Mamun's Construction Square

Mamun's Construction Square Hi there! This is Mamun. I'm a professional Civil Engineer & Contracts Administrator. Please Like/Follow my Page!

In my Channel "MC Square", I would like to share current construction practices capturing ex*****on of works, mode of transports home/abroad.

07/08/2024
07/08/2024

পুরা ইন্টারভিউ এর চোখ জুড়ানো পার্ট ছিলো কোনটা, জানেন?

প্রফেসর ইউনূস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছে। যেইটা আমার জন্মে আর কোন ক্ষমতাবান মানুষের মুখে শুনি নাই।

সঞ্চালক জিগাইলো, মানুষ ঢাকাতে নৈরাজ্য করছে।

উনি উত্তর দিলেন, বহুদিন পর দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। তারা এঞ্জয় করছে। আমরাও এই স্বাধীনতা এঞ্জয় করতেছি।

সঞ্চালক বললো, তাই বলে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার কারণ কী?

স্যার বললেন, এর একমাত্র দায় শেখ হাসিনার। সে দুঃশাসনের মাধ্যমে পিতার ইমেজ ধ্বংস করছে। এর ফলে এই ভাঙচুর হচ্ছে।

সঞ্চালক এবার জানতে চাইলো, এই লুটতরাজের কারণ কী? এইটা কীভাবে দেখেন?

ইউনূস একবারও মানুষের দোষ দিলেন না।

বললেন, এইটা হাসিনার দুঃশাসনের ধারাবাহিকতা। মানুষ ভোট দিতে পারে নাই বহুবছর। এই ক্ষোভ তাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। ডেমোক্রেসি আসলেই এসব বন্ধ হয়ে যাবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আইনের শাসন ফিরিয়ে আনার প্রথম এবং প্রধান পদক্ষেপ।

এরপর উনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোন চেষ্টা হলে ভারত, মায়ানমার, সেভেনসিস্টারও অক্ষত থাকবে না।

খেয়াল করেন, সে ভারত আর সেভেন সিস্টার আলাদা আলাদা উচ্চারণ করেছে। হুমকিটা কত ব্যাপক, বুঝতেসেন তো?

সারাজীবন যে কোন আন্দোলনে প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসী তকমা শুনে এসেছি।

আমার ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রোরেল ধরে খুনি স্বৈরাচারীর কান্নার নাটক দেখেছি।

বিদেশি সাংবাদিকদের সামনে দেশের মানুষকে সন্ত্রাসী বানানোর কুৎসিত চেষ্টা দেখে দেখে বড় হয়েছি।

আমাদের কখনও কেউ ডিফেন্ড করে নাই, ওউন করে নাই, এতো মায়া দিয়ে কথা বলে নাই আমার জন্য।

অথচ আজ প্রফেসর ইউনূস মানুষকে ভিলিফাই করেন নাই। আমাদের রাগটা বুঝেছেন। আমাদের ওউন করেছেন। আমাদের থ্রেটকে মোকাবিলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে।

এরপরে ডক্টর ইউনূসকে আমাদের ওউন করতে আর কোন বাঁধা নাই। আজ থেকেই আমি উনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করলাম।

বিদেশের সাংবাদিকের কাছে যে মানুষ দেশের জনগণকে এভাবে প্রটেক্ট করে, তার হাতে বাংলাদেশ তুলে দিতে আমাদের আর কোন দ্বিধা নাই।

Sadiqur Rahman khan

06/08/2024

এই মুহুর্তে অতি দ্রুত Interim Government within next 12 hours প্রতিষ্ঠা করা এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা।

পুলিশের উপর আস্থা ফিরিয়ে আনতে যা করনীয় তা নতুন সরকারকে করতে হবে।

05/08/2024

প্রিয় দেশবাসী
আমাদের এই ১ দফা আন্দোলনে অনেক হিন্দু ভাই-বোন প্রাণ দিয়েছেন পুলিশের গুলিতে। তাদের রক্ষা করা আপনাদের ইমানি দায়িত্ব।
কেউ যেন জাতির এই অর্জনকে নস্যাৎ করতে না পারে।

05/08/2024

নতুন বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান কোনো ভেদাভেদ থাকবেনা ! সবাই সব ধর্মাবলম্বীকে শ্রদ্ধা জানাবে। কেউ কাউকে আঘাত করবেনা…

আজকেই শপথ নিন !

