Literacy Paradise

Literacy Paradise নিঃশব্দে বাংলা ও বাঙালির খবরের অনুসন্ধান।

আজ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৭ তম প্রয়াণ দিবস। যেটা নিয়ে বাঙালি তথা গোটা ভারতবর্ষে কোনো উন্মাদনা নেই। আজকে বলিউডের সি...
11/08/2025

আজ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৭ তম প্রয়াণ দিবস। যেটা নিয়ে বাঙালি তথা গোটা ভারতবর্ষে কোনো উন্মাদনা নেই। আজকে বলিউডের সিনেমায় ক্ষুদিরাম বসু হয়ে যাচ্ছে ক্ষুদিরাম সিং। কখনো ক্ষুদিরাম বসুকে বলিউডে জেলের ক্রিমিনালদের ওয়ান্টেড তালিকায় রাখা হচ্ছে। বাংলার পাঠ্যবইতে ক্ষুদিরাম বসুকে একবার সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। জামশেদপুরে একবার ক্ষুদিরাম বসুর মূর্তি ভেঙ্গে দেওয়া হয়েছিল। আর চারিদিকে চোখ মেললেই দেখতে পাই ক্ষুদিরাম বসুর স্ট্যাচুগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর এই অপমান মেনে নেওয়া যায় না। আমরা স্বাধীনতা সংগ্রামীদের অপমান বরদাস্ত করি না। এটা মাথায় রাখা দরকার যে ক্ষুদিরামরা না থাকলে দেশের শাসকরাও পায়ের ওপর পা তুলে খেতে পারতো না। আজকে দেশজুড়ে কোনো স্বাধীনতা সংগ্রামীদের সেরকম সম্মান দেওয়া হয়না। সবাই ভুলতে বসেছে ক্ষুদিরাম বসুদের আত্মত্যাগের কাহিনী। এ দেশে ক্ষুদিরামদের সম্বোধন করা হয় বার খাওয়া ক্ষুদিরাম নামে। এভাবেই একদল শাসক চক্রান্ত করে মুছে ফেলতে চাইছে ক্ষুদিরামকে। আমরা তা মানি না। শহীদ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে লিটারেসি প্যারাডাইসের তরফ থেকে জানাই শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

কলকাতা বিমানবন্দরে গর্গ চট্টোপাধ্যায়ের মতো একজন প্রফেসরকেও এভাবে বঞ্চনা করা হচ্ছে।
04/08/2025

কলকাতা বিমানবন্দরে গর্গ চট্টোপাধ্যায়ের মতো একজন প্রফেসরকেও এভাবে বঞ্চনা করা হচ্ছে।

Bangla pokkho, Garga Chatterjee, Bengali, Kolkata, Bengal Politics, Hindi Imposition

ঐ সময়ে হিন্দু বাঙালি সাহিত্যিকগণ ওনাকে বাঙালির শেক্সপিয়ার বলতেন।
21/07/2025

ঐ সময়ে হিন্দু বাঙালি সাহিত্যিকগণ ওনাকে বাঙালির শেক্সপিয়ার বলতেন।

A news portal to create Bengali Renaissance again.

এই বিশ্ব কাঁপানো বাঙালি দাদাগিরিতে চার বছর বয়সের বাচ্চাদের সামান্য ১০০ টি দেশের রাজধানী মুখস্ত করাকে তথাকথিত 'ট্যালেন্ট...
12/07/2025

এই বিশ্ব কাঁপানো বাঙালি দাদাগিরিতে চার বছর বয়সের বাচ্চাদের সামান্য ১০০ টি দেশের রাজধানী মুখস্ত করাকে তথাকথিত 'ট্যালেন্ট' ভাবছে।

A news portal to create Bengali Renaissance again.

