05/08/2024
টক অব দ্যা NRB
বহুবার বলেছি, আল্লাহ সীমা লঙ্গন কারীদের পছন্দ করেন না।
এই সত্যটা যে কোন ভাবে ই সফল হবে।। আছি লস এনজেলস এ, তিনদিন হল। যেখানে যাই একটিই আলোচনা।। বাংলাদেশটার মুক্তি।
ইসলামিক সেন্টার অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া তে মাগরিবের নামাজ পড়ছি,তাবলিগ জামাত এর গ্রুপ এসেছে বাংলাদেশ থেকে, আমাকে পেয়ে জানতে চাইলেন, কি হবে আগামীতে।।
বললাম দোয়া করেন।। আল্লাহ ফয়সালা করে রেখেছেন। দেশটার জন্য প্রবাসীদের উ্যকন্টার সীমা নাই, কেউ ব্যবসা ও কাজে মন দিতে পারছেন না।।
বহুবার বলেছি, এই আন্দোলন কোন কোটা বিরোধী আন্দোলন নয়।। এটা সুশাসন প্রতিষ্টার আন্দোলন। শেখ হাসিনা, প্রধান মন্ত্রী হিসাবে উন্নয়ন করেছেন ঠিকই কিন্তুু সুশাসন টা দিতে পারেন নাই।
বাজার টা নিয়ন্ত্রন করতে পারেন নাই?
মানুষের মৌলিক অধিকার নিশ্চিত ছিল না।
ভাল নির্বাচন দিতে পারেন নাই। কেউ প্রতিবাদ করতে পারেন নাই। বিরোধী মতের মানুষগুলো নিজের বাড়ীতে ১৫ বছর ঘুমায় না।
পুলিশ মানুষকে মানুষই মনে করে নাই।
৩০০ জনের মৃত্যুর কোন জবাবদিহিতা নাই, কোন বিবেকবান মানুষ এই গণহত্যাকে সাপোর্ট করতে পারে না।
বেনজির এর মত শত শত দুর্নিতীবাজদের আস্ফালন ছিল, মানুষ অসহায় ছিল।
মতিয়ার, আবেদ আলী রা যা ইচ্ছা করেছে।
প্রধানমন্ত্রীর পিওন ৪০০ কোটি টাকা মেরে দিল, তাও প্রধানমন্ত্রী নিজে জানালেন। সেদিনই তিনি পদত্যাগ করতে পারতেন।
একজন পাপন কে সরানোর জন্য সারা দেশবাসী বললেও সরানো যায় নি।।
সালাম মুর্শেদীর অবৈধ বাড়ী দখল , এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ যা ইচ্ছা তাই করল,করছে । ৩৪ টি ব্যাংক দুর্বল হয়ে গেল? কেন?
দেশ পুড়ছে, আপনি জামায়াত নিষিদ্ধ করছেন।
আপনার মাথা ব্যাথা, আপনি পা কেটে ফেলছেন ।
আমির হোসেন আমু, ইনু ও রাশেদ খান মেনন কে ঘুম থেকে তুলে এনে জামায়াত নিষিক্তকরনের যুক্তি।। সাথে সাথে গেজেট ?
মৃত ছাত্রদের পরিবারগুলোর আহাজারী বঙ্গভবনে পৌছায় না।
একজন পুতুল রাষ্ট্রপতি আছেন, ১৪ জুন কোটার সমন্বয়কারীরা গিয়েছিল উনার কাছে। তিনি অকর্মণ্যতার ভুমিকা রাখলেন।।
মধ্যবিত্তের জীবন অসহনীয় হয়ে গিয়েছিল।
কোটা আন্দোলন দমন করতে পুলিশ সারা বাংলাদেশে রাতে বাসা বাড়ীতে গিয়ে হেনস্থা করেছিল। ডিবির হারুন কোটা আন্দেলনকারীদের তুলে এনে বিবৃতি দেয়া, প্রধানমন্ত্রী মেট্রোরেল ও বিটিবি নিয়ে যে কান্না করলেন, তা জাতি মেনে নিতে পারল না।
"স্মার্ট বাংলাদেশ" দেখাতে গিয়ে পলক ইন্টারনেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে বললেন, এটা কেউ নিতে পারল না। ফেসবুক টাও আটকে দিলেন?
মানুষকে অশিক্ষিত ভাবায় কতটা মুল্য দিতে হয়, তা বেকুবরা বুজবে ।
আজ তিনি ( পলক) বড্ড দেরীতে মাপ চাইছেন।।
"সময় বড় অপয়া" ,,,, আপনি সময়ের কাজটা সময়েই করবেন। ।।
তিনি যদি আবু সাইদ ও মুগ্ধের বাসায় যেতেন - তাদের জন্য কাদতেন, তাহলে আজকের বাংলাদেশ এরকম হত না ।
উনার ভীত নড়বড়ে হত না।।
অনেক কিছুর সমন্বয়হীনতায় আজ বাংলাদেশ পুড়ছে।
এত গুলো মেধাবী ছাত্রদের পুলিশ সরাসরি গুলি করে মারল?
