21/03/2025
গোয়ালতোড়ে তীব্র যানজট, ভোগান্তি নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষের।
********
মেদিনীপুর পিরাকাটা থেকে গোয়ালতোড়ে, সারেঙ্গা, হুমগড় যাওয়ার ব্যস্ত রাস্তায় গোয়ালতোড়ের প্রবেশ পথেই কোল্ড স্টোরজে পাশেই সারি সারি আলু গাড়ি দাঁড়িয়ে থাকায় নিত্যপথচারীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে। আশঙ্কা থাকছে দুর্ঘটনারও।
স্টোরের ভিতরে জায়গা থাকা সত্বেও এইভাবে রাস্তা জ্যাম সমস্যায় ফেলছে পথচলতি মানুষদের। প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য গোয়ালতোড নিবাসী শিক্ষক অনিরুদ্ধ সাহা মহাশয় গোয়ালতোড় থানার পুলিশ, বিডিও মহাশয়কেও facebook কে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।