Medinipur Live News

Medinipur Live News জঙ্গলমহলের স্থানীয় সংবাদের পেজ।

জঙ্গলমহলের বিভিন্ন স্থানীয় সংবাদের জন্য এই পেজে চোখ রাখুন। গোয়ালতোড়, মেদিনীপুর, ঝাড়গ্রাম এলাকার সংবাদ আমাদের মেসেজ করে জানান। আমরা প্রকাশ করব। ধন্যবাদ ।

গড়বেতার ক্লাবে মহতী রক্তদান শিবির -- গড়বেতার ঝাড়বনীতে সর্বার্থ সাধক মিলন সংঘে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ১৪ জন মহি...
23/07/2025

গড়বেতার ক্লাবে মহতী রক্তদান শিবির

-- গড়বেতার ঝাড়বনীতে সর্বার্থ সাধক মিলন সংঘে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ১৪ জন মহিলা সহ মোট ৪২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।অত্যধিক গরমে ও কিছুটা দেরিতে আসায় রক্ত দিতে না পেরে ফিরে যেতে হয় মহিলা সহ ১৩ জনকে।
শিবিরের উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট চিকিৎসক ডা:মথুরা মোহন চিন্যা।শিবিরের শুভ কামনা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ সুভাষ চট্টোপাধ্যায়।
ক্লাবের দ্বিতল ভবনে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবিরটির সূচনা পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক রঞ্জন কুমার সরকার, হীরেন্দ্রনাথ সার,গৌরাঙ্গ পাঁজা,মৌসেলি পাল, ডা: বিদেশ দে,ডা:হরেকৃষ্ণ ঘোষ, ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নির্মল চালক, ডা:আশীষ মন্ডল,সুনীল পাড়ুই,বসন্ত দে, রামপ্রসাদ ঘোষ,স্বরূপ পাল,কবি রাজীব ঘোষ, দোলনচাঁপা তেওয়ারি দে,অনির্বাণ পাল,সুপ্রিয়া কুন্ডু,দিলীপ হোর,রাজীব লোধা,সৌরভ দাস,দিলীপ মন্ডল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার নূতন ঘোষ,শ্যামল সাহা,সুশান্ত প্যারিয়াল,অরূপ চ্যাটার্জী,চন্দন মাইতি,শোভন চ্যাটার্জী,সৈকত মিশ্র,কল্যাণ কইলা,অপূর্বা মিশ্র,স্বরূপ ছাতাইত ও সহযোগী
ইন্ডিয়ান ওয়ার্কার্স সংস্থার তুহিন লোহার,ক্লাব সভাপতি সমীরণ বন্দ্যোপাধ্যায়,সুশান্ত দে,সন্দীপ চ্যাটার্জী,মানস মন্ডল,মন্টু বিশ্বকর্মা,স্বপন রায় সহ অনেকে ।
শিবিরের শুরুতে মহান সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং শিবিরের শেষে রক্তদাতাদের হাতে চারাগাছের পাশাপাশি ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয় বলে জানান সংস্থার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায়।

21/03/2025

গোয়ালতোড়ে তীব্র যানজট, ভোগান্তি নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষের।
********
মেদিনীপুর পিরাকাটা থেকে গোয়ালতোড়ে, সারেঙ্গা, হুমগড় যাওয়ার ব্যস্ত রাস্তায় গোয়ালতোড়ের প্রবেশ পথেই কোল্ড স্টোরজে পাশেই সারি সারি আলু গাড়ি দাঁড়িয়ে থাকায় নিত্যপথচারীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে। আশঙ্কা থাকছে দুর্ঘটনারও।
স্টোরের ভিতরে জায়গা থাকা সত্বেও এইভাবে রাস্তা জ্যাম সমস্যায় ফেলছে পথচলতি মানুষদের। প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য গোয়ালতোড নিবাসী শিক্ষক অনিরুদ্ধ সাহা মহাশয় গোয়ালতোড় থানার পুলিশ, বিডিও মহাশয়কেও facebook কে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