হায় আল্লাহ, এই পরিবারগুলো কি নিয়ে বাচবে? আপনি ধৈর্য ধারনের সহায় হউন। তাদের জান্নাত উল ফেরদৌস দান করুন / ( আমিন)
আমি বহুবার বলেছি গত কয়েক বছরে , মানুষ মেট্রোরেল- পদ্মা সেতু চায় না, ট্যানেল এর কোন গুরুত্বই নাই দেশে।
মানুষ ৩০/৪০ টাকায় চাল চায়। সস্তায় পেয়াজ চায়, সস্তায় খেজুর খেতে চায়, কেজিতে তরমুজ খেতে চায় না।
সুশাসন চায়, সিন্ডিকেট এর পাওয়ার দেখতে চায় না ।
এখন বিদ্যুত এর মিটার এর নতুন সিণ্ডিকেট মানুষ কে অতিস্ট করে ফেলেছে।।
কবিতাও লিখেছিলাম এ নিয়ে ।
শত শত উন্নয়নের জোয়াার বইলেও সুশাসন ছিল না। যারা সরকারের বিরুদ্বাচারন করেছে, তারাই জেলে গেছে।।
একজন জনপ্রিয় শিক্ষক ছাত্রদের সাথে ছিলেন কোটা আন্দোলনে - তাকে ডান্ডাবেরী পড়ানো হল। ১৭ বছরের ছেলেকে ৬ দিনের রিমান্ড দেয়া হল।
পুলিশ মানুষকে পাখির মত মারল, এটা কোন সুস্থ মানুষ কিভাবে মানবে।।
৩০০ মানুষের মরদেহের উপর ঠিকে থাকা কস্টের ও বেদনার।।
প্রবাসীদের সবাই বিমানবন্দরে নাজেহাল হন, বিএনপি ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীর শত শত মামলা ও দেশত্যাগ। সব কিছুর বিষ্ফোরন কোটা আন্দোলন ও ১ দফা দাবীতে অসহযোগ।।
এই মুহুর্তে মনে হচ্ছে, জনগন দেশটাকে নিয়ন্ত্রন করবে। উন্নয়ন এর চেয়ে সুশাসন যে জরুরী সেটা হতে যাচ্ছে।।
যে কোন কারনে জামাত ও বিএনপি - জঙ্গী বলে এবার পুলিশ পার পাবে না। আজ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগে রাজী এটা ২০ জুলাই হলে দৃশ্য অন্যরকম হত।।
এই হারুন, বিপ্লবরাই দেশটাকে নষ্ট করল। পুলিশই সব কিছুর জন্য দায়ী। আমি বহু আগে আই জি মামুন সাহেব কে ( যিনি ১ বছর এক্সটেনশন এ আছেন) পদত্যাগ করতে বলেছিলাম।।
বিরাজনীতিকরন করে বর্তমান সরকার, পুলিশ -প্রশাসন - হিন্দু কর্মকর্তাদের উপর নির্ভর করেছে।
হঠাত করে বাংলাদেশে লাখ লাখ হিন্দু কর্মকর্তারা কোথা থেকে বেরুলো অনেকের প্রশ্ন ছিল? ভয়ে বলে নাই, আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ এর লোকজন নিগৃহীত হয়েছে।।
গত ১৫ বছরে প্রশাসন এত বেপরোয়া হয়েছিল যে, একজন ওসি এম পির কথা শুনত না। শুনে না।। একটা অসহনীয় আমলা, পুলিশ ও অসাধু ব্যবসায়ীদের সরকার হয়ে গিয়েছিল।।
প্রধানমন্ত্রীকে কে বুঝাল, আপনি কালো শাড়ী পড়েন, ব্যবসায়ীদের নিয়ে বসুন সব ঠিক হয়ে যাবে । সবই ভুল।।
একটি জাতীয় সংলাপের ডাক দিলে আজ এই দিন দেখতে হত না।।
বার বার বলেছি,, আদালত পাড়ার নিরপরাধ মানুষের কান্না আকাশে পৌছে গেছে।
হাজার হাজার কোটি টাকা লোপাট হয়, আর একজন শত বর্ষের কোটার রাজনীতিবিদ ২ কোটির টাকা মামলায় আটক, বিদেশে চিকিৎসা করতে যেতে পারেন না। আইনমন্ত্রী নানা বাহানা দিয়ে আটকে দেন।।
কিভাবে এটা এড়ানো যেত -
কোটা আন্দোলনে র শেষধাপে ২০ জুলাই যদি প্রধান মন্ত্রী ওবায়দুল কাদেরকে সরিয়ে দিতেন, ছাত্রলীগের কমিটি ভেঙ্গে ও সব কার্যক্ষম স্থগিত করতেন, পুলিশের গুলিতে মৃত্যুবরণকারীদের বাড়ীতে যেতেন, পুলিশের আইজি কে অপসারন করতেন ও কয়েক হাজার পুলিশকে ক্লোজ করতেন।। তাহলে আজ এরকম আন্দোলনে রুপ নিত না।
সরকার এতটা জনবিচ্ছিন্ন হত না।
সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে।।।
মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটর এক্সপ্রেস,৪৬০ টি আধুনিক মসজিদ ফ্যাকাশে, মুল্যহীন।।
এই শোকের মাসে যে নব্য আওয়ামীলীগ এর হাইব্রিড রা শত শত হাজার বিলবোর্ড লাগাত, সেই সব মুজিব কোর্টের লোকজন লাপাত্তা।।
জুয়েল সাদত / মানবাধিকার কর্মী - সাংবাদিক Jewel Sadat