26/09/2023
ডিমের ডেভিল! নাম শুনলেই কেমন জিভে জল, চোখে হাসি। ওই জিনিসটি আমি বড়ই ভালবাসি। তা শুধু আমি কেন? ডিমের ডেভিল কোন বাঙালিই বা ভাল না বাসে শুনি। সেই বাঙালি যদি আবার কলকাতার হয়, তবে তো আর কথাই নেই। কলকাতার গলি তস্য গলি, প্রিয় মানুষের হাত ধরে ঘুরে বেড়ানো, অমুক কেবিন তমুক কেবিন আর এক প্লেট ডিমের ডেভিল দুজনে ভাগ করে খাওয়া - এই নিয়েই একটা প্রজন্ম নস্টালজিয়ার সমুদ্রে ডুবে যেতে পারে।
অথচ নেহাত ক্যালকেশিয়ান বা বাঙালি করে ফেলা এই খাদ্যটি কিন্তু খাঁটি ইউরোপিয়ান। আরও ভাল করে বললে ডিমের ডেভিল পূর্বপুরুষ হল, সেই খোদ রোমের এক প্রাচীন রেসেপি।
আর হ্যাঁ উইকির মতো বিভিন্ন রেফারেন্স জানাচ্ছে, ওই ডেভিল - এর সঙ্গে শয়তানির কোন যোগাযোগ নেই। সেই সময়ে অতি স্পাইসি বা মশলাদার খাদ্যদ্রব্যের সঙ্গে ডেভিল কথা খানা যোগ করা হতো।
নিচে রইল আমার বানানো ডিমের ডেভিলের ছবি।
কী করে বানাবে ডিমের ডেভিল?
প্রথমে ৬খানা ডিম সেদ্ধ করতে বসিয়ে দাও। হার্ড বয়েল হবে। মানে ডিমগুলো ১০ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঠাণ্ডা হলে খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিতে হবে।
তিন চারটে আলু সেদ্ধ করে, মেখে নাও। এবার কড়াইতে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা মিশিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে নুন, হলুদ, কাশ্মীরি লাল মির্চ,অল্প করে জিরে আর ধনে গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ আলু টা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। ২-৪ মিনিট রান্না করে ভাজা মশলা, গরম মশলা আর কুচোনো ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে গ্যাস অফ করে দিতে হবে। এবার চপটা তৈরি করার আগে নুন, গোলমরিচ দিয়ে একটা ডিম ফেটিয়ে রেখে দিতে হবে। কয়েকটা পাউরুটি মিক্সিতে দিয়ে ব্রেডক্রাম্ব বানিয়ে নিতে হবে।
কোটিংটা পারফেক্ট বানাতে একটু ময়দার কর্নফ্লাওয়ার সমপরিমাণে নিয়ে একসাথে একটা প্লেটে নিতে পারো। এতক্ষনে আলুর পুরটা ঠাণ্ডা হয়ে যাবে। এবারে হাতের তালুতে অল্প তেল মেখে আলুর পুরটা নিয়ে মাঝে হাফ ডিমটা দিয়ে একটা চপের শেপ দিতে হবে। এরপর কাজ খুব সহজ। একবার ডিমের গোলাতে দিয়ে ময়দাতে এপিঠ ওপিঠ করে আবার ডিমে দিয়ে আবার ব্রেড ক্রাম্ব দিয়ে শেপটা পারফেক্ট করে নিতে হবে। শেষে গরম তেলে ভেজে নিয়ে কাসুন্দি, সস, পেঁয়াজ, শশা কুচি দিয়ে সার্ভ করে দাও।
বানানোটা কিন্তু খুবই সোজা। ট্রাই করে দেখতে পারো।
#রান্না #রেসিপি #খাবার #ডিমেরডেভিল