05/08/2024

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সকলের বাংলাদেশ।

আশা করি ভুলবেন না ❤️🇧🇩❤️

05/08/2024

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সকলের বাংলাদেশ। আশা করি ভুলবেন না 🇧🇩❤️

05/08/2024

টক অব দ্যা NRB

বহুবার বলেছি, আল্লাহ সীমা লঙ্গন কারীদের পছন্দ করেন না।
এই সত্যটা যে কোন ভাবে ই সফল হবে।। আছি লস এনজেলস এ, তিনদিন হল। যেখানে যাই একটিই আলোচনা।। বাংলাদেশটার মুক্তি।
ইসলামিক সেন্টার অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া তে মাগরিবের নামাজ পড়ছি,তাবলিগ জামাত এর গ্রুপ এসেছে বাংলাদেশ থেকে, আমাকে পেয়ে জানতে চাইলেন, কি হবে আগামীতে।।
বললাম দোয়া করেন।। আল্লাহ ফয়সালা করে রেখেছেন। দেশটার জন্য প্রবাসীদের উ্যকন্টার সীমা নাই, কেউ ব্যবসা ও কাজে মন দিতে পারছেন না।।

বহুবার বলেছি, এই আন্দোলন কোন কোটা বিরোধী আন্দোলন নয়।। এটা সুশাসন প্রতিষ্টার আন্দোলন। শেখ হাসিনা, প্রধান মন্ত্রী হিসাবে উন্নয়ন করেছেন ঠিকই কিন্তুু সুশাসন টা দিতে পারেন নাই।
বাজার টা নিয়ন্ত্রন করতে পারেন নাই?
মানুষের মৌলিক অধিকার নিশ্চিত ছিল না।
ভাল নির্বাচন দিতে পারেন নাই। কেউ প্রতিবাদ করতে পারেন নাই। বিরোধী মতের মানুষগুলো নিজের বাড়ীতে ১৫ বছর ঘুমায় না।
পুলিশ মানুষকে মানুষই মনে করে নাই।
৩০০ জনের মৃত্যুর কোন জবাবদিহিতা নাই, কোন বিবেকবান মানুষ এই গণহত্যাকে সাপোর্ট করতে পারে না।

বেনজির এর মত শত শত দুর্নিতীবাজদের আস্ফালন ছিল, মানুষ অসহায় ছিল।
মতিয়ার, আবেদ আলী রা যা ইচ্ছা করেছে।

প্রধানমন্ত্রীর পিওন ৪০০ কোটি টাকা মেরে দিল, তাও প্রধানমন্ত্রী নিজে জানালেন। সেদিনই তিনি পদত্যাগ করতে পারতেন।
একজন পাপন কে সরানোর জন্য সারা দেশবাসী বললেও সরানো যায় নি।।
সালাম মুর্শেদীর অবৈধ বাড়ী দখল , এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ যা ইচ্ছা তাই করল,করছে । ৩৪ টি ব্যাংক দুর্বল হয়ে গেল? কেন?

দেশ পুড়ছে, আপনি জামায়াত নিষিদ্ধ করছেন।
আপনার মাথা ব্যাথা, আপনি পা কেটে ফেলছেন ।
আমির হোসেন আমু, ইনু ও রাশেদ খান মেনন কে ঘুম থেকে তুলে এনে জামায়াত নিষিক্তকরনের যুক্তি।। সাথে সাথে গেজেট ?

মৃত ছাত্রদের পরিবারগুলোর আহাজারী বঙ্গভবনে পৌছায় না।
একজন পুতুল রাষ্ট্রপতি আছেন, ১৪ জুন কোটার সমন্বয়কারীরা গিয়েছিল উনার কাছে। তিনি অকর্মণ্যতার ভুমিকা রাখলেন।।

মধ্যবিত্তের জীবন অসহনীয় হয়ে গিয়েছিল।
কোটা আন্দোলন দমন করতে পুলিশ সারা বাংলাদেশে রাতে বাসা বাড়ীতে গিয়ে হেনস্থা করেছিল। ডিবির হারুন কোটা আন্দেলনকারীদের তুলে এনে বিবৃতি দেয়া, প্রধানমন্ত্রী মেট্রোরেল ও বিটিবি নিয়ে যে কান্না করলেন, তা জাতি মেনে নিতে পারল না।