বগডীর দোল উৎসব।
17/03/2025

বগডীর দোল উৎসব।

17/03/2025

গোয়ালতোড়ে স্বরবিতান ডান্স এন্ড মিউজিকের "বসন্ত উৎসব"।
পরিচালনায় নৃত্য শিল্পী ও শিক্ষিকা- সায়ন্তি রায়।

জঙ্গলমহলও খুলে দিল বসন্তের দরজা, সায়ন্তির প্রচেস্টায় মাতল বসন্তের উৎসবে। **************গোয়ালতোড়: বসন্ত উৎসব দেখার জন্য ...
16/03/2025

জঙ্গলমহলও খুলে দিল বসন্তের দরজা,
সায়ন্তির প্রচেস্টায় মাতল বসন্তের উৎসবে।
**************
গোয়ালতোড়: বসন্ত উৎসব দেখার জন্য এখন আর শান্তিনিকেতনে পাড়ি দেওয়ার প্রয়োজন পড়ে না শাল মহুয়া ঘেরা গোয়ালতোড়বাসীকে, বসন্ত উৎসবের আয়োজনে তাক লাগিয়ে দিয়েছেন ঘরের মেয়ে সায়ন্তি রায়। প্রতিবছরের মতোই তিনি তাঁর স্বরবিতান ডান্স একাডেমির উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করেন তাঁরই প্রশিক্ষিত নৃত্য শিল্পীদের নিয়ে। সংগ দেন স্থানীয় ও দুরদুরান্তের গন্যমান্য ব্যক্তিবর্গ।
*পূর্ব দিন হোলিকা দহন দিয়ে শুরু, দোলপূর্ণিমার পূণ্যদিনে সকালে রাধাকৃষ্ণের আশীর্বাদ নিয়ে গোয়ালতোড়ের শালমহুয়ার বনেই শুরু অভিজাত বসন্ত উৎসবের আয়োজন। নৃত্য গীত সহযোগে লাল নীল আবিরের খেলা, সংগে নতুন সংযোজন আদিবাসী পরম্পরায় নৃত্য। এমন উৎসবে পা মেলান অসংখ্য মানুষ। এমন আয়োজনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জঙ্গলমহলও এখন উৎসব অনুষ্ঠানে টেক্কা দিচ্ছে শহর-শহরতলীকেও। আগামী বছরও আবারও বড়ো উদ্যোগের আশায় জঙ্গলমহলবাসী।
দীর্ঘ কয়েক বছর ধরেই স্বরবিতান ডান্স প্রতিষ্টানের শিক্ষিকা নৃত্য শিল্পী নিজের অধ্যাবসায়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে চলেছেন। অংশগ্রহণ করছেন বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে। তার প্রচেষ্টা আর পরিচলনাগুনে সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করলো স্থানীয় ও দুরদুরান্তের জনতা জনার্দন।

14/03/2025
06/11/2024
প্রতিবাদে মেদিনীপুর। আর জি করের প্রতিবাদে। ছবি: সৌমেন চক্রবর্তী
12/08/2024

প্রতিবাদে মেদিনীপুর।
আর জি করের প্রতিবাদে।
ছবি: সৌমেন চক্রবর্তী

ঢাকা কোথায়? কোথায় ঢাকা? বিরাটীয় জয়।
19/10/2023

ঢাকা কোথায়? কোথায় ঢাকা? বিরাটীয় জয়।

এখন আপনার অজান্তেই আঙ্গুলের ছাপ ব্যবহার করে অসাধু চক্র টাকা হাতিয়ে নিচ্ছে। কি কি করনীয় জেনে নিন।
11/09/2023

এখন আপনার অজান্তেই আঙ্গুলের ছাপ ব্যবহার করে অসাধু চক্র টাকা হাতিয়ে নিচ্ছে। কি কি করনীয় জেনে নিন।

02/09/2023

মেদিনীপুরের অনেকেই প্রথম জুতো কিনবে? নাহলে এত হুড়োহুড়ি কিসের?

ভালো পদক্ষেপ
18/08/2023

ভালো পদক্ষেপ

Address

Midnapur

Alerts

Be the first to know and let us send you an email when Medinipur Live News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category