Khobor Dinbhor - খবর দিনভর

Khobor Dinbhor - খবর দিনভর সত্য খবর সবার সামনে তুলে ধরার ছোট্ট একটা প্রয়াস

* খবর দিনভরে সমস্ত বক্তার বক্তব্য এবং অডিও ভিডিও কন্টেন্ট কেবল মাত্র দর্শকদের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই পোস্ট করা হয়!
* খবর দিনভর কোন ভাবেই কারো ব্যাক্তিগত বক্তব্য বা মতামতের ক্ষেত্রে দায়বদ্ধ নয়।
* সমস্ত লেখালেখি, ক্রিটিসিজিম এগুলো সবকিছুই লেখক/বক্তার উপর দায়বদ্ধ।

12/06/2025

গুজরাতের আমদাবাদে প্রায় ২০০ যাত্রী নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, প্রচুর হতাহতের আশঙ্কা

08/06/2025

ইসলামপুরে বাইক ও ট্রেকারের দু*র্ঘটনা

কেরল উপকূলের কাছে ডুবল লাইবেরিয়ায় একটি পণ্যবাহী জাহাজ। পিটিআই সূত্রে জানা গিয়েছে, ওই জাহাজে ছিল ৬৪০টি কন্টেনার। তার মধ্য...
25/05/2025

কেরল উপকূলের কাছে ডুবল লাইবেরিয়ায় একটি পণ্যবাহী জাহাজ। পিটিআই সূত্রে জানা গিয়েছে, ওই জাহাজে ছিল ৬৪০টি কন্টেনার। তার মধ্যে ১৩টি কন্টেনারে ছিল ‘বিপজ্জনক’ বস্তু। সেই রাসায়নিক ছড়িয়ে পড়লে ক্ষতি হতে পারে সামুদ্রিক প্রাণী এবং মানুষের। ফলে উদ্বিগ্ন কেরল সরকার এবং উপকূলরক্ষীবাহিনী। সেই সঙ্গে জাহাজের ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রের জলে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। সে কারণে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে কেরল সরকার। জাহাজে ২৪ জন নাবিক ছিলেন। সকলকেই উদ্ধার করা হয়েছে।

25/05/2025

মহারাজপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ী বামজোট। ৪৩ টি আসনের মধ্যে বাম জোট ৩৯ তৃণমূল কংগ্রেস ৪ টি।

প্রয়াত অভিনেতা মুকুল দেবঅভিনেতা মুকুল দেব ২৩ মে ২০২৫ তারিখে ৫৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন।  তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এ...
24/05/2025

প্রয়াত অভিনেতা মুকুল দেব
অভিনেতা মুকুল দেব ২৩ মে ২০২৫ তারিখে ৫৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং শেষ কয়েকদিন আইসিইউতে ভর্তি ছিলেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী দীপশিখা নাগপাল এবং সহ-অভিনেতা বিন্দু দারা সিং ।

“পাঁশকুড়ায় চিপসের প্যাকেট ‘চুরি’র অপবাদে শিশুর আত্মহত্যা — সিভিক ভলান্টিয়ারদের অমানবিকতার বহিঃপ্রকাশ: শবনম মুস্তারি"প...
24/05/2025

“পাঁশকুড়ায় চিপসের প্যাকেট ‘চুরি’র অপবাদে শিশুর আত্মহত্যা — সিভিক ভলান্টিয়ারদের অমানবিকতার বহিঃপ্রকাশ: শবনম মুস্তারি"

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছি। একটি চিপসের প্যাকেটকে কেন্দ্র করে সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাসের উপর এক সিভিক ভলান্টিয়ার যেভাবে চুরির মিথ্যা অপবাদ দিয়ে তার গায়ে হাত তোলে, জনসমক্ষে হেনস্থা করে এবং চূড়ান্তভাবে যে মানসিক আঘাত সে পায়, তাতে একটি নিষ্পাপ প্রাণ অকালে ঝরে গেল। শিশুটি বিষ খেয়ে আত্মহত্যা করেছে — মৃত্যুর আগে মায়ের উদ্দেশ্যে লিখে গেছে, “মা, আমি চুরি করিনি, কুড়িয়ে পেয়েছিলাম।”

এই ঘটনা কেবল ব্যক্তিগত বর্বরতার উদাহরণ নয় — এটি প্রশাসনিক ব্যর্থতার নগ্ন চেহারা। সিভিক ভলান্টিয়ারদের কোনও সাংবিধানিক বা বিচারিক ক্ষমতা নেই কাউকে ধরে মারধর বা হেনস্থা করার। অথচ রাজ্যের নানা প্রান্তে কিছু সিভিক সদস্য আজ বেআইনি দমনমূলক শক্তির প্রতীক হয়ে উঠেছে। প্রশাসন, পুলিশ এবং রাজনৈতিক পরিসরের নীরবতা তাঁদের বেআইনি কার্যকলাপকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে চলেছে।

সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়া এই ঘটনায়— শিশুটির মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে গ্রেফতারের দাবি জানাচ্ছে। ভুক্তভোগী পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদি মানসিক সহায়তা প্রদান নিশ্চিত করতে বলছে। এবং রাজ্যের প্রতিটি সিভিক ভলান্টিয়ারের ভূমিকা, সীমা ও আচরণবিধি পুনর্মূল্যায়ন করে এক কঠোর বিধিসমূহ আরোপ করার আহ্বান জানাচ্ছে।

একটি শিশুর মৃত্যু আমাদের সকলের ব্যর্থতা। এই রাজ্য, সমাজ ও শাসকের কাছে জবাবদিহি চাই। কৃষ্ণেন্দুর মতো আর কোনও শিশুর জীবন যেন এমন অমানবিকতার শিকার না হয় — এটাই আমাদের প্রতিজ্ঞা।

শবনম মুস্তারি
রাজ্য সম্পাদিকা
এসডিপিআই

22/05/2025

ব্রেকিং নিউজঃ
দিনের আলোয় সোনারপুরে দুঃসাহসী ডাকাতি , লুট ৮০ লক্ষ টাকার সোনা।

22/05/2025

'মিথ্যা তথ্য প্রচারের' অভিযোগ, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন যুব কংগ্রেসের আইনি সেলের প্রধান শ্রীকান্ত স্বরূপ

অবিলম্বে বিজেপি মন্ত্রীর অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হল কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। অপারেশন সিঁদ...
17/05/2025

অবিলম্বে বিজেপি মন্ত্রীর অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হল কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। অপারেশন সিঁদুরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কর্নেল কুরেশির ভাই বান্টি সুলেমান বলেন, সোফিয়া গোটা দেশের কন্যা। তাঁকে নিয়ে এমন মন্তব্য আসলে ক্ষমার অযোগ্য। উল্লেখ্য, কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে কটাক্ষ করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। আর তাতেই তীব্র প্রতিবাদ জানিয়ে দেশের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন সোফিয়া কুরেশির পরিবার।

17/05/2025
মাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করেছেন শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্রী শ্রীজয়ী ঘোষ। প্রাপ্ত নম্বর ৬৮৮।
02/05/2025

মাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করেছেন শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্রী শ্রীজয়ী ঘোষ। প্রাপ্ত নম্বর ৬৮৮।

Address

Murshidabad

Alerts

Be the first to know and let us send you an email when Khobor Dinbhor - খবর দিনভর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khobor Dinbhor - খবর দিনভর:

Share