"স্মার্ট বাংলাদেশ" দেখাতে গিয়ে পলক ইন্টারনেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে বললেন, এটা কেউ নিতে পারল না। ফেসবুক টাও আটকে দিলেন?
মানুষকে অশিক্ষিত ভাবায় কতটা মুল্য দিতে হয়, তা বেকুবরা বুজবে ।
আজ তিনি ( পলক) বড্ড দেরীতে মাপ চাইছেন।।
"সময় বড় অপয়া" ,,,, আপনি সময়ের কাজটা সময়েই করবেন। ।।

তিনি যদি আবু সাইদ ও মুগ্ধের বাসায় যেতেন - তাদের জন্য কাদতেন, তাহলে আজকের বাংলাদেশ এরকম হত না ।
উনার ভীত নড়বড়ে হত না।।
অনেক কিছুর সমন্বয়হীনতায় আজ বাংলাদেশ পুড়ছে।
এত গুলো মেধাবী ছাত্রদের পুলিশ সরাসরি গুলি করে মারল?
হায় আল্লাহ, এই পরিবারগুলো কি নিয়ে বাচবে? আপনি ধৈর্য ধারনের সহায় হউন। তাদের জান্নাত উল ফেরদৌস দান করুন / ( আমিন)

আমি বহুবার বলেছি গত কয়েক বছরে , মানুষ মেট্রোরেল- পদ্মা সেতু চায় না, ট্যানেল এর কোন গুরুত্বই নাই দেশে।
মানুষ ৩০/৪০ টাকায় চাল চায়। সস্তায় পেয়াজ চায়, সস্তায় খেজুর খেতে চায়, কেজিতে তরমুজ খেতে চায় না।
সুশাসন চায়, সিন্ডিকেট এর পাওয়ার দেখতে চায় না ।
এখন বিদ্যুত এর মিটার এর নতুন সিণ্ডিকেট মানুষ কে অতিস্ট করে ফেলেছে।।
কবিতাও লিখেছিলাম এ নিয়ে ।

শত শত উন্নয়নের জোয়াার বইলেও সুশাসন ছিল না। যারা সরকারের বিরুদ্বাচারন করেছে, তারাই জেলে গেছে।।
একজন জনপ্রিয় শিক্ষক ছাত্রদের সাথে ছিলেন কোটা আন্দোলনে - তাকে ডান্ডাবেরী পড়ানো হল। ১৭ বছরের ছেলেকে ৬ দিনের রিমান্ড দেয়া হল।
পুলিশ মানুষকে পাখির মত মারল, এটা কোন সুস্থ মানুষ কিভাবে মানবে।।

৩০০ মানুষের মরদেহের উপর ঠিকে থাকা কস্টের ও বেদনার।।

প্রবাসীদের সবাই বিমানবন্দরে নাজেহাল হন, বিএনপি ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীর শত শত মামলা ও দেশত্যাগ। সব কিছুর বিষ্ফোরন কোটা আন্দোলন ও ১ দফা দাবীতে অসহযোগ।।
এই মুহুর্তে মনে হচ্ছে, জনগন দেশটাকে নিয়ন্ত্রন করবে। উন্নয়ন এর চেয়ে সুশাসন যে জরুরী সেটা হতে যাচ্ছে।।
যে কোন কারনে জামাত ও বিএনপি - জঙ্গী বলে এবার পুলিশ পার পাবে না। আজ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগে রাজী এটা ২০ জুলাই হলে দৃশ্য অন্যরকম হত।।

