24/07/2025
দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মুগবসান তেমনি ব্রিজে ধাক্কা –নদীতে ছিটকে পড়লো দুই বাইকার
নিজস্ব সংবাদদাতা | কেশপুর | ২৪ জুলাই, ২০২৫
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় কেশপুরের দিকে যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুর জেলার মুগবসান সংলগ্ন তেমনি ব্রিজে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তিন আরোহী-সহ একটি দ্রুতগতির মোটরবাইক ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে বাইকচালক গুরুতর আহত হন, আর পেছনে বসে থাকা এক পুরুষ ও এক মহিলা নদীতে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকটির গতি ছিল নিয়ন্ত্রণের বাইরে। ধাক্কার তীব্রতায় চালক রাস্তায় ছিটকে পড়েন এবং তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে ওঠে। খবর পেয়ে কেশপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে পুলিশের গাড়িতে করে সঙ্গে সঙ্গেই হাসপাতালে পাঠায়।
এরপর নদীতে পড়ে যাওয়া দুই আরোহীকেও উদ্ধার করে পুলিশ সদস্যরা। তাঁদের সাহসিকতা ও তৎপরতায় গুরুতর আহত দুইজনকে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত তিনজনই খড়গপুর এলাকার বাসিন্দা। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, বেপরোয়া গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ।
এই ঘটনায় কেশপুর থানার পুলিশের তৎপরতা এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসা-ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয়রা তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন।