
11/08/2025
আজ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৭ তম প্রয়াণ দিবস। যেটা নিয়ে বাঙালি তথা গোটা ভারতবর্ষে কোনো উন্মাদনা নেই। আজকে বলিউডের সিনেমায় ক্ষুদিরাম বসু হয়ে যাচ্ছে ক্ষুদিরাম সিং। কখনো ক্ষুদিরাম বসুকে বলিউডে জেলের ক্রিমিনালদের ওয়ান্টেড তালিকায় রাখা হচ্ছে। বাংলার পাঠ্যবইতে ক্ষুদিরাম বসুকে একবার সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। জামশেদপুরে একবার ক্ষুদিরাম বসুর মূর্তি ভেঙ্গে দেওয়া হয়েছিল। আর চারিদিকে চোখ মেললেই দেখতে পাই ক্ষুদিরাম বসুর স্ট্যাচুগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর এই অপমান মেনে নেওয়া যায় না। আমরা স্বাধীনতা সংগ্রামীদের অপমান বরদাস্ত করি না। এটা মাথায় রাখা দরকার যে ক্ষুদিরামরা না থাকলে দেশের শাসকরাও পায়ের ওপর পা তুলে খেতে পারতো না। আজকে দেশজুড়ে কোনো স্বাধীনতা সংগ্রামীদের সেরকম সম্মান দেওয়া হয়না। সবাই ভুলতে বসেছে ক্ষুদিরাম বসুদের আত্মত্যাগের কাহিনী। এ দেশে ক্ষুদিরামদের সম্বোধন করা হয় বার খাওয়া ক্ষুদিরাম নামে। এভাবেই একদল শাসক চক্রান্ত করে মুছে ফেলতে চাইছে ক্ষুদিরামকে। আমরা তা মানি না। শহীদ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে লিটারেসি প্যারাডাইসের তরফ থেকে জানাই শ্রদ্ধার্ঘ্য নিবেদন।