এই হারুন, বিপ্লবরাই দেশটাকে নষ্ট করল। পুলিশই সব কিছুর জন্য দায়ী। আমি বহু আগে আই জি মামুন সাহেব কে ( যিনি ১ বছর এক্সটেনশন এ আছেন) পদত্যাগ করতে বলেছিলাম।।
বিরাজনীতিকরন করে বর্তমান সরকার, পুলিশ -প্রশাসন - হিন্দু কর্মকর্তাদের উপর নির্ভর করেছে।
হঠাত করে বাংলাদেশে লাখ লাখ হিন্দু কর্মকর্তারা কোথা থেকে বেরুলো অনেকের প্রশ্ন ছিল? ভয়ে বলে নাই, আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ এর লোকজন নিগৃহীত হয়েছে।।
গত ১৫ বছরে প্রশাসন এত বেপরোয়া হয়েছিল যে, একজন ওসি এম পির কথা শুনত না। শুনে না।। একটা অসহনীয় আমলা, পুলিশ ও অসাধু ব্যবসায়ীদের সরকার হয়ে গিয়েছিল।।

প্রধানমন্ত্রীকে কে বুঝাল, আপনি কালো শাড়ী পড়েন, ব্যবসায়ীদের নিয়ে বসুন সব ঠিক হয়ে যাবে । সবই ভুল।।
একটি জাতীয় সংলাপের ডাক দিলে আজ এই দিন দেখতে হত না।।

বার বার বলেছি,, আদালত পাড়ার নিরপরাধ মানুষের কান্না আকাশে পৌছে গেছে।
হাজার হাজার কোটি টাকা লোপাট হয়, আর একজন শত বর্ষের কোটার রাজনীতিবিদ ২ কোটির টাকা মামলায় আটক, বিদেশে চিকিৎসা করতে যেতে পারেন না। আইনমন্ত্রী নানা বাহানা দিয়ে আটকে দেন।।

কিভাবে এটা এড়ানো যেত -

কোটা আন্দোলনে র শেষধাপে ২০ জুলাই যদি প্রধান মন্ত্রী ওবায়দুল কাদেরকে সরিয়ে দিতেন, ছাত্রলীগের কমিটি ভেঙ্গে ও সব কার্যক্ষম স্থগিত করতেন, পুলিশের গুলিতে মৃত্যুবরণকারীদের বাড়ীতে যেতেন, পুলিশের আইজি কে অপসারন করতেন ও কয়েক হাজার পুলিশকে ক্লোজ করতেন।। তাহলে আজ এরকম আন্দোলনে রুপ নিত না।

সরকার এতটা জনবিচ্ছিন্ন হত না।
সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে।।।
মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটর এক্সপ্রেস,৪৬০ টি আধুনিক মসজিদ ফ্যাকাশে, মুল্যহীন।।

এই শোকের মাসে যে নব্য আওয়ামীলীগ এর হাইব্রিড রা শত শত হাজার বিলবোর্ড লাগাত, সেই সব মুজিব কোর্টের লোকজন লাপাত্তা।।

জুয়েল সাদত / মানবাধিকার কর্মী - সাংবাদিক Jewel Sadat

05/08/2024





✅ ✅
✅ ✅
✅ ✅
✅ ✅ ✅
✅ ✅
✅ ✅ ✅



Please saves our university Brothers &sisters 🇧🇩

05/08/2024

আপনার আশে পাশের ধর্মীয় সংখ্যালঘুদের বুকে আগলে রেখে নিরাপত্তা দেবেন।

হানাদার বাহিনী সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের মুক্তির সংগ্রামকে সাম্প্রদায়িক সংঘাতে রুপ দিয়ে ভারতের সরাসরি হস্তক্ষেপ চাইতে। সচেতনতা জরুরী।

04/08/2024

প্রিয় দেশবাসী,

এই খুনি জালেমের দোসরদের নতুন পরিকল্পনা ভাংচুর এবং অগ্নিসংযোগ। তারা এসবের দায় চাপাবে ছাত্রদের উপর। প্লিজ এদেরকে ধরিয়ে পুলিশকে দিন। অথবা নিবৃত্ত ক রুন।

04/08/2024

দাবি ছিলো দুইটা, মানলেন না- গু'লি করলেন।
দাবি হলো ছয়টা, মানলেন না- গ্রেফতার করলেন।

দাবি বাড়িয়ে হলো নয়টা, আবার মানলেন না- আবার গু'লি করলেন।

আর দাবি বাড়াতে চাই না। বরং কমাইয়া নিলাম । এখন দাবি মাত্র একটা এক দফা। একটাই শেষ"!

Loud And Clear❗

Address

Mumbai

Alerts

Be the first to know and let us send you an email when Mamun's Construction Square posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamun's Construction Square:

Share