এই প্রজন্মের জনপ্রিয় আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী অ্যানি আহমেদ তাঁর একগুচ্ছ গান মুক্তির আগে সাক্ষাৎকার দিলেন লিটারেসি প্যারা...
09/07/2025

এই প্রজন্মের জনপ্রিয় আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী অ্যানি আহমেদ তাঁর একগুচ্ছ গান মুক্তির আগে সাক্ষাৎকার দিলেন লিটারেসি প্যারাডাইসকে।

A news portal to create Bengali Renaissance again.

বাঁকুড়ার রাইপুরে নির্মিত হয়েছে মা মহামায়ার মন্দির। যার উচ্চতা ১০৮ ফুট।
05/04/2025

বাঁকুড়ার রাইপুরে নির্মিত হয়েছে মা মহামায়ার মন্দির। যার উচ্চতা ১০৮ ফুট।

A news portal to create Bengali Renaissance again.

বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে এখনও অপেক্ষায় রয়েছে রাবড়ি গ্রামের রাবড়ি, কৃষ্ণনগরের মাটির পুতুল ও উত্তরবঙ্গের গুটি আলুর মতো...
05/04/2025

বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে এখনও অপেক্ষায় রয়েছে রাবড়ি গ্রামের রাবড়ি, কৃষ্ণনগরের মাটির পুতুল ও উত্তরবঙ্গের গুটি আলুর মতো আরও ১১ টি পণ্য।

A news portal to create Bengali Renaissance again.

মোতিচুর লাড্ডুর দাবিদার মল্লভূমের রাজধানী বিষ্ণুপুরই। দীর্ঘদিন ধরে জিআই স্বীকৃতির জন্য লড়াই করছিলেন বিষ্ণুপুরের মিষ্টান্...
05/04/2025

মোতিচুর লাড্ডুর দাবিদার মল্লভূমের রাজধানী বিষ্ণুপুরই। দীর্ঘদিন ধরে জিআই স্বীকৃতির জন্য লড়াই করছিলেন বিষ্ণুপুরের মিষ্টান্ন ব্যবসায়ীরা।

A news portal to create Bengali Renaissance again.

গত ১৩ ই মার্চ তাঁর নাম ঘোষণা হলেও আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন নরওয়ের বার্জেন বিশ্ববিদ্যালয়ে এই পুরস্কারটি গ্রহ...
28/03/2025

গত ১৩ ই মার্চ তাঁর নাম ঘোষণা হলেও আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন নরওয়ের বার্জেন বিশ্ববিদ্যালয়ে এই পুরস্কারটি গ্রহণ করবেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। ভারতীয় মুদ্রায় এই পুরস্কারের আর্থিক মূল্য ছয় কোটি টাকা।

A news portal to create Bengali Renaissance again.

বাংলার মায়াভরা পথে আর কোনোদিন তাঁর হাঁটা হবে না। চলে গেলেন প্রখ্যাত গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে লিটারেসি প্...
15/02/2025

বাংলার মায়াভরা পথে আর কোনোদিন তাঁর হাঁটা হবে না। চলে গেলেন প্রখ্যাত গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে লিটারেসি প্যারাডাইস গভীরভাবে শোকাহত।

এই মেঘের স্বতন্ত্রতা কী ডিপ্রেশনের নামান্তর নাকি মনের পাড়ায় জন্ম নিচ্ছে সবুজ জীবনের স্বচ্ছলতা? এই দোলাচল থেকেই মূলত এই...
12/01/2025

এই মেঘের স্বতন্ত্রতা কী ডিপ্রেশনের নামান্তর নাকি মনের পাড়ায় জন্ম নিচ্ছে সবুজ জীবনের স্বচ্ছলতা? এই দোলাচল থেকেই মূলত এই গান।

A news portal to create Bengali Renaissance again.

নতুন বছরে বাংলা চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা টলিউডে।
02/01/2025

নতুন বছরে বাংলা চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা টলিউডে।

A news portal to create Bengali Renaissance again.

Address

Midnapur

Alerts

Be the first to know and let us send you an email when Literacy Paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share