
19/07/2025
🌿 তুমি রবে নীরবে... 🌿
তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে, আমার বাবার স্মৃতিতে...
তিন বছর হয়ে গেল...
আজও যেন মনে হয়, বাবার সেই শান্ত মুখ, লেখায় ডুবে থাকা দুপুর, আর রাতের আঁধারে শব্দের খেলা যেন এখনও আমার চারপাশে বাজছে...
আমার বাবা তারক রেজ—একজন গভীর পর্যবেক্ষক, সমাজমনস্ক লেখক, আর একজন অচেনা জীবনকে কাগজে গেঁথে ফেলার শিল্পী।
আজ, তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে, আমি গভীর ভালোবাসা আর অশ্রুসজল শ্রদ্ধায় তাঁর লেখা ৫০টি নির্বাচিত ছোটগল্প, অনুগল্প ও কবিতার এক অসাধারণ সংকলন “তুমি রবে নীরবে...” আপনাদের সামনে তুলে ধরছি।
📘 এই বই শুধু তাঁর লেখা নয়, আমার বাবাকে ছুঁয়ে থাকার শেষ উপায়...
একটা ভালোবাসার দলিল, একটা শব্দে গাঁথা অস্তিত্ব।
আজ শেয়ার করছি বইটির প্রথম ঝলক।
🙏 বাবার আত্মার শান্তি কামনা করুন।
আর যদি তাঁর লেখা একটিবার আপনার হৃদয় ছুঁয়ে যায়—তবে জানবেন, তিনি আজও আছেন… আমাদেরই মাঝে, শব্দের মতো নীরবে, চিরকাল...
মনামি রেজ
তাঁর কন্যা, তাঁর পাঠক, তাঁর উত্তরাধিকারী
#তুমি_রবে_নীরবে #তারকনাথ_রেজ