাই, এই দাবির প্ল্যাকার্ড হাতে নিয়ে স্কুল ক্যাম্পাস ছেড়ে লালগড় যাওয়া সড়ক রাস্তা দখল করে বিক্ষোভ অবস্থান করে স্কুল পড়ুয়ারা। ছাত্র ছাত্রীদের বিক্ষোভ অবরোধ ঘিরে তুমুল শোরগোল পড়ে নেতাই সহ লালগড়ে। খবর পেয়ে বহু অভিভাবক ঘটনাস্থলে হাজির হন। ঘটনাস্থলে পুলিশ এসে পড়ুয়াদের বোঝানোর চেষ্টা করে। তীব্র তাপ প্রবাহ উপেক্ষা করেই ঘন্টা দুয়েক অবস্থান বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে বিডিও অফিসের প্রতিনিধি আসতে বাধ্য হয়। তিনি এই দাবি প্রশাসনের কাছে জানাবেন প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ তুলে নেয় পড়ুয়ারা। এই ঘটনা ঝাড়গ্রামের রাজনীতিতে প্রভাব ফেলেছে।

Address

Midnapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when DAILY BARTA ডেইলি বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share