
23/07/2025
গড়বেতার ক্লাবে মহতী রক্তদান শিবির
-- গড়বেতার ঝাড়বনীতে সর্বার্থ সাধক মিলন সংঘে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ১৪ জন মহিলা সহ মোট ৪২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।অত্যধিক গরমে ও কিছুটা দেরিতে আসায় রক্ত দিতে না পেরে ফিরে যেতে হয় মহিলা সহ ১৩ জনকে।
শিবিরের উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট চিকিৎসক ডা:মথুরা মোহন চিন্যা।শিবিরের শুভ কামনা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ সুভাষ চট্টোপাধ্যায়।
ক্লাবের দ্বিতল ভবনে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবিরটির সূচনা পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক রঞ্জন কুমার সরকার, হীরেন্দ্রনাথ সার,গৌরাঙ্গ পাঁজা,মৌসেলি পাল, ডা: বিদেশ দে,ডা:হরেকৃষ্ণ ঘোষ, ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নির্মল চালক, ডা:আশীষ মন্ডল,সুনীল পাড়ুই,বসন্ত দে, রামপ্রসাদ ঘোষ,স্বরূপ পাল,কবি রাজীব ঘোষ, দোলনচাঁপা তেওয়ারি দে,অনির্বাণ পাল,সুপ্রিয়া কুন্ডু,দিলীপ হোর,রাজীব লোধা,সৌরভ দাস,দিলীপ মন্ডল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার নূতন ঘোষ,শ্যামল সাহা,সুশান্ত প্যারিয়াল,অরূপ চ্যাটার্জী,চন্দন মাইতি,শোভন চ্যাটার্জী,সৈকত মিশ্র,কল্যাণ কইলা,অপূর্বা মিশ্র,স্বরূপ ছাতাইত ও সহযোগী
ইন্ডিয়ান ওয়ার্কার্স সংস্থার তুহিন লোহার,ক্লাব সভাপতি সমীরণ বন্দ্যোপাধ্যায়,সুশান্ত দে,সন্দীপ চ্যাটার্জী,মানস মন্ডল,মন্টু বিশ্বকর্মা,স্বপন রায় সহ অনেকে ।
শিবিরের শুরুতে মহান সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং শিবিরের শেষে রক্তদাতাদের হাতে চারাগাছের পাশাপাশি ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয় বলে জানান সংস্থার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায়।