11/01/2024
এই_পোষ্টটি_পড়ুন ও
েশি_সম্ভব_শেয়ার_করুন যাতে করে এই চিটিংবাজ ছেলে আর কাউকে প্রতারিত করতে না পারে...
এই ছেলেটির নাম পার্থ প্রতিম বাগ (Partha Pratim Bag)... ছেলেটি business concern এ একজন referral agent এমনকি business partner বলে নিজেকে পরিচয় দেয়, ছেলেটি নিজেকে B. Tech Engineer বলেও পরিচয় দেয়,
এছাডাও এও বলে তার নাকি postal department এ চাকরি হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি এরকম আরো অনেক মিথ্যার আশ্রয় নিয়ে থাকে| কিছুদিন আগে এই ছেলেটি কিছু ব্যক্তিকে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা নিয়ে জালিয়াতি করার কারনে পুলিষের হাতে ধরাও পড়েছিলো, এক রাজনৈতিক ব্যক্তির মধ্যস্থতায় ও টাকা ফেরৎ দেওয়ার অঙ্গিকারের পরিপ্রেক্ষিতে আপাতত শ্রীঘরের বাইরে আছে| বিষয়টি নিউজ মাধ্যমে খবরে প্রকাশিতও হয়েছিল| কিন্তু দূঃখের বিষয় হল এত কিছুর পরেও এখনো জালিয়াতি করেই চলছে| যেহেতু ছেলেটি referral agent / brokers হিসাবে কাজ করত তাই বহু মানুষ ওর ফাঁদে পড়ে ওর নিয়ে প্রায় প্রতিদিনই কিছু না কিছু অপকর্মের খবর social media তে দেখতে পাওয়া যাচ্ছে| এই ছেলেটির বাস্তবিক জালিয়াত, চিটিংবাজি ছাড়া আর এর কোনো কাজ নেই যদিও সকলকে জানায় যে সে packers & movers & brokers এর কাজ করে, property র দালালালের কাজ করে ইত্যাদি ইত্যাদি...
যাই হোক এই ছেলেটির সঙ্গে যদি কেউ কোনো রকম আপনারা লেনদেন করেন তা সম্পূর্ন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে করবেন, এছাড়াও সকলের ভালোর জন্য জানিয়ে রাখি এই ছেলেটি প্রথমে স্যার ও ম্যাডাম দিয়ে ব্যবহার করবে যেন খুব ভদ্র সমাজের এক খুব ভালো ছেলে, প্রথমে ওর কোনরকম দেনা পাওনা দাবি কিছু বলবেনা , তারপর রুম কিংবা ফ্ল্যাট কিংবা প্লট ফাইনাল হয়ে গেলে তার নাকি ৬০% ওকে দিতে হবে, তারপর যদি দিতে অস্বীকার করেন, যদি তখন বলেন আপনার তো এসব আগে বলা দরকার ছিল, তখন তার আসল রূপ দেখা যাবে অকথ্য গালিগালাজ করবে বিভিন্ন নম্বর থেকে কল করবে হোয়াটসঅ্যাপ থেকে উল্টাপাল্টা মেসেজ করবে। এমনকি ফেসবুকে খারাপ পোস্ট করবে।
তার কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম....
এসব দালালবাজি ছেলেদের জন্য আজ আমাদের ভালোবাসার শহর বদনাম হচ্ছে।
এই #পার্থ_প্রতিম_বাগের বিরুদ্ধে #আইনানুগ_ব্যবস্থা নেওয়ার জন্য সর্বসাধারনের জ্ঞাতার্থে ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে এই পোষ্ট করলাম|