News -এখন

News -এখন সব খবর সমান ভাবে সবার মাঝে পশ্চিম মেদিনীপুরের ছোটো, বড়ো মাঝারি খবর ও বিভিন্ন তথ্যের সম্ভার। আসুন এগিয়ে যাই সকলে একসাথে।

🩸 6 ইউনিট A+ (Positive) ব্লাড দরকার🩸   Disease: Mitral Valve Replacement (Open Heart Surgery)বাড়ি : Amlasuliভর্তি আছে: ...
13/09/2024

🩸 6 ইউনিট A+ (Positive) ব্লাড দরকার🩸

Disease: Mitral Valve Replacement (Open Heart Surgery)
বাড়ি : Amlasuli
ভর্তি আছে: Bhubaneswar AIIMS
যোগাযোগ নাম্বার: Avijit Pramanik (9733741947) এবং Milan Parikha (8926129249)

✅ ভুবেনশ্বর যাওয়া থাকা-খাওয়া সব ওনারা ব্যয়ভার বহন করবেন।

যদি কেউ থাকেন তাহলে অনুগ্রহ করে একটু যোগাযোগ করবেন।

30/04/2024

  এই_পোষ্টটি_পড়ুন ও  েশি_সম্ভব_শেয়ার_করুন যাতে করে এই চিটিংবাজ ছেলে আর কাউকে প্রতারিত করতে না পারে...এই ছেলেটির নাম পার্...
11/01/2024


এই_পোষ্টটি_পড়ুন ও
েশি_সম্ভব_শেয়ার_করুন যাতে করে এই চিটিংবাজ ছেলে আর কাউকে প্রতারিত করতে না পারে...

এই ছেলেটির নাম পার্থ প্রতিম বাগ (Partha Pratim Bag)... ছেলেটি business concern এ একজন referral agent এমনকি business partner বলে নিজেকে পরিচয় দেয়, ছেলেটি নিজেকে B. Tech Engineer বলেও পরিচয় দেয়,
এছাডাও এও বলে তার নাকি postal department এ চাকরি হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি এরকম আরো অনেক মিথ্যার আশ্রয় নিয়ে থাকে| কিছুদিন আগে এই ছেলেটি কিছু ব্যক্তিকে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা নিয়ে জালিয়াতি করার কারনে পুলিষের হাতে ধরাও পড়েছিলো, এক রাজনৈতিক ব্যক্তির মধ্যস্থতায় ও টাকা ফেরৎ দেওয়ার অঙ্গিকারের পরিপ্রেক্ষিতে আপাতত শ্রীঘরের বাইরে আছে| বিষয়টি নিউজ মাধ্যমে খবরে প্রকাশিতও হয়েছিল| কিন্তু দূঃখের বিষয় হল এত কিছুর পরেও এখনো জালিয়াতি করেই চলছে| যেহেতু ছেলেটি referral agent / brokers হিসাবে কাজ করত তাই বহু মানুষ ওর ফাঁদে পড়ে ওর নিয়ে প্রায় প্রতিদিনই কিছু না কিছু অপকর্মের খবর social media তে দেখতে পাওয়া যাচ্ছে| এই ছেলেটির বাস্তবিক জালিয়াত, চিটিংবাজি ছাড়া আর এর কোনো কাজ নেই যদিও সকলকে জানায় যে সে packers & movers & brokers এর কাজ করে, property র দালালালের কাজ করে ইত্যাদি ইত্যাদি...
যাই হোক এই ছেলেটির সঙ্গে যদি কেউ কোনো রকম আপনারা লেনদেন করেন তা সম্পূর্ন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে করবেন, এছাড়াও সকলের ভালোর জন্য জানিয়ে রাখি এই ছেলেটি প্রথমে স্যার ও ম্যাডাম দিয়ে ব্যবহার করবে যেন খুব ভদ্র সমাজের এক খুব ভালো ছেলে, প্রথমে ওর কোনরকম দেনা পাওনা দাবি কিছু বলবেনা , তারপর রুম কিংবা ফ্ল্যাট কিংবা প্লট ফাইনাল হয়ে গেলে তার নাকি ৬০% ওকে দিতে হবে, তারপর যদি দিতে অস্বীকার করেন, যদি তখন বলেন আপনার তো এসব আগে বলা দরকার ছিল, তখন তার আসল রূপ দেখা যাবে অকথ্য গালিগালাজ করবে বিভিন্ন নম্বর থেকে কল করবে হোয়াটসঅ্যাপ থেকে উল্টাপাল্টা মেসেজ করবে। এমনকি ফেসবুকে খারাপ পোস্ট করবে।
তার কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম....

এসব দালালবাজি ছেলেদের জন্য আজ আমাদের ভালোবাসার শহর বদনাম হচ্ছে।

এই #পার্থ_প্রতিম_বাগের বিরুদ্ধে #আইনানুগ_ব্যবস্থা নেওয়ার জন্য সর্বসাধারনের জ্ঞাতার্থে ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে এই পোষ্ট করলাম|

29/12/2023
04/12/2023

মেদিনীপুর বই মেলা

04/12/2023

মেদিনীপুর বইমেলা।।।

চন্দ্রকোনা রোড স্টেশন পাড়া স্পোর্টিং ক্লাবের বিপরীতে আলু বোঝাই শয়তান ট্রলির এক্সিডেন্ট!
28/11/2023

চন্দ্রকোনা রোড স্টেশন পাড়া স্পোর্টিং ক্লাবের বিপরীতে আলু বোঝাই শয়তান ট্রলির এক্সিডেন্ট!

19/11/2023

Police arrested the Palestine supporter who breached security.

19/11/2023

জনজীবন ও শিলাই

ছবি- Souradip Dey

Address

Midnapur

Alerts

Be the first to know and let us send you an email when News -এখন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News -এখন